ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম মল্লিকপুর গ্রামের আছান মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪২) ও তার ৯ মাস বয়সী নাতনি আফরোজা তিশা।
এ ঘটনায় মারাত্মক আহত হন নিহত আফরোজা তিশার মা ও দাদা আছান মিয়া।
মঙ্গলবার(৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে ওসমানী হাসপাতালে চিকিৎসা শেষে ফরিদা বেগম নাতনিকে নিয়ে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের ধরমপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস (সিলেট জ- ০৫০০০৮) তাদের সিএনজি অটোরিকশাকে (সিলেট থ-১১-৫০৮১) চাপা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফরিদা বেগম ও হাসপাতালে নেয়ার পরে মারা যায় তার নাতনী ৯ মাস বয়সী আফরোজা তিশা।
আহতদের সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ও বাসটি মোগলাবাজার থানায় রাখা হয়েছে।
মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হবে।