গোলাপগঞ্জ প্রতিনিধিঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মহামারিতে বাংলাদেশেও স্থবির হয়ে পড়েছে জনজীবন। জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে মানুষকে বের না হওয়ার নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন। এমন সংকটের মুহূর্তে সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন মানবিক সংগঠন ও বিত্তবানরাও এগিয়ে এসেছেন অসহায়দের পাশে।
তেমনি গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বৃহত্তর চন্দরপুর এলাকার অসচ্ছল পরিবারের পাশে এগিয়ে এসেছে ঐ এলাকার বানিগাজী গ্রামের আর্ত মানবতার সংগঠন ‘হাজী মোঃ তজম্মুল আলী এন্ড ব্রাদার্স মেমোরিয়াল ট্রাস্ট’।
মানবিক এ সংগঠনের উদ্যোগে করোনা ও রমজান মাস উপলক্ষে কালিয়াডহর, বনগ্রাম, বানিগাজী, চন্দরপুর ও লামা-চন্দরপুর গ্রামের অসচ্ছল ৩১২টি পরিবারের মাঝে প্রায় ৩লক্ষ টাকা বিতরণ করা হয়। এছাড়া বৃহত্তর চন্দরপুর এলাকার ১৬ টি মসজিদ-পাঞ্জেগানার ২১জন ইমাম-মুয়াজ্জিনকেও এ সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়। এসময় প্রত্যেকের হাতে হাতে নগদ এ অর্থ সহায়তা পৌঁছে দেয়া হয়।

মরহুম হাজী মোঃ তজম্মুল আলীর দ্বিতীয় পুত্র যুক্তরাজ্য প্রবাসী মোঃ হাসান উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এ নগদ অর্থ বিতরণ করা হয়। ‘হাজী মোঃ তজম্মুল আলী এন্ড ব্রাদার্স মেমোরিয়াল ট্রাস্ট’ আগামীতেও অসহায়দের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত রাখবে জানিয়ে তিনি মরহুম হাজী মোঃ তজম্মুল আলী ও তাঁর পরিবারবর্গের প্রতি সকলের নিকট দোয়া কামনা করেছেন।