ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: সিলেটের ফেঞ্চুগঞ্জে মুখে মাস্ক না পরায় ও গাড়িতে যাত্রী বেশি নেওয়াসহ সামাজিক দূরত্ব মেনে না চলায় পথচারী ও ড্রাইভারদের ১২টি মামলায় ২৪০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার চান্দপুর,ফেরিঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থ দন্ড প্রদান করেন।
বর্তমানে করোনাকালীন পরিস্থিতিতে ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীকে সচেতন করার লক্ষে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এ ধরনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানান তিনি
অভিযান পরিচালনাকালে ফেঞ্চুগঞ্জ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।