মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ছোট ভাই , মৌলভীবাজারের সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দন গ্রামের বাসিন্দা মোঃ ফয়জুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন,(ইন্নালিল্লাহী………রাজীউন)। আজ ভোর ৬:১০ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফয়জুর রহমানের ভাগ্না আশরাফুল আলম। তিনি জানান, করোনা পজিটিভ নিয়ে গত কয়েকদিন ধরে ফয়জুর রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে-সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তিনি এশিয়ান সার্ভেয়ার্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত