হালের তুমুল জনপ্রিয় সিরিজ 'ব্যাচেলর পয়েন্ট'। কাবিলা, নেহাল, শুভ, হাবু ভাই ও পাশা ভাই- 'ব্যচেলর পয়েন্ট' নাটকটির তুমুল জনপ্রিয় চরিত্র। এবার সেই জনপ্রিয় চরিত্রগুলোকে নিয়ে ব্যাচেলর ট্রিপে সিলেট এসেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
গতকাল শনিবার বিমানবন্দর থেকে সিলেটে আসার খবর জানিয়ে ছবি পোস্ট করেন অমি। যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে সবাইকে একসাথে দেখে অনেকে মনে করেছেন ব্যাচেলর পয়েন্টের ৪র্থ সিজন আসলো বোধ হয়। কিন্তু এমনটি নয় বলেও জানিয়েছেন অমি।
অমি বলেন, 'গতকালই একটা কাজের শুটিং শেষ করলাম। আজ সবাই মিলে ব্যাচেলর ট্রিপ দিচ্ছি। সিলেট যাচ্ছি। সেখানে দুইদিন অবস্থান করবো। সবাই মিলে ঘুরবো। সবাই মিলে পরবর্তী কাজের পরিকল্পনা করবো। '
সিলেটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করে ঢাকায় ফিরে নতুন কাজ শুরু করবেন বলেও জানান অমি।
গত ১৩ এপ্রিল (মঙ্গলবার) সিজন-৩ এর শেষ পর্ব প্রচার হয়। নাটকটির 'সিজন থ্রি' প্রচারের পর সিজন ফোর আর নির্মাণ করেননি পরিচালক কাজল আরেফিন অমি। কিন্তু সিজন ফোর নির্মাণের জন্য দর্শকদের আবদার কম পাচ্ছেন না পরিচালক। এমনটি তার নামে মামলারও হুমকী দিয়েছেন দর্শকরা। করেছেন মানববন্ধনও।
কাবিলা, নেহাল, শুভ, হাবু ভাই ও পাশা ভাই চরিত্রগুলোর তরুণ প্রজন্মের কাছে জীবন্ত হয়ে উঠে যেনো। 'ব্যাচেলর পয়েন্ট' নির্মাতা কাজল আরেফিন অমি ফেসবুকে কোনো পোস্ট করলেই কমেন্টবক্সে সয়লাব হয়ে যায় নাটকটির সিজন ফোর নির্মাণের। তবে পরিচালক হতাশ করেন না কাউকে। অপেক্ষায় থাকতে বলেন। বলেন, সব ঠিক থাকলে ব্যাচেলরদের শেষ পরিণতি দেখাবেন, চরিত্রগুলোর কে কোথায় আছেন সেটা জানাবেন।
শনিবার সিলেটের উদ্দেশে উড়ে যাওয়ার আগ মুহুর্তে পুরো টিমকে ক্যামেরাবন্দি করে ফেসবুকে শেয়ার দিয়েছেন নির্মাতা অমি। ছবিতে আছেন পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষি আলম, পলাশ, শিমুল,পাবেল ও অন্যরা। ছবির ক্যাপশনে অমি লিখেন, ব্যাচেলর ট্রিপ। ছবিটি শেয়ার করা মাত্রই ঝড়ের গতিতে আসতে থাকে কমেন্ট। সেখানে কেউ রোকেয়াকে দেখাতে বলছেন, কেউ জানতে চাইছেন কোথায় যাচ্ছেন তারা, কেউ আবার দাবি জানিয়েছেন 'ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর' শুরুর।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর পুরো সিজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।
নাটকটির চরিত্রগুলো হচ্ছে কাবিলা, শুভ, হাবু, পাশা, নেহাল, আরেফিন, বোরহান, অন্তরা, শিমুল, জাকির (বজরা বাজার), জাকির (কর্পোরেট D), ড্রোগবা, ককটেল বাবু, অদিত, হালিম, শিরিন, কাকা, বাচ্চু, তূর্য, নাবিলা, নিরালা, নাফিসা, রেহানা, সাদিয়া, লামিয়া, পলি চেয়ারম্যান, হান্টার আনোয়ার, সজীব, রিয়া ও অদেখা চরিত্র রোকেয়া।