Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Sunday 27 March 2022

হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন


ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। সত্য ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তাকে। মর্যাদাপূর্ণ এই ব্যক্তিত্বের রূপেই দেখা গেছে বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চনকে। তবে সিনেমার পর্দায় নয়, একটি ম্যাগাজিন অনুষ্ঠানে।

অনুষ্ঠানের নাম ‘অন্যরকম’। এর নতুন পর্বেই হযরত ওমরের চরিত্রে অভিনয় করেছেন ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত এই নায়ক। যেখানে ন্যায়বিচারের প্রতীকী চরিত্রে অভিনয় করেছেন গুণী এই অভিনেতা।

এইচ এম বরকতুল্লাহ’র পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বৈশাখী টিভির বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম’। প্রতি মাসের শেষ শুক্রবার এটি প্রচার হয়ে থাকে। ইলিয়াস কাঞ্চনের ধারণকৃত পর্বটি প্রচার হয়েছে ২৫ মার্চ শুক্রবার।

ম্যাগাজিন অনুষ্ঠানটি সাজানো হয়েছে সমাজ সচেতনতামূলক নাট্যাংশ, অন্যরকম চাঁদাবাজ, অন্যরকম মামা-ভাগ্নে, শালা-দুলাভাই পর্ব দিয়ে। এখানে শয়তানের ভূমিকায় থাকছেন আবদুল আজীজ।

অনুষ্ঠানের সমাজ সচেতনতামূলক বিভিন্ন স্কিডে আরও অংশ নেবেন অভিনেতা শফিক খান দিলু, জিল্লুর, হান্নান শেলী, আশরাফ কবির, লিটন খন্দকার, দিপু, আকাশসহ অনেকেই।

Tuesday 15 February 2022

জায়েদ-নিপুণের শুনানির দিন ফের পেছাল

জায়েদ-নিপুণের শুনানির দিন ফের পেছাল


চলচ্চিত্র শিল্পী সমিতির (এফডিসি) নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ নিপুণের দ্বন্দ্বের আজও কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে হাইকোর্টে দায়ের হওয়া রিটের রুল শুনানির দিন ফের পিছিয়েছে।

শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন।  

এর আগে সোমবার চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে চেম্বারজজ আদালতের জারি করা স্থিতাবস্থাও বহাল রাখা হয়।

সে হিসেবে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ শূন্যই থাকছে।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিপুণকে ১৩ ভোটে হারিয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। ফল না মেনে নির্বাচনের সময় ‘ভোট কেনার’ অভিযোগ তুলে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের আবেদন করেন অভিনেত্রী নিপুণ আক্তার। 

এমনকি এ পদে পুনরায় ভোটের দাবিও তোলেন তিনি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জায়েদ খানের পদ বা প্রার্থিতা বাতিল হবে কী না- সে বিষয়ে পূর্বঘোষণা অনুযায়ী গত ৫ ফেব্রুয়ারি বিকেলে এফডিসিতে বসেন শিল্পী সমিতির আপিল বোর্ড। 

অর্থের বিনিময়ে ভোট কেনার দায়ে বিজয়ী প্রার্থী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।একই সঙ্গে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা দেন।

গত ৭ ফেব্রুয়ারি আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন চিত্রনায়ক জায়েদ খান। 

এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। ৭ ফেব্রুয়ারি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নিপুণ। ৯ ফেব্রুয়ারি শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত।

নিপুণের আবেদনটি ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে আদেশ দেন আদালত। একই সঙ্গে শিল্প সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে ওই সময়ে দুই পক্ষকে (নিপুণ ও জায়েদ) স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। কিন্তু ধার্য তারিখে (১৩ ফেব্রুয়ারি) লিভ টু আপিল করার কথা জানান নিপুণের আইনজীবী। এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি শুনানির জন্য ছিল।

পরের দিন ১৪ ফেব্রুয়ারি সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। তারই ধারাবাহিকতায় আজ রুল শুনানি হওয়ার কথা ছিল। 

Wednesday 2 February 2022

জায়েদ খানের পদ বাতিল হতে পারে

জায়েদ খানের পদ বাতিল হতে পারে



বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের পদ বাতিল হতে পারে। সাধারণ সম্পাদক পদের পরাজিত প্রার্থী নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় হয়ে বুধবার আপিল বিভাগের কাছে এ বিষয়ে দিকনির্দেশনা এসেছে।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনের ফল ২৯ তারিখ ঘোষণা করা হয়। এরপর জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ এনে সেই ফল বাতিলের জন্য আপিল বিভাগের কাছে আবেদন করেছিলেন নিপুণ। এ সময় কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদটিও বাতিলের আবেদন করেছিলেন তিনি।

নির্বাচনের ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে জায়েদ খানের বিরুদ্ধে নানা বিস্ফোরক অভিযোগ তোলেন নিপুণ। শুধু মৌখিক অভিযোগই নয়, সংবাদ সম্মেলনে অভিযোগের স্বপক্ষে প্রমাণও হাজির করেন নিপুণ। জায়েদ খান ভোটে কারচুপি করেছেন অভিযোগ তুলে অজ্ঞাত কারো সঙ্গে তার গোপন স্ক্রিনশট দেখান। এছাড়া এক ভিডিও দেখিয়ে জায়েদ খান এক ভোটারকে টাকা দিচ্ছেন বলে দাবি করেন নিপুণ। 

অবশ্য জায়েদ খানও চুপ করে বসে ছিলেন না। তিনিও নিপুণের বিরুদ্ধে ভুয়া প্রমাণ হাজিরের অভিযোগ তোলেন। 
নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধেও অভিযোগ তোলেন নিপুণ। 

জায়েদ ও চুন্নুর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে লিখিত অভিযোগ করেন নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যনির্বাহী সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের দিকনির্দেশনা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর দেওয়া এক চিঠিতে দিকনির্দেশনা চেয়েছেন সোহানুর রহমান।

এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, ১৯৬১ সালের সেচ্ছাসেবী সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৬১-এ বলা আছে, এই প্রতিষ্ঠানের আওতায় নিবন্ধিত কোনো সংস্থা বা সংগঠনের নির্বাচন নিয়ে তদন্তে যদি অনিয়ম পাওয়া যায়, তাহলে কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের ব্যবস্থা আছে। গঠনতন্ত্রে যদি সমাধান পাওয়া না যায়, সে ক্ষেত্রে আইনের দ্বারস্থ হওয়া যাবে।

এদিকে সমিতির গঠনতন্ত্রে শপথ গ্রহণের বাধ্যবাধকতা না থাকায় নিজের দায়িত্ব নিজেই বুঝে নিয়েছেন জায়েদ খান। এক সংবাদ সম্মেলনে সম্প্রতি এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের গঠনতন্ত্রের কোথাও শপথের কথা উল্লেখ নেই। আনুষ্ঠানিকভাবে বিদায়ী কমিটি নতুন কমিটিকে ক্ষমতা বুঝিয়ে দেবে। যেহেতু আমি নিজেই সেক্রেটারি, তাই আমারটা আমি বুঝে নিয়েছি।
 এ ব্যাপারে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন বলেন, সাধারণ সম্পাদক পদটি নিয়ে বিতর্ক চলমান থাকায় ক্ষমতা বুঝিয়ে দিতে একটু সময় লাগবে।

তবে বুধবার ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রকনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুসারে নির্বাচনের আপিল বোর্ড চূড়ান্ত ক্ষমতাপ্রাপ্ত। অর্থাৎ এখন আপিল বোর্ডের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে জায়েদ ও চুন্নুর পদ। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে চিত্রনায়ক জায়েদ খান বলেন, আপিল বিভাগের পুনর্গণনা শেষে নিপুণ তার পরাজয় মেনে নিয়ে স্বাক্ষর করে গেছেন। নির্ধারিত সময়ের পরে এ আবেদন মন্ত্রণালয়ের যেতে পারে না। এটি সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় হয়েছে।

অন্যদিকে, দুই প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগের পরও  বুধবার  নব-নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে জায়েদ খানকে। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের শোতে হাজির হয়ে সদ্য সমাপ্ত নির্বাচনের ব্যাপারে সেখানে উপস্থাপকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন তারা। এক ফাঁকে ফুল হাতেও একসঙ্গে ছবি তুলতেও দেখা যায় এ দুই তারকাকে।

Tuesday 1 February 2022

বাংলাদেশে বিরক্ত হয়ে সিনেমা বানাতে ভারত যাচ্ছেন হিরো আলম

বাংলাদেশে বিরক্ত হয়ে সিনেমা বানাতে ভারত যাচ্ছেন হিরো আলম


বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে গিয়ে বারবার অপমানিত হয়েছেন হিরো আলম। আর সেই কষ্টে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (৩১ জানুয়ারি) ফেসবুক লাইভে এসে হিরো আলম বলেছিলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। কাল থেকে অনেক বিষয়ে ভেবে দেখলাম। সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এফডিসিতে যাব না। আর কোনো সিনেমাও বানাব না। কারণ, আমি দেখেছি এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নেবে না। চলচ্চিত্রের লোকজন কখনো আমাকে মেনে নেবে না। আমাকে ওরা একের পর এক ধিক্কার, লাঞ্ছিত, অপমান করছে।’

তবে আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘দেশে নয়, এখন থেকে কলকাতায় কাজ করব।’

এ বিষয়ে আরটিভি নিউজকে জানান, ‘অনেক ভেবে দেখেছি, অভিনয় কিংবা নির্মাণের সঙ্গে না থাকতে পারলে আমি আসলে ভালো থাকতে পারব না। সিনেমা তো আমার ভালোবাসার জায়গা। কারণ, এ দেশের মানুষ আসলে আমাকে ভালোভাবে নিতে পারছে না। কিছু মানুষ তো আমাকে কাজই করতে দেবে না। তাই নতুন করে ভেবে দেখলাম, আসলে আমি এই দেশে আর কিছু বানাতে কিংবা অভিনয় করতে চাই না। এখন থেকে কলকাতায় অথবা দেশের বাইরে গিয়ে কাজ করব। ওখানে আমার সঙ্গে কেউ আর ঝামেলা করতে পারবে না। এখন দেখা যাক এই পরিকল্পনা কতটুকু বাস্তবে রূপান্তরিত করতে পারি।’

এর আগে সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘গত (৩০ জানুয়ারি) এফডিসিতে পরিচালক শাহীন সুমন অনেক লোকের মধ্যে অপমান করে আমাকে বের করে দেয়। আমি আর কারও বিরুদ্ধে কোনো কথা বলব না, এফডিসিতে যাব না, চলচ্চিত্রও নির্মাণ করব না।’ 

Monday 17 January 2022

ফেসবুক-ইউটিউব থেকে মাসে কত আয় করেন হিরো আলম?

ফেসবুক-ইউটিউব থেকে মাসে কত আয় করেন হিরো আলম?



আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি। জাতীয় নির্বাচনেও অংশ নিয়েছিলেন, আগামী নির্বাচনেও লড়বেন বলে জানিয়েছেন। বিভিন্ন সময়ে গরিব মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া হিরো আলমকে।

বগুড়ার এই যুবক একাধারে প্রযোজক, অভিনেতা, গায়ক ও সমাজহিতৈষী। ডিসলাইনের (ক্যাবল অপারেটর) ব্যবসায়ী হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অনেকেই হিরো আলমের আয়ের উৎস জানতে চায়। তিনি কীভাবে সিনেমা প্রযোজনা করেন, সেটা জানতে চান।

এ ব্যাপারে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘ফেসবুকে আমার ১৯ লাখের একটি ফ্যান পেজ রয়েছে। আর ইউটিউবে Hero Alom Official-এ সাবস্ক্রাইবার এখন ১৩ লাখের বেশি। মূলত সোশ্যাল মিডিয়ার এই প্লাটফর্মগুলো ব্যবহার করেই আমার যত আয়।’

তিনি আরও বলেন, ‘এখন তো আমার গাওয়া গানও দর্শকশ্রোতারা গ্রহণ করছেন। তবে আয় স্থিতিশীল না- কখনো বাড়ে, কখনো কমে। কোনো মাসে ৩ লাখ, কোনো মাসে আবার ১ লাখ, আবার এমনও হয় ৫০ হাজার আয় হয়।’

সোশ্যাল মিডিয়া ব্যতীত স্টেজ-শো করেও আয় করেন হিরো আলম। তিনি জানান, ‘বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে কিছু টাকা আসে। এই আয়ের টাকা থেকে গরিবদের সাহায্য করি, সিনেমা নির্মাণ করি। টাকা তো জমাই না; যা আয়, তাই ব্যয়। তবে অর্থ বেশি হলে খুব ইচ্ছে ছিল বড় আয়োজনের আরও ভালো ভালো সিনেমা নির্মাণ করার।’

 
প্রসঙ্গত, হিরো আলম অভিনীত ও প্রযোজিত ‘টোকাই’, ‘বউ জামাইয়ের লড়াই’, ‘নষ্ট হওয়ার কষ্ট’ সিনেমা তিনটি মুক্তির অপেক্ষায় রয়েছে। 

Tuesday 9 November 2021

বিয়ানীবাজারে শুটিংয়ে ব্যস্ত ফারহান-সারিকা

বিয়ানীবাজারে শুটিংয়ে ব্যস্ত ফারহান-সারিকা


বিয়ানীবাজারের পল্লীতে নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশের বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা সারিকা সাবরিন ও নায়ক মুশফিক ফারহান।

উপজেলার সীমান্ত এলাকা মুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ লোকেশন ও এক প্রবাসীর বাড়িতে গত দুইদিন ধরে দিনরাত নাটকের শুটিং চলছে। নাম নির্ধারণ না হওয়া নাটকটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই নাটকের পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন সোহেল খান, মনিরা মিটুসহ বিয়ানীবাজারের উদীয়মান অভিনয় শিল্পী শাহ মোহাম্মদ নিশাত।


নাট্যাঙ্গনে নিজেকে জড়িয়ে নিয়েছেন বিয়ানীবাজারের সন্তান শাহ মোহাম্মদ নিশাত। নবাগত এই অভিনয় শিল্পী বহুদূর যেতে চান, এ জন্য সবার দোয়া চেয়েছেন তিনি। গ্রামীণ পরিবেশে অভিনয় করতে পেরে উৎফুল্লতা প্রকাশ করেন আরেক জনপ্রিয় অভিনেতা সোহেল খান।

এদিকে, জনপ্রিয় তারকারদের একনজর দেখতে লোকেশন এলাকায় ভিড় জমাচ্ছেন নাট্যপ্রেমীরা। মাঝে মধ্যে দু-এক জন দর্শক কথা বলা কিংবা ছবি তোলার সুযোগ পাচ্ছেন প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে।

মুড়িয়া ইউনিয়নে নাটকের শুটিং হওয়ার পাশাপাশি ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে প্রবাসী ছাব্বির উদ্দিনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

নাট্যকার সোহাগ রানার লেখা নাটকটির শুটিং চলতি সপ্তাহের মধ্যেই শেষ হলেও টিভিতে প্রচারিত হবে বছর শেষে কিংবা আগামী বছরের প্রথম দিকে।

Thursday 4 November 2021

হিরো আলমের সিনেমায় গাইবেন রানু মণ্ডল

হিরো আলমের সিনেমায় গাইবেন রানু মণ্ডল



একের পর এক চমক দিয়ে যাচ্ছেন হিরো আলম। তবে তার যেমন ভক্ত রয়েছে, তেমনি সমালোচকের সংখ্যাও কম নয়। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি। খুব শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন হিরো আলম। তার নতুন দুই সিনেমায় দুটি গানে কণ্ঠ দেবেন রানাঘাটের স্টেশন থেকে বলিউডে পৌঁছে যাওয়া রানু মণ্ডল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।

তিনি বলেন, ‘রানু মণ্ডলের সঙ্গে আমার আজকেই কথা হয়েছে। তিনি আমার ছবিতে গান গাইতে সম্মতি দিয়েছেন। আশা করি তার গানগুলো দর্শকরা গ্রহণ করবে।’

হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দুটি পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা। আগামী ২০ নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হবে।

অভিনয়ের পর গানের জগতে প্রবেশ করে ধামাকা দেখিয়েছেন হিরো আলম। কয়েক দিন পর পরই বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা ও আরবি ভাষায় নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন; যা কিনা ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হচ্ছে।

প্রসঙ্গত, হিরো আলম ও রানু মণ্ডল দুজনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নেটাগরিকদের নজরে এসেছেন। হিরো আলম তার নিজ গতিতে কাজ করে গেলেও রানু মণ্ডল ছিটকে পড়েছেন। বলিউডে সুযোগ পেলেও ভাগ্যের নির্মম পরিহাসে আবারও সেই স্টেশনেই ফিরতে হয়েছে তাকে। কাটাচ্ছেন মানবেতর জীবন। সম্প্রতি দুজনই ভাইরাল ‘মানিকে মাগে হিতে’ গান গেয়ে আলোচনায় এসেছিলেন।

Thursday 28 October 2021

অবশেষে জামিন পেলেন শাহরুখপুত্র

অবশেষে জামিন পেলেন শাহরুখপুত্র



অবশেষে মাদক মামলায় জামিন পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান।

গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বম্বে হাই কোর্টে আরিয়ানের মামলার শুনানি শুরু হয়। পরে তা মুলতবি ঘোষণা করেন বিচারক। বুধবার (২৭ অক্টোবর) বিচারপতি নীতিন সাম্বরের এজলাসে ফের জামিনের আবেদনের শুনানি কার্যক্রম শুরু হলে এদিনও মামলার রায় দেননি বিচারক। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে আবারো এই শুনানি অনুষ্ঠিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এনসিবির পক্ষে আইনজীবী অনিল সিং আদালতকে জানান, আরিয়ান খান গত কয়েক বছর ধরে নিয়মিত মাদক সেবন করছেন। সেখানে বিপুল পরিমাণ মাদকের লেনদেন নিয়ে কথা হয়েছে, যা কমার্শিয়্যাল কোয়ান্টিটির। পাশাপাশি মাদক চক্রীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে তার।

আরিয়ান খানের হয়ে আদালতে লড়েছেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রাহাতগি। এর আগে আরিয়ানের আইনজীবী আদালতে যুক্তি দেখান, গ্রেপ্তারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরি, কেন গ্রেপ্তার করা হচ্ছে সেটা স্পষ্ট করতে হবে।

তিনি দাবি করেন, আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানাতে বেশ কিছু জিনিসের উল্লেখ রয়েছে, যা তার কাছ থেকে উদ্ধার করা হয়নি।

প্রসঙ্গত, মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন আরিয়ান। তাকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে- ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা পাওয়া গেছে। গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি শাহরুখপুত্র।

Wednesday 27 October 2021

ডিসেম্বরেই ভিকিকে বিয়ে করছেন ক্যাটরিনা!

ডিসেম্বরেই ভিকিকে বিয়ে করছেন ক্যাটরিনা!


বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রেমের গুঞ্জন বলিউডে বহুল চর্চিত বিষয়। শোনা যাচ্ছে দীর্ঘ প্রেমের পর বিয়ে করতে যাচ্ছেন তারা। ডিসেম্বরেই নাকি রাজস্থানে হবে তাদের বিয়ের অনুষ্ঠান! 

বলিউড বাবলের খবরে বলা হয়েছে— ১৮ আগস্ট ক্যাট ও ভিকির বাগদান হয়ে গেছে বলে তাদের নিকটজনরা দাবি করেছেন।  কিন্তু ভিকি এসব তথ্যকে উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন শিগগিরই বিয়ে করবেন তিনি। ভিকি কাকে বিয়ে করবেন সেটি উল্লেখ না করায় ভিকি-ক্যাটের ভক্তরা ধরে নিয়েছেন এ দুজন গাঁটছড়া বাঁধতে চলেছেন। 

এদিকে বিশেষ প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, গেল ১৮ আগস্ট গোপনে ভিকির সঙ্গে রোকা অনুষ্ঠান সেরেছেন ক্যাটরিনা। এবার ভারতের অন্যতম এ শীর্ষ সংবাদমাধ্যম জানাল, সম্পর্কের পরবর্তী ধাপে যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা। শিগগিরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন!

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে— বিয়ের প্রস্তুতিও নেওয়া শুরু করেছেন ক্যাট-ভিকি। তাদের বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী। তারা এখন কাপড় নির্বাচন করছেন। ক্যাটরিনার পছন্দ সিল্কের কাপড়, যা দিয়ে লেহেঙ্গা বানানো হবে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিয়ে হবে।

তবে বুধবার বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, ক্যাটরিনা কাইফের ডিসেম্বরের বিয়ের খবরটি সত্য নয়। পোর্টালটিকে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, ওই খবর মিথ্যা এবং তিনি বিয়ে করছেন না। তা হলে এ নিয়ে এত মাতামাতি কেন— এমন প্রশ্নে ক্যাটরিনা বলেছেন, ১৫ বছর ধরে তিনি এ পরিস্থিতি মোকাবিলা করে আসছেন। 

Sunday 10 October 2021

কাবিলা-শুভ, হাবু-পাশা ভাইদের ব্যাচেলর ট্রিপ এবার সিলেটে

কাবিলা-শুভ, হাবু-পাশা ভাইদের ব্যাচেলর ট্রিপ এবার সিলেটে


হালের তুমুল জনপ্রিয় সিরিজ 'ব্যাচেলর পয়েন্ট'। কাবিলা, নেহাল, শুভ, হাবু ভাই ও পাশা ভাই- 'ব্যচেলর পয়েন্ট' নাটকটির তুমুল জনপ্রিয় চরিত্র। এবার সেই জনপ্রিয় চরিত্রগুলোকে নিয়ে ব্যাচেলর ট্রিপে সিলেট এসেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।


গতকাল শনিবার বিমানবন্দর থেকে সিলেটে আসার খবর জানিয়ে ছবি পোস্ট করেন অমি। যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে সবাইকে একসাথে দেখে অনেকে মনে করেছেন ব্যাচেলর পয়েন্টের ৪র্থ সিজন আসলো বোধ হয়। কিন্তু এমনটি নয় বলেও জানিয়েছেন অমি।

অমি বলেন, 'গতকালই একটা কাজের শুটিং শেষ করলাম। আজ সবাই মিলে ব্যাচেলর ট্রিপ দিচ্ছি। সিলেট যাচ্ছি। সেখানে দুইদিন অবস্থান করবো। সবাই মিলে ঘুরবো। সবাই মিলে পরবর্তী কাজের পরিকল্পনা করবো। '

সিলেটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করে ঢাকায় ফিরে নতুন কাজ শুরু করবেন বলেও জানান অমি।

গত ১৩ এপ্রিল (মঙ্গলবার) সিজন-৩ এর শেষ পর্ব প্রচার হয়। নাটকটির 'সিজন থ্রি' প্রচারের পর সিজন ফোর আর নির্মাণ করেননি পরিচালক কাজল আরেফিন অমি। কিন্তু সিজন ফোর নির্মাণের জন্য দর্শকদের আবদার কম পাচ্ছেন না পরিচালক। এমনটি তার নামে মামলারও হুমকী দিয়েছেন দর্শকরা। করেছেন মানববন্ধনও।

কাবিলা, নেহাল, শুভ, হাবু ভাই ও পাশা ভাই  চরিত্রগুলোর তরুণ প্রজন্মের কাছে জীবন্ত হয়ে উঠে যেনো। 'ব্যাচেলর পয়েন্ট' নির্মাতা কাজল আরেফিন অমি ফেসবুকে কোনো পোস্ট করলেই কমেন্টবক্সে সয়লাব হয়ে যায় নাটকটির সিজন ফোর নির্মাণের। তবে পরিচালক হতাশ করেন না কাউকে। অপেক্ষায় থাকতে বলেন।  বলেন, সব ঠিক থাকলে ব্যাচেলরদের শেষ পরিণতি দেখাবেন, চরিত্রগুলোর কে কোথায় আছেন সেটা জানাবেন।


শনিবার সিলেটের উদ্দেশে উড়ে যাওয়ার আগ মুহুর্তে পুরো টিমকে ক্যামেরাবন্দি করে ফেসবুকে শেয়ার দিয়েছেন নির্মাতা অমি। ছবিতে আছেন পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, মিশু সাব্বির, চাষি আলম, পলাশ, শিমুল,পাবেল ও অন্যরা। ছবির ক্যাপশনে অমি লিখেন, ব্যাচেলর ট্রিপ। ছবিটি শেয়ার করা মাত্রই ঝড়ের গতিতে আসতে থাকে কমেন্ট। সেখানে কেউ রোকেয়াকে দেখাতে বলছেন, কেউ জানতে চাইছেন কোথায় যাচ্ছেন তারা, কেউ আবার দাবি জানিয়েছেন 'ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর' শুরুর। 

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পুরো সিজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।

নাটকটির চরিত্রগুলো হচ্ছে কাবিলা, শুভ, হাবু, পাশা, নেহাল, আরেফিন, বোরহান, অন্তরা, শিমুল, জাকির (বজরা বাজার), জাকির (কর্পোরেট D), ড্রোগবা, ককটেল বাবু, অদিত, হালিম, শিরিন, কাকা, বাচ্চু, তূর্য, নাবিলা, নিরালা, নাফিসা, রেহানা, সাদিয়া, লামিয়া, পলি চেয়ারম্যান, হান্টার আনোয়ার, সজীব, রিয়া ও অদেখা চরিত্র রোকেয়া।

Wednesday 29 September 2021

এবার ‘মানিকে মাগে হিতে’ গাইলেন রানু মণ্ডল, (ভিডিও)

এবার ‘মানিকে মাগে হিতে’ গাইলেন রানু মণ্ডল, (ভিডিও)



‘মানিকে মাগে হিতে’ গানটি গেয়ে ভাইরাল হয়েছিলেন শ্রীলংকান গায়িকা ইওহানি। এরপর অনেক শিল্পীই গানটি গেয়েছেন। অনেকদিন গান থেকে দূরে থাকা রানু মণ্ডলও এবার গাইলেন শ্রোতাপ্রিয় গানটি। এর দুই বছর আগে লতা মঙ্গেশকরের ‘এক পেয়ার কা নগমা হ্যায়’ গান গেয়ে ভাইরাল হয়েছিলেন রানু। লতা মঙ্গেশকরের গান গেয়েছিলেন মাটিতে বসে। এ বার তিনি লাল টি-শার্ট পরে গান গাইলেন। 

ইতিমধ্যে রাণুর সেই নতুন ভিডিও ৬২ হাজার মানুষ দেখেছেন। ‘পছন্দ’ জানিয়েছেন প্রায় আড়াই হাজার জন। রানাঘাটের রানু, সিংহলী ইওহানির উচ্চারণকে নকল করে মনের আনন্দে হাসতে হাসতে গান গাইলেন। ভিডিওর শেষে প্রশংসা করেছেন ইউটিউবার। বললেন, ‘অসাধারণ, অসাধারণ!’ প্রশংসায় আপ্লুত রানুও এক গাল হেসে দিলেন।

ভিডিওঃ

Sunday 5 September 2021

অত ছোট প্রেমিককে সামলাতে পারবো না: শ্রীলেখা

অত ছোট প্রেমিককে সামলাতে পারবো না: শ্রীলেখা




চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ভেনিসে আছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানে গিয়ে বিয়ের প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী। স্থানীয় একটি রেস্তোরাঁর সুদর্শন এক যুবক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

ওই যুবকের সঙ্গে আলাপ করে শ্রীলেখা জানতে পারেন, রেস্তোরাঁর কাজের পাশাপাশি মডেলিং করেন তিনি। তার আর শ্রীলেখার জুটি ভাল জমবে।

এদিকে সেই যুবকের রূপে শ্রীলেখাও মন হারিয়েছেন। তাই দাম জিজ্ঞেস না করেই এক প্লেট মাছ অর্ডার করেন তিনি। যার জন্য শ্রীলেখাকে গুণতে হয়েছে ৬৩ ইউরো, যা ভারতীয় রুপিতে প্রায় পাঁচ হাজার।

তাহলে কি মন গলল শ্রীলেখার? তিনিও কি এই প্রস্তাবে রাজি? বিদেশ থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রীলেখা বলেন, ‘মাথা খারাপ? কুকুর আর নিজের মেয়েকে সামলানোর পর অত ছোট প্রেমিককে সামলাতে পারব না! ও আমার মেয়ের প্রেমিক হওয়ার যোগ্য!’


জানা গেছে, ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে দেশটিতে গিয়েছেন শ্রীলেখা। উৎসবে প্রদর্শন হবে তার অভিনীত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন কলকাতা’ সিনেমাটি। আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত সিনেমাটি আগামী মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সেখানে প্রদর্শিত হবে। ওইদিন রেড কার্পেটে হাঁটবেন শ্রীলেখা। তার আগে পুরো শহরটি ঘুরে দেখছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন নানা মুহূর্ত।

নিজে বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেম করতে রাজি না হলেও তার পুরুষ অনুরাগীদের বয়সে বড় নারীর সঙ্গে প্রেম করার পরামর্শ দেন শ্রীলেখা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ সক্রিয় দেখা যায় তাকে। ভক্ত-অনুরাগীদের সকল কথা শুনেন এবং তার উত্তর দিয়ে থাকেন তিনি। বলা চলে, শ্রীলেখা মিত্র একদম বন্ধু হয়ে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। গেলো ৬ আগস্ট সকালেও অনুরাগীদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।


বয়সে বড় কোনো নারীর প্রেমে পড়লে তখন কী করা উচিত? এক ভিডিওতে এমন প্রশ্নের উত্তর দিয়েছেন মুশকিল আসান শ্রীলেখা। ভালোবাসার ক্ষেত্রে বয়সকে গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, ‘কী হয়েছে যদি সে তোমার থেকে বয়সে বড় হয়? কোথায় বলা আছে, সম্পর্কে মেয়েদের সবসময় বয়সে ছোট হতে হবে?’

সূত্র: আনন্দবাজার
হিরো আলমের কণ্ঠে ‘মানিকে মাগে হিথে’ (ভিডিও)

হিরো আলমের কণ্ঠে ‘মানিকে মাগে হিথে’ (ভিডিও)



সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে ‘মানিকে মাগে হিথে’ গানটি। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে আজকাল স্ক্রল করলেই নজরে পড়ছে অচেনা ভাষার একটি গান। একটি শব্দের অর্থও জানা নেই। তবুও গানের সুরে বুঁদ হয়ে আছেন সবাই। গানের কথা নয়, শুধু সুরই যে সংগীতপ্রেমীদের মোহাচ্ছন্ন করে ফেলে, তার প্রমাণ আবারও পাওয়া গেল। আর তাই ভাষা না বুঝে, মানে না জেনেও শেয়ার হচ্ছে ঝড়ের গতিতে।

গত কয়েক দিন ধরে নেটদুনিয়ায় ভাইরাল গানটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় আগ্রহের কমতি নেই। নেট দুনিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, মিষ্টি চেহারার এক তরুণী মাইক্রোফোনের সামনে গান গাইছেন। গভীর চাহনি আর প্রাণ উজাড় করা হাসিতে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন তিনি। ইতোমধ্যে সিংহলী ভাষার এই গানের তামিল, মালয় ও বাংলা সংস্করণ বের হয়েছে।

এবার ভাইরাল হওয়া গানটি গেয়েছেন সোশ্যাল মিডিয়া খ্যাত তারকা হিরো আলম।


শনিবার (৪ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন তিনি। ‘মানিকে মাগে হিথে’ হিরো আলম ভার্সন শিরোনামের গানটি ইতিমধ্যে শুনেছেন ১০ হাজারের বেশি মানুষ। আর গানটিতে মন্তব্য করেছেন প্রায় ৩ হাজার।

মন্তব্যের ঘরে একজন লিখেছেন, এই গান শুনলে অসুস্থ রোগীরা ও সুস্থ হইয়া যাইবে। কেউ আবার লিখেছেন আমি মরে যেতে চাই ছিলাম। কিন্তু গানটি শুনার জন্য এখনো বেচে আছি। আমাদের হিরো মলম ভাই ভাষা উচ্চারণ করতে গিয়ে একদম ছেড়াবেড়া পাকিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেছে একজন।

উল্লেখ্য, আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন। সম্প্রতি তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি থেমে নেই।


ভিডিওঃ


Saturday 4 September 2021

রানু মণ্ডলকে নিয়ে নির্মিত হচ্ছে হিন্দি সিনেমা

রানু মণ্ডলকে নিয়ে নির্মিত হচ্ছে হিন্দি সিনেমা



ইন্টারনেটে ভাইরাল হয়ে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন পশ্চিমবঙ্গের রানু মারিয়া মণ্ডল। কিন্তু ভাগ্য বিড়ম্বনায় বৃত্ত ঘুরে আগের অবস্থানে ফিরে গিয়েছেন এই ইন্টারনেট সেনসেশন। সেই রানু মণ্ডলকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। ‘মিস রানু মারিয়া’ নামের এ সিনেমা পরিচালনা করছেন ঋষিকেশ মণ্ডল।


রানু মণ্ডল চরিত্রে অভিনয় করবেন ‘স্যাকরেড গেমস’ খ্যাত অভিনেত্রী ঈশিকা দে। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের শুটিং শুরু হবে আগামী নভেম্বরে। পুরো টিমটাই বাংলার। কিন্তু এটা হিন্দি সিনেমা। কলকাতা, রানাঘাট, মুম্বাই মিলিয়ে শুটিং হবে। মূলত রানু মণ্ডলের ব্যাক স্টোরির উপর আমরা জোর দিচ্ছি। রানু মণ্ডলের ইয়াং বয়স, স্ট্রাগল। কেমন ছিলেন, কোথা থেকে কোথায় এলেন, কেন ভিক্ষা করতে হলো এসব আরকি।’

রানু মণ্ডলের সঙ্গে এখনো দেখা হয়নি ঈশিকা দের। বিভিন্ন ভিডিও দেখে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছেন ঈশিকা। তার ভাষায়—‘ফেসবুকে নানারকম ভিডিও দেখে আমার ভালো লাগে। সবাই যে সবকিছু পারে, তা তো নয়। কিন্তু চেষ্টাটাই আসল। যেমন হুইলচেয়ারে বসেই কেউ নাচ করছে। এসব দেখতে আমার ভালো লাগে। সবার মধ্যেই শেড আছে। আমার বন্ধু কমলিকা ভট্টাচার্য পেশায় সাইকোলজিস্ট। মানুষের কোথা থেকে কী হতে পারে, এই জার্নির যে মানসিক দিকটা তা ওর থেকে জানার চেষ্টা করছি। সেটাও প্রস্তুতির অঙ্গ।’


রানু মণ্ডলের চরিত্র কতটা মাত্রা যোগ করবে ঈশিকার ক‌্যারিয়ারে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিয়েল লাইফের চরিত্র তো তেমন হয় না। প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা থাকে। রানুর যেমন গান, কারও হয়তো ছবি আঁকা, ফলে এই ধরনের বাস্তব চরিত্র তো খুবই ভালো।’

পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন চত্বরে ছিল রানু মণ্ডলের বাস। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নাগমা’ গান গেয়ে রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হন তিনি। সেখান থেকে সুযোগ পান বলিউডে। সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধানে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ সিনেমার ‘তেরি মেরি কাহানি’ গানে কণ্ঠ দেন তিনি।


এরপর ভালোই কাটছিল তার সময়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দেখলেই বোঝা যেত, গ্ল্যামার জগতের চাকচিক্যের ছোঁয়া লেগেছে। কিন্তু তারপর শুধুই সমালোচনা। ভক্তদের সঙ্গে বাজে আচরণের কারণে বিতর্কে জড়ান তিনি। মেকআপ ও ঝলমলে পোশাক পরেও ট্রলের শিকার হয়েছেন রানু মণ্ডল।

Wednesday 1 September 2021

‘ডোন্ট লাভ মি বিচ’ লেখার কারণ জানালেন পরীমনি

‘ডোন্ট লাভ মি বিচ’ লেখার কারণ জানালেন পরীমনি



জামিনে কারামুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। কাশিমপুরের মহিলা কারাগার থেকে বের করে যখন এ আলোচিত নায়িকাকে গাড়িতে তোলা হয়েছে, তখন হাত নেড়ে ও সেলফি তুলে উল্লাস করেন। ভক্তরাও তাকে শুভেচ্ছা জানাতে ভিড় করে কারা ফটকের সামনে। গাড়িতে তোলা ছবিতে পরীমনির হাতে মেহেদি দিয়ে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’।  তবে এই লেখা নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে। কেন, পরীমনি এ কথা লিখলেন আর কাদের ইঙ্গিত করে লিখেছেন। 


তবে সেই লেখার কারণ নিজেই জানিয়েছেন পরীমনি। এক গণমাধ্যমকে পরীমনি জানান, এটা তিনি ‘বিচ’দের উদ্দেশ্যেই বলেছেন। পরীমনি বলেন, যারা বিচ তাদের উদ্দেশ্যে এমন কথা বলেছি। লেখাটা পড়ে যাদের মনে হবে, আল্লাহ, আমাকে নিয়ে এটা লিখল—তাদের উদ্দেশ্যেই এই লেখা। 

ঢালিউড নায়িকা বলেন, ওদের তালিকা তো আমি নাম ধরে বলতে পারব না। আমাকে আটক, গ্রেফতার এবং কারাগারে নিয়ে যাওয়ার পর তাদের জীবন সার্থক মনে হয়েছে। 

পরীমনি বলেন, কেউ কেউ তো খুশিতে নাচাও শুরু করেছে। যেই আমি ফিরে আসছি, অনেকে আবার মিস ইউ, লাভ ইউ বলা শুরু করছে। এই ধরনের ভালোবাসা আমার দরকার নাই। আমি তাদেরকেই বলেছি, তোমরা আমাকে ভালোবাইসো না। আমি যাদের জন্য পরীমনি, যারা সত্যি সত্যি আমাকে অন্তরের মধ্যে বসাইয়ে রাখছে, তাদের আমি সব সময় ভালোবাসি। আজীবন ভালোবাসি।


২৭ দিন পর মাদক মামলায় জামিন মেলে পরীমনির। আজ সকাল সাড়ে ৯টার দিকে এ কারাগার থেকে পরীমনিকে মুক্তি দেওয়া হয়। এর আগে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ পরীমনির জামিনের আদেশ দেন।

গত ৪ আগস্ট বিকালে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। ওই দিন রাত সোয়া ৮টার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা করা হয়। ওই মামলায় গত ৫ আগস্ট পরীমনিকে চার দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ডে পাঠান আদালত।


পরে ১৩ আগস্ট পরীমনির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল। আদালতের আদেশে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে প্রিজনভ্যানে করে পরীমনিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর পর ওই কারাগার থেকে গত ১৯ আগস্ট তৃতীয় দফায় পরীমনিকে একদিনের রিমান্ডে ঢাকায় নেওয়া হয়। রিমান্ড শেষে ২১ আগস্ট পুনরায় পরীমনিকে কারাগারে পাঠানো হয়।
উচ্ছ্বাস-আনন্দে পরীর মুক্তিঃ হাতে লেখা 'ডোন্ট লাভ মি বিচ'

উচ্ছ্বাস-আনন্দে পরীর মুক্তিঃ হাতে লেখা 'ডোন্ট লাভ মি বিচ'



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন তিনি। বের হওয়ার সময় কারাফটকে উপস্থিত জনতাকে হাত তুলে শুভেচ্ছা জানান পরী।


এসময় তার হাতে লেখা ছিল, ‘Dont ও লাভ চিহ্ন, এরপর me Bitch’ (ডোন্ট লাভ মি বিচ)। তবে এ লেখার উদ্দেশ্য কি তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে তাকে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে তাকে হস্তান্তর করেন কাশিমপুর কারা কর্তৃপক্ষ। পরীমনিকে নিতে কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন।

কারাগার থেকে বের হওয়ার সময় পরীমনিকে বেশ উৎফুল্ল দেখা যায়। এসময় সাদা পোশাকে ছিলেন তিনি। তার মাথায় ছিল একটি সাদা পাগড়িও। তার মুখে ছিল হাসি। তিনি সাদা রঙের একটি গাড়িতে করে বের হন। বের হওয়ার সময় তিনি সেলফি তুলেন এবং হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।


এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ৫০ হাজার টাকা মুচলেকা ও তিন বিবেচনায় পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। তখন তার বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব।

এরপর ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

মামলা সূত্রে জানা যায়, পরীমনি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। এমনকি এলএসডি ও আইসও সেবন করতেন তিনি। এজন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। বাসায় নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।


২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন পরীমনি। এ পর্যন্ত তিনি ৩০টি সিনেমা ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।

Sunday 22 August 2021

ওয়েব সিরিজে টিকটকার অপু ভাই, নতুন লুকে চমক

ওয়েব সিরিজে টিকটকার অপু ভাই, নতুন লুকে চমক



সোশ্যাল মিডিয়ায় সমালোচনার তুঙ্গে ছিলেন অপু ভাই। টিকটক ও লাইকিতে ভিডিও বানিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। রাতারাতি হয়ে ওঠেন আলোচিত একজন। রঙ করা চুল আর বিভিন্ন সংলাপ বলে নেটিজেনদের হাসির খোরাক জুগিয়েছেন অপু।



টিকটক ভিডিও বানানোকে ঘিরে একটি মারামারির ঘটনায় তিনি জেলও খেটেছেন। তারপরই আমূল পরিবর্তন ঘটে তার। এবার তিনি কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় 'সিনিয়র ভার্সেস জুনিয়র' নামে একটি ওয়েব সিরিজে। এতে অপু ভাইয়ের চরিত্রের নাম আলিয়ান। এই চরিত্রের জন্য অপুকে তৈরি করা হচ্ছে। তার লুকে পরিবর্তন আনা হয়েছে। নতুন এই অপুকে দেখে অবাক না হয়ে উপায় নেই। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় অপুর লুক প্রশংসিত হচ্ছে।


নতুন লুকে অপুর ছবি ফেসবুক ওয়ালে শেয়ার করে পরিচালক অনন্য মামুন লিখেছেন, 'কে কিভাবে নিবেন আমি জানি না, তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। সিনিয়র ভার্সেস জুনিয়র ওয়েব সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে আলিয়ান হয়ে। এক মাস অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবে অপু।'



অপুর এই লুকের পেছনে কাজ করেছেন মডেলিং গ্রুমার ও ফ্যাশন কোরিওগ্রাফার তানজিল জনি। তিনি এক ভিডিও বার্তায় বলেন, 'আমি হাত দিয়ে যা ছুঁই সেটাই ভাইরাল হয়ে যায়। ব্যাপার টা আসলে তা না। অপু ভাই এর কাজটা, ওয়েব সিরিজ নিয়ে এক্সপেরিমেন্ট একটা লুক ছিলো। সামনে কিছু কাজের জন্য পেইড একটা কাজ ছিল এটা| এর আগে আমি হিরো আলমের আউট লুক চেঞ্জ করেছিলাম সিনেমার জন্য, সেটা সবাই জানেন। তাই আমি ছুলেই ভাইরাল হয়ে যায় এটা না। আমি সবসময় একটু আলাদা কাজ করতে পছন্দ করি। ব্রান্ড বিলবোর্ড এর কাজ অনেক করেছি। আমার এক্সপেরিমেন্ট অ্যালবাম দেখলে দেখবেন সবগুলো কাজ একটু আলাদা ধাঁচের। অপু চেষ্টা করছে কিছু করে দেখাতে। এটি আমাদের ছোট একটা প্রচেষ্টা আর কিছু না।'

ওয়েব সিরিজে ‘অপু ভাই’, তুমুল সমালোচনায় পরিচালক

ওয়েব সিরিজে ‘অপু ভাই’, তুমুল সমালোচনায় পরিচালক




টিকটক ও লাইকিতে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার তুঙ্গে ছিলেন অপু ভাই। টিকটক ভিডিও বানানোকে ঘিরে একটি মারামারির ঘটনায় তিনি জেলও খেটেছেন। তারপরই আমূল পরিবর্তন ঘটে তার।



এবার তিনি কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় 'সিনিয়র ভার্সেস জুনিয়র' নামের একটি ওয়েব সিরিজে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় অপুর লুক প্রশংসিত হচ্ছে। তবে সমালোচনার মুখে পড়েছেন পরিচালক অনন্য মামুন।

নতুন লুকে অপুর ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে পরিচালক অনন্য মামুন লিখেছেন, 'কে কিভাবে নিবেন আমি জানি না, তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। সিনিয়র ভার্সেস জুনিয়র ওয়েব সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে আলিয়ান হয়ে। এক মাস অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবে অপু।'



তার সেই পোস্টে মন্তব্য করতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটাগরিকরা। কেউ কেউ তার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন আবার কেউ কেউ তার কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের ধারণা, সস্তা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লাখ লাখ ভিউ পেতেই এমন উদ্যোগ নিয়েছেন নির্মাতা। পাঠকদের জন্য বেশ কিছু নেটাগরিকের মন্তব্য তুলে ধরা হলো-

'কতটুকু রুচিসম্মত হবে তা আগেই আন্দাজ করতে পারছি! আপনিও সস্তা জনপ্রিয়তা কুড়াতে মাঠে নামলেন! বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম দুর্গন্ধময় করার জন্য আপনারাই যথেষ্ট।'


'একজন অশিক্ষিত, বিকারগ্রস্থ, থার্ডক্লাস টিকটকার এনে সেলিব্রেটি বানাতে চাচ্ছেন? একটাবার চিন্তা করলেন না, সমাজে ওর মূল্যায়নটা কোথায়? আচ্ছা বাদই দিলাম সমাজে ওর মূল্যায়ন, এত বড় বড় আর্টিস্টদের সাথে ওকে কিভাবে দাঁড় করাবেন?'


'আপনাদের মতো ডিরেক্টরের জন্য শিল্প সমাজ ধ্বংসের দিকে। আজাইরা লোকজন ধরে ইন্ডাস্ট্রিতে ঢুকিয়ে দেন, যা দ্বারা কোনো ভাল কাজ হয় না। অপু ফিল্ম সম্পর্কে কিছু জানে? ও (অপু) জানে টিকটক সম্পর্কে, টিকটক বানান।'

'আপনাদের এই বিবেকহীনতার কারণেই সভ্য সমাজের ও শিক্ষিত পরিবারের ছেলে-মেয়েরা মিডিয়ায় যেতে চায় না।'

'টিকটকারদের নিয়ে মাতামাতি না করে, অভিনয় শিল্পীদের নিয়ে কাজ করুন। বর্তমান সময়ে তারাই তো খুব অসহায়।'

'এমন অনেক আর্টিস্ট আছে, যাদের বছরের পর বছর থিয়েটার করতে করতে জুতা ক্ষয় হয়ে যায়। তাদেরকে সুযোগ দেয়া হয় না, অপরদিকে টিকটক করে কয়েকদিনের গ্রুমিং করিয়ে অভিনয়ে নিয়ে আসতেছেন?'


'অপু ভাই এক মাসে তৈরী হলেও ওটিটি প্ল্যাটফর্মে অপু ভাইকে দেখার মতো রুচিশীল দর্শক এখনো তৈরী হয়নি।'


'আমি জানতাম আপনি একজন ভালো ডিরেক্টর। কিন্তু এখন দেখছি আপনি টিকটক ডিরেক্টর।'

'আপনাদের মত মানুষদের জন্যই এদের তৈরী হয়। অপকর্ম করে সিনেমায় চান্স পেলে, সবাই ওটাই করবে। বাকিদের আরও উৎসাহ জোগালেন মামুন সাহেব। ধর্ষণ করে ভাইরাল হলেও আপনাদের ব্যবসার জন্য তাকেও কাস্টিং দিবেন আপনারা।'

'অখাদ্যকে আমরা মানুষের কাছে খাদ্য হিসেবে সাজিয়ে দেই। মানুষ যখন না খায় তখন মানুষের দোষ দেই। ঠিক এই কারনেই দিন দিন নাটক-সিনেমার দর্শক হারিয়ে যাচ্ছে।'


'আপনাকে দিয়েই সম্ভব ইন্ডাস্ট্রির পশ্চাৎদেশে বাঁশ ঢুকানো। আপনার এবং আপনার অপুর জন্য শুভকামনা। এগিয়ে যান নেটওয়ার্কের বাইরে।'

'আপনারাই বলেন, ভিউ দিয়ে কাজের বিচার হয়না। আবার আপনারাই ভিউয়ের জন্য অপুদের সুযোগ দিয়ে প্রসংশায় ভাসাতে থাকেন।'

'তামশা করছেন? দেশে অনেক প্রতিভাবান শিল্পী আছে, সুযোগ আর টাইমিং এর অভাবে ভাল কিছু করতে পারছে না। আর সঠিক মূল্যায়ন হচ্ছেনা বলেই আমরা মোশাররফ করিমদের মত অভিনেতা পাচ্ছি না। আপনি আসছেন এসব ভন্ডদের নিয়ে। না কথা বলতে পারে, না বাচনভঙ্গি, না আছে অভিনয়। খালি টিকটকে বিভিন্ন শিল্পীদের গান আর ইন্ডিয়ান ফানি কন্টেন্টগুলো কপি করে দুই-তিনটা মাইয়া নিয়ে ঘুরেই চেষ্টা হয়ে গেল? পাবলিক এসব খায় না। সস্তা জনপ্রিয় এসব পরগাছা দিয়ে টাকা কামানোর জন্য আমাদের থিয়েটার আর নাটক পাড়ার মানসম্মান খাইয়েন না।'


'আপনাকে অনেক ভালো রুচিসম্পন্ন ডিরেক্টর ভাবতাম। কিন্ত না, আপনি গোবরে নয় মানুষের মূলমন্ত্রে পদ্মফুল ফোটানোর চেষ্টায় আছেন। এজন্যই ইন্ডাস্ট্রির এই হাল।'


'আপনার মতন এত বিজ্ঞ আমি না। তবে এতটুকু বোঝার মতন জ্ঞান আছে যে ভিউয়ের তারকা আর অভিনয়ের তারকা দুটো ভিন্ন জিনিস।'

Friday 13 August 2021

পরীমনিকে দেখতে উৎসুক জনতার ভিড়

পরীমনিকে দেখতে উৎসুক জনতার ভিড়



গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে আলোচিত নায়িকা পরীমনিকে। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে প্রিজন ভ্যানে করে তাকে ওই কারাগারে আনা হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (অতিরিক্ত দায়িত্ব) জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে পরীমনিকে কাশিমপুর কারাগারে আনা হচ্ছে, এমন খবরে বিপুল সংখ্যক উৎসুক জনতা এবং গণমাধ্যমকর্মীরা কারাফটকে জড়ো হন। তবে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি সন্ধ্যা সাতটার দিকে দ্রুতগতিতে পুলিশের কড়া পাহারায় কারাফটক দিয়ে কারা কমপ্লেক্সের ভেতরে চলে যায়।


এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে নায়িকা পরীমনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

অপরদিকে, তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ পরীমনির জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১০ আগস্ট দুপুরে চারদিনের রিমান্ড শেষে নায়িকা পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।


গত ৫ আগস্ট পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৪ আগস্ট বিকেলে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়।

এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র্যা ব। এ ঘটনায় পরের দিন পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র্যা ব বাদী হয়ে একটি মামলা করে।

Tuesday 10 August 2021

জামিন পেলেন চিত্রনায়িকা একা

জামিন পেলেন চিত্রনায়িকা একা



মাদক মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা একা। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান তার জামিন মঞ্জুর করেন।গত ১ আগস্ট একাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর পুলিশ মামলা দুটির সুষ্ঠু তদন্তের জন্য তাকে তিনদিন করে ছয়দিনের রিমান্ড আবেদন করে।শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৩১ জুলাই দিনগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় একার বিরুদ্ধে দুটি মামলা হয়।নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। আর একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর উলনের বাসা থেকে ৩১ জুলাই সন্ধ্যায় একাকে আটক করে পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।