গোলাপগঞ্জ প্রতিনিধি: সাংবাদিকদের প্রাণের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর গোলাপগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভার মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক জৈন্তাবার্তার গোলাপগঞ্জ প্রতিনিধি মোঃ বদরুল আলম এবং সঞ্চালনা করেন দৈনিক তৃতীয়মাত্রার উপজেলা প্রতিনিধি শাহ আলম। এসময় নবগঠিত কমিটির সকল সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কমিটি অনুমোদনের জন্য বিএমএসএফ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন সভাপতি: মোঃ বদরুল আলম (দৈনিক গণমুক্তি ও দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি), সিনিয়র সহ-সভাপতি: আব্দুল মুমিত রনি (GB Television) সহ-সভাপতি: আব্দুল্লাহ আহমদ (দৈনিক যায়যায়দিন), সহ-সভাপতি আব্দুল আজিজ বাবর (দৈনিক বাংলাদেশ সমাচার), সাধারণ সম্পাদক: শাহ আলম (দৈনিক তৃতীয়মাত্রা), যুগ্ম সম্পাদক: সালমান কাদের দিপু (কুশিয়ারা নিউজ), সহ-সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন (দৈনিক সিলেটের সংবাদ), সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল (দৈনিক ইনকিলাব),অর্থ সম্পাদক এম. ফাহিম আহমদ (এন টিভি), সাংগঠনিক সম্পাদক: সাকেল উদ্দিন (দৈনিক বিজয়ের কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক: আব্দুল্লাহ আল মাসুদ (দৈনিক জনতার খবর ও দৈনিক সিলেট সমাচার ) তথ্য ও গবেষণা সম্পাদক: হাবিবুর রহমান (দৈনিক সোনালী কণ্ঠ), দপ্তর সম্পাদক: মোঃ তামিম আহমদ (জিবি বার্তা),সহ-দপ্তর সম্পাদক: ইমন আহমদ (হলি সিলেট), সদস্যরা হলেন আফছার আহমদ (জিবি টেলিভিশন),
তানিম আহমদ (জিবি বার্তা ডটকম), লিমন আহমদ (দৈনিক লিখনী)।
সভায় বক্তারা বলেন, বিএমএসএফ বরাবরই মফস্বল সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। নতুন এই কমিটি গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের পেশাগত উন্নয়ন ও ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।