গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ৩য় মেধাবৃত্তি পরীক্ষা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার, (৮ নভেম্বর) উপজেলার আল-এমদাদ উচ্চ বিদ্যালয়, চন্দরপুর কেন্দ্রে সকাল ১০টা থেকে দুই পর্বে বিকেল ৪টা পর্যন্ত চলে এই পরীক্ষা।
পরীক্ষায় গোলাপগঞ্জ উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মান দেখে শিক্ষক ও অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন—গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, সমাজসেবী ডা. আব্দুল মুতলিব, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন, এলবি গ্রীণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান টিপু, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইকুল ইসলাম, শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক শফিক উদ্দিন, আইসিটি শিক্ষক ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হামিদ, দক্ষিণভাগ এসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস, মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব সালমান কাদের দিপু, ইউপি সদস্য সামসুল ইসলাম কয়েছ ও হেলাল উদ্দিন খান, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য আবু তাহের ফয়ছল, রেজা আহমেদ, কাওছার আহমদ, উজ্জ্বল আহমদ, রাফি আহমদ প্রমুখ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে অতিথিরা বলেন, “শিরিন মেমোরিয়াল ট্রাস্টের এ আয়োজনে শিক্ষার্থীরা ব্যাপক অনুপ্রাণিত হয়েছে এবং গোলাপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে এ ট্রাস্ট।” অতিথিরা এ ট্রাস্টের চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে'র সাবেক সভাপতি ফজলুল হকের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে এরকম শিক্ষাবান্ধব কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, শিরিন মেমোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষদের সহযোগিতার পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষাখাতে ব্যাপক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ট্রাস্টের সদস্যরা।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
গোলাপগঞ্জ

