Monday, 27 October 2025

আছিরগঞ্জে তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্টের উদ্বোধন সম্পন্ন



নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারে আইটি শিক্ষা ও আধুনিক প্রিন্টিং সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় আছিরগঞ্জ বাজারে এক বর্ণাঢ্য আয়োজনে এই প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে ইউপি সদস্য সালমান কাদের দিপুর সঞ্চালনায় ও আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সিলেট ও চট্টগ্রাম বারের আইনজীবী মোঃ রফিকুল হাসান লোদী।

সূচিত অনুষ্ঠানে প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, জামেয়া আমকোনা মাদ্রাসার ছাত্র হাফিজ মুহি উদ্দিন সাফওয়ান। স্বাগত বক্তব্য রাখেন তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্টের উদ্যোক্তা মাছুম আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আছিরগঞ্জ গণপাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডাঃ মোঃ আব্দুল গফুর, রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, আল-এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুরের আইসিটি শিক্ষক আব্দুল হামিদ, পুবালী ব্যাংক পিএলসি আছিরগঞ্জ বাজার শাখার ম্যানেজার শহিদ আহমদ, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি আছিরগঞ্জ বাজার শাখার ম্যানেজার মোঃ মিজবাহ উদ্দিন ভূইয়া, কবি ও সাহিত্যিক এস এম সেবুল, জামিয়া আমকোনা মাদ্রাসার মুহতামিম হাফিজ নূর উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী খোরশেদ আলম, আছিরগঞ্জ বাজার সিটি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি নিয়াজ মাহবুব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ প্রযুক্তির যুগ। তরুণ প্রজন্মকে আইটি শিক্ষায় দক্ষ করে তুলতে এমন উদ্যোগ প্রশংসার দাবী রাখে। তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে গ্রামের তরুণদের কর্মমুখী শিক্ষা অর্জনের সুযোগ তৈরি করবে। এ প্রতিষ্ঠান শুধু কম্পিউটার শিক্ষা নয়, বরং প্রিন্টিং, ডিজাইনিং ও আধুনিক প্রযুক্তি সেবায় তরুণদের দক্ষ করে তুলবে।”

বক্তারা আরোও বলেন— ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তি শিক্ষা কেবল চাকরির সুযোগ তৈরীই নয়, বরং আত্মকর্মসংস্থানের পথও খুলে দেয়। তরুণ সমাজের মধ্যে এই শিক্ষা ছড়িয়ে দিতে তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্ট অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।


অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের উদ্যোক্তা মাছুম আহমদের পিতা মারুফ আহমদ-সহ সকল অতিথিবৃন্দ মিলে ফিতা কেটে তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্য ও দোয়া পরিচালনা করেন আছিরগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা।


অনুষ্ঠান শেষে তালহা আইটি এন্ড প্রিন্টিং পয়েন্টের উপহার হিসেবে ছাত্রদের হাতে  টি-শার্ট এবং ছাত্রীদের হাতে উন্নতমানের মগ তুলে দেয়া হয়।

শেয়ার করুন