Wednesday, 13 August 2025

চন্দরপুর আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে ইংরেজী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি



সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরে অবস্থিত আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে পাঠদানে দক্ষ ও অভিজ্ঞ ১ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীকে লিখিত ও মৌখিক (ভাইভা) উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক বা স্নাতকোত্তর। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

যোগ্য প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র, সাম্প্রতিক ছবি এবং মোবাইল নম্বরসহ আবেদনপত্র প্রধান শিক্ষক, আল-এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুর, ডাক: চন্দরপুর, উপজেলা: গোলাপগঞ্জ, জেলা: সিলেট বরাবর জমা দিতে হবে।


বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য।

বিজ্ঞপ্তি

শেয়ার করুন