Sunday, 9 May 2021

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সহায়তায় ধারাবহরের মানুষের মাঝে নগদ অর্থ  বিতরণ

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সহায়তায় ধারাবহরের মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ



ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সহায়তায় ধারাবহর গ্রামের মানুষের মাঝে নগদ অর্থ  বিতরণ করা হয়েছে। শনিবার (৯  মে) বিকাল ৩টায় ১৫ টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে দুই হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।

নগদ অর্থ  বিতরণকালে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বি মছব্বির আলী, তরুন সমাজসেবী কামরুল ইসলাম, ইসলাম উদ্দিন, রাজ্জাদ আহমদ প্রমুখ।

Saturday, 8 May 2021

সিলেটে এপেক্সিয়ান শাহেদুর রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ

সিলেটে এপেক্সিয়ান শাহেদুর রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ



এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর গভর্নর এপে. শাহেদুর রহমানের পক্ষ থেকে শুক্রবার বিকাল ৩.০০ টায় নগরীর মিরাবাজারে সমাজের কম সৌভাগ্যবানদের মাঝে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়।

জেলা গভর্নর-৪ (২০২০-২১) এপে. শাহেদুর রহমানের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপে. আক্তার হোসেন খান, সাবেক জেলা গভর্নর-৪ এপে. এড. গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা-৪ সেক্রেটারী (২০২০-২১) এপে. নাজমুল হুদা, সিলেট ক্লাবের সাবেক সভাপতি এপে. বাবুল মিয়া, সেক্রেটারী (২০২০-২১) এপে. আশীষ রায়, গ্রীণ হিলস ক্লাবের সাবেক সভাপতি এপে. এড. শফিকুল ইসলাম, এপে. মো. আদিল হোসেন, সিনিয়র সহসভাপতি এপে. এ. কে. আজাদ ফাহিম, সেক্রেটারী এপে. এড. আব্দুল্লাহ আল হেলাল, সুনামগঞ্জ ক্লাবের সভাপতি (২০২০-২১) এপে. এড. আকমল হোসেন খান, শাহপরান সিটি ক্লাবের সভাপতি (২০২০-২১) এপে. কায়সার জামান, সাবেক সভাপতি মঈনুল ইসলাম খান শায়েখ, মাহবুবুর রহমান এরশাদ, সেক্রেটারী (২০২০-২১) সাবিরুল ইসলাম খান শিফন, বোর্ড মেম্বার (২০২০-২১) এপে. তানভীর আহমদ, ফেঞ্চুগঞ্জ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এপে. এহতেনান আহমদ খান প্রমূখ।

এসময় উপস্থিত অতিদরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী ও ইফতার তুলে দেয়া হয়।
গোলাপগঞ্জে চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ

গোলাপগঞ্জে চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান মাস উপলক্ষে এবং মহামারী করোনাকালীন সময়ে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে। শনিবার (৮ এপ্রিল) দুপুরে চন্দরপুর যুব সমাজের সার্বিক সহযোগিতায় গ্রামের ২০০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, পিঁয়াজ ও আলু।


খাদ্য সামগ্রী বিতরণকালে কুশিয়ারা নিউজের সম্পাদক সালমান কাদের দিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুস সোবহান মেম্বার, সাবেক ইউপি সদস্য সাব্বির আহমদ, মাশিদ আহমদ জয়, আলী হোসেন রাদিছ।

এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী আব্দুল খালিক, মইনুল হক, সাইফুল হক, খাইরুল ইসলাম, তারেক আহমদ, সোহেল আহমদ, মোহাম্মদ রুহুল, রাসেল আহমদ প্রমুখ।

এসময় উপস্থিত সকলে চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
গোলাপগঞ্জে আল আমিন এসোসিয়েশনে'র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

গোলাপগঞ্জে আল আমিন এসোসিয়েশনে'র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

গোলাপগঞ্জ উপজেলার ৫ নং বুধবারীবাজার ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের দিনমজুর, অসহায়দের মধ্যে তছির আলী ট্রাস্টের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আল আমিন এসোসিয়েশন।

শুক্রবার (৭ মে) উপজেলার ৫নং বুধবারী বাজার ইউনিয়নে ছফদর মঞ্জিল আওই এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আল আমিন এসোসিয়েশন'র সভাপতি আব্দুল মাজিদ জুনেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ জসিম আহমদ। 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর বানীগ্রাম মাদ্রসার সহ সভাপতি হাজী মোবারক আলী, সিলেট জেলা জমিয়তের সহ-সভাপতি আলহাজ্ব শামসুদ্দীন,মাদানিয়া ক্বিরাত শিক্ষা কেন্দ্র বানীগ্রাম সাধারান সম্পাক তাজ উদ্দিন, একটিভ ডেভলাপার আওই সহ-সভাপতি আলী আহমদ, মনোরুপা কসমেটিক্স প্রোপাইটার সাংবাদিক সোহেল আহমদ, আল আমিন এসোসিয়েশন'র অডিড সম্পাদক খালেদ আহমদ।

এছাড়াও উপস্তিত ছিলেন হাফিজ মনসুর,বেলাল আহমদ,তাছলিম আহমদ,সহ ট্রাষ্টের দায়িত্বশীল সদস্যবৃন্দ ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন আল আমিন এসোসিয়েশনের ধর্ম সম্পাদক তাওহিদ আহমদ।

Thursday, 6 May 2021

সিলেট-৪ আসনের সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম আর নেই

সিলেট-৪ আসনের সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম আর নেই


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ইন্তেকাল করেছেন। বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। 

দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিস-সহ নানা রোগে ভোগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই তিনি বুধবার রাত পৌনে ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বিএনপি নেতা দিলদার হোসেন সেলিম মৃত্যুতে সিলেট ল' কলেজ ছাত্রদলের শোক

বিএনপি নেতা দিলদার হোসেন সেলিম মৃত্যুতে সিলেট ল' কলেজ ছাত্রদলের শোক

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট ল' কলেজ ছাত্রদল। 

বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি....... ও ইলাহী রাজিউন)। 

তার মৃত্যুতে সিলেট ল' কলেজ ছাত্রদলের নেতাকর্মীগণ তৎক্ষনাৎ শোক বার্তা প্রকাশ করেন। শোক বার্তায় নেতাকর্মীরা বলেন বিএনপি পরিবারের প্রবীণ এই নেতাকে হারিয়ে আমরা মর্মাহত। তার মৃত্যুতে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক পরিবারে যে স্থান অপূর্ণ হয়েছে, তা কখন পূরণ হবার নয়। আমরা মরহুমের রূহের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

(প্রস বিজ্ঞপ্তি)

Wednesday, 5 May 2021

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সিলেট ল' কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সিলেট ল' কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিশ্ব মহামারির করোনা আক্রান্ত দেশ বিদেশের সকল নেতাকর্মী সহ সকল মানুষের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট ল' কলেজ ছাত্রদল। বুধবার (৫ মে) দুপুর ২ টায় সিলেট মহানগরীর বন্দরবাজারে আবু তোরাব জামে মসজিদে এক বিশেষ মোনাজাত করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ, সহ সভাপতি আব্দুল করিম জোনাক, আব্দুল হাসিব সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সিলেট ল'কলেজ ছাত্রদলের
সভাপতি শাহিন আহমদ সাধারন সম্পাদক হোসাইন আহমদ হাছান, সহ সভাপতি জাবেদ আহমদ, সফিকুল ইসলাম সফি, সেলিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, আব্দুল কাদির, কয়সর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম সাহেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন রায়হান ইসলাম, সাকির আহমদ খোকা, মাসুম আহমদ সহ প্রমুখ।