Sunday, 27 June 2021

ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত

ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত



ঢাকা বোর্ডের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

গত বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দেয় শিক্ষা বোর্ড। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী আজ রোববার থেকে ফরম পূরণ শুরু হয়ে ৭ জুলাই শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে আজ ফরম পূরণ স্থগিতের সিদ্ধান্ত এলো। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল— বিজ্ঞান শাখার জন্য দুই হাজার ৫০০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য এক হাজার ৯৪০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে কোনো নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। তাই এ সংক্রান্ত কোনো ফিও নেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

করোনার কারণে গত বছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল দেওয়া হয়।

এ বছর ৮৪ দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের।

Saturday, 26 June 2021

‘কঠোর লকডাউনের’ সিদ্ধান্ত পরিবর্তন

‘কঠোর লকডাউনের’ সিদ্ধান্ত পরিবর্তন



করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে। আর সাত দিনের ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে। 

তবে সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। এ ছাড়া সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান বা ক্ষেত্র খোলা থাকবে। এ ছাড়া শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরেই থাকতে পারে বলে জানা গেছে। এই সময়ে রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবাও খোলা রাখা হতে পারে।

শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সভা সূত্রে জানা গেছে, সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হলেও অর্থবছরের শেষ সময় হওয়ায় সেই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করা হয়েছে। তবে সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। শপিংমল, হোটেল-রেস্তোরাঁসহ কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। এই সময়ে কিছু বিষয় খোলা থাকবে। ১ জুলাই থেকে শুরু হবে সাত দিনের সর্বাত্মক লকডাউন।এ সংক্রান্ত বিস্তারিত তথ্য রোববার জানানো হবে।

এর আগে শুক্রবার রাতে সরকারের এক তথ্যবিবরণীতে সোমবার থেকে কঠোর লকডাউনের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে।

ওইদিন রাতে তথ্যবিবরণী দেওয়ার পাশাপাশি একই বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছিলেন, আমরা শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন দেব। আগামী ২৮ তারিখ থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ দেব। এরপর প্রয়োজন হলে সেটা আমরা বাড়াব। এটা কঠোরভাবে সবাই যেন প্রতিপালন করে সেজন্য বেশি কড়াকড়ি থাকবে। এটি নিশ্চিতে মাঠে পুলিশ-বিজিবি থাকবে। এমনকি সেনাবাহিনীও থাকতে পারে। মানুষ অপ্রয়োজনে বাইরে আসবে না, অফিস-আদালত বন্ধ থাকবে। তবে বাজেটসংক্রান্ত কার্যক্রম এনবিআর বা পেমেন্ট সম্পৃক্ত অফিসগুলো খোলা থাকবে। জরুরি পরিষেবা ইন্টারনেট, গণমাধ্যম ইত্যাদি খোলা থাকবে।

বিবিদইলে সাউথ সুরমা এডুকেশন সোসাইটির ট্রাক্টর প্রদান

বিবিদইলে সাউথ সুরমা এডুকেশন সোসাইটির ট্রাক্টর প্রদান


সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সহ-অর্থ সম্পাদক ও হযরত আবু দৌলত এন্ড শাহ জাকারিয়া (র:) মডেল মাদরাসা ও এতিমখানার পরিচালক যুক্তরাজ্য প্রবাসী সোয়েব আহমদ চৌধুরীর পক্ষ্ থেকে অসহায় একজন কৃষককে  ট্রাক্টর প্রদান করা হয়েছে । 

২৫ জুন শুক্রবার দুপুরে বিবিদইল আবুদৌলত র.এন্ড শাহজাকারিয়া মডেল মাদরাসা প্রাঙ্গণে ট্রাক্টর বিতরণকালে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ও ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সমাজসেবী জিলু মিয়া চৌধুরী,মাওলানা মাহবুবুল আলম,শাহ জামাল আহমদ,মামুন আহমদ, হুমায়ুন কবির মিলন,শাকির আহমদসহ মাদরাসার শিক্ষক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

দক্ষিন সুরমায় শফি চৌধুরীর গনসংযোগ ও মতবিনিময়

দক্ষিন সুরমায় শফি চৌধুরীর গনসংযোগ ও মতবিনিময়



সিলেট-৩ আসনে আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত উপনির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব শফি আহমদ চৌধুরী ২৫ জুন শুক্রবার দক্ষিণ সুরমা'র সিলাম মুক্তারপুরে মোটর গাড়ি (কার) মার্কার সমর্থনে গণসংযোগ করেন। এসময় মাস্টার আবুল হোসেন, দলিল লেখক আজিজুর রহমান মনোয়ার, সাংবাদিক রাজু আহমদ, সংগঠক শফি খান সহ এলাকার মুরব্বিয়ান যুবসমাজ উপস্থিত ছিলেন। পরে তিনি স্হানীয় গ্রামবাসীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এসময় তিনি তাৎক্ষণিক মুক্তারপুর ১নং রাস্তার সংস্কারে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

সিলেটে সীমান্তিকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটে সীমান্তিকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত



সীমান্তিকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা সিলেটে নগরীর মাছিমপুরস্থ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়।

২৫ জুন শুক্রবার সকালে সীমান্তিকের চেয়ারপার্সন শফিকুল হক তপাদারের সভাপতিত্বে ও মহাসচিব, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ  মোঃ শামীম আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সীমান্তিক এর চীফ পেট্রোন, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ডঃ আহমদ আল কবির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা, মানব উন্নয়ন ও মানব সম্পদ তৈরী সহ সকল ক্ষেত্রে সীমান্তিক সুনামের সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সীমান্তিক প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও জাতীর কল্যাণে কাজ করায় প্রতিষ্ঠানের সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে।

তিনি সীমান্তিকের সুনাম ধরে রেখে সকলকে কাজ করার আহবান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অংশীদার হতে প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে মানবসম্পদে রূপন্তর করতে গুরুত্বসহকারে কাজ করে এগিয়ে যেতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আরটি এম আল কবির ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ নাজমুল হক, আরটিএম ইন্টারন্যাশনাল এর কো চেয়ারম্যান ও সীমান্তিকের ঢাকা কমিটির চেয়ারম্যান ড.আহমদ আল ওয়ালী । স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিকে’র চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল।

প্রতিবেদন উপস্থাপন করেন নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান।

বক্তব্য রাখেন সীমান্তিকের ভাইস চেয়ারপার্সন সাজনা সুলতানা হক চৌধুরী, উপ-পরিচালক কাজী হুমায়ূন কবীর,পরিচালক পারভেজ আহমদ, পরিচালক (শিক্ষা)অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার,ফাইন্যান্স ম্যানেজার আলতাফ হোসেইন, বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী রিলন, মালেক আহমেদ, আব্দুল আহাদ, আব্দুল হাই,আব্দুল্লাহ আল সুমন, কক্সবাজার আরটিএম এর প্রকল্প সম্বন্বয়কারী মিস নাসরীন মনিকা,সাবেক চেয়ারম্যান আবু জাফর রায়হান, অধ্যক্ষ জালাল আহমদ,পল্লী বিদ্যুৎ এর সাবেক পরিচালক  আখতার হোসেন রাজু, আবু মোহাম্মদ জাকারিয়া। উপস্থিত ছিলেন প্রফেসর মিনহাজুল হক, ডাঃ মোঃ রুহুল আমিন, মিডওয়াইফারী প্রকল্পের পিএম জান্নাত আরা মৌ,সমাজসেবী আব্দুল মালেক চৌধুরী মানিক,ময়নূল হক,  আহমদুল হক চৌধুরী বেলাল,আহমদ আল ফয়সাল, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের  সাধারন সম্পাদক মোস্তফা আহমদ তাপাদার প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানের আগে মুজিববর্ষ উপলক্ষে সীমান্তিক কমপ্লেক্স প্রাঙ্গণে সম্মানিত অথিতিবৃন্দকে নিয়ে  বৃক্ষরোপন কর্মসূচির শুভ  উদ্বোধন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডঃ আহমদ আল কবির।

বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল ওয়াহাব খানের মৃত্যুতে আবুদৌলত মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল ওয়াহাব খানের মৃত্যুতে আবুদৌলত মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

 


দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বিবিদইল নিবাসী বিশিষ্ট সালিশীব্যক্তিত্ব বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল ওয়াহাব খান খোকা  খান এর মৃত্যুতে  ২৫  জুন  শুক্রবার বাদ জুমআ বিবিদইলস্হ আবুদৌলত - শাহ জাকারিয়া মডেল মাদরাসা মসজিদে একআলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

দোয়া মাহফিলে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বিশিষ্ট সমাজসেবী জিলু মিয়া চৌধুরী, সমাজসেবা কামারুজ্জামান খান ফয়ছল,মুরাদ খান ,বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলম,আব্দুল হক,মাদরাসার প্রিন্সিপাল আব্দুর রহমান সিদ্দিকী, হিফজ শাখার প্রধান হাফিজ মামুনুর রশীদ,  মাদরাসার সহকারী শিক্ষক আবদুল কাদিরসহ মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Friday, 25 June 2021

আব্দুল ওয়াহাব খাঁন’র মৃত্যুতে মিশিগান স্বেচ্ছাসেবকদলের  শোক

আব্দুল ওয়াহাব খাঁন’র মৃত্যুতে মিশিগান স্বেচ্ছাসেবকদলের শোক


দক্ষিণ সুরমা উপজেলার প্রবীন শালিস ব্যক্তিত্ব  আব্দুল ওয়াহাব খাঁন (খোকা খাঁ)’র মৃত্যুতে গভীর 

শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল মিশিগান স্টেইট  সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম মূর্শেদ ও সিনিয়র সহসভাপতি মারুফ খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুল ওয়াহাব খাঁন (খোকা খাঁ) এর মৃত্যুতে দক্ষিণ সুরমাবাসী একজন অভিভাবককে হারালো। তার মৃত্যুতে দক্ষিণ সুরমাবাসীর সামাজিক ও রাজনৈতিক যে ক্ষতি সাধিত হয়েছে , তা কখনও পুরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।