Thursday, 5 August 2021

৭ আগস্ট গণটিকাঃ বিয়ানীবাজার উপজেলার যে ৩৩টি বুথে দেয়া হবে ভ্যাকসিন

৭ আগস্ট গণটিকাঃ বিয়ানীবাজার উপজেলার যে ৩৩টি বুথে দেয়া হবে ভ্যাকসিন



করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হচ্ছে গণহারে টিকাদান কর্মসূচী। এ কর্মসূচির আওতায় আগামীকাল (৭ আগস্ট) সারাদেশে একযোগে চলবে টিকাদান ক্যাম্পেইন। এদিন প্রত্যেক পৌরসভা ও ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডে প্রত্যেকটিতে ২০০জন করে মোট ৬০০ জনকে করোনার টিকা দেয়া হবে।

তবে গণটিকাদান ক্যাম্পেইনের আওতায় আপাতত শুধু ০৭ আগস্ট (এক দিন) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাত দিন বন্ধ থাকার পর ১৪ আগস্ট থেকে এ ক্যাম্পেইন আবার চালু হবে। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন ও পৌরসভার অন্যান্য ওয়ার্ডগুলোতেও এ ম্পেক্যাইন চলমান থাকবে।


৭ আগস্ট টিকা দেয়ার লক্ষে নির্ধারিত ফরমে প্রতি ওয়ার্ড হতে মুক্তিযোদ্ধা, বয়স্ক নারী-পুরুষ ও প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার দিয়ে ২০০ জনের নামের তালিকা তৈরি করবেন মেম্বার ও কাউন্সিলরবৃন্দ। তারপর নির্ধারিত তারিখে নাম তালিকাভুক্তদের করোনার টিকা দেয়া হবে।

এ লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩৩টি টিকাকেন্দ্র বা বুথ প্রস্তুত করা হয়েছে। ৭ আগস্ট এসব বুথ থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকগণদের করোনার টিকা দেয়া হবে।

বিয়ানীবাজার উপজেলার ৩৩টি টিকাকেন্দ্রের নামঃ

বিয়ানীবাজার পৌরসভাঃ বিয়ানীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দারা শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডের বাসিন্দারা কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম ভবনে এবং ৩নং ওয়ার্ডের বাসিন্দারা কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় ভবন থেকে করোনার টিকা গ্রহণ করবেন।


১নং আলীনগর ইউনিয়নঃ ১নং আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা রজাককুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডের বাসিন্দারা খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ৩নং ওয়ার্ডের বাসিন্দারা আলীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

২নং চারখাই ইউনিয়নঃ ২নং চারখাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা চারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডের বাসিন্দারা চারখাই উচ্চ বিদ্যালয়ে , ৩নং ওয়ার্ডের বাসিন্দারা পল্লীশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

৩নং দুবাগ ইউনিয়নঃ ৩নং দুবাগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা চরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডের বাসিন্দারা পাঞ্জিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা খাড়াভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

৪নং শেওলা ইউনিয়নঃ ৪নং শেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা বালিঙ্গা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডের বাসিন্দারা দিঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

৫নং কুড়ারবাজার ইউনিয়নঃ ৫নং কুড়ারবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা ফাড়িরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে , ২নং ওয়ার্ডের বাসিন্দারা গৌবিন্দ্রশ্রী সিসি, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা দেউলগ্রাম দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।


৭নং মাথিউরা ইউনিয়নঃ ৭নং মাথিউরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা মাথিউরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে,২ নং ওয়ার্ডের বাসিন্দারা পুরুষপাল হাফিজিয়া মাদ্রাসায়, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা দুধবকশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

৮নং তিলপাড়া ইউনিয়নঃ ৮নং তিলপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা তিলপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,২ নং ওয়ার্ডের বাসিন্দারা মাটিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা দেবারাাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

৯নং মোল্লাপুর ইউনিয়নঃ ৯নং মোল্লাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা লাসাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,২ নং ওয়ার্ডের বাসিন্দারা নিন্দপুর মক্তবয়ে,৩নং ওয়ার্ডের বাসিন্দারা কটুখালিপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

১০নং মুড়িয়া ইউনিয়নঃ ১০নং মুড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা বড়দেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,২ নং ওয়ার্ডের বাসিন্দারা ঘুঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

১১নং লাউতা ইউনিয়নঃ ১১নং লাউতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা বাহাদুরপুর রহমানিয়া দাখিল মাদ্রাসায়, ২ নং ওয়ার্ডের বাসিন্দারা নন্দিরফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা টিকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে করোনার টিকা গ্রহণ করবেন।
গণটিকাদানের তারিখ চূড়ান্তঃ ৭ আগস্ট একযোগে টিকাদান কর্মসূচী

গণটিকাদানের তারিখ চূড়ান্তঃ ৭ আগস্ট একযোগে টিকাদান কর্মসূচী



গণটিকাদানের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ০৭ আগস্ট সারাদেশের ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে একযোগে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। এদিন প্রত্যেক ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডে (বর্তমান ১,২,৩ নং ওয়ার্ড) ৬০০ জনকে করোনার ভ্যাকসিন দেয়া হবে।


বৃহস্পতিবার দুপুরে কুশিয়ারা নিউজকে এ তথ্য জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহীনুর ইসলাম শাহীন।

তিনি জানান ৭আগস্ট প্রতি ইউনিয়নের বর্তমান ১,২,৩নং ওয়ার্ডে ৩টি টিকাকেন্দ্র স্থাপন করে প্রত্যেকটিতে ২০০জন করে মোট ৬০০জনকে করোনার ভ্যাকসিন দেয়া হবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে  গণহারে এ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তবে ইতোপূর্বে প্রকাশিত সূচিতে বলা হয়েছিলো ৭-১২ আগস্ট সারাদেশে গণহারে করোনার টিকা দেয়া হবে। এবার সেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী শুধু ৭ আগস্ট একযোগে সারাদেশে ভ্যাকসিন দেয়া হবে। এরপর এ কর্মসূচী ৭দিন স্থগিত রেখে ১৪আগস্ট থেকে পূণরায় শুরু করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় গণটিকাদান ক্যাম্পেইনের আওতায় আপাতত এক দিন ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাত দিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে, চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



চলতি বছর ফের মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

চলতি বছর ফের মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা



স্পোর্টস ডেস্কঃ চলতি বছর ফের মুখোমুখি হতে চলেছে দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা। ল্যাতিন আমেরিকার শক্তিশালী এই দুই দলের ভক্তদের মাঝে কোপা আমেরিকার ফাইনালের রেশ কাটেনি এখনও। এরমধ্যেই চলতি বছরে ফের মুখোমুখি হওয়ার সংবাদে উৎসুক হয়ে আছেন দু'দলের ভক্তরাই।

আসছে নভেম্বরেই বিশ্বকাপ বাছাইপর্বে আবার মুখোমুখি হবেন লিওনেল মেসি ও নেইমাররা।

করোনার কারণে স্থগিত হয়ে থাকা কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব ফের শুরু হতে যাচ্ছে। বিশ্বকাপ বাছাইয়ে প্রতিটি দলের এখনও বাকি আরও ১২টি করে ম্যাচ। এমন পরিস্থিতিতে কনমেবলকে হাঁটতে হচ্ছে ঠাসবুনটের সূচির পথে।

ফলে আর্জেন্টিনা ও ব্রাজিলকে চলতি বছর খেলতে হবে আরও ছয়টি করে ম্যাচ। তারই একটাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাটিতে।
সৌদি আরবে বাংলাদেশিকে গলাকেটে হত্যা

সৌদি আরবে বাংলাদেশিকে গলাকেটে হত্যা



প্রবাস ডেস্কঃ সৌদি আরবে এক প্রবাসী বাংলাদেশিকে গলাকেটে হত্যা  করেছে দুর্বৃত্তরা। নিহত ওই প্রবাসীর নাম জাকির হোসেন (২৯)।

বুধবার (৪ আগস্ট) সকালে রিয়াদের আল হারা এলাকায় নিজের বাসাতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। 

জাকিরের বড় ভাই দুলাল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, জাকির হোসেন হত্যার বিষয়টি আমার এক শ্যালক সৌদি আরব থেকে জানিয়েছেন। বাসার ভেতরে জাকিরের রক্তার লাশের একটি ছবিও আমরা পেয়েছি।

তবে কারা কেন জাকিরকে হত্যা করে থাকতে পারে, সে ব্যাপারে পরিবারের সদস্যরা কিছু বলতে পারেননি।

নিহত জাকির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায়। তিনি মো. কাঞ্চন মিয়ার ছেলে।


নিজ জেলা সুনামগঞ্জে আজীবনের জন্য নিষিদ্ধ জাতীয় ক্রিকেটার নাসুম

নিজ জেলা সুনামগঞ্জে আজীবনের জন্য নিষিদ্ধ জাতীয় ক্রিকেটার নাসুম



ডেস্কঃ নিজ জেলা সুনামগঞ্জে আজীবনের জন্য নিষিদ্ধ রয়েছেন জাতীয় দলের স্পিনার নাসুম আহমদ। যিনি ইতোমধ্যে জাতীয় দলের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন।

সর্বশেষ অস্ট্রেলিয়ায় বিপক্ষে দুটি ম্যাচ খেলা নাসুম আহমদ প্রথমটিতে হয়েছেন ম্যাচসেরা। তার দুর্দান্ত পারফরম্যান্স মুগ্ধ হয়ে দেখেছিলো ক্রিকেট প্রেমীরা। 

তবে বাংলাদেশের হয়ে খেলা অন্যতম এই স্পিনার কেন আজীবন মেয়াদে নিষিদ্ধ রয়েছেন নিজের জেলা সুনামগঞ্জে? 

জানা যায়, ২০১৫ সালে নাসুম আহমদের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে সুনামগঞ্জ জেলা দলে খেলার সুযোগ দেয়া হয়। ওইসময় তিনি নিজ জেলার হয়ে ম্যাচ না খেলে সিলেট বিভাগীয় দলের হয়ে খেলায় তাকে আজীবন নিষিদ্ধ করে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। নিষিদ্ধ হওয়ার পূর্বে নিজ জেলার প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবে খেলতেন টাইগারদের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।

বিগত সাত বছর ধরে নিজ জেলায় নিষিদ্ধ থাকা নাসুম আহমদ কবে নিজ জেলার হয়ে খেলতে পারবেন এমন প্রশ্নের জবাবে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সম্পাদক রেজানুল হক রাজা বলেন, ‘নাসুমের পারফরম্যান্স ভালো থাকায় আমরা তাকে জেলা দলে অন্তর্ভুক্ত করি। কিন্তু সে জেলা দলের একটি ম্যাচ না খেলে বাইরে খেলতে গিয়েছিল। সে কারণে সুনামগঞ্জের জেলা দলের নিয়ম অনুযায়ী তাকে আজীবন নিষিদ্ধ করা হয়।

এব্যাপারে তিনি বলেন, যদি নাসুম আহমেদ বা তার ক্লাবের পক্ষে কেউ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করেন তবে তা সাদরে গ্রহণ করা হবে।
ইউনিয়নভিত্তিক সীমিত গণটিকাদানে আবারও পরিবর্তন

ইউনিয়নভিত্তিক সীমিত গণটিকাদানে আবারও পরিবর্তন



৭-১২ আগস্ট দেশব্যাপী গণটিকাদান কর্মসূচিকে বুধবার রাতে সীমিত ঘোষণা করা হয়েছিলো। তবে এ সিদ্ধান্তে আবারও পরিবর্তন আসছে। সীমিত কর্মসূচিতে বলা হয়েছিলো প্রত্যেক ওয়ার্ডে ২০০জনকে করোনার ভ্যাকসিন দেয়া হবে। যা পূর্বের সংখ্যা ছিলো ৬০০জন। এবার সেই পূর্বের সংখ্যাই বহাল থাকছে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য কুশিয়ারা নিউজকে জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহীনুর ইসলাম শাহীন।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে গণটিকাদান কার্যক্রমে পরিবর্তন আসছিলো। এবার তা আবারও অপরিবর্তিত থাকছে।

তবে পূর্বের সূচি অপরিবর্তিত থাকছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পূর্বের সূচি অনুযায়ী ৭-১২ আগস্ট টিকাদান কর্মসূচিত ঘোষণা করা হয়েছিলো। যা পরিবর্তিত হয়ে শুধু ৭ তারিখ ভ্যাকসিন দেয়া হবে বলে ঘোষণা করা হয়। এবার তা পরিবর্তন হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। সূচি পরিবর্তন হলে পরবর্তি আপডেটে জানানো হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হচ্ছে ইউনিয়নভিত্তিক গণটিকাদান কার্যক্রম। এ লক্ষ্যে গোলাপগঞ্জের সবক'টি ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডের (বর্তমান ১,২,৩নং ওয়ার্ড) টিকাদানের স্থান ও সময়সূচি  প্রকাশ করা হয়েছে।

পূর্বে প্রকাশিত সূচিঃ


কঠোর লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

কঠোর লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি



ডেস্কঃ চলমান কঠোর লকডাউনের মেয়াদ আবারও বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রীপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ বজায় রেখে আগামী ৫ আগস্ট রাত ১২টা হতে ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন বৃদ্ধি করা হলো। 

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এসময় দেশের শিল্প, কল-কারখানা বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। একইসাথে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।