Thursday, 5 August 2021

চলতি বছর ফের মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

চলতি বছর ফের মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা



স্পোর্টস ডেস্কঃ চলতি বছর ফের মুখোমুখি হতে চলেছে দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা। ল্যাতিন আমেরিকার শক্তিশালী এই দুই দলের ভক্তদের মাঝে কোপা আমেরিকার ফাইনালের রেশ কাটেনি এখনও। এরমধ্যেই চলতি বছরে ফের মুখোমুখি হওয়ার সংবাদে উৎসুক হয়ে আছেন দু'দলের ভক্তরাই।

আসছে নভেম্বরেই বিশ্বকাপ বাছাইপর্বে আবার মুখোমুখি হবেন লিওনেল মেসি ও নেইমাররা।

করোনার কারণে স্থগিত হয়ে থাকা কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব ফের শুরু হতে যাচ্ছে। বিশ্বকাপ বাছাইয়ে প্রতিটি দলের এখনও বাকি আরও ১২টি করে ম্যাচ। এমন পরিস্থিতিতে কনমেবলকে হাঁটতে হচ্ছে ঠাসবুনটের সূচির পথে।

ফলে আর্জেন্টিনা ও ব্রাজিলকে চলতি বছর খেলতে হবে আরও ছয়টি করে ম্যাচ। তারই একটাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মাটিতে।
সৌদি আরবে বাংলাদেশিকে গলাকেটে হত্যা

সৌদি আরবে বাংলাদেশিকে গলাকেটে হত্যা



প্রবাস ডেস্কঃ সৌদি আরবে এক প্রবাসী বাংলাদেশিকে গলাকেটে হত্যা  করেছে দুর্বৃত্তরা। নিহত ওই প্রবাসীর নাম জাকির হোসেন (২৯)।

বুধবার (৪ আগস্ট) সকালে রিয়াদের আল হারা এলাকায় নিজের বাসাতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। 

জাকিরের বড় ভাই দুলাল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, জাকির হোসেন হত্যার বিষয়টি আমার এক শ্যালক সৌদি আরব থেকে জানিয়েছেন। বাসার ভেতরে জাকিরের রক্তার লাশের একটি ছবিও আমরা পেয়েছি।

তবে কারা কেন জাকিরকে হত্যা করে থাকতে পারে, সে ব্যাপারে পরিবারের সদস্যরা কিছু বলতে পারেননি।

নিহত জাকির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায়। তিনি মো. কাঞ্চন মিয়ার ছেলে।


নিজ জেলা সুনামগঞ্জে আজীবনের জন্য নিষিদ্ধ জাতীয় ক্রিকেটার নাসুম

নিজ জেলা সুনামগঞ্জে আজীবনের জন্য নিষিদ্ধ জাতীয় ক্রিকেটার নাসুম



ডেস্কঃ নিজ জেলা সুনামগঞ্জে আজীবনের জন্য নিষিদ্ধ রয়েছেন জাতীয় দলের স্পিনার নাসুম আহমদ। যিনি ইতোমধ্যে জাতীয় দলের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন।

সর্বশেষ অস্ট্রেলিয়ায় বিপক্ষে দুটি ম্যাচ খেলা নাসুম আহমদ প্রথমটিতে হয়েছেন ম্যাচসেরা। তার দুর্দান্ত পারফরম্যান্স মুগ্ধ হয়ে দেখেছিলো ক্রিকেট প্রেমীরা। 

তবে বাংলাদেশের হয়ে খেলা অন্যতম এই স্পিনার কেন আজীবন মেয়াদে নিষিদ্ধ রয়েছেন নিজের জেলা সুনামগঞ্জে? 

জানা যায়, ২০১৫ সালে নাসুম আহমদের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে সুনামগঞ্জ জেলা দলে খেলার সুযোগ দেয়া হয়। ওইসময় তিনি নিজ জেলার হয়ে ম্যাচ না খেলে সিলেট বিভাগীয় দলের হয়ে খেলায় তাকে আজীবন নিষিদ্ধ করে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। নিষিদ্ধ হওয়ার পূর্বে নিজ জেলার প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবে খেলতেন টাইগারদের বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।

বিগত সাত বছর ধরে নিজ জেলায় নিষিদ্ধ থাকা নাসুম আহমদ কবে নিজ জেলার হয়ে খেলতে পারবেন এমন প্রশ্নের জবাবে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সম্পাদক রেজানুল হক রাজা বলেন, ‘নাসুমের পারফরম্যান্স ভালো থাকায় আমরা তাকে জেলা দলে অন্তর্ভুক্ত করি। কিন্তু সে জেলা দলের একটি ম্যাচ না খেলে বাইরে খেলতে গিয়েছিল। সে কারণে সুনামগঞ্জের জেলা দলের নিয়ম অনুযায়ী তাকে আজীবন নিষিদ্ধ করা হয়।

এব্যাপারে তিনি বলেন, যদি নাসুম আহমেদ বা তার ক্লাবের পক্ষে কেউ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন করেন তবে তা সাদরে গ্রহণ করা হবে।
ইউনিয়নভিত্তিক সীমিত গণটিকাদানে আবারও পরিবর্তন

ইউনিয়নভিত্তিক সীমিত গণটিকাদানে আবারও পরিবর্তন



৭-১২ আগস্ট দেশব্যাপী গণটিকাদান কর্মসূচিকে বুধবার রাতে সীমিত ঘোষণা করা হয়েছিলো। তবে এ সিদ্ধান্তে আবারও পরিবর্তন আসছে। সীমিত কর্মসূচিতে বলা হয়েছিলো প্রত্যেক ওয়ার্ডে ২০০জনকে করোনার ভ্যাকসিন দেয়া হবে। যা পূর্বের সংখ্যা ছিলো ৬০০জন। এবার সেই পূর্বের সংখ্যাই বহাল থাকছে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য কুশিয়ারা নিউজকে জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহীনুর ইসলাম শাহীন।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে গণটিকাদান কার্যক্রমে পরিবর্তন আসছিলো। এবার তা আবারও অপরিবর্তিত থাকছে।

তবে পূর্বের সূচি অপরিবর্তিত থাকছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পূর্বের সূচি অনুযায়ী ৭-১২ আগস্ট টিকাদান কর্মসূচিত ঘোষণা করা হয়েছিলো। যা পরিবর্তিত হয়ে শুধু ৭ তারিখ ভ্যাকসিন দেয়া হবে বলে ঘোষণা করা হয়। এবার তা পরিবর্তন হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। সূচি পরিবর্তন হলে পরবর্তি আপডেটে জানানো হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হচ্ছে ইউনিয়নভিত্তিক গণটিকাদান কার্যক্রম। এ লক্ষ্যে গোলাপগঞ্জের সবক'টি ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডের (বর্তমান ১,২,৩নং ওয়ার্ড) টিকাদানের স্থান ও সময়সূচি  প্রকাশ করা হয়েছে।

পূর্বে প্রকাশিত সূচিঃ


কঠোর লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

কঠোর লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি



ডেস্কঃ চলমান কঠোর লকডাউনের মেয়াদ আবারও বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রীপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ বজায় রেখে আগামী ৫ আগস্ট রাত ১২টা হতে ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন বৃদ্ধি করা হলো। 

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এসময় দেশের শিল্প, কল-কারখানা বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। একইসাথে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। 
সাবেক অর্থমন্ত্রীর শারীরিক উন্নতিঃ ফেসবুকে মৃত্যুর গুজব

সাবেক অর্থমন্ত্রীর শারীরিক উন্নতিঃ ফেসবুকে মৃত্যুর গুজব



করোনাক্রান্ত সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আব্দুল মুহিত এখন অনেকটা সুস্থ রয়েছেন। তার শারীরিক উন্নতি হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। 

এদিকে চিকিৎসাধীন আব্দুল মুহিতের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে ফেসবুকে। এমন মিথ্যা গুজবে কান না দিতেও তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

জানা গেছে আব্দুল মুহিতের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া ও কথাবার্তা বলতে পারছেন।

এমনকি, বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার মধ্যকার টি-২০ সিরিজের ২য় ম্যাচের খেলা উপভোগ করেছেন তিনি।

তবে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন প্রবীণ এই নেতার দ্বিতীয় দফা পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে।

মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার (৪ আগস্ট) রাতে এসব তথ্য জানিয়েছেন।

৭-১২ আগস্ট গণটিকাদান কার্যক্রম সীমিত ঘোষণা

৭-১২ আগস্ট গণটিকাদান কার্যক্রম সীমিত ঘোষণা



৭-১২ আগস্ট দেশব্যাপী গণটিকাদান কর্মসূচিকে সীমিত ঘোষণা করা হয়েছে।

টিকা সল্পতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ‘আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকাদান কার্যক্রম টিকা সল্পতার কারণে সীমিত করা হয়েছে। আপাতত শুধু ৭ আগস্ট একদিন প্রতিটি টিকাকেন্দ্রে অগ্রিম রেজিস্ট্রেশনের ভিত্তিতে বয়োবৃদ্ধ, অসুস্থ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে ৩০০ জনকে টিকা দেওয়া হবে, অনেক চেষ্টার পরও এটা  পরিবর্তন করা যাচ্ছে না।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে আলোচনাসভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী ১৪ আগস্ট থেকে টিকা প্রাপ্তি সাপেক্ষে এই কর্মসূচি  পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্ত পরিবর্তনে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।