Friday, 6 August 2021

ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার



ডেস্কঃ ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এক যুবক গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ার শেরপুরের রাজাপুর পশ্চিমপাড়া গ্রামে এ গৃহবধূ ধর্ষণের শিকার হলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।


ভিকটিম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পাশের বাড়ির আরশেদ চৌকিদারের ছেলে মজনু মিয়া তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে তার  স্বামী বাজার করতে গেলে তিনি শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে মজনু মিয়া ঘরে ঢুকে স্পর্শকাতর স্থানে হাত দিলে ঘুম ভেঙে যায় তার। এ সময় সে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়। 

পরে তার স্বামী বাড়িতে আসলে ঘটনা খুলে বলেন এবং রাতেই শেরপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ মজনু মিয়াকে আটক করে।


এ ব্যাপারে শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মামলার প্রেক্ষিতে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
বজ্রপাতে নিহত ১৭ লাশ হতে পারে ম্যাগনেটঃ চুরি ঠেকাতে কবরে সিমেন্টের ঢালাই

বজ্রপাতে নিহত ১৭ লাশ হতে পারে ম্যাগনেটঃ চুরি ঠেকাতে কবরে সিমেন্টের ঢালাই



ডেস্কঃ বজ্রপাতে নিহত ১৭ লাশে থাকতে পারে ‘ম্যাগনেট’, এমন শংকায় চুরি ঠেকাতে কবরগুলোর উপর সিমেন্টের ঢালাই দিয়েছেন মৃতদের প্রতিবেশীরা। 

বজ্রপাতে কেউ মারা গেলে সেই লাশ মূল্যবান কোনো বস্তু কিংবা ম্যাগনেটে পরিণত হয়। এমন ধারণা থেকে দেশে প্রায় বজ্রপাতে মৃতদের লাশ চুরির ঘটনা ঘটে। সেই আশঙ্কা থেকেই চাঁপাইনবাবগঞ্জে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসী।


উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলিখাড়ি নামক স্থানে বজ্রপাতে ১৭ জন নিহতের ঘটনা ঘটে।

পরে বুধবার রাতেই পারিবারিকভাবে নিজ নিজ এলাকায় জানাজা শেষে ১৭ জনকে দাফন করা হয়।

স্থানীয় খাইরুল ইসলাম ও শিমুল পারভেজ জানান, ‘যারা মারা গেছেন তারা সবাই নতুন বিয়ে করা আল-মামুনের আত্মীয়। একই পরিবারে তার নানা, নানি, মামা, মামিসহ সাতজন মারা গেছেন। ওই পরিবারে একটি ছেলে ছাড়া কেউ বেঁচে নেই। আরেকটি পরিবারে তিন বছরের একটি শিশু ছাড়া আর কেউ জীবিত নেই। এমন ঘটনায় পুরো গ্রামবাসী কাঁদছে।


আমিনুল ইসলাম নামে আরেকজন জানান, বর মামুনের বোন ও দুলাভাইও বজ্রপাতে মারা যান। কিন্তু তার বোনের কোলে থাকা তিন বছরের সন্তানটি বেঁচে যায়।

এদিকে নিহত ১৭ জনকে বাড়ির উঠানেই দাফন করা হয়। বাড়ির উঠানে দাফন করা প্রসঙ্গে প্রতিবেশী আলী হোসেন বলেন, ‘বাপ-দাদার আমল থেমে শুনেছি বজ্রপাতে মৃতদের লাশ চুরি হয়। সেজন্য বাড়ির আঙিনায় সবাইকে দাফন করা হয়েছে। এতে সার্বক্ষণিক আমরা এসব লাশ পাহারা দিতে পারব।


গণটিকার বয়সসীমায় পরিবর্তন

গণটিকার বয়সসীমায় পরিবর্তন



আগামীকাল (৭ আগস্ট) সারাদেশে একযোগে চলবে গণটিকাদান ক্যাম্পেইন। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে  ১৮বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে ভ্যাকসিন দেয়ার কথা বলা হলেও ক্যাম্পেইনের একদিন আগে বয়সসীমায় পরিবর্তন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৬ আগস্ট) অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।


এতে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীকে টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন শুরুর প্রথম দুই ঘণ্টা অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়সের জনগোষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধীদের টিকা প্রদান করতে হবে। তবে এই ক্যাম্পেইনে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের টিকা প্রদান করা হবে না।

এর আগে গত ২৯ জুলাই ১৮ বছরের বেশি বয়সীদেরও করোনার টিকা দেওয়ার ঘোষণা দেয় সরকার। শুরুতে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। পরে তা কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় কমিয়ে ৩৫ বছর করা হয়। চতুর্থ দফায় তা আরও কমিয়ে ৩০ বছর করা হয়েছে। যা বর্তমানে ২৫ বছর করা হয়েছে।
বার্সেলোনা-মেসির ২১ বছরের সম্পর্ক ছিন্ন

বার্সেলোনা-মেসির ২১ বছরের সম্পর্ক ছিন্ন



স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। বার্সেলোনা তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি আর থাকছেন না বার্সায়।

সেই ২০০৩ সালে ক্লাবের বয়সভিত্তিক দলের হয়ে মাঠে নামা। এরপর মেসি আর বার্সেলোনা, গত দেড় দশকে হয়ে উঠেছিলেন এক অপরের পরিপূরক। গত মৌসুমে একবার ছাড়ার কথা উঠলেও অনেক জল্পনা-কল্পনা শেষে প্রিয় ক্লাবেই থেকে যান তিনি। কিন্তু এবার আর তেমনটা হচ্ছে না। বার্সেলোনাকে বিদায় জানাতেই হচ্ছে লিওকে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে ফুটবল ক্লাব বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বার্সা ও মেসি দুই পক্ষই চুক্তি সম্পাদনের ব্যাপারে তাদের ইচ্ছার কথা প্রকাশ করলেও আর্থিক ও কাঠামোগত কিছু প্রতিবন্ধকতার কারণে তা আর সম্ভব হচ্ছে না।

Thursday, 5 August 2021

৭ আগস্ট গণটিকাঃ গোলাপগঞ্জ উপজেলার যেসব বুথে দেয়া হবে ভ্যাকসিন

৭ আগস্ট গণটিকাঃ গোলাপগঞ্জ উপজেলার যেসব বুথে দেয়া হবে ভ্যাকসিন



করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হচ্ছে গণহারে টিকাদান কর্মসূচী। এ কর্মসূচির আওতায় আগামীকাল (৭ আগস্ট) সারাদেশের একযোগে চলবে টিকাদান ক্যাম্পেইন। এদিন প্রত্যেক পৌরসভা ও ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৬০০ জনকে করোনার টিকা দেয়া হবে।


তবে গণটিকাদান ক্যাম্পেইনের আওতায় আপাতত শুধু ০৭ আগস্ট (এক দিন) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাত দিন বন্ধ থাকার পর ১৪ আগস্ট থেকে এ ক্যাম্পেইন আবার চালু হবে। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন ও পৌরসভার অন্যান্য ওয়ার্ডগুলোতেও এ ক্যাম্পেইন চলমান থাকবে।


৭ আগস্ট টিকা দেয়ার লক্ষে নির্ধারিত ফরমে প্রতি ওয়ার্ড হতে মুক্তিযোদ্ধা, বয়স্ক নারী-পুরুষ ও প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার দিয়ে মোট ৬০০ জনের নামের তালিকা তৈরি করবেন মেম্বার ও কাউন্সিলরবৃন্দ। তারপর নির্ধারিত তারিখে নাম তালিকাভুক্তদের করোনার টিকা দেয়া হবে।


এ লক্ষ্যে গোলাপপগঞ্জ উপজেলার 
১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১নং ওয়ার্ডে ১টি করে টিকাকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ঐ টিকাকেন্দ্রে থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকগণ করোনার টিকা গ্রহণ করবেন।

গোলাপগঞ্জের ১টি পৌরসভা এবং ১০টি ইউনিয়নের টিকাকেন্দ্রের নামঃ

গোলাপগঞ্জ পৌরসভাঃ গোলাপগঞ্জ পৌরসভার ২নং রণকেলী সরকারি প্রাথমিক  বিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

১নং বাঘা ইউনিয়নঃ বাঘা ইউনিয়নের নলুয়া কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।


৩নং ফুলবাড়ি ইউনিয়নঃ ফুলবাড়ি ইউনিয়নের উত্তরবাগ আলিয়া মাদ্রাসার টিকাকেন্দ্র  থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

৪নং লক্ষীপাশা ইউনিয়নঃ লক্ষীপাশা ইউনিয়নের শাহ হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।




৫নং বুধবারীবাজার ইউনিয়নঃ বুধবারীবাজার ইউনিয়নের কটলীপাড়া মহিলা মাদ্রাসার টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়নঃ ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

৭নং লক্ষণাবন্দ ইউনিয়নঃ লক্ষণাবন্দ ইউনিয়নের ১নং চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

৮নং ভাদেশ্বর ইউনিয়নঃ ভাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।


৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নঃ পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নঃ উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকোনা সরকারি বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

১১নং শরীফগঞ্জ ইউনিয়নঃ শরীফগঞ্জ ইউনিয়নের রাংজিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।




৭ আগস্ট গণটিকাঃ বিয়ানীবাজার উপজেলার যে ৩৩টি বুথে দেয়া হবে ভ্যাকসিন

৭ আগস্ট গণটিকাঃ বিয়ানীবাজার উপজেলার যে ৩৩টি বুথে দেয়া হবে ভ্যাকসিন



করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হচ্ছে গণহারে টিকাদান কর্মসূচী। এ কর্মসূচির আওতায় আগামীকাল (৭ আগস্ট) সারাদেশে একযোগে চলবে টিকাদান ক্যাম্পেইন। এদিন প্রত্যেক পৌরসভা ও ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডে প্রত্যেকটিতে ২০০জন করে মোট ৬০০ জনকে করোনার টিকা দেয়া হবে।

তবে গণটিকাদান ক্যাম্পেইনের আওতায় আপাতত শুধু ০৭ আগস্ট (এক দিন) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাত দিন বন্ধ থাকার পর ১৪ আগস্ট থেকে এ ক্যাম্পেইন আবার চালু হবে। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন ও পৌরসভার অন্যান্য ওয়ার্ডগুলোতেও এ ম্পেক্যাইন চলমান থাকবে।


৭ আগস্ট টিকা দেয়ার লক্ষে নির্ধারিত ফরমে প্রতি ওয়ার্ড হতে মুক্তিযোদ্ধা, বয়স্ক নারী-পুরুষ ও প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার দিয়ে ২০০ জনের নামের তালিকা তৈরি করবেন মেম্বার ও কাউন্সিলরবৃন্দ। তারপর নির্ধারিত তারিখে নাম তালিকাভুক্তদের করোনার টিকা দেয়া হবে।

এ লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩৩টি টিকাকেন্দ্র বা বুথ প্রস্তুত করা হয়েছে। ৭ আগস্ট এসব বুথ থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকগণদের করোনার টিকা দেয়া হবে।

বিয়ানীবাজার উপজেলার ৩৩টি টিকাকেন্দ্রের নামঃ

বিয়ানীবাজার পৌরসভাঃ বিয়ানীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দারা শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডের বাসিন্দারা কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম ভবনে এবং ৩নং ওয়ার্ডের বাসিন্দারা কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় ভবন থেকে করোনার টিকা গ্রহণ করবেন।


১নং আলীনগর ইউনিয়নঃ ১নং আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা রজাককুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডের বাসিন্দারা খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ৩নং ওয়ার্ডের বাসিন্দারা আলীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

২নং চারখাই ইউনিয়নঃ ২নং চারখাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা চারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডের বাসিন্দারা চারখাই উচ্চ বিদ্যালয়ে , ৩নং ওয়ার্ডের বাসিন্দারা পল্লীশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

৩নং দুবাগ ইউনিয়নঃ ৩নং দুবাগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা চরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডের বাসিন্দারা পাঞ্জিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা খাড়াভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

৪নং শেওলা ইউনিয়নঃ ৪নং শেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা বালিঙ্গা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডের বাসিন্দারা দিঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

৫নং কুড়ারবাজার ইউনিয়নঃ ৫নং কুড়ারবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা ফাড়িরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে , ২নং ওয়ার্ডের বাসিন্দারা গৌবিন্দ্রশ্রী সিসি, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা দেউলগ্রাম দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।


৭নং মাথিউরা ইউনিয়নঃ ৭নং মাথিউরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা মাথিউরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে,২ নং ওয়ার্ডের বাসিন্দারা পুরুষপাল হাফিজিয়া মাদ্রাসায়, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা দুধবকশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

৮নং তিলপাড়া ইউনিয়নঃ ৮নং তিলপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা তিলপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,২ নং ওয়ার্ডের বাসিন্দারা মাটিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা দেবারাাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

৯নং মোল্লাপুর ইউনিয়নঃ ৯নং মোল্লাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা লাসাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,২ নং ওয়ার্ডের বাসিন্দারা নিন্দপুর মক্তবয়ে,৩নং ওয়ার্ডের বাসিন্দারা কটুখালিপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

১০নং মুড়িয়া ইউনিয়নঃ ১০নং মুড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা বড়দেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,২ নং ওয়ার্ডের বাসিন্দারা ঘুঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

১১নং লাউতা ইউনিয়নঃ ১১নং লাউতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা বাহাদুরপুর রহমানিয়া দাখিল মাদ্রাসায়, ২ নং ওয়ার্ডের বাসিন্দারা নন্দিরফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা টিকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে করোনার টিকা গ্রহণ করবেন।
গণটিকাদানের তারিখ চূড়ান্তঃ ৭ আগস্ট একযোগে টিকাদান কর্মসূচী

গণটিকাদানের তারিখ চূড়ান্তঃ ৭ আগস্ট একযোগে টিকাদান কর্মসূচী



গণটিকাদানের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ০৭ আগস্ট সারাদেশের ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে একযোগে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। এদিন প্রত্যেক ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডে (বর্তমান ১,২,৩ নং ওয়ার্ড) ৬০০ জনকে করোনার ভ্যাকসিন দেয়া হবে।


বৃহস্পতিবার দুপুরে কুশিয়ারা নিউজকে এ তথ্য জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহীনুর ইসলাম শাহীন।

তিনি জানান ৭আগস্ট প্রতি ইউনিয়নের বর্তমান ১,২,৩নং ওয়ার্ডে ৩টি টিকাকেন্দ্র স্থাপন করে প্রত্যেকটিতে ২০০জন করে মোট ৬০০জনকে করোনার ভ্যাকসিন দেয়া হবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে  গণহারে এ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তবে ইতোপূর্বে প্রকাশিত সূচিতে বলা হয়েছিলো ৭-১২ আগস্ট সারাদেশে গণহারে করোনার টিকা দেয়া হবে। এবার সেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী শুধু ৭ আগস্ট একযোগে সারাদেশে ভ্যাকসিন দেয়া হবে। এরপর এ কর্মসূচী ৭দিন স্থগিত রেখে ১৪আগস্ট থেকে পূণরায় শুরু করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় গণটিকাদান ক্যাম্পেইনের আওতায় আপাতত এক দিন ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাত দিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে, চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।