Friday, 6 August 2021

আগামীকাল গণটিকাঃ বুধবারীবাজার ইউনিয়নের যারা, যেখানে পাবেন ভ্যাকসিন

আগামীকাল গণটিকাঃ বুধবারীবাজার ইউনিয়নের যারা, যেখানে পাবেন ভ্যাকসিন



করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হচ্ছে গণহারে টিকাদান কর্মসূচী। এ কর্মসূচির আওতায় আগামীকাল (৭ আগস্ট) সারাদেশের একযোগে চলবে টিকাদান ক্যাম্পেইন। এদিন প্রত্যেক পৌরসভা ও ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৬০০ জনকে করোনার টিকা দেয়া হবে।



এদিন গণটিকাদানের লক্ষে গোলাপপগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১নং ওয়ার্ডে টিকাকেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৬০০জনকে করোনার টিকা দেয়া হবে। এ লক্ষে কটলীপাড়া মহিলা মাদ্রাসাকে টিকাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ঐ টিকাকেন্দ্র থেকেই ১নং ওয়ার্ডবাসী করোনার টিকা গ্রহণ করবেন।





দেশের প্রথম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমপ্লেক্স’ সিলেটে

দেশের প্রথম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমপ্লেক্স’ সিলেটে



সিলেটে হতে যাচ্ছে দেশের প্রথম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমপ্লেক্স’। যেখানে থাকবে ‘বঙ্গবন্ধু চত্বর’। থাকবে ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রামসহ বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের প্রতীকী উপস্থাপনা।

ঐতিহাসিক ৭ই মার্চ রেসকোর্স ময়দানে আঙুল উঁচিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, তাঁর সেই উঁচু অঙ্গুলির আদলে এই কমপ্লেক্সে ভাস্কর্য নির্মাণ করা হবে। থাকবে ‘বঙ্গবন্ধু প্লাজা’। যেখানে সিনেপ্লেক্স, অডিটোরিয়াম, ১ হাজার আসনের কনভেনশন হল, মুক্তিযুদ্ধের দালিলিক স্মারক সংগ্রহশালাও রাখা হবে।



কমপ্লেক্সে থাকবে খোলা পার্ক, বইমেলা বা কুঠিরশিল্প মেলা করার জন্য ৩৪২টি স্টল বসানোর সুবিধা, সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য উন্মুক্ত মঞ্চ রাখা হবে।


পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এ কমপ্লেক্সের অনুমোদন দিয়েছে।

জানা গেছে, সিলেট অঞ্চলের মানুষের অন্তরে বঙ্গবন্ধুর অক্ষয় স্মৃতি জাগরুক রাখার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমপ্লেক্স’ বৃহৎ স্থাপনা গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করে সিলেট সিটি করপোরেশন। সেই পরিকল্পনা বাস্তবায়নে চলতি বছরের ১০ জুন ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ বরাবারে একটি আবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ জুলাই ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমপ্লেক্স’ স্থাপনের অনুমতি দেয় ট্রাস্ট।

সিসিক সূত্র জানায়, সিলেট নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেট ও লালদিঘী সিটি সুপার মার্কেট নিয়ে গড়ে তোলা হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমপ্লেক্স’। পরিকল্পনাটি বাস্তবায়ন করবে সিলেট সিটি করপোরেশন। অত্যাধুনিক এই কমপ্লেক্সের নকশাও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।


‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমপ্লেক্স’ নির্মাণে নকশা প্রণয়নের কাজ করেছে ট্রায়াঙ্গল কনসালট্যান্ট নামের একটি প্রতিষ্ঠান। প্রায় ১৫ একর জায়গাজুড়ে হবে এই কমপ্লেক্স। হাসান মার্কেট ও লালদিঘী সিটি সুপার মার্কেটের জায়গায় এই কমপ্লেক্স গড়ে তোলা হবে। এখানে সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক স্থাপনা থাকবে। রাখা হবে দৃষ্টিনন্দন নাগরিক চত্বর।

এ লক্ষে হাসান মার্কেট ও লালদিঘী সুপার মার্কেটের ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য ৬ তলাবিশিষ্ট মার্কেট নির্মাণ করা হবে। ‘বঙ্গবন্ধু কমপ্লেক্সে’র ল্যাম্পপোস্টগুলো হবে সিলেটের ঐতিহ্য দুটি পাতা-একটি কুঁড়ির আদলে।


এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রকল্পটির পুরো নকশা সিসিকে জমা করা হয়েছে। এটি সরকারি পর্যায়ে অনুমোদনও পাওয়া গেছে। এখন অর্থবিভাগ থেকে বাজেটের অনুমোদন পেলেই প্রকল্পের কাজ শুরু হবে।
ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার



ডেস্কঃ ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এক যুবক গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ার শেরপুরের রাজাপুর পশ্চিমপাড়া গ্রামে এ গৃহবধূ ধর্ষণের শিকার হলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।


ভিকটিম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পাশের বাড়ির আরশেদ চৌকিদারের ছেলে মজনু মিয়া তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে তার  স্বামী বাজার করতে গেলে তিনি শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে মজনু মিয়া ঘরে ঢুকে স্পর্শকাতর স্থানে হাত দিলে ঘুম ভেঙে যায় তার। এ সময় সে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়। 

পরে তার স্বামী বাড়িতে আসলে ঘটনা খুলে বলেন এবং রাতেই শেরপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ মজনু মিয়াকে আটক করে।


এ ব্যাপারে শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মামলার প্রেক্ষিতে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
বজ্রপাতে নিহত ১৭ লাশ হতে পারে ম্যাগনেটঃ চুরি ঠেকাতে কবরে সিমেন্টের ঢালাই

বজ্রপাতে নিহত ১৭ লাশ হতে পারে ম্যাগনেটঃ চুরি ঠেকাতে কবরে সিমেন্টের ঢালাই



ডেস্কঃ বজ্রপাতে নিহত ১৭ লাশে থাকতে পারে ‘ম্যাগনেট’, এমন শংকায় চুরি ঠেকাতে কবরগুলোর উপর সিমেন্টের ঢালাই দিয়েছেন মৃতদের প্রতিবেশীরা। 

বজ্রপাতে কেউ মারা গেলে সেই লাশ মূল্যবান কোনো বস্তু কিংবা ম্যাগনেটে পরিণত হয়। এমন ধারণা থেকে দেশে প্রায় বজ্রপাতে মৃতদের লাশ চুরির ঘটনা ঘটে। সেই আশঙ্কা থেকেই চাঁপাইনবাবগঞ্জে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসী।


উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলিখাড়ি নামক স্থানে বজ্রপাতে ১৭ জন নিহতের ঘটনা ঘটে।

পরে বুধবার রাতেই পারিবারিকভাবে নিজ নিজ এলাকায় জানাজা শেষে ১৭ জনকে দাফন করা হয়।

স্থানীয় খাইরুল ইসলাম ও শিমুল পারভেজ জানান, ‘যারা মারা গেছেন তারা সবাই নতুন বিয়ে করা আল-মামুনের আত্মীয়। একই পরিবারে তার নানা, নানি, মামা, মামিসহ সাতজন মারা গেছেন। ওই পরিবারে একটি ছেলে ছাড়া কেউ বেঁচে নেই। আরেকটি পরিবারে তিন বছরের একটি শিশু ছাড়া আর কেউ জীবিত নেই। এমন ঘটনায় পুরো গ্রামবাসী কাঁদছে।


আমিনুল ইসলাম নামে আরেকজন জানান, বর মামুনের বোন ও দুলাভাইও বজ্রপাতে মারা যান। কিন্তু তার বোনের কোলে থাকা তিন বছরের সন্তানটি বেঁচে যায়।

এদিকে নিহত ১৭ জনকে বাড়ির উঠানেই দাফন করা হয়। বাড়ির উঠানে দাফন করা প্রসঙ্গে প্রতিবেশী আলী হোসেন বলেন, ‘বাপ-দাদার আমল থেমে শুনেছি বজ্রপাতে মৃতদের লাশ চুরি হয়। সেজন্য বাড়ির আঙিনায় সবাইকে দাফন করা হয়েছে। এতে সার্বক্ষণিক আমরা এসব লাশ পাহারা দিতে পারব।


গণটিকার বয়সসীমায় পরিবর্তন

গণটিকার বয়সসীমায় পরিবর্তন



আগামীকাল (৭ আগস্ট) সারাদেশে একযোগে চলবে গণটিকাদান ক্যাম্পেইন। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে  ১৮বছরের ঊর্ধ্বে সকল নাগরিককে ভ্যাকসিন দেয়ার কথা বলা হলেও ক্যাম্পেইনের একদিন আগে বয়সসীমায় পরিবর্তন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৬ আগস্ট) অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।


এতে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীকে টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন শুরুর প্রথম দুই ঘণ্টা অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়সের জনগোষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধীদের টিকা প্রদান করতে হবে। তবে এই ক্যাম্পেইনে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের টিকা প্রদান করা হবে না।

এর আগে গত ২৯ জুলাই ১৮ বছরের বেশি বয়সীদেরও করোনার টিকা দেওয়ার ঘোষণা দেয় সরকার। শুরুতে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। পরে তা কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় কমিয়ে ৩৫ বছর করা হয়। চতুর্থ দফায় তা আরও কমিয়ে ৩০ বছর করা হয়েছে। যা বর্তমানে ২৫ বছর করা হয়েছে।
বার্সেলোনা-মেসির ২১ বছরের সম্পর্ক ছিন্ন

বার্সেলোনা-মেসির ২১ বছরের সম্পর্ক ছিন্ন



স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। বার্সেলোনা তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি আর থাকছেন না বার্সায়।

সেই ২০০৩ সালে ক্লাবের বয়সভিত্তিক দলের হয়ে মাঠে নামা। এরপর মেসি আর বার্সেলোনা, গত দেড় দশকে হয়ে উঠেছিলেন এক অপরের পরিপূরক। গত মৌসুমে একবার ছাড়ার কথা উঠলেও অনেক জল্পনা-কল্পনা শেষে প্রিয় ক্লাবেই থেকে যান তিনি। কিন্তু এবার আর তেমনটা হচ্ছে না। বার্সেলোনাকে বিদায় জানাতেই হচ্ছে লিওকে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে ফুটবল ক্লাব বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বার্সা ও মেসি দুই পক্ষই চুক্তি সম্পাদনের ব্যাপারে তাদের ইচ্ছার কথা প্রকাশ করলেও আর্থিক ও কাঠামোগত কিছু প্রতিবন্ধকতার কারণে তা আর সম্ভব হচ্ছে না।

Thursday, 5 August 2021

৭ আগস্ট গণটিকাঃ গোলাপগঞ্জ উপজেলার যেসব বুথে দেয়া হবে ভ্যাকসিন

৭ আগস্ট গণটিকাঃ গোলাপগঞ্জ উপজেলার যেসব বুথে দেয়া হবে ভ্যাকসিন



করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হচ্ছে গণহারে টিকাদান কর্মসূচী। এ কর্মসূচির আওতায় আগামীকাল (৭ আগস্ট) সারাদেশের একযোগে চলবে টিকাদান ক্যাম্পেইন। এদিন প্রত্যেক পৌরসভা ও ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৬০০ জনকে করোনার টিকা দেয়া হবে।


তবে গণটিকাদান ক্যাম্পেইনের আওতায় আপাতত শুধু ০৭ আগস্ট (এক দিন) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাত দিন বন্ধ থাকার পর ১৪ আগস্ট থেকে এ ক্যাম্পেইন আবার চালু হবে। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন ও পৌরসভার অন্যান্য ওয়ার্ডগুলোতেও এ ক্যাম্পেইন চলমান থাকবে।


৭ আগস্ট টিকা দেয়ার লক্ষে নির্ধারিত ফরমে প্রতি ওয়ার্ড হতে মুক্তিযোদ্ধা, বয়স্ক নারী-পুরুষ ও প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার দিয়ে মোট ৬০০ জনের নামের তালিকা তৈরি করবেন মেম্বার ও কাউন্সিলরবৃন্দ। তারপর নির্ধারিত তারিখে নাম তালিকাভুক্তদের করোনার টিকা দেয়া হবে।


এ লক্ষ্যে গোলাপপগঞ্জ উপজেলার 
১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১নং ওয়ার্ডে ১টি করে টিকাকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ঐ টিকাকেন্দ্রে থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকগণ করোনার টিকা গ্রহণ করবেন।

গোলাপগঞ্জের ১টি পৌরসভা এবং ১০টি ইউনিয়নের টিকাকেন্দ্রের নামঃ

গোলাপগঞ্জ পৌরসভাঃ গোলাপগঞ্জ পৌরসভার ২নং রণকেলী সরকারি প্রাথমিক  বিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

১নং বাঘা ইউনিয়নঃ বাঘা ইউনিয়নের নলুয়া কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।


৩নং ফুলবাড়ি ইউনিয়নঃ ফুলবাড়ি ইউনিয়নের উত্তরবাগ আলিয়া মাদ্রাসার টিকাকেন্দ্র  থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

৪নং লক্ষীপাশা ইউনিয়নঃ লক্ষীপাশা ইউনিয়নের শাহ হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।




৫নং বুধবারীবাজার ইউনিয়নঃ বুধবারীবাজার ইউনিয়নের কটলীপাড়া মহিলা মাদ্রাসার টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়নঃ ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

৭নং লক্ষণাবন্দ ইউনিয়নঃ লক্ষণাবন্দ ইউনিয়নের ১নং চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

৮নং ভাদেশ্বর ইউনিয়নঃ ভাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।


৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নঃ পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নঃ উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকোনা সরকারি বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

১১নং শরীফগঞ্জ ইউনিয়নঃ শরীফগঞ্জ ইউনিয়নের রাংজিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।