Saturday, 14 August 2021

১৪২ বছরে মধ্যে জুলাই ছিল সবচেয়ে উষ্ণ

১৪২ বছরে মধ্যে জুলাই ছিল সবচেয়ে উষ্ণ


১৪২ বছরের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস ছিল ২০২১ সালের জুলাই। যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্মকর্তারা শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তারা বলছে, গত ১৪২ বছর ধরে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড রাখা হচ্ছে যুক্তরাষ্ট্রে। যার মধ্যে এবারের জুলাই মাস ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস।
 
যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ বিজ্ঞানীদের একটি দল সতর্কবাণী দিয়েছেন যে মানুষ তেল, গ্যাস ও কয়লার ব্যবহার না কমালে জলবায়ু পরিস্থিতির আরো অবনতি হবে।


জুলাই ঐতিহাসিকভাবেই বছরের উষ্ণতম মাস। তার ওপর এ বছরে যুক্তরাষ্ট্র ও ইউরোপে তাপদাহের তীব্রতা বেশি ছিল। জুলাইয়ে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল ১৬.৭৩ ডিগ্রি সেলসিয়াস। যা গত কয়েক বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে। ২০২০ সালের রেকর্ডকে ০.০১ সেলসিয়াসের ব্যবধানে হারিয়ে দিয়েছে এ বছরের জুলাইয়ের তাপমাত্রা।

রেকর্ডের ইতিহাসে গত সাত বছরের (২০১৫-২০২১) জুলাইয়ের উষ্ণতা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এমন তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারি ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিসট্রেশনের (এনওএএ) আবহাওয়া বিশেষজ্ঞ আহিরা সানচেজ-লুগো। বিংশ শতাব্দীর জুলাই মাসের গড় তাপমাত্রার চেয়ে এ বছরের জুলাইয়ের তাপমাত্রা ০.৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

 
তাপমাত্রার তালিকায় প্রথম স্থানই সবচেয়ে খারাপ অবস্থান, এমনটিই বলছেন এনওএএ-এর প্রধান রিক স্পিনার্ড। সংবাদমাধ্যমের জন্য দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন পৃথিবীকে যে ধ্বংসাত্মক পথে নিয়ে যাবে তারই একটি নমুনা এ নতুন রেকর্ড।

তাপমাত্রা বৃদ্ধির ফলাফল লক্ষ্য করা যাচ্ছে বিশ্বজুড়ে। তাপদাহ, বন্যা, খরা ও দাবানলে নাকাল পৃথিবীর অনেক দেশ। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না আলজেরিয়ার দাবানল। যুক্তরাষ্ট্র, তুরস্ক, গ্রিসের সাথে ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে উত্তর আফ্রিকার এ দেশটির দাবানল পরিস্থিতি।

অন্যদিকে তুরস্কের দক্ষিণাঞ্চলে দাবানল পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও রেখে গেছে ধ্বংসের ছাপ। আগুনে পুড়ে গেছে দেশটির উত্তরাঞ্চলীয় এভিয়া দ্বীপের ৫০ হাজার হেক্টরেরও বেশি বনভূমি।

 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলেও নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। ইতালিজুড়ে দেখা দিয়েছে তীব্র দাবদাহ। ইতালির সিসিলি দ্বীপের লুসিফায় কয়দিন আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি, যা সাম্প্রতিক সময়ে ইউরোপের মধ্যে সর্বোচ্চ। রাশিয়াতেও দাবানলে কারণে সাইবেরিয়ার এক হাজারের বেশি গ্রামে মারাত্মক বায়ু দূষণ দেখা দিয়েছে।

সূত্র : বিবিসি
দক্ষিন সুরমায় আয্ জয়তুন জামে মসজিদের উদ্বোধন

দক্ষিন সুরমায় আয্ জয়তুন জামে মসজিদের উদ্বোধন



জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সাড়ে ১২ লক্ষাধিক টাকা ব্যয়ে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সোনাপুর গ্রামে নবনির্মিত "আয্ জয়তুন জামে মসজিদ" এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১৩ই আগস্ট) বাদ জুমা দোয়া মাহফিলের মাধ্যমে নবনির্মিত এ মসজিদের  উদ্বোধন করা হয়।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস্ প্রেসিডেন্ট এনামুল কবিরের সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও সালিশ ব্যক্তিত্ব আলমগীর রেজা, ট্রাস্টের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী দিলোয়ার হোসাইন, বিশিষ্ট মুরব্বি হাজী দুদু মিয়া, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মিজানুর রহমান মিজান, মসজিদের মোতাওয়াল্লী আলা উদ্দিন, ট্রাস্টের নির্বাহী সদস্য আপ্তাব উদ্দিন, হারুনুর রশীদ হিরন, মুজিবুর রহমান জামাল, শাহাব উদ্দিন শিহাব, বিশিষ্ট ব্যবসায়ী নিজাম আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সমাজকর্মী আব্দুল মোমিন, শাহ্ রুম্মানুল হক, ডা. আহমদ রিয়াজ, আফজাল আহমদ, আজাদ আহমদ ও শাহজাহান আহমদ প্রমুখ।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডনপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া ও তার সহধর্মিনী লন্ডন প্রবাসী মহীয়সী নারী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদের অর্থায়নে আয্ জয়তুন জামে মসজিদটি নির্মাণ করা হয়েছে।

আয্ জয়তুন জামে মসজিদ উদ্বোধনের পূর্বে জুমার নামাজের ইমামতি ও সমাপনী  অধিবেশনে দোয়া পরিচালনা করেন জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গাঁ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মনজুর আহমদ।

Friday, 13 August 2021

জুড়ীতে শোক দিবসের ফেস্টুন ছিঁড়েছে দুর্বৃত্তরাঃ প্রতিবাদে মিছিল

জুড়ীতে শোক দিবসের ফেস্টুন ছিঁড়েছে দুর্বৃত্তরাঃ প্রতিবাদে মিছিল



মৌলভীবাজারের জুড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবসের ফেস্টুন ছিঁড়ে দিয়েছে দুর্বৃত্তরা । এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার ফুলতলা ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে ভূমি অফিসের বারান্দায় ফেস্টুন টানানো হয়। গত বুধবার রাতে কে বা কারা ফেস্টুনের মধ্য ভাগ ছিঁড়ে দেয়।

 
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে নেতাকর্মীরা ছেড়া ফেস্টুন দেখলে প্রতিবাদ মিছিল করেন। ভূমি অফিস সংলগ্ন স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাঞ্চন চক্রবর্তীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল বাছিত ছায়াদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক ডালিম আহমদ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন মামুন,সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।

এ ব্যাপারে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, এটা অবশ্যই নিন্দনীয় কাজ। যে বা যারা এটা করেছে তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীমনিকে দেখতে উৎসুক জনতার ভিড়

পরীমনিকে দেখতে উৎসুক জনতার ভিড়



গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে আলোচিত নায়িকা পরীমনিকে। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে প্রিজন ভ্যানে করে তাকে ওই কারাগারে আনা হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (অতিরিক্ত দায়িত্ব) জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে পরীমনিকে কাশিমপুর কারাগারে আনা হচ্ছে, এমন খবরে বিপুল সংখ্যক উৎসুক জনতা এবং গণমাধ্যমকর্মীরা কারাফটকে জড়ো হন। তবে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি সন্ধ্যা সাতটার দিকে দ্রুতগতিতে পুলিশের কড়া পাহারায় কারাফটক দিয়ে কারা কমপ্লেক্সের ভেতরে চলে যায়।


এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে নায়িকা পরীমনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

অপরদিকে, তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ পরীমনির জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১০ আগস্ট দুপুরে চারদিনের রিমান্ড শেষে নায়িকা পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।


গত ৫ আগস্ট পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৪ আগস্ট বিকেলে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়।

এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র্যা ব। এ ঘটনায় পরের দিন পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র্যা ব বাদী হয়ে একটি মামলা করে।
বার্সেলোনার বিশ্বাসঘাতকতার শিকার মেসি!

বার্সেলোনার বিশ্বাসঘাতকতার শিকার মেসি!




লিওনেল মেসি মনে করেন তিনি বার্সেলোনার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। 

বার্সেলোনার বর্তমান সভাপতি জুয়ান লাপোর্তা নির্বাচনী প্রচারণার শুরু থেকে বলে আসছিলেন, তিনি লিওনেল মেসিকে ক্লাবে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বলেছিলেন, আমিই একমাত্র লোক যে এই কাজ সফলভাবে করতে পারব।


তবে সভাপতি হওয়ার পর লাপোর্তা ক্লাবের ঋণের পরিমাণ জেনে অবাক হয়েছিলেন। তার ধারণা ছিল ২০০ মিলিয়ন ইউরোর মতো ঋণ হতে পারে, কিন্তু আসলে ঋণ ছিল ৫০০ মিলিয়ন ইউরো।

দেড় মাস আগে মেসি ও লাপোর্তা একসঙ্গে ডিনারে গিয়েছিলেন। সেই ডিনারে লাপোর্তা একটা ধারণা পান কীভাবে মেসিকে বার্সেলোনায় রাখা যায়।

মেসিকে বার্সেলোনায় রাখতে দুটি ভিন্ন চুক্তিপত্র তৈরি করান লাপোর্তা। একটি দুই বছরের, আরেকটি পাঁচ বছরের। দুই পক্ষই পাঁচ বছরের চুক্তির বিষয়ে একমত হয়। বার্সার ধারণা ছিল লা লিগা কর্তৃপক্ষ নিশ্চিতভাবে এ চুক্তি অনুমোদন দেবে। 

ওই ডিনারের দুই-তিন দিন পরই লা লিগার প্রধান হাভিয়ের তেবাসের সঙ্গে দেখা করেন লাপোর্তা। তেবাস লাপোর্তাকে বলেন- মেসির সঙ্গে তাদের চুক্তিকে তারা অনুমোদন দিতে পারেন, কিন্তু এক্ষেত্রে সিভিসি নামের একটা প্রাইভেট ইক্যুইটি গ্রুপের সাহায্য লাগতে পারে।

এই সিভিসি সম্প্রতি একটা চুক্তির বিষয়ে সম্মত হয়েছে, যার আওতায় তারা লা লিগায় ২৭০ কোটি ইউরো বিনিয়োগ করবে। বিনিময়ে তারা পাবে এর ১০ শতাংশ আর বিনিয়োগ করা অর্থের ৯০ শতাংশ পাবে ক্লাবগুলো।

কিন্তু সমস্যা হয়ে যখন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এই সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে মত দেয়। এই চুক্তিতে একমত হলে ক্লাবে অনেক অর্থ আসতো এবং ১৫ শতাংশ বা প্রায় ৪০ মিলিয়ন ইউরো খেলোয়াড়দের বেতন বাবদ পরিশোধ করা যেত।


লাপোর্তা জানতেন এই চুক্তিতে সই করলেই লিওনেল মেসিকে বার্সেলোনায় রাখা সম্ভব। এজন্য তিনি তেবাসের কাছে তার আগ্রহের কথাও প্রকাশ করেন। লাপোর্তা বার্সেলোনার নতুন নির্বাহী প্রধান ফেরান রেভারটারের সঙ্গে একমত হন যে, এটা ক্লাবের স্বার্থের জন্য খুব ভালো কিছু হবে না।

এরপর রেভারটার লাপোর্তাকে কিছু সংখ্যা দিয়ে চমকে দেন, যা শুনে নতুন সভাপতির মেজাজ খারাপ হয়ে যায়। মেসির বেতনসহ খেলোয়াড়দের বেতন দাঁড়ায় ক্লাবের মোট আয়ের ১১০ শতাংশ, আর মেসির বেতন ছাড়া সেটা হয় ৯৫ শতাংশ। তখন মেসিকে বার্সেলোনায় রাখার বিষয়টি পুরো অসম্ভব হয়ে যায়। 

লাপোর্তা স্বীকার করেছেন যে, মঙ্গলবারই তিনি মেসির সঙ্গে নতুন চুক্তি না করার ব্যাপারে সিদ্ধান্ত নেন। দুই দিন পর বিষয়টি মেসিকে জানিয়ে দেন।

মেসির সঙ্গে চুক্তি না হওয়ার জন্য লাপোর্তা অবশ্য লা লিগার আইনকানুনের কঠোরতাকে দায়ী করেছেন। একই সঙ্গে সিভিসির প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনাটি বার্সেলোনার স্বার্থের অনুকূলে ছিল না বলে জানান।

তবে একটি সূত্রে জানা যায়, বার্সেলোনা আসলে লিওনেল মেসিকে ক্লাবে রাখার জন্য তেমন কোনো চেষ্টাই করেনি। 

সেটা আরও স্পষ্ট হয় বার্সেলোনার সাবেক পরিচালক জমি লোপিসের কথায়। তিনি পদত্যাগের পর জানিয়েছেন, আমি স্বাধীনভাবে কথা বলতে না পারায় পদত্যাগ করেছি। মেসি বলেছে তারা যা যা করতে পারত তার সবকিছু তারা করেনি।


মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণার দিনে লাপোর্তাকে বার্সেলোনা শহরের সেরা এক রেস্তোরাঁয় রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আর জুভেন্টাসের আন্দ্রেয়া অ্যাগনেলির সঙ্গে দেখা যায়। 

লোপিস বলেছেন, লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যখন পিএসজিতে চলে যাওয়ার ঘোষণা দিচ্ছেন তখন লাপোর্তা কেন রিয়াল মাদ্রিদের সভাপতির সঙ্গে খাবারে ব্যস্ত। 

বার্সেলোনার আর্থিক অবস্থা খারাপ তা ঠিক আছে। কিন্তু মেসি ছুটি থেকে ফিরে জানতে পারেন ক্লাব ছেড়ে চলে যেতে তার শুধু সইটাই করা বাকি আছে। আর এ কারণেই বেশি কষ্ট পান মেসি। তিনি অনুভব করেন, যে ক্লাবকে এত কিছু দিলেন, সেই ক্লাবই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বার্সেলোনা তাকে আগের বেতনের চেয়ে ৫০ শতাংশ কম দেওয়ার যে প্রস্তাব করেছিল, মেসি তাও গ্রহণ করেছিলেন। এমনকি কোন ধরনের দর কষাকষিও করেননি। 

সূত্র:বিবিসি
আল-এমদাদ ডিগ্রি কলেজ রোডের টেন্ডার সম্পন্ন, শীঘ্রই হচ্ছে পিচঢালাই

আল-এমদাদ ডিগ্রি কলেজ রোডের টেন্ডার সম্পন্ন, শীঘ্রই হচ্ছে পিচঢালাই

ছবিঃ হোসাইন সারোয়ার

শীঘ্রই পিচ ঢালাই হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত আল-এমদাদ ডিগ্রি কলেজ রোড। ইতোমধ্যে এ রোডটির টেন্ডার সম্পন্ন হয়েছে। টেন্ডার পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাওলানা ট্রেডিং।

গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুরে অবস্থিত আল-এমদাদ ডিগ্রি কলেজ রোডটির ৯২০মিটার কাজের টেন্ডার হয়েছে। এল.জি.ই.ডি'র আওয়াতাধীন এ রোডটিতে ব্যয় হবে প্রায় ৮০ লাখ টাকা। যা বি,কে সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে কটলীপাড়া-বসন্তপুর সড়কে সংযুক্ত হবে। 


রাস্তাটির উন্নয়নকাজের টেন্ডার হওয়ায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি'র প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল।

এ রাস্তাটি পিচ ঢালাই হলে আল-এমদাদ ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। পাশাপাশি উপকৃত হবেন ৩/৪ গ্রামের মানুষ। বিশেষ করে বনগ্রাম, কালিডহর এবং বানিগাজী গ্রামের জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতে চলেছে।

স্বপ্নচারী যুবকদের উদ্যোগে ছাতক উপজেলার অসহায় বৃদ্ধকে টিউবওয়েল দান

স্বপ্নচারী যুবকদের উদ্যোগে ছাতক উপজেলার অসহায় বৃদ্ধকে টিউবওয়েল দান



ছাতক উপজেলাধীন ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বড় পলির গাঁওয়ের বাসিন্দা বৃদ্ধ মকরম আলী। স্বহায়-সম্বলহীন মকরম আলী হাওরের মাঝখানে ছোট্ট একটি ঝুপড়ি ঘরে বসবাস করেন। নেই রাস্তা,বিদ্যুৎ কিংবা খাবার পানির ব্যবস্থা। স্থানীয় জনপ্রতিনিধির কাছে বার বার আকুতি করেও পাননি একটি টিউবওয়েল। তাই বাধ্য হয়েই নোংরা ডোবার পানিই হয়ে ওঠে একমাত্র অবলম্বন। 


এমন অসহায়ত্বের ভিডিও ফেসবুকে আসার পর দয়ামীর ইউনিয়নের তরুণ উদীয়মান সোস্যাল একটিভিস্ট আহমেদ কবির আদনান ও এসএসসি ২০১০/ এইচএসসি ২০১২ সিলেট ডিভিশন প্লাটিনাম গ্রুপের এডমিন সামছুল আলম, গোলাম মুস্তফা রনি, তরুণ কৃষি উদ্যোক্তা তাহের চৌধুরীর উদ্যোগে এগিয়ে আসে এক ঝাঁক তরুণ-তরুণী। তাদের অক্লান্ত পরিশ্রম আর অদম্য মনোবলে বৃদ্ধ মকরম আলীর বাড়িতে এখন স্থাপন হচ্ছে টিউবওয়েল। 


বৃদ্ধ মকরম আলী এ বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যান। তিনি আদনান, সামছুল,তাহের ও রনি সহ এসএসসি ২০১০/এইচএসসি ২০১২ সিলেট ডিভিশন প্লাটিনাম গ্রুপের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এক ঝাঁক স্বপ্নচারী তরুণদের জন্য মহান রাব্বুল আল-আমীনের দরবারে দোয়া করেন।