Monday, 16 August 2021

তিন বছর পর জামিনে মুক্ত ইসহাক সরকার

তিন বছর পর জামিনে মুক্ত ইসহাক সরকার



দীর্ঘ তিন বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। আজ সোমবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারা ফটক থেকে বের হওয়ার পর ছাত্রদলের বর্তমান কমিটি ও সাবেক কমিটির নেতারা তার গলায় ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মামুন খান ইসহাক সরকারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।


ইসহাক সরকারের মুক্তির পর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অবশেষে আমাদের প্রিয় সহযোদ্ধা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার জামিনে মুক্তি পেয়েছে।’

২০১৮ সালের ৮ জুলাই বনানী থেকে ইসহাক সরকারকে গ্রেপ্তার করা হয়। ওই বছরে দায়ের করা রমনা থানার সর্বশেষ মামলায় জামিন পেলে কাশিমপুর কারাগার-২ থেকে আজ রাত সাড়ে ৮টার দিকে তিনি মুক্ত হন।
আফগানদের আশ্রয় দিতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অনুরোধঃ জবাবে ঢাকার ‘না'

আফগানদের আশ্রয় দিতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অনুরোধঃ জবাবে ঢাকার ‘না'



আফগানদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সে অনুরোধ ফিরিয়ে দেয়া হয়েছে।

রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ‘কষ্টে’ থাকায় সরকার এমন অবস্থান নিয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, তারা আমাদের কাছে অনুরোধ করেছিল, আমরা না করেছি।”


সরকারের অবস্থানের বিষয়ে যুক্তি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বলেছি, রোহিঙ্গাদের নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি, আমাদের আর ঝামেলার ফেলবেন না।”

কোন মাধ্যমে অনুরোধ এসেছে- এ প্রশ্নে তিনি জানান, ওয়াশিংটন ও ঢাকার কূটনৈতিক মাধ্যমে এই অনুরোধ এসেছে।

দুই দশক পর গোঁড়া ইসলামী দল তালেবান রোববারই আফগানিস্তানের রাজধানীর দখল নিয়েছে। দেশটির অধিকাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অভিযানে উৎখাত হওয়া তালেবান আবার ফিরে এসেছে যুক্তরাষ্ট্রের সৈন্যরা আফগানিস্তান ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে।

শরিয়া আইন জারির করে তালেবান আবার নিপীড়ন চালাবে এই আশঙ্কায় আফগানদের অনেকে দেশ ছেড়ে পালাতে চাইছেন।

এমন মানুষের ভিড়ে কাবুল বিমানবন্দর লোকারণ্য হয়ে উঠেছে। আবার পাকিস্তান সীমান্তেও ভিড় জমিয়েছে আফগানরা। 
আইসিইউতে রওশন এরশাদ

আইসিইউতে রওশন এরশাদ



জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

সোমবার তার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, সিএমএইচে শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রওশনের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইড পাওয়ায় তাকে ভর্তি করা হয়। আজ (সোমবার) ম্যাডামের শারীরিক পরিস্থিতি আগের চেয়ে অনেক স্থিতিশীল।

বিরোধী দলীয় নেতার দপ্তরের সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনের ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি দুই মেয়াদে সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন। 
দেশেই উৎপাদন হবে সিনোফার্ম টিকা, চুক্তি স্বাক্ষর

দেশেই উৎপাদন হবে সিনোফার্ম টিকা, চুক্তি স্বাক্ষর



প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনে চীনের সিনোফার্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ভ্যাকসিন উৎপাদনকারী অন্যতম প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার (১৬ আগস্ট) বিকালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) মিলনায়তনে এ চুক্তি সম্পন্ন হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

অনুষ্ঠানে চীনের সিনোফার্ম ভ্যাকসিন বাংলাদেশে যৌথভাবে উৎপাদনের লক্ষ্যে সিনোফার্ম, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিনের পক্ষে যথাক্রমে সমঝোতা স্বাক্ষর করেন জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত মি লি জিমিং এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।


অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এ চুক্তির ফলে চীনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত এবং শক্তিশালী হবে। 

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন  বলেন, চুক্তিতে বাংলাদেশ, সিনোফার্ম ও দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস স্বাক্ষর করবে। ইনসেপ্টা চীন থেকে টিকার মূল ওষুধ দেশে নিয়ে আসবে এবং দেশে বোতলজাত এবং মোড়কীকরণের কাজ সম্পন্ন করে পরিপূর্ণভাবে প্রস্তুত করবে।
কাবুলের আকাশে উড়ন্ত বিমান থেকে পড়ছে মানুষ (ভিডিও)

কাবুলের আকাশে উড়ন্ত বিমান থেকে পড়ছে মানুষ (ভিডিও)



আফগানিস্তানের আকাশে উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত্যু হল দুই ব্যক্তিল সোমবার দুপুরে কাবুল বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, প্রাণ বাঁচাতে বিমানের চাকায় আশ্রয় নিয়েছিলেন ওই দুই আফগান নাগরিক। বিমান আকাশে ওড়ার পরেই ছিটকে পড়েন তারা।


সোমবার কাবুল বিমানবন্দরের এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে।

রোববার দুপুরে তালেবান কাবুল দখল করলে আফগানিস্তানের রাজধানীর বিমান বন্দরে ভিড় বাড়তে শুরু করে। সোমবার দেশ ছাড়ার সময় কাবুল বিমানবন্দরে ‘হুড়োহুড়িতে’ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।


দেশ ছাড়তে মরিয়া অনেক আফগান: বিমানবন্দরে বিশৃঙ্খলা, গোলাগুলি, হতাহতের খবর (ভিডিও)

দেশ ছাড়তে মরিয়া অনেক আফগান: বিমানবন্দরে বিশৃঙ্খলা, গোলাগুলি, হতাহতের খবর (ভিডিও)



তালেবানর কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর শত শত মানুষ আফগানিস্তান ছাড়ার জন্য হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছেন।


এতে বিমানবন্দরে প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দেয়ার খবর পাওয়া গেছে। এমনকি সেখানে গোলাগুলি ও হতাহতেরও খবর পাওয়া যাচ্ছে।


শহর থেকে কর্মীদের সরিয়ে নিতে থাকা যুক্তরাষ্ট্রের সেনারা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। সোমবার সকালের দিকে ভিড় সরাতে তারা আকাশে ফাঁকা গুলি করেছে বলেও খবর পাওয়া যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে গুলিতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।


তবে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হতাহতের সংখ্যা আরও বেশি। একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, তিনি পাঁচজন ব্যক্তির মৃতদেহ একটি গাড়ি করে নিয়ে যেতে দেখেছেন। আরেকজন বলেছেন, হতাহতরা গুলিতে নাকি ভিড়ে পদদলিত হয়ে মারা গেছেন, তা তিনি নিশ্চিত নন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

২০ বছর আগের সেই নামে ফিরছে আফগানিস্তান

২০ বছর আগের সেই নামে ফিরছে আফগানিস্তান



রাজধানী কাবুল দখলের পর প্রেসিডেন্ট প্রাসাদ থেকে শিগগিরই তালেবানরা তাদের দেশকে আবার ‘ইসলামিক আমিরাত অব আফিগানিস্তান’ ঘোষণা করবে।

রোববার কাবুলে বিনা যুদ্ধে প্রবেশ করে তালেবান প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেওয়ার পর দলটির একজন নেতার বরাত দিয়ে কয়েকটি সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।


এদিন আল জাজিরার সম্প্রচারিত ফুটেজে কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে বহু সশস্ত্র যোদ্ধাকে দেখা গেছে, তাদের তালেবান কমান্ডার বলে বর্ণনা করেছে গণমাধ্যমটি। 

তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র মোহাম্মদ নাঈম আল জাজিরা টেলিভিশনকে বলেন, আজ আফগান জনগণ ও মুজাহিদিনদের জন্য একটা মহান দিন। তারা ২০ বছর ধরে তাদের ত্যাগের ও চেষ্টার ফল দেখতে পাচ্ছে।

তিনি জানান, আফগানিস্তানে নতুন সরকার গঠনের বিষয়টি শিগগিরই পরিষ্কার করা হবে। তালেবান বিচ্ছিন্নতার মধ্যে থাকতে চায় না এবং শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের আহ্বান জানান তিনি।


নাঈম বলেন, আমরা যা চেয়েছিলাম সেখানে পৌঁছেছি, এটি হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা ও জনগণের স্বনির্ভরতা। অন্য কারও ওপর হামলা চালাতে কাউকে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না এবং আমরা অন্যের ক্ষতি করতে চাই না।