Wednesday, 22 September 2021

বিয়ানীবাজারে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে ৪ কলেজ ছাত্রী আহত

বিয়ানীবাজারে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে ৪ কলেজ ছাত্রী আহত


বিয়ানীবাজারে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে  ৪ জন কলেজ ছাত্রী আহত হয়েছেন। আজ (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের জলঢুপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


এতে অটোরিক্সা যাত্রি ৪ জন কলেজ ছাত্রী আহত হয়েছেন।

এ ঘটনার পর পরই ট্রাক ও অটোরিক্সার চালকরা পারিয়ে যায়। স্থানীয়রা আহত চার ছাত্রীকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং আহত অপরজনকে সিলেট প্রেরণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বশীলরা পরামর্শ দিয়েছেন। সিলেট ‘রেফার্ড’ করা ছাত্রীর পায় ভেঙ্গে গেছে। তার নাম রাশেদা বেগম (১৯)। বাড়ি মোল্লাপুর ইউনিয়নের পাতন এলাকায়।

 
দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অটোরিক্সার সামনের অংশ ধুমড়ে মুচড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান বিপরীত দিক থেকে আসা ঘতক ট্রাকটি অটোরিক্সাকে চাপা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অক্সফোর্ড থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন গোলাপগঞ্জের তাহমিদুর রহমান

অক্সফোর্ড থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন গোলাপগঞ্জের তাহমিদুর রহমান



যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন গোলাপগঞ্জের কুশিয়ারা পাড়ের কৃতি সন্তান তাহমিদুর রহমান।



অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশুনা শেষে কৃতিত্বের সহিত এ ডিগ্রী অর্জন করেন তিনি।

তাহমিদুর রহমানে পৈতৃক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাণীগ্রামে। তার পিতা ছিদ্দিকুর রহমান, মাতা আমিনা বেগম। পরিবারের ৫ ভাই ১ বোনের মধ্যে তাহমিদুর রহমান তৃতীয়।

তাহমিদুর রহমানের পিতা ছিদ্দিকুর রহমান যুক্তরাজ্যের বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে রয়েছেন সম্পৃক্ত। এছাড়াও দেশে স্কুল, কলেজ-সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে অবদান রেখে আসছেন।


ছিদ্দিকুর রহমান তার পুত্র তাহমিদুর রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের দোয়া কামনা করেছেন।


পানির মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু

পানির মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু



পানির মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে একই সঙ্গে স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু হয়েছে। 

আজ (২২ সেপ্তেম্বর) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- কাজম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা (৫৫)। কাজম আলী একই এলাকার মৃত. কালাই মিয়ার ছেলে।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, ভোরে নতুন ঘরের দেয়ালে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই একসঙ্গেই ওই দম্পতি মারা যান। 


পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ অফ করে তাদের উদ্ধার করে। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

Tuesday, 21 September 2021

যুক্তরাজ্যে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ‘আলোর আকাশ’ অনুষ্ঠিত

যুক্তরাজ্যে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ‘আলোর আকাশ’ অনুষ্ঠিত



সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর উদ্যোগে সাহিত্য ও সংগীতানুষ্ঠান ‘আলোর আকাশ’ অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমক অনুষ্ঠানটি রোববার (১৯ সেপ্টেম্বর) পূর্বলন্ডনের কমার্শিয়াল রোডস্থ একটি হলরুমে অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট  আবদুল গাফফার চৌধুরী। তিনি সংগঠনের উদ্যোগে বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসবকে অব্যাহত রাখতে এবং সংগঠনের কার্যক্রমে সন্তুষ প্রকাশ করে নতুন কমিটিকে অভিনন্দন জানান। 

উল্লেখ্য ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি বাংলা একাডেমি  ও সংস্কৃত মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় বিলেতে বইমেলা করে আসছে। 

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলর আয়েশা চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক, সুদীপ চক্রবর্তী, টাওয়ার হেমলেট কাউন্সিলের কাউন্সিলর শাহ সোহেল আমিন, সাবেক সভাপতি লেখক ফারুক আহমদ।


সংগঠনের সভাপতি  ময়নূর রহমান বাবুলের সভাপতিত্বে ও  সাধারণ  সম্পাদক এ কে এম আব্দুল্লাহ'র পরিচালনায় সভার শুরুতে বঙ্গবন্ধু-সহ সকল শহীদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামছুজ্জামান খান, হাবিবুল্লাহ সিরাজি-সহ বিলেতের সদ্যপ্রয়াত লেখক সাংবাদিক ইসহাক কাজল, কবি গীতিকার কুতুব আফতাব, লেখক রাজনিতিবীদ ডা: ফয়জুল ইসলাম, সাংবাদিক অশোক গুপ্ত ,কবি নজরুল ইসলাম সহ প্রয়াতদের সম্মানে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর সভাপতির স্বাগত বক্তব্য ও আগামী দুই বছরের নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে সভা শুরু হয়।
 
সভায়  স্পিকার আহবাব হোসেন তাঁর বক্তব্যে বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের পাশে আছি, পাশে থাকব। আপনাদের সহযোগিতার জন্য ব্যাক্তিগত এবং কাউন্সিলের পক্ষে থেকে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। বিলেতে আপনারা আমাদের সাহিত্য সাংস্কৃতিকে চর্চার মাধ্যমে বিকশিত করছেন। আপনাদের ধন্যবাদ জানাই।


কাউন্সিলর আয়েশা চৌধুরী ও কাউন্সিলর শাহ সোহেল আমিন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক  পরিষদের কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করে বলেন, প্রবাসে বাংলাদেশ বইমেলা-সহ বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসার ও লালন করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।

ফারুক আহমদ তাঁর বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে নাট্যকলায় কমনওয়েলথ স্কলারশীপে  পিএইচডি  ডিগ্রী অর্জনে ড. সুদীপ চক্রবর্তীকে সংগঠনের পক্ষ থেকে- ময়নুর রহমান বাবুল ও আনোয়ার শাহজাহান উত্তরীয় পরিয়ে দেন। সম্মাননা ক্রেস্ট তোলে দেন স্পিকার ও অতিথিবৃন্দ।

সুদীপ চক্রবর্তী  তাঁর স্বাগত বক্তব্যে বলেন, আমি সত্যিই অভিভূত। আমাকে যেভাবে আপনারা সম্মানিত করলেন, যুক্তরাজ্যের বাঙালিদের  কাছে আমার ঋণের বোঝা ভারী হয়ে রইল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অর্থনৈতিক  স্বনির্ভরতায় আপনারা যেভাবে ভূমিকা রেখেছেন, শিল্পে সাহিত্যেও একইভাবে ভূমিকা রাখছেন। মাসব্যাপী বাংলা নাট্যউৎসবের সাথে আমি বিগত অনেক বছর ধরেই জড়িত আছি।  বাংলাদেশ থেকে শিল্পী সাহিত্যিকরা যুক্তরাজ্যে আসেন, কিন্তু যুক্তরাজ্যের কাউকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয় না। এখন সময় এসেছে সেই সেতু বন্ধনের।  যুক্তরাজ্যের চতুর্থ  প্রজন্মদেরকে বিশেষ করে, আপনাদের এই চর্চার আওতায় নিয়ে আসা জরুরী৷ অন্যথায়  আপনাদের এই শ্রম, প্রচেষ্ঠা ব্যার্থ হয়ে যাবে।


সুদীপ চক্রবর্তী আরোও বলেন, আমার সাধ্যের যে কোন প্রয়োজনে আপনাদের পাশে থাকব।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইকবাল হোসেন বুলবুল ও আবুল কালাম আজাদ ছোটন।

সম্মাননা পর্বে মুল প্রবন্ধ পাঠ করেন মোস্তফা জামান চৌধুরী। 

সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান- মুহাম্মদ মুহিদ,জুয়েল রাজ, শামীম আহমদ, সৈয়দ হিলাল সাইফ ও মোহাম্মদ ইকবাল। 

মোস্তফা জামান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে  আবৃত্তি করেন, সালাহ উদ্দীন শাহীন, বর্ণালী চক্রবর্তী ও শতরুপা  চৌধুরী৷ 

যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বাংলা ভাষা-ভাষী কবি সাহিত্যিকগণের উপস্হিতিতে অনুষ্ঠানটি একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। তাঁদের আবেগ আর রস মিশ্রিত স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, আকর্ষণীয় করে তোলে অনুষ্ঠানটিকে।

স্বরচিত কবিতা ও ছড়া পাঠে অন্যান্যদের মধ্যে অংশ নেন- কবি আতাউর রহমান মিলাদ, মজিবুল হক মণি, শাহাদাত করিম, ইকবাল হোসেন বুলবুল, মাজেদ বিশ্বাস,মোসাইদ খান, সৈয়দ হলাল সাইফ, মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ,সাইফ উদ্দিন আহমদ বাবর,জুয়েল রাজ,ফাহমিদা ইয়াসমিন,আজিজুল আম্বিয়া,উদয় শংকর দূর্জয়, শাহারা খান, মরিয়ম চৌধুরী,নূরজাহান রহমান, রহমত আলী,শেখ সমছুল ইসলাম, হাজেরা কোরেশী, মুহাম্মদ মুহিদ,আব্দুছ ছালাম চৌধুরী।


শেষ পর্বে সহ-সভাপতি নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান। সংগীত পরিবেশন করেন- মোস্তফা  মিলন ও ইভা রহমান।
সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুর রউফ-এর ২য় মৃত্যুবাষির্কী বৃহস্পতিবার

সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুর রউফ-এর ২য় মৃত্যুবাষির্কী বৃহস্পতিবার



দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আলীনগর সাবসেন জামে মসজিদের মোতাওয়াল্লী, ইক্বরা শাহী ইদগাহের সভাপতি ও ইক্বরা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারার ভাইস প্রেসিডেন্ট, জিন্দাবাজারস্থ এশিয়া ইন্টারন্যাশনাল মার্কেটের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুর রউফ-এর ২য় মৃত্যুবাষির্কী আগামী ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার।


এ উপলক্ষ্যে মরহুমের পরিবারবর্গের পক্ষ থেকে ২২ সেপ্টেম্বর বুধবার  রাতে তার আলীনগরস্থ নিজবাড়ীতে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে  দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের উদ্যোগে ২২ সেপ্টেম্বর বাদ জোহর খাজাকালু জামেয়া ইসলামিয়া মাদ্রাসা  প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি।


উল্লেখ্য, আব্দুর রউফ গত ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর সোমবার ইন্তেকাল করেন।
লটারিতে ১২ কোটি টাকা জিতলেন অটোচালক

লটারিতে ১২ কোটি টাকা জিতলেন অটোচালক



লটারি জিতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন ভারতের কেরালার এক অটোচালক। এক লটারিতেই তিনি ১২ কোটি টাকা পেয়েছেন। ১০ দিন আগে ওই টিকিট কেনেন দরিদ্র অটোচালক।

ওই অটোচালকের নাম জয়পালান পি আর। তিনি কেরালার মারাডুর বাসিন্দা। রাতারাতি বড়লোক হওয়া জয়পালানের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী করে নম্বর বেছে নিয়েছিলেন বা নম্বর বেছে নেওয়ার ক্ষেত্রে কারও পরামর্শ নিয়েছিলেন কিনা।

জবাবে সংবাদ সংস্থা পিটিআইকে কোটিপতি অটোচালক বলেন, ‘লটারির নম্বর ছিল টিই৬৪৫৪৬৫। সংখ্যাটি দেখে আমার ভালো লেগেছিল বলেই ওই টিকিটটি কেটেছিলাম। এ ব্যাপারে কারও পরামর্শ নেইনি।

ত্রিপুনীথুরা থেকে গত ১০ সেপ্টেম্বর ওনাম বাম্পার লটারির টিকিটটি কেটেছিলেন জয়পালান। রোববার তিরুঅনন্তপুরমের গোর্কি ভবনে লটারি খেলা হয়। কেরালার অর্থমন্ত্রী কে এন বালগোপাল অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
 
কেরালা জুড়ে বিক্রি হওয়া ৫৪ লাখ টিকিটের মধ্যে বেছে নেওয়া হয় প্রথম পুরস্কার বিজেতাকে। জয়ী জয়পালন অবশ্য ১২ কোটি টাকা জিতলেও হাতে পাবেন ৭ কোটি টাকা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
টানা তৃতীয়বার জয়লাভ করে যা বললেন জাস্টিন ট্রুডো

টানা তৃতীয়বার জয়লাভ করে যা বললেন জাস্টিন ট্রুডো


কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। এর ফলে টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো। অবশ্য লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। 

ফল ঘোষণার পর কানাডার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন জাস্টিন ট্রুডো।


টুইটারে ট্রুডো  লিখেছেন, ধন্যবাদ, কানাডা। আপনাদের ভোট ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য লিবারেল টিমের প্রতি আস্থা রাখায়। আমরা করোনার বিরুদ্ধে লড়াইয়ের ইতি টানব। আমরা কানাডাকে এগিয়ে নিয়ে যাব। সবার জন্য।

বিজয়ী ভাষণে ট্রুডো বলেন, আপনারা আমাকে আরেকবার দায়িত্বে পাঠাচ্ছেন। এর মধ্য দিয়ে মহামারির সময় পার করে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার স্পষ্ট সমর্থন জানালেন। যা করার জন্য আমরা প্রস্তুত।

মঞ্চে ট্রুডোর সঙ্গে তার স্ত্রী সোফি গ্রেগরি ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

কানাডার পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে মোট আসন সংখ্যা ৩৩৮টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে নির্বাচনে কোনো দল বা জোটকে ১৭০টি আসনে জয়লাভ করতে হয়। তবে ট্রুডোর দল এবারও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার চালাতে আগের মতোই অন্যদের সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হবে।


তবে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, ১৫৬টি আসনে জয় পেতে যাচ্ছে লিবারেল পার্টি। প্রধান বিরোধী দল হিসেবে কনজারভেটিভ পার্টিই থাকছে। তারা ১২২টি আসনে জয় পেতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স ও এনবিসি