Saturday, 25 September 2021

আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, সতর্কতা জারি

আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, সতর্কতা জারি





বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে বলে সতর্ক করেছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দফতর।

এর প্রভাবে ভারতের উড়িষ্যা, তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলেদের আগামী সোমবার পর্যন্ত সাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে। এবারের ঝড়টির নামকরণ করা হয়েছে ‘গুলাব’ নামে।  

আবহাওয়া দফতর জানিয়েছে, এই অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রোববার উড়িষ্যা দক্ষিণে এবং অন্ধ্র প্রদেশের উত্তরে কলিঙ্গপত্তনমের কাছ দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রম করবে। তখন বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৫১ থেকে ৬১ কিলোমিটার।

বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে। যেমন ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার আটটি দেশ। 

দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান, যাদের প্যানেলকে বলা হয় WMO/ESCAP।

এর সময় ঝড়গুলোকে নানা নম্বর দিয়ে শনাক্ত করা হত। কিন্তু সেসব নাম্বার সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হতো। ফলে সেগুলোর পূর্বাভাস দেয়া, মানুষ বা নৌযানগুলোকে সতর্ক করাও কঠিন মনে হতো।

এ কারণে ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোয় ঝড়ের নামকরণ শুরু হয়।

এবারের ‘গুলাব’ নামটি পাকিস্তানের প্রস্তাব করা। নিম্নচাপের প্রভাবে এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
গোলাপগঞ্জে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গোলাপগঞ্জে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


গোলাপগঞ্জে ঘরের ফ্যানে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় শাখাওয়াত হোসেন হাদি (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার উপজেলার ভাদেশ্বর ইউপির পূর্বভাগ কলাশহর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ঐ গ্রামের মো. হানিফ আলীর পুত্র।

জানা যায়, শাখাওয়াত হোসেন হাদি ঢাকায় বসবাস করতো । ১ দিন আগে সে ঢাকা থেকে ফিরে । রাতে হঠাৎ তার বসতঘরে ওড়না দিয়ে ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের লোকজন। 

পরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপ-পরিদর্শক ফয়জুল করিম বলেন, যুবকের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Friday, 24 September 2021

যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষিকা হত্যা: সিসিটিভি ফুটেজ প্রকাশ (ভিডিও)

যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষিকা হত্যা: সিসিটিভি ফুটেজ প্রকাশ (ভিডিও)




বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের শিক্ষিকা সাবিনা নেসার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তির সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। 

ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তি শুক্রবার ঘটনার সময় কিডব্রুকের পেগলার স্কয়ার দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই সময়েই ২৮ বছর বয়স্ক সাবিনা খুন হয়েছিলেন বলে ধারণা করছেন তদন্তকারীরা। ঘটনার দিন তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে ৫ মিনিট দূরত্বের একটি পাবে যাচ্ছিলেন। রাস্তায়ই তাকে আক্রমণ করা হয় বলে মনে করা হচ্ছে। পরের দিন তার লাশ পাওয়া যায় ক্যাটর পার্কে। সন্দেহভাজন ব্যক্তিকে কেউ চিনে থাকলে তাকে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া পুলিশ আরো একটি সিলভার রঙের গাড়ির ছবি প্রকাশ করেছে।

পাশাপাশি সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় ৩৮ বছরের এক ব্যক্তিকেও। তাকে বৃহস্পতিবার লুইশামের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর আগে পুলিশ আরো একজনকে গ্রেপ্তার করেছিল। পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়।
বালাগঞ্জে ডাঃ বদরুল জয়নাল ওয়েল ফেয়ার ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত

বালাগঞ্জে ডাঃ বদরুল জয়নাল ওয়েল ফেয়ার ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত



বালাগঞ্জ (সিলেট)প্রতিনিধিঃ সিলেটের  বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন  ভট্রপাতন গ্রামে দানশীলদের নিয়ে গঠিত "ডাঃ মোঃ বদরুল জয়নাল  ওয়েল ফেয়ার ট্রাষ্ট'র উদ্যোগে ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


সভায় মিনহাজুল হক মিনহাজের সঞ্চালনায় ও ডাক্তার হারুন উর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হুসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ বদরুল ইসলাম।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ, বালাগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক মিয়া, ৯নং ওয়ার্ডের
সাবেক মেম্বার জিয়া উদ্দিন, হাফেজ আবুল কালাম, ছাত্রনেতা জাকির হুসেন শাহি,রফিকুল ইসলাম শিবলু,আবুল হাসান,সুফিয়ান,আমিনুল ইসলাম,প্রমুখ।


সভায় বক্তারা বলেন, ভট্রপাতন গ্রামে  ডাঃ মোঃ বদরুল জয়নাল ওয়েল ফেয়ার ট্রাষ্ট দীর্ঘ দিন থেকে এলাকার গরিব অসহায় মানুষের জন্য সাহায্য সহযোগিতার পাশাপাশি সামাজিক কাজ করে আসছে। এছাড়াও ভবিষ্যতে এই ট্রাস্টের মূল লক্ষ এলাকার মানুষের সহযোগিতা নিয়ে মাদক নিয়ন্ত্রণ করা,গরীব অসহায় লোকদের সাহায্য করা,বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সহায়তা করা। 

ট্রাস্টের প্রতিষ্ঠা ডাঃ বদরুল ইসলাম বলেন সমাজের বিত্তবানদের সাথে নিয়ে এ ট্রাস্ট গ্রামের একটি মডেল দাখিল মাদরাসা, হাফিজি মাদরাসা,  মা ও স্বাস্থ্য কেন্দ্র নির্মান করবে।
গোলাপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত আ'লীগ নেতার অবস্থা আশংকাজনক, ঢাকায় প্রেরণ

গোলাপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত আ'লীগ নেতার অবস্থা আশংকাজনক, ঢাকায় প্রেরণ



গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত পৌর আ'লীগ নেতা ও ব্যবসায়ী ইমরুল হানিফের অবস্থার কোন উন্নতি হয়নি। দুইদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর বুধবার তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


এর আগে মঙ্গলবার পৌর এলাকার দাড়িপাতন গ্রামের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এ হামলা চালায় সন্ত্রাসীরা। এলোপাতাড়ি হামলার পর রক্তাক্ত জখম করে তাকে মৃত ভেবে ফেলে দেয়া হয় পুকুরে। 

এ ঘটনার পর তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত ইমরুল হানিফ দাড়িপাতন গ্রামের মৃত মশাহিদ আলীর পুত্র। 

আহতের ছোট ভাই ব্যবসায়ী তোফায়েল হানিফ জানান, ভাইয়ের অবস্থার কোন উন্নতি না হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। 


এদিকে ঘটনার পর বুধবার রাতে কেকজনের নাম উল্লেখ করে  থানায় লিখিত এজাহার দেয়া হয়েছে।  জানতে চাইলে থানার এসআই ফয়জুল করিম বৃহস্পতিবার জানান, থানায় এজাহার দেয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ড. আব্দুস সোবহান গোলাপ এমপির সাথে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের মতবিনিময়

ড. আব্দুস সোবহান গোলাপ এমপির সাথে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের মতবিনিময়



বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং  মাদরীপুর ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবহান গোলাপ-এর সাথে  মতবিনিময় করেছেন  যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

২২ সেপ্টেম্বর বুধবার নিউইয়র্কের ব্রুকলিনে মতবিনিময়কালে এমপি ড. আব্দুস সোবহান গোলাপকে ফুলেল শুভেচছা জানান যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগ নেতৃবৃন্দ। 

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগ সভাপতি কাজী আজিজুল হক খোকন, সহ-সভাপতি এম এ আলম বিপ্লব, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমদ যুগ্ন-সাধারণ সম্পাদক লস্কর মইজুর জুয়েল। 

এসময় নেতৃবৃন্দ ব্রুকলিন আওয়ামী লীগ ও চার্চ ম্যাকডোনাল  আওয়ালীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দক্ষিণ সুরমায় শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুর রউফ-এর ২য় মৃত্যুবাষির্কী পালন

দক্ষিণ সুরমায় শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুর রউফ-এর ২য় মৃত্যুবাষির্কী পালন


দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আলীনগর সাবসেন জামে মসজিদের প্রাক্তন মোতাওয়াল্লী, ইক্বরা শাহী ইদগাহের সভাপতি ও ইক্বরা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারার ভাইস প্রেসিডেন্ট, জিন্দাবাজারস্থ এশিয়া ইন্টারন্যাশনাল মার্কেটের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুর রউফ এর ২য় মৃত্যুবাষির্কী পালন করা হয়েছে। 


এ উপলক্ষ্যে দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের উদ্যোগে ২২ সেপ্টেম্বর বাদ জোহর জামেয়া ইসলামিয়া খাজাকালু মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ল্যান্ডমার্ক সিলেট প্রাঃ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ, ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, জামেয়া ইসলামিয়া খাজাকালু মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ মর্তুজা আহমদ, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শফিক আহমদ শফি, মরহুম আব্দুর রউফ এর পুত্র ইমরান আহমদ,  সমাজসেবী ইসলামুল হক, আব্দুল কাইয়ুম, রুবেল আহমদ,মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা রুহুল আমিন, হাফিজ সাহেদ আহমদ প্রমুখ।


এদিকে মরহুমের পরিবারবর্গের পক্ষ থেকে ২২ সেপ্টেম্বর বুধবার রাতে মরহুমের আলীনগরস্থ নিজবাড়ীতে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২৩ সেপ্টেম্ব বৃহস্পতিবার দুপুরে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠান সমূহের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
 উল্লেখ্য, আব্দুর রউফ গত২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর সোমবার ইন্তেকাল করেন।