Sunday, 10 October 2021

গোলাপগঞ্জে নামাজরত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

গোলাপগঞ্জে নামাজরত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

গোলাপগঞ্জে মাগরিবের নামাজরত অবস্থায় ফাতির আলী (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (০৯ অক্টোবর) গোলাপগঞ্জ বাজার মসজিদে তার মৃত্যু হয়। 

গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সদস্য আফতাব আলী বিষয়টি নিশ্চিত করেন। 

আজ রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা লামাপাড়া জামে মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তার বাড়ি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামে।

জানা যায়, ফাতির আলী গোলাপগঞ্জ বাজারে দীর্ঘদিন থেকে কাঁচামালের ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মত শনিবারও আজান হওয়ার সাথে সাথে তিনি নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন। পরে নামাজরত অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

Saturday, 9 October 2021

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলনেতা ফাহিম আহমদকে বিদায় সংবর্ধনা

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলনেতা ফাহিম আহমদকে বিদায় সংবর্ধনা


গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলনেতা ফাহিম আহমদকে যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বাদ সন্ধ্যায় উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বালুচর বাজারে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।


অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাজন আহমদের সভাপতিত্বে এবং রাফি আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিটন আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাদির আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মাহবুব আহমদ, সুমন আহমদ, কলেজ ছাত্রদল নেতা মোস্তাক আহমদ চৌধুরী, রুহেল আহমদ প্রমুখ।

বিজ্ঞপ্তি
গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে'র নির্বাচন ৩১ অক্টোবর

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে'র নির্বাচন ৩১ অক্টোবর



যুক্তরাজ্যে গোলাপগঞ্জ প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বিবার্ষিকী নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে উপজেলার ইউকে প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করা প্রার্থীদের মাঝেও শুরু হয়েছে দৌড়ঝাঁপ।



এবারের নির্বাচনে 'বই' প্রতীক নিয়ে এনাম-গৌছ-বদরুল প্যানেল এবং 'দোয়াত-কলম' প্রতীক নিয়ে ইসবাহ-বাছির-জয়নাল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দুই প্যানেলের প্রার্থীগণও ইতোমধ্যে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। নিজ প্যানেলকে বিজয়ী করতে ট্রাস্টিগণের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন তারা।

বৃটেনের মাটিতে গোলাপগঞ্জের সবচেয়ে বড় নির্বাচনী অনুষ্ঠান হয়ে থাকে এডুকেশন ট্রাস্টের নির্বাচন। এ নির্বাচনে উৎসবের আমেজে মাতেন গোলাপগঞ্জের ইউকে প্রবাসীবৃন্দ।


উল্লেখ্য, ১৯৯৮ সালে বৃটেনের বুকে প্রতিষ্ঠিত হয় গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি উপজেলায় শিক্ষার প্রসারে ব্যাপক কাজ করে আসছে।
টানা দুই বার চেয়ারম্যান নির্বাচিত প্রার্থীরা নৌকা পাবেন না!

টানা দুই বার চেয়ারম্যান নির্বাচিত প্রার্থীরা নৌকা পাবেন না!



আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একই ব্যক্তিকে বারবার দলীয় মনোনয়ন দেওয়ার পক্ষে নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এমনকি যারা টানা দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদেরকেও মনোনয়ন দেবে না দলটি। তাদের পরিবর্তে নতুন নেতাদের সুযোগ দিতে চায় আওয়ামী লীগ। তবে ক্ষেত্র বিশেষে ভিন্নতা রয়েছে।

 

বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকাগুলোতে একের অধিকবার নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে বড় কোনো ধরনের অভিযোগ না থাকলে তাকে আবারও মনোনয়ন দেওয়া হবে।

সম্প্রতি দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এমন নীতির ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় রাজশাহী বিভাগের ১১২টি এবং রংপুর বিভাগের ৮৪টি ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এক্ষেত্রে যাদের বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ রয়েছে তাদের মনোনয়নের বিবেচনায় নেওয়া হয়নি। এমনকি বর্তমানে যারা চেয়ারম্যান পদে আছেন তাদের মধ্যে অনেককেই মনোনয়ন দেওয়া হয়নি।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে নাম না প্রকাশ করার শর্তে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর একজন সদস্য গণমাধ্যমকে বলেন, দলে আরও অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাদের সুযোগ দিতে চান। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এই সদস্য গণমাধ্যমকে বলেন, অনেক ইউনিয়নে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জের মতো বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকাগুলোতে যারা একাধিক বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের আবারও মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে বর্তমানে চেয়ারম্যান পদে থাকা অনেককেই মনোনয়ন দেওয়া হয়নি বলে জানিয়েছেন সভায় উপস্থিত থাকা কেন্দ্রীয় এক নেতা।

রোটারিয়ান রাশেদুল ইসলামের পিতৃবিয়োগ

রোটারিয়ান রাশেদুল ইসলামের পিতৃবিয়োগ



রোটারী ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজ এর প্রেসিডেন্ট  ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর জি এম মো রাশেদুল ইসলামের পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও মুক্তিযুদ্ধা হাজী এস এম জহিরুল ইসলাম আর নেই। তিনি ৯ অক্টোবর শনিবার সকাল ৭টায় তার কুমিল্লার দূর্গাপূরস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। 


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।

রোটারী ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজ এর প্রেসিডেন্ট রাশেদুল ইসলামের পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও মুক্তিযুদ্ধা হাজী এস এম জহিরুল ইসলামের মৃত্যুতে রোটারী ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজ এর চার্টার প্রেসিডেন্ট  রোটাঃ এম এ ওয়াদুদ আল মামুন, সেক্রেটারী রোটাঃ ফখরুল ইসলাম, রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটাঃ নুরুর রহমান, সেক্রেটারী রোটাঃএস এ শফি  এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Friday, 8 October 2021

এক নজরে শান্তিতে নোবেলজয়ী দুই সাংবাদিক

এক নজরে শান্তিতে নোবেলজয়ী দুই সাংবাদিক



মানবাধিকার প্রশ্নে আপসহীন সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় দীর্ঘদিন কাজের স্বীকৃতিস্বরূপ ফিলিপাইন ও রাশিয়ার এ দুই সাংবাদিক পেয়েছেন এ বছরের নোবেল শান্তি পুরস্কার। দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিয়েছেন তারা। এখনও কাজ করে যাচ্ছেন মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠায়। শান্তিতে তাদের নোবেল পুরস্কার অর্জন প্রেরণা যোগাবে বিশ্বজুড়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মরত সাংবাদিকদেরও।

এখন বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে রেসা ও মুরাতভই। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে নরওয়ের রাজধানী অসলোতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নোবেল কমিটি বিজয়ী দুজনের নাম ঘোষণার পর তাদের পরিচয় কী, তারা কী ভূমিকা রেখেছেন মতপ্রকাশের স্বাধীনতায়, এমন নানান প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই।


রেসা ও মুরাতভকে বিজয়ী ঘোষণা করে নোবেল কমিটির তরফ থেকে বলা হয়, ‘গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষায় ভূমিকা রাখায় মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভকে এ বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।’

নোবেল কমিটি এ যুগলকে ‘এমন ভূমিকা রাখা সব সাংবাদিকের প্রতিনিধি’ হিসেবে অভিহিত করে।

রেসার ব্যাপারে কমিটির তরফ থেকে বলা হয়, ফিলিপাইনের অনলাইন নিউজ পোর্টাল ‘র‌্যাপলার’র সহ-প্রতিষ্ঠাতা রেসা তার মাতৃভূমি ফিলিপাইনে ‘ক্ষমতার অপব্যবহার, সংঘাতের ব্যবহার এবং ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের উন্মোচনে’ মতপ্রকাশের স্বাধীনতাকে ব্যবহার করে প্রশংসনীয় স্থান লাভ করেছেন।

অন্যদিকে মুরাতভের বিষয়ে বলা হয়, ‘নভায়া গাজেতা’ পত্রিকার সহ-প্রতিষ্ঠাতা ও টানা দুই যুগের প্রধান সম্পাদক মুরাতভ ‘ক্রমবর্ধমান প্রতিকূল পরিস্থিতিতেও’ কয়েক দশক ধরে রাশিয়ায় বাকস্বাধীনতা রক্ষায় লড়াই চালিয়ে আসছেন।

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার খবর জানার পর মারিয়া রেসা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমি বাকরুদ্ধ।’ আর দিমিত্রি মুরাতভ বলেন, ‘আমি (আনন্দে) হাসছিই শুধু। আমি আসলে এতটা আশা করিনি।’


সাহসী মারিয়া রেসা

র‌্যাপলার ও নোবেল কমিটির তথ্য মতে, সাংবাদিকতায় ৩৫ বছর পার করেছেন এশিয়ার গর্ব মারিয়া রেসা। মাতৃভূমি ফিলিপাইনের মানুষের মতপ্রকাশের ব্যাপারে সব সময় সোচ্চার তিনি। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে র‌্যাপলার। তবে কাজ করতে গিয়ে সব সময় তিনি ফিলিপাইন সরকারের রোষানলে পড়েন। প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতের সরকার তাকে আটকও করে। যদিও পরে ছাড়া পান রেসা।

তিনি সাহসী পদক্ষেপ এবং ভূমিকার জন্য ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হন। ২০১৯ সালে টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে ‘শতাব্দীর সেরা প্রভাবক মানুষ’ হিসেবে স্বীকৃতি পান। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির শত উৎসাহদাতার তালিকায়ও উঠে আসে তার নাম। ২০২০ সালে তিনি ‘জার্নালিস্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হন। মতপ্রকাশের স্বাধীনতার জন্য কাজ করায় তিনি জিতে নেন গোল্ডেন পেন ফ্রিডম অ্যাওয়ার্ড। এছাড়াও সাংবাদিকতার বহু পুরস্কারে ভূষিত হয়েছেন রেসা।

র‌্যাপলার প্রতিষ্ঠা করার আগে দক্ষিণ-পূর্ব এশিয়ায় রেসা পর্যটনকেন্দ্রিক অনুসন্ধানী কাজের ওপর জোর দেন। ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি জাকার্তা ব্যুরো খোলার আগে প্রায় এক দশক সিএনএন এর ম্যানিলা ব্যুরোয় কাজ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়াকে নিয়ে তিনি লিখেন ‘সিডস অব টেরর’ নামে বই, যেখানে আল কায়েদা ও ওসামা বিন লাদেন সম্পর্কিত তথ্যও উঠে আসে।


লড়াকু দিমিত্রি মুরাতভ

‘নভায়া গাজেতা’ ও নোবেল কমিটির তথ্যানুসারে, রাশিয়ার পত্রিকা ‘নভায়া গেজেতা’র প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিত মুখ। ৫৯ বছর বয়সী মুরাতভ কখনো সত্যের পথ থেকে পিছপা হটেননি।

রাশিয়ায় সমালোচকদের অনেককেই ‘ফরেন এজেন্ট’ বলে অভিযুক্ত করা হয়। স্বাধীনভাবে সাংবাদিকতা করা দেশটিতে খুবই কঠিন ব্যাপার। এই প্রতিকূলতার মধ্যেই মুরাতভ কয়েক দশক ধরে রাশিয়ায় স্বাধীন সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন।

মুরাতভ ১৯৯৩ সাল থেকে কর্মরত ‘নভায়া গেজেতা’র পুরো টিমকে এই পুরস্কার উৎসর্গ করেছেন। বিশেষ করে পত্রিকাটি প্রতিষ্ঠার পর থেকে যে ছয়জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণ করেছেন তিনি।

সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তিনিই প্রথম রাশিয়ান, যিনি শান্তিতে নোবেল পেলেন। এর আগে ১৯৯০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ এ পুরস্কার পান। তার আগে ১৯৭৫ সালে সোভিয়েত ইউনিয়নের নাগরিক হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান পদার্থবিদ, মানবাধিকারকর্মী আন্দ্রেই শাখারভ।


সূত্র: র‌্যাপলার.কম, দ্যা মস্কো টাইমস
বাংলাদেশের টিকা সনদের অনুমোদন দিলো যুক্তরাজ্য

বাংলাদেশের টিকা সনদের অনুমোদন দিলো যুক্তরাজ্য



যুক্তরাজ্য সরকার অনুমোদিত করোনাভাইরাসের (কোভিড ১৯) অনুমোদিত টিকার সনদপত্র দেওয়া দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যের পরিবহন বিভাগের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

শুক্রবার (৮ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক বার্তায় বলেন, বাংলাদেশের টিকা সনদ এখন ব্রিটিশ কর্তৃপক্ষের স্বীকৃতি পেয়েছে। আমাদের (লন্ডন) মিশন যুক্তরাজ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রক্রিয়া অবহিত করেছে ও তারা আমাদের টিকা সনদপত্রকে স্বীকৃতি দিয়েছে। এই সনদপত্রের গ্রহণযোগ্যতা ১১ অক্টোবর ভোর ৪টা থেকে কার্যকর হবে বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাহরাইন ১০ অক্টোবর থেকে বাংলাদেশকে লাল তালিকা থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ১১ অক্টোবর ভোর ৪টা থেকে যুক্তরাজ্য অনুমোদিত দুই ডোজ টিকাগ্রহীতারা আর ১০ দিনের জন্য হোটেলে বা হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে না এবং কোভিড-১৯ প্রাক-প্রস্থান পরীক্ষার প্রয়োজন হবে না।

তবে ইংল্যান্ডে পৌঁছানোর পর দ্বিতীয় দিন বা তার আগে একটি কোভিড-১৯ পরীক্ষা নেওয়া উচিত হবে। সব ভ্রমণকারীর জন্য টিকা গ্রহণের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রদত্ত টিকা সনদের প্রয়োজন হবে বলে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন। দুই দেশের মধ্যে ব্যবসা, পর্যটন ও অপরিহার্য ভ্রমণের ক্ষেত্রে অবশিষ্ট বাধা দূর করতে হাইকমিশনের নিরন্তর কূটনৈতিক প্রচেষ্টারই ফল।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্য সরকারের ভ্রমণ সংক্রান্ত লাল তালিকা থেকে বাংলাদেশের নাম অপসারণ করা হয়। ২২ সেপ্টেম্বর ভোর ৪টা থেকে এ তালিকা কার্যকর হয়।

যেসব ভ্রমণকারী যুক্তরাজ্য অনুমোদিত টিকার দুই ডোজ গ্রহণ করেননি তাদের অবশ্যই বাড়িতে বা যেখানে তারা রয়েছেন সেখানে ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে ও পৌঁছানোর দ্বিতীয় বা অষ্টম দিন কোভিড পরীক্ষা করতে হবে।