Monday, 25 October 2021

সরকার ভেঙে দিয়ে সুদানে জরুরি অবস্থা জারি

সরকার ভেঙে দিয়ে সুদানে জরুরি অবস্থা জারি


অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সুদানের ক্ষমতা দখল করেছে সুদানের সেনাবাহিনী।  একই সঙ্গে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান।

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে সেনাবাহিনী গৃহবন্দি করার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একই সঙ্গে দেশটির আরও কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে জরুরি অবস্থা ঘোষণার পর বিক্ষোভকারীরা রাজধানী খার্তুমসহ বিভিন্ন  শহরের রাস্তায় নেমে আসেন। বিক্ষোভে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

বিবিসির স্থানীয় প্রতিনিধি জানান, বিক্ষোভকারীদের বেসামরিক সরকারের দাবিতে আন্দোলন করতে দেখা গেছে। এ সময় রাস্তায় বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে।

এদিকে, রাজধানীতে সেনাবাহিনী ছাড়াও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বন্ধ রয়েছে খার্তুম বিমানবন্দরের সব আন্তর্জাতিক ফ্লাইট। দেশটিতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। 

গ্রেফতার নেতাদের মধ্যে রয়েছেন— শিল্পমন্ত্রী ইব্রাহিম আল-শেখ, তথ্যমন্ত্রী হামজা বালৌল ও প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ফায়সাল মোহাম্মেদ সালেহ।

সুদানের ক্ষমতাসীন সার্বভৌম পরিষদের মুখপাত্র মুহাম্মদ আল-ফিকে সুলিমান ও দেশটির রাজধানী খার্তুমের গভর্নর আয়মান খালিদকেও গ্রেফতার করা হয়েছে।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নাম প্রকাশে অনিচ্ছুক সুদানের কর্মকর্তাদের বরাতে জানা যায়, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মাসে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটিতে সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর আগে ২০১৯ সালে তীব্র বিক্ষোভের মধ্যে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর আল-বশিরের পতন হয়।
বঙ্গমাতার নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণের সিদ্ধান্ত

বঙ্গমাতার নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণের সিদ্ধান্ত


বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার দুপুরে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নঈমুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির চৌহাট্টাস্থ অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ নামকরণের প্রস্তাব করেন উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। এই প্রস্তাবের সাথে সভায় উপস্থিত সকল সিন্ডিকেট সদস্য সম্মতি প্রকাশ করলে নতুন নামকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়। প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনাটি সিন্ডিকেট সভায় প্রশংসিত হয়।

সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, আর. টি. এম. ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল-কবির, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাখাওয়াত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের সকল সিন্ডিকেট সদস্যবৃন্দ।
 
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সিলেটবাসীর দাবি ছিল একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের। এ জনদাবিকে গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ১ অক্টোবর অনুমোদন হয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন। একই বছরের ২০ নভেম্বর উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, ৭টি মেডিকেল কলেজ, ১টি ডেন্টাল কলেজ ও ৯টি নার্সিং কলেজকে অধিভ‚ক্ত করে দুটি ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করে একাডেমিক কার্যক্রম চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার অংশ হিসেবে গত ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে এমবিবিএস কোর্সের প্রথম পেশাগত পরীক্ষা। এর আগে বিএসসি ইন নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হয়েছে।
 
এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে নগরীর উপকণ্ঠে দক্ষিণ সুরমায় ৮০ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ডিপিপি ও মাস্টার প্ল্যান তৈরি পূর্বক অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Sunday, 24 October 2021

গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তি প্রস্থর স্থাপনঃ সাংসদ নাহিদের প্রতি আতিকুর রহমানের শুভেচ্ছা

গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তি প্রস্থর স্থাপনঃ সাংসদ নাহিদের প্রতি আতিকুর রহমানের শুভেচ্ছা


গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বি.কে স্কুল - আল এমদাদ ডিগ্রী কলেজ চন্দরপুর, সড়কের উন্নয়নকাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ। রোববার (২৪ অক্টোবর) সকালে উন্নয়ন কাজের এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

গুরুত্বপূর্ণ এ সড়কটির উন্নয়ন কাজে ভিত্তি প্রস্থর স্থাপন করায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি'র প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান একাডেমির প্রতিষ্ঠাতা,  যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান আতিক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়িত হলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এছাড়া বণগ্রাম-কালিডহর ও বানিগাজী গ্রামের জনসাধারণের বহুল কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। গুরুত্বপূর্ণ এ সড়কটির টেন্ডার ও ভিত্তি প্রস্থর স্থাপন করায় তিনি সাংসদ নুরুল ইসলাম নাহিদ এমপি'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় ৯২০ মিটার উন্নয়ন কাজের এ সড়কটিতে ব্যয় হবে প্রায় ৮০ লাখ টাকা। যা বি,কে সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে কটলীপাড়া-বসন্তপুর সড়কে সংযুক্ত হবে।
বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের উদ্বোধন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী

বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের উদ্বোধন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী


গোলাপগঞ্জের বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবনের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ। রোববার দুপুরে ১কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভবনের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী সরকার শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। মেধা ও মননশীলতার মাধ্যমে নতুন প্রজন্মকে জ্ঞাণে গুণে এগিয়ে নিতে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ মহামারী করোনাকালেও থেমে নেই সরকারের উন্নয়ন কর্মকান্ড।

তিনি আরোও বলেন, জনবান্ধব সরকার হিসেবেই আওয়ামী সরকার সাধারণ মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে। সারা বিশ্ব যখন করোনার তান্ডবে স্তম্বিত ঠিক সেই মুহুর্তে জনসাধারণের কথা চিন্তা করে আওয়ামীলীগ সরকার উন্নয়নমুখী নানা কর্মকান্ড বাস্তবায়ন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাগিরঘাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কাদির হাসনাত এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা আবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, সাবেক ছাত্রনেতা এনাম হোসেন বাবলু, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সদস্য রুহেল আহমদ রিপন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান, সাধারন সম্পাদক আফতার হোসেন, আওয়ামীলীগ নেতা মনজুর আহমদ, জেলা যুবলীগ নেতা শাহিন আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজু আহমদ, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল আহমদ জয়, সাধারন সম্পাদক জুনেদ আহমদ লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপু, সাধারন সম্পাদক তুলন আহমদ প্রমুখ।
আল-এমদাদ ডিগ্রী কলেজ রোডের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

আল-এমদাদ ডিগ্রী কলেজ রোডের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন



গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বি.কে স্কুল - আল এমদাদ ডিগ্রী কলেজ চন্দরপুর, সড়কের উন্নয়নকাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ। রোববার (২৪ অক্টোবর) সকালে উন্নয়ন কাজের এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় ৯২০ মিটার উন্নয়ন কাজের এ সড়কটিতে ব্যয় হবে প্রায় ৮০ লাখ টাকা। যা বি,কে সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে কটলীপাড়া-বসন্তপুর সড়কে সংযুক্ত হবে।

রাস্তাটির উন্নয়নকাজ হলে আল-এমদাদ ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। পাশাপাশি উপকৃত হবেন ৩/৪ গ্রামের মানুষ। বিশেষ করে বনগ্রাম, কালিডহর এবং বানিগাজী গ্রামের জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতে চলেছে।

সড়কটির উন্নয়নকাজের টেন্ডার সম্পন্ন এবং ভিত্তিপ্রস্থর স্থাপন করায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন এলাকাবাসী।

ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, আল-এমদাদ ডিগ্রী কলেজ গভর্ণিং বডির সভাপতি মনজুর আহমদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সদস্য আমান উদ্দিন ও নুরুল ইসলাম, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নিজাম উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সদস্য রুহেল আহমদ রিপন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান, সাধারন সম্পাদক আফতার হোসেন, জেলা যুবলীগ নেতা শাহিন আহমদ, বুধবারীবাজার ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল আহমদ জয়, সাধারন সম্পাদক জুনেদ আহমদ লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপু, সাধারন সম্পাদক তুলন আহমদ, ছাত্রনেতা আলী হোসেন রাদিস প্রমুখ।

সিলেটে জনতা ব্যাংকের বর্ণাঢ্য রোডশো

সিলেটে জনতা ব্যাংকের বর্ণাঢ্য রোডশো



জনতা ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক স্বয়ংক্রিয় চালান পদ্ধতিতে বিভিন্ন সরকারি ফি/রাজস্ব জমাকরণ বিষয়ক প্রচারনামূলক বর্ণাঢ্য রোডশো অনুষ্ঠিত হয়েছে। ২৩অক্টোবর শনিবার দুপুর ১২টায় জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয় আয়োজিত রোডশো’র উদ্ভোধন করেন ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ। 

উদ্ভোধনী অনুষ্টানে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, সরকারের উন্নয়নে বিশ্বস্থ অংশীদার জনতা ব্যাংকের স্বয়ংক্রিয় চালান প্রক্রিয়ায় জনসাধারণ পাসর্পোট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জ ও অন্যান্য ফি জমা দিতে পারবেন। এতে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে। তিনি নাগরিক সেবার মান বৃদ্ধিতে ব্যাংক কর্মকর্তাদের আরো আন্তরিক হওয়ার আহবান জানান।  
 
জনতা ব্যাংকের কেন্দ্রিয় নির্দেশ মোতাবেক আয়োজিত রোডশো আম্বরখানাস্থ বিভাগীয় কার্যালয়ের সামন থেকে শুরু হয়ে নগরীর আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্টপয়েন্ট, সিটি করপোরেশন,  ডিসি অফিস ও সুরমা পয়েন্ট, বাংলাদেশ ব্যাংক, তালতলা, জামতলা, মদনমোহন কলেজ, রিকাবীবাজার, পশ্চিম দরগাহ গেইট প্রদক্ষিন করে বিভাগীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এই রোডশোতে নেতৃত্ব ও অংশগ্রহন করেন, বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ, এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক সনদীপ কুমার রায়, বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যস্থাপক নারায়ন চন্দ্র রায়, ফরেন এক্সেচেঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যাবস্থাপক মোঃ মাহবুবুল আলম, সিলেট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান, জিন্দাবাজার কর্পোরেট শাখার ব্যবস্থাপক ও জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জালালাবাদ শাখার ব্যবস্থাপক মাধব রাম পাল, কাজীটুলা শাখার ব্যবস্থাপক ছয়ফুল আলম চৌধুরী, বিভাগীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুভাশিস চক্রবর্তী, শেখঘাট শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ শাকিল, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন,ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জিয়াউল মোর্শেদ,  বিভাগীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আব্দুর রহমান, সিলেট কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইমন চন্দ্র দাস, কুমারগাও শাখার ব্যবস্থাপক দীপীকা রহমান,জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক কালীপদ দাস,রানীগঞ্জ শাখার ব্যবস্থাপক রেবতি মোহন দাস, , ফেন্সুগঞ্জু শাখার ব্যবস্থাপক শাহীনুর রহমান, ঢাকা দক্ষিন শাখার ব্যবস্থাপক মোঃ  ফেরদৌস মিয়া, বেগমপুরশাখার ব্যবস্থাপক শাওন পাল শুভ, বিভাগীয় কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার সত্যচয়ন দাস, এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার উত্তম কুমার পাল,বিভাগীয় কার্য্যালয়ের প্রিন্সিপাল অফিসার আকলিমা খাতুন, বড়ফেচীবাজার শাখার ব্যবস্থাপক জগৎজোতি চক্রবর্তী, ভাদেশ্বর শাখার ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ, বিয়ানীবাজার শাখার বয়বস্থাপক অশ্রুজিৎ পাল লিটু, বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক আবুল বাশার, কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মারুফ, এরিয়া অফিসের প্রিন্সিপাল অফিসার প্রিন্সিপাল অফিসার রাজীব কুমার পাল,প্রিন্সিপাল অফিসার সরদিন্দু সরকার, বিভাগীয় কার্যালয়ের  সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান,  সিনিয়র অফিসার মোঃ নুরুল হুদা, সিনিয়র অফিসার অভিজিৎ পাল টিটু, , এরিয়া অফিসের সিনিয়র অফিসার মঞ্জুর আল হাসান, সিনিয়র অফিসার ফারুক মিয়া,সিনিয়র অফিসার লুৎফুর রহমান, সিনিয়র অফিসার সাইফুর রহমান রাজু,, ফরেন এক্সেচেঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র অফিসার প্রদীপ কুমার ঘোপ,সিনিয়র অফিসার রিজওয়ান উর রশিদ, সিনিয়র অফিসার ফজলুর রহমান, সিনিয়র অফিসার কাজল চন্দ্র দেব,সিনিয়র অফিসার আলাউদ্দিন, জালালাবাদ শাখার সিনিয়র অফিসার আফিফ জিল্লুর আহাদ,সিনিয়র অফিসার আফরিনা খান, সিলেট কর্পোরেট শাখার সিনিয়র অফিসার আনোয়ার হোসেন,সিনিয়র অফিসার করুনায় চন্দ,  সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল পারভেজ,  সিলেট কর্পোরেট শাখার সিনিয়র অফিসার জমির উদ্দিন,সিনিয়র অফিসার আবুল মনজুর চৌধুরী,স্টেশন রোড শাখার সিনিয়র অফিসার প্রদুৎ কুমার রায়,জিন্দাবাজার কর্পোরেট শাখার সিনিয়র অফিসার সুশেন ভট্টাচার্য, সিলেট কর্পোরেট শাখার সিনিয়র অফিসার দূর্জয় রায়, সিনিয়র অফিসার জয়ন্ত পাল, স্টেশন রোড শাখার  সিনিয়র অফিসার দীগন্ত কুমার বাগছি, সিলেট কর্পোরেট শাখার সিনিয়র অফিসার সর্বজিৎ দে,শাহজালাল উপশহর শাখার সিনিয়র অফিসার শাহীন আলী মৃর্ধা জিন্দাবাজার কর্পোরেট শাখার হোসেন আহমদ, জিন্দাবাজার কর্পোরেট শাখার সিনিয়র অফিসার ঝিকিল দাস সিনিয়র অফিসার  আফিফ জিল্লুল আহাদ, শেখঘাট শাখার কুমারগাও শাখার সিনিয়র অফিসার মঃ শফিকুর রহমান, সিনিয়র অফিসার বাহার উদ্দিন, ফরেন এক্সেচেঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র অফিসার মুন্না রানী চন্দ সিনিয়র অফিসার রুমানা জামান,শেখঘাট শাখার সিনিয়র অফিসার সাহিদা সুলতানা, শেখঘাট শাখার সিনিয়র অফিসার মহসিন মিয়া ,এবং বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা ও সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী প্রমূখ।

Saturday, 23 October 2021

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত হওয়ায় চুরি হাতে বাংলাদেশি যুবকের কাণ্ড

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত হওয়ায় চুরি হাতে বাংলাদেশি যুবকের কাণ্ড


রাজনৈতিক আশ্রয় আবেদন করে প্রত্যাখ্যাত হওয়ার ক্ষোভে ফ্রান্সের ইমিগ্রেশন অফিসের সামনে ছুরি হাতে অবস্থান নেন এক বাংলাদেশি যুবক। খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি চালিয়ে তাকে গ্রেফতার করে। ঘটনাটি গত বুধবার প্যারিসের অদূরে মন্তরোজে ঘটলেও পুলিশ শুক্রবার ঘটনাটি প্রকাশ পায়

পুলিশ যুবকের জাতীয়তা উল্লেখ করলেও তার নাম-পরিচয় প্রকাশ করেনি। এ ঘটনার পর ফ্রান্সে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় আবেদনের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।
 
পুলিশ ও ফরাসী গণমাধ্যম সূত্রে জানা যায়, ২৬ বছর বয়সী ওই যুবক ফ্রান্সে এসে রাজনৈতিক আশ্রয় আবেদন করেন। কিছুদিন আগে ফ্রান্সের অভিবাসন বিষয়ক আদালত থেকে তা প্রত্যাখ্যান হয়। বুধবার সকালে কোনো কারণ ছাড়াই ওই যুবক ফ্রান্সের অভিবাসন বিষয়ক অফিস OFII-এর মন্তরোজ শাখায় প্রবেশ করতে চান। সেখানে দায়িত্বরত সিকিউরিটি তাকে প্রবেশ করতে না দেয়ায় তিনি একটু পরই তার সঙ্গে থাকা ব্যাগ থেকে দুটি লম্বা ছুরি বের করে অফিসের সামনের রাস্তায় অবস্থান নেন। আশপাশের কাউকে আক্রমণ না করলেও কেউ যেন কাছে না ভিড়ে সেই হুমকি দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ফরাসি পুলিশ যুবকটিকে নিভৃত করতে ইলেকট্রিক পিস্তল বুলেট ব্যবহার করে তাকে অজ্ঞান করে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে শুক্রবার তাকে Nanterre আদালতে তোলা হয়। আদালত এই বাংলাদেশি যুবককে ছুরি হাতে বিপজ্জনক ঘোরাঘুরি করার অপরাধে ৩ মাসের জেল দেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানিয়েন, যুবকটি সুস্থ এবং স্বাভাবিক। তার ভেতরে কোনো অস্বাভাবিকতা নেই।