Tuesday, 26 October 2021

আবিদ আহমদের প্রবাস গমনে বৃহত্তর চন্দরপুর মর্নিং বার্ড প্রিক্যাডেট স্কুলের বিদায় সংবর্ধনা

আবিদ আহমদের প্রবাস গমনে বৃহত্তর চন্দরপুর মর্নিং বার্ড প্রিক্যাডেট স্কুলের বিদায় সংবর্ধনা



বৃহত্তর চন্দরপুর মর্নিং বার্ড প্রিক্যাডেট স্কুলের দাতা সদস্য মোঃ আবিদ আহমদের প্রবাস গমন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ মফিজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল হানিফ ও পরিচালনা কমিটির সদস্য সালমান কাদের দিপু।

বক্তারা বলেন, আবিদ আহমদ একজন সমাজকর্মী হিসেবে বিদ্যালয়, খেলাধুলা ও সমাজকর্মে নিজেকে সম্পৃক্ত রাখেন সবসময়। বৃহত্তর চন্দরপুর মর্নিং বার্ড প্রিক্যাডেট স্কুলের দাতা সদস্য হিসেবে তিনি বিদ্যালয়ের পাশে থাকায় বক্তাগণ আবিদ আহমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় বক্তারা তার প্রবাস জীবনের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, আবিদ আহমদ দীর্ঘদিন থেকে প্রবাসে অবস্থান করছেন। সম্প্রতি কিছুদিন দেশে ছুটি কাটিয়ে আবারও তিনি কাতার গমন করছেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মকবুল হোসেন, সদস্য মোহাম্মদ রুহুল আমীন, শিক্ষিকা কলি বেগম, জেসমিন বেগম-সহ  অভিভাবক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় আবিদ আহমদ বৃহত্তর চন্দরপুর মর্নিং বার্ড প্রিক্যাডেট স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিদ্যালয়ের সাথে নিজেকে সর্বদা সম্পৃক্ত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী তামিম আহমদ।
গোলাপগঞ্জে মাইক্রোবাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ৩

গোলাপগঞ্জে মাইক্রোবাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ৩


গোলাপগঞ্জে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুটি গাড়ির চালকসহ ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের মাইজভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাইক্রোবাস গাড়ির চালক মৌলভীবাজার জেলার ঘুলোয়াদাশ বাজার এলাকার হাজির আলীর ছেলে লোকমান হোসেন (৪০), কাভার্ড ভ্যান গাড়ির চালক নাটোর জেলার (বর্তমান নগরীর মদিনা মার্কেট এলাকার) মিলন আহমদ ও অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গোলাপগঞ্জগামী কাভার্ড ভ্যান কাজী ফার্মস কোম্পানির গাড়ি (ঢাকা মেট্রো-শ ১১-১৪-৮২) মাইজভাগ এলাকায় এলে সড়কের বাইরে চলে যায়। সাথে সাথে গাড়ির চালক সড়কের বাইরে থেকে সড়কে উঠতে চান। এসময় বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে।

ধাক্কা লেগে কাভার্ড ভ্যান সড়কের মধ্যে উল্টে যায়। স্থানীয়রা কাভার্ড ভ্যান গাড়ির চালককে অজ্ঞান অবস্থায় ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ট্রাফিক সার্জেন্ট রুহান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ২ জনের পরিচয় পাওয়া গেলেও ১ জনের পরিচয় পাওয়া যায়নি।

Monday, 25 October 2021

গোলাপগঞ্জ-সহ সিলেটের ৬ উপজেলা ও ১ পৌরসভার জাপা কমিটি বিলুপ্ত

গোলাপগঞ্জ-সহ সিলেটের ৬ উপজেলা ও ১ পৌরসভার জাপা কমিটি বিলুপ্ত



গোলাপগঞ্জ-সহ সিলেটের ৬ উপজেলা ও ১টি পৌরসভায় জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া ও সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান। 

বিলুপ্ত ঘোষিত কমিটিগুলো হল, গোলাপগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ পৌরসভা, বিশ্বনাথ উপজেলা, ওসমানীনগর, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটি। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার ( ২৩ অক্টোবর ) থেকে এসব উপজেলা ও একটি পৌর কমিটির সকল কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

আগামী ১৫ দিনের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠনের জন্য স্ব স্ব উপজেলা নেতৃবৃন্দকে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। 
আবাসিক এলাকায় নতুন গ্যাস সংযোগ দিতে হাইকোর্টের রুল

আবাসিক এলাকায় নতুন গ্যাস সংযোগ দিতে হাইকোর্টের রুল


আবাসিক এলাকায় নতুন করে গ্যাস সংযোগ না দেওয়ার সরকারের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।একই সঙ্গে আবাসিকে গ্যাস সংযোগ না দিয়ে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন। সঙ্গে সঙ্গে আবাসিকে গ্যাস সংযোগ দিতে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ), পেট্রোবাংলার চেয়ারম্যান, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক, কর্ণফুলীর ব্যবস্থাপনা পরিচালক ও বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ওয়াজি উল্লাহ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও আফরোজা সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
সরকার ভেঙে দিয়ে সুদানে জরুরি অবস্থা জারি

সরকার ভেঙে দিয়ে সুদানে জরুরি অবস্থা জারি


অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সুদানের ক্ষমতা দখল করেছে সুদানের সেনাবাহিনী।  একই সঙ্গে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জেনারেল আবদেল ফাত্তাহ বুরহান।

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে সেনাবাহিনী গৃহবন্দি করার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একই সঙ্গে দেশটির আরও কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে জরুরি অবস্থা ঘোষণার পর বিক্ষোভকারীরা রাজধানী খার্তুমসহ বিভিন্ন  শহরের রাস্তায় নেমে আসেন। বিক্ষোভে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

বিবিসির স্থানীয় প্রতিনিধি জানান, বিক্ষোভকারীদের বেসামরিক সরকারের দাবিতে আন্দোলন করতে দেখা গেছে। এ সময় রাস্তায় বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে।

এদিকে, রাজধানীতে সেনাবাহিনী ছাড়াও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বন্ধ রয়েছে খার্তুম বিমানবন্দরের সব আন্তর্জাতিক ফ্লাইট। দেশটিতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। 

গ্রেফতার নেতাদের মধ্যে রয়েছেন— শিল্পমন্ত্রী ইব্রাহিম আল-শেখ, তথ্যমন্ত্রী হামজা বালৌল ও প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ফায়সাল মোহাম্মেদ সালেহ।

সুদানের ক্ষমতাসীন সার্বভৌম পরিষদের মুখপাত্র মুহাম্মদ আল-ফিকে সুলিমান ও দেশটির রাজধানী খার্তুমের গভর্নর আয়মান খালিদকেও গ্রেফতার করা হয়েছে।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নাম প্রকাশে অনিচ্ছুক সুদানের কর্মকর্তাদের বরাতে জানা যায়, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মাসে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটিতে সামরিক ও বেসামরিক নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর আগে ২০১৯ সালে তীব্র বিক্ষোভের মধ্যে দেশটির দীর্ঘদিনের শাসক ওমর আল-বশিরের পতন হয়।
বঙ্গমাতার নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণের সিদ্ধান্ত

বঙ্গমাতার নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণের সিদ্ধান্ত


বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার দুপুরে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নঈমুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির চৌহাট্টাস্থ অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ নামকরণের প্রস্তাব করেন উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। এই প্রস্তাবের সাথে সভায় উপস্থিত সকল সিন্ডিকেট সদস্য সম্মতি প্রকাশ করলে নতুন নামকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়। প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনাটি সিন্ডিকেট সভায় প্রশংসিত হয়।

সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, সিলেটের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, আর. টি. এম. ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ড. আহমদ আল-কবির, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাখাওয়াত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের সকল সিন্ডিকেট সদস্যবৃন্দ।
 
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সিলেটবাসীর দাবি ছিল একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের। এ জনদাবিকে গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ১ অক্টোবর অনুমোদন হয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন। একই বছরের ২০ নভেম্বর উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। তিনি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, ৭টি মেডিকেল কলেজ, ১টি ডেন্টাল কলেজ ও ৯টি নার্সিং কলেজকে অধিভ‚ক্ত করে দুটি ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করে একাডেমিক কার্যক্রম চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার অংশ হিসেবে গত ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে এমবিবিএস কোর্সের প্রথম পেশাগত পরীক্ষা। এর আগে বিএসসি ইন নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হয়েছে।
 
এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে নগরীর উপকণ্ঠে দক্ষিণ সুরমায় ৮০ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ডিপিপি ও মাস্টার প্ল্যান তৈরি পূর্বক অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Sunday, 24 October 2021

গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তি প্রস্থর স্থাপনঃ সাংসদ নাহিদের প্রতি আতিকুর রহমানের শুভেচ্ছা

গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তি প্রস্থর স্থাপনঃ সাংসদ নাহিদের প্রতি আতিকুর রহমানের শুভেচ্ছা


গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বি.কে স্কুল - আল এমদাদ ডিগ্রী কলেজ চন্দরপুর, সড়কের উন্নয়নকাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ। রোববার (২৪ অক্টোবর) সকালে উন্নয়ন কাজের এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

গুরুত্বপূর্ণ এ সড়কটির উন্নয়ন কাজে ভিত্তি প্রস্থর স্থাপন করায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি'র প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান একাডেমির প্রতিষ্ঠাতা,  যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান আতিক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়িত হলে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এছাড়া বণগ্রাম-কালিডহর ও বানিগাজী গ্রামের জনসাধারণের বহুল কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। গুরুত্বপূর্ণ এ সড়কটির টেন্ডার ও ভিত্তি প্রস্থর স্থাপন করায় তিনি সাংসদ নুরুল ইসলাম নাহিদ এমপি'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় ৯২০ মিটার উন্নয়ন কাজের এ সড়কটিতে ব্যয় হবে প্রায় ৮০ লাখ টাকা। যা বি,কে সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে কটলীপাড়া-বসন্তপুর সড়কে সংযুক্ত হবে।