Tuesday, 26 October 2021

ইউপি নির্বাচনে সিলেট বিভাগে নৌকার মাঝি হলেন যারা

ইউপি নির্বাচনে সিলেট বিভাগে নৌকার মাঝি হলেন যারা



দেশের তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সিলেট বিভাগের নৌকার প্রার্থী বাছাই শেষ হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

দেশের তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সিলেট বিভাগের নৌকার চড়ান্ত প্রার্থীরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার ৫টি ইউনিয়নে নৌকার মাঝিরা হলেন, লালাবাজারে তোয়াজিদুল হক তুহিন, মোগলাবাজারে ছদরুল ইসলাম, সিলামে শাহ অলিদুর রহমান, দাউদপুরে আতিকুর রহমান ও জালালপুরে ওয়েছ আহমদ।

জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুরে আব্দুর রাজ্জাক, চারিকাটায় সিরাজুল ইসলাম, দরবস্তে মো. কুতুব উদ্দিন, ফতেপুরে মো. রফিক আহমদ ও চিকনাগুলে মো. কামরুজ্জামান চৌধুরী।

গোয়াইনঘাট উপজেলার ডুবারিতে সুবাস দাস, তোয়াকুলে মো. লুকমান, নন্দিরগাঁওয়ে এস. কামরুল হাসান আমিরুল, ফতেপুরে মো. নাজিম উদ্দিন, লেংগুড়ায় মো. মুজিবুর রহমান ও রুস্তমপুরে মো. হেলাল উদ্দিন।

সুনামগঞ্জ জেলার সদর উপজেলার রঙ্গারচরে আব্দুল মজিদ, সুরমায় মো. আব্দুস সাত্তার, জাহাঙ্গীরনগরে মো. মোকসুদ আলী, মুল্লাপাড়ায় মো. মনির উদ্দিন, কাঠইরে মো. বুরহান উদ্দিন, মোহনপুরে সিতেশ রঞ্চন দাস তালুকদার, গৌরাংয়ে সালমা আক্তার চৌধুরী, লক্ষণশ্রীতে মো. মিজানুর রহমান ও কুরবাননগর ইউনিয়নে মো. শামসুদ্দিন।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলসে মো. মাছুম মিয়া, শিমুলবাগে মিজানুর রহমান জিতু, পাথারিয়ায় সামসুল ইসলাম রাজা, দরগাহপাশায় মো. মনির উদ্দিন, পূর্বপাগলায় মো. রাসিকুল ইসলাম, পশ্চিম পাগলায় মো. জগলুল হায়দার, পূর্ব বীরগাঁওয়ে রিয়াজুল ইসলাম এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়নে দেবাংশু শেখর দাস।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণিতে মো. জুবায়ের হোসেন, দাশেরবাজারে মো. জিয়াউর রহমান, নিজবাহাদুরপুরে মো. ময়নুল হক, উত্তর শাহবাজপুরে রফিক উদ্দিন আহমদ, দক্ষিণ শাহবাজপুরে নাহিদ আহমদ।

বড়লেখায় সালেহ আহমদ, তালিমপুরে বিদ্যুৎ কান্ত দাস, দক্ষিণভাগ উত্তরে এনাম উদ্দিন, সুজানগরে মো. সাহেদুল মজিদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে সুব্রত কুমার দাস।

কুলাউড়া উপজেলার বরমচালে আবুল হোসেন খসরু, ভুগশিমইলে মো. মইনুল ইসলাম, ভাটেরায় জুবায়ের সিদ্দিকী, জয়চন্ডিতে আব্দুর রব মাহাবুব, ব্রাক্ষ্মণবাজারে মো. মমদুদ হোসেন, কাদিপুরে ছালিক আহমদ, কুলাউড়ায় মুছাদ্দিক আহমদ নুমান, রাউতগাঁওয়ে মো. আকবর আলী, টিলাগাঁওয়ে মো. আব্দুল মালিক, হাজিপুরে ওয়াদুদ বক্স, শরিফপুরে মো. চিনু মিয়া, পৃথিমপাশায় মো. আব্দুল মনাফ ও কর্মধা ইউনিয়নে মো. আতিকুর রহমান।

হবিগঞ্জ সদর উপজেলার লুকরায় আহাম্মদ আলী, রিচিতে আব্দুর রহিম, তেঘরিয়ায় আলহাজ এম এ মুতালিব, পৈলে সাহেব আলী, গোপায়ায় নুরুজ্জামান চৌধুরী, রাজিউড়ায় বদরুল করিম দুলাল, নিজামপুরে মো. আব্দুল আউয়াল তালুকদার ও লস্করপুরে মো. মাহবুবুর রহমান হিরো।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর পশ্চিমে সমর চন্দ্র দাস, বড়ভাকৈর পূর্বে মো. আক্তার মিয়া, ইনাতগঞ্জে মো. আসাবুর রহমান, দিঘলবাঘে মো. আবু সাইদ, আউশকান্দিতে মো. দিলোয়ার হোসেন, কুর্শি ইউপিতে আলী আহমদ, করগাঁওয়ে মজলুর রহমান, নবীগঞ্জ সদরে মো. হাবিবুর রহমান, বাউশায় মো. আবু সিদ্দিক, দেবপাড়ায় মো. আব্দুল মুহিত চৌধুরী, গজনাইপুরে মো. সাবের আহমদ চৌধুরী, কালিয়ারভাঙায় ফরহাদ আহমেদ ও পানিউনদা ইউনিয়নে মো. ইজাজুর রহমান।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর, বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।
কোটিপতি স্বামী রেখে অটোচালকের সঙ্গে পালাল গৃহবধূ!

কোটিপতি স্বামী রেখে অটোচালকের সঙ্গে পালাল গৃহবধূ!


কোটিপতি স্বামী রেখে গৃহবধূ পালিয়েছেন অটোচালকের সঙ্গে। শুনতে অবাক লাগলেও এমন এক ঘটনা ঘটেছে ভারতের ইন্দোরের খাজরানায়। অভিযোগ উঠেছে কোটিপতি ব্যবসায়ী বরের ৪৭ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ওই গৃহবধূ।

গত ১৩ অক্টোবর থেকে ওই ব্যবসায়ীর স্ত্রী নিখোঁজ হন। এর প্রেক্ষিতে থানায় একটি অভিযোগ করেন তিনি। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্তদের খুঁজে না পেলেও ৩৩ লাখ টাকা পেয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী বাড়ি না ফেরায় গত ১৩ অক্টোবর রাতে থানায় অভিযোগ করেন ওই ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন, তার স্ত্রী বাসায় ফেরেনি। তার বাড়ি থেকে ৪৭ লাখ টাকা উধাও হয়ে গেছে। ওই টাকা নিয়ে অটোচালকের সঙ্গে তার স্ত্রী পালিয়েছেন গেছেন।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত অটোচালকের নাম ইমরান। ওই নারীর থেকে তিনি প্রায় ১৩ বছরের ছোট। তিনি প্রায়ই তার অটোতে করে ওই মহিলাকে বাড়িতে নামিয়ে দিতেন। মহিলার স্বামীর অভিযোগ তদন্তে নামে পুলিশ। এরপর অভিযান চালিয়ে অটোচালক ইমরানের এক বন্ধুর বাড়ি থেকে ৩৩ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

বন্ধুর বাসা থেকে টাকা উদ্ধার করতে পারলেও এখনও ইমরান এবং ওই নারীর কোনো খোঁজ পায়নি পুলিশ। অভিযুক্তদের খোঁজে বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তথ্যপ্রযুক্তির ব্যবহার করে তাদের খোঁজ চালিয়ে যাচ্ছে পুলিশ।
পূজামণ্ডপে হামলার ঘটনায় খুব পরিচিত নামও আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পূজামণ্ডপে হামলার ঘটনায় খুব পরিচিত নামও আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা কিছু নাম বলেছেন। আরও নিশ্চিত হয়ে শিগগিরই তা জানানো হবে।

নোয়াখালীর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এমন নামও শুনবেন, যারা আপনাদের খুবই পরিচিত ব্যক্তি। তবে অপরাধী অপরাধীই। তাদের কোনো ছাড় নেই।
 
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আধিপত্য বিস্তার, মাদকসহ কিছু বিষয় নিয়ে রোহিঙ্গাদের মধ্যে অশান্তি বিরাজ করছে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান খাঁন।

সংলাপে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।
আবিদ আহমদের প্রবাস গমনে বৃহত্তর চন্দরপুর মর্নিং বার্ড প্রিক্যাডেট স্কুলের বিদায় সংবর্ধনা

আবিদ আহমদের প্রবাস গমনে বৃহত্তর চন্দরপুর মর্নিং বার্ড প্রিক্যাডেট স্কুলের বিদায় সংবর্ধনা



বৃহত্তর চন্দরপুর মর্নিং বার্ড প্রিক্যাডেট স্কুলের দাতা সদস্য মোঃ আবিদ আহমদের প্রবাস গমন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ মফিজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল হানিফ ও পরিচালনা কমিটির সদস্য সালমান কাদের দিপু।

বক্তারা বলেন, আবিদ আহমদ একজন সমাজকর্মী হিসেবে বিদ্যালয়, খেলাধুলা ও সমাজকর্মে নিজেকে সম্পৃক্ত রাখেন সবসময়। বৃহত্তর চন্দরপুর মর্নিং বার্ড প্রিক্যাডেট স্কুলের দাতা সদস্য হিসেবে তিনি বিদ্যালয়ের পাশে থাকায় বক্তাগণ আবিদ আহমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় বক্তারা তার প্রবাস জীবনের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, আবিদ আহমদ দীর্ঘদিন থেকে প্রবাসে অবস্থান করছেন। সম্প্রতি কিছুদিন দেশে ছুটি কাটিয়ে আবারও তিনি কাতার গমন করছেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মকবুল হোসেন, সদস্য মোহাম্মদ রুহুল আমীন, শিক্ষিকা কলি বেগম, জেসমিন বেগম-সহ  অভিভাবক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় আবিদ আহমদ বৃহত্তর চন্দরপুর মর্নিং বার্ড প্রিক্যাডেট স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিদ্যালয়ের সাথে নিজেকে সর্বদা সম্পৃক্ত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী তামিম আহমদ।
গোলাপগঞ্জে মাইক্রোবাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ৩

গোলাপগঞ্জে মাইক্রোবাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ৩


গোলাপগঞ্জে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুটি গাড়ির চালকসহ ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের মাইজভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাইক্রোবাস গাড়ির চালক মৌলভীবাজার জেলার ঘুলোয়াদাশ বাজার এলাকার হাজির আলীর ছেলে লোকমান হোসেন (৪০), কাভার্ড ভ্যান গাড়ির চালক নাটোর জেলার (বর্তমান নগরীর মদিনা মার্কেট এলাকার) মিলন আহমদ ও অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গোলাপগঞ্জগামী কাভার্ড ভ্যান কাজী ফার্মস কোম্পানির গাড়ি (ঢাকা মেট্রো-শ ১১-১৪-৮২) মাইজভাগ এলাকায় এলে সড়কের বাইরে চলে যায়। সাথে সাথে গাড়ির চালক সড়কের বাইরে থেকে সড়কে উঠতে চান। এসময় বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে।

ধাক্কা লেগে কাভার্ড ভ্যান সড়কের মধ্যে উল্টে যায়। স্থানীয়রা কাভার্ড ভ্যান গাড়ির চালককে অজ্ঞান অবস্থায় ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ট্রাফিক সার্জেন্ট রুহান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ২ জনের পরিচয় পাওয়া গেলেও ১ জনের পরিচয় পাওয়া যায়নি।

Monday, 25 October 2021

গোলাপগঞ্জ-সহ সিলেটের ৬ উপজেলা ও ১ পৌরসভার জাপা কমিটি বিলুপ্ত

গোলাপগঞ্জ-সহ সিলেটের ৬ উপজেলা ও ১ পৌরসভার জাপা কমিটি বিলুপ্ত



গোলাপগঞ্জ-সহ সিলেটের ৬ উপজেলা ও ১টি পৌরসভায় জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুনু মিয়া ও সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান। 

বিলুপ্ত ঘোষিত কমিটিগুলো হল, গোলাপগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ পৌরসভা, বিশ্বনাথ উপজেলা, ওসমানীনগর, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটি। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার ( ২৩ অক্টোবর ) থেকে এসব উপজেলা ও একটি পৌর কমিটির সকল কার্যক্রম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 

আগামী ১৫ দিনের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠনের জন্য স্ব স্ব উপজেলা নেতৃবৃন্দকে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। 
আবাসিক এলাকায় নতুন গ্যাস সংযোগ দিতে হাইকোর্টের রুল

আবাসিক এলাকায় নতুন গ্যাস সংযোগ দিতে হাইকোর্টের রুল


আবাসিক এলাকায় নতুন করে গ্যাস সংযোগ না দেওয়ার সরকারের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।একই সঙ্গে আবাসিকে গ্যাস সংযোগ না দিয়ে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন। সঙ্গে সঙ্গে আবাসিকে গ্যাস সংযোগ দিতে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।

চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ), পেট্রোবাংলার চেয়ারম্যান, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক, কর্ণফুলীর ব্যবস্থাপনা পরিচালক ও বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ওয়াজি উল্লাহ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও আফরোজা সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।