Saturday, 13 November 2021

সিলেটে নামছে বৃষ্টি, শীত নামতে আরোও দেরী

সিলেটে নামছে বৃষ্টি, শীত নামতে আরোও দেরী


সিলেট অঞ্চলে বৃষ্টি হওয়ার পূর্বভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বলা হচ্ছে, এ অঞ্চলে শীত নামতে আরোও কিছুদিন দেরী হবে বলে।

শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই সিলেটের আকাশে বইছে রোদ-মেঘের লুকোচুরি খেলা। মেঘ-বৃষ্টির যে প্রবণতা তা আগামী আরোও তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বেশি জানিয়ে আবহাওয়াবিদরা বলেছেন, আপাতত শীত নামার কোনো লক্ষণ নেই।
 
জানা গেছে, শনিবার সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা। সকাল থেকে দুপুর পর্যন্ত রোদের দেখা মেলেনি। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমান যে হালকা বৃষ্টি ও মেঘলা অবস্থা রয়েছে সেটি আগামী ১৫/১৬ নভেম্বর পর্যন্ত থাকতে পারে। সঙ্গে বৃষ্টিও থাকতে পারে। সারাদিন ধরে বৃষ্টি হবে এমন নয়, গুঁড়ি গুঁড়ি হওয়ার সম্ভবনা রয়েছে।

এ সময়ে বৃষ্টির কারণ হিসেবে বলা হচ্ছে- পূবালী ও পশ্চিমা বায়ুর সংযোগে এই বৃষ্টি হবে।
 
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আপাতত রাতের তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। দিনে আকাশে মেঘ থাকলে তাপমাত্রা কমে যাবে। শনিবার মেঘ থাকায় তাপমাত্রা অনেকটাই কমে গেছে। রোববার তাপমাত্রা হয়তো একটু বাড়বে। পরশু হয়তো একটু কমবে। সার্বিকভাবে আপাতত রাতের তাপমাত্রা কমবে না। যেহেতু মেঘলা আকাশ, ফলে কোথাও কোথাও রাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টির কারণে কিংবা বৃষ্টি চলে যাওয়ার পর শীত জেঁকে বসার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টি কমে গেলে রাতের তাপমাত্রা হয়তো কিছুটা কমবে। আগামী দু-একদিন রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তাই আপাতত শীত জেঁকে বসার কোন সম্ভাবনা নেই।

দক্ষিণ আন্দামান ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি শক্তিশালী হয়ে সর্বোচ্চ নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটিও ভারতের তামিলনাড়ুর দিকে যেতে পারে। আমাদের এদিকে এর প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই।
বাঘায় নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ

বাঘায় নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ

নিজস্ব প্রতিবেদক : যারা জনপ্রতিনিধি হতে চান, তারা নির্বাচনকে সামনে রেখে অনেক আগ থেকেই নিজ ইউনিয়নে প্রচার-প্রচারণা চালিয়ে গেছেন। চতুর্থ ধাপের তফসিল ঘোষণার পর সেই প্রচারণা যেন পুরো দমে বেড়ে গেল। বসে নেই সম্ভাব্য চেয়ারম্যান- মেম্বার প্রার্থী কেউ। প্রতি বারের মত এবারও নৌকার মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন ভাবে তদবির করছেন। কেন্দ্রীয়-জেলা নেতৃবৃন্দের ধারে ধারে ছুটছেন। 

এদিকে চতুর্থ ধাপের নির্বাচনে গোলাপগঞ্জের ১১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। এ উপলক্ষে পুরোপুরি মাঠে নেমেছেন প্রার্থীরা। উপজেলার বাঘা ইউনিয়নে নৌকার মনোনয়ন পেতে ৩-৪ জন প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করেছেন। 

তন্মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুস সামাদ ও নৌকার মনোনয়ন পেতে কাজ শুরু করেছেন অনেক আগ থেকেই। তিনি শতভাগ আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকার মনোনয়ন দিবেন। 

জানা যায়, আ.লীগের মনোনয়ন পেতে বেশ কয়েকজন নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাদের প্রায় সকলেই দলীয় মনোনয়ন নিতে কেন্দ্রীয় নীতি নির্ধারণী ও তৃণমূল পর্যায়ে লবিং করছেন।

নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুস সামাদ বলেন- 'বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন 'গ্রাম হবে শহর' এই প্রতিপাদ্য কে ধারণ করে বাঘা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামকে শহরে রুপান্তরিত করেতে চাই।' 

তিনি বলেন- বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। আমার সার্বিক কর্মকান্ড বিবেচনা করে নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবেই আমি নির্বাচন করবো। দলীয় নির্দেশনার বাইরে গিয়ে আমি কখনো নির্বাচনে অংশ নিব না। 

বাঘা ইউনিয়নের অনেক ভোটারদের সাথে কথা হলে জানা যায়, তারা উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদকে নৌকার মনোনয়ন নিয়ে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তারা বলেন- তিনি যদি আমাদের ইউনিয়নে চেয়ারম্যান দায়িত্ব পান তাহলে আমরা আমাদের আশা-আবদার বলের জায়গা পাবো। আমরা সবাই ঐকবদ্ধ হয়ে তার সাথে আছি এবং থাকে নৌকা নিয়ে জয়ের মিছিল দিব। তাহলে এলাকায় মানুষের ভাগ্য খুলবে, উন্নয়ন হবে।

ক্ষমতাসীন দল বাংলাদেশ আ.লীগের অধিক সংখ্যক নেতা নৌকার প্রতীকের প্রত্যাশী হলেও দলের একাধিক নেতাকর্মীর সঙ্গে আলাপ করে জানা গেছে, কেন্দ্র থেকে নৌকা নিয়ে যে আসবে তার পক্ষেই কাজ করবে সবাই।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০-২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর।
বিয়ানীবাজার সরকারী হাসপাতালের নার্সের আত্মহত্যা

বিয়ানীবাজার সরকারী হাসপাতালের নার্সের আত্মহত্যা


বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকা আত্মহত্যা করেছেন। তার নাম নবনীতা দাশ (২৮)। শুক্রবার রাত ৯টার দিকে হাসপাতাল সংলগ্ন একট বাসায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে।

হাসপাতালে কর্মরত একজন নার্সের আত্মহত্যার ঘটনায় বিয়ানীবাজারজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্বামীর সাথে মান-অভিমান কিংবা পারিবারিক অন্য কোন কলহের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অনেকের ধারণা।

জানা গেছে, নবনীতা দাস দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফ সেবিকা হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সম্প্রতি প্রেম করে অনার্স পড়ুয়া তার এক সহপাঠীকে বিয়ে করে হাসপাতাল সংলগ্ন একট বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লায়। তাদের বিয়েতে দুই পরিবারের অসম্মতি ছিল বলে জানা গেছে। বিয়ের পর স্বামীর বেকারত্ব নিয়ে প্রায়ই তারা ঝগড়াঝাটি করতো। এসব বিষয় নিয়েই মনোমালিন্যের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় ঘটনাটির ব্যাপারে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। কিভাবে তার মৃত্যু হয়েছে এই প্রশ্নের জবাবে হিল্লোল রায় তার স্বামীর বরাত দিয়ে জানান, বাসার একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই পুলিশ ধারণা করছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে সেটা পরিষ্কার হবে।

এদিকে, হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলা হলেও হত্যা কিনা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদের জন্য নবনীতা দাসের স্বামীকে আটক করে পুলিশ।
 
অন্যদিকে, হাসপাতালে কর্মরত একজন সেবিকার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, এমনিতেই হাসপাতালে লোকবল সংকটে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে, তার উপর আমাদের একজন স্টাফ সেবিকার মৃত্যুর সংবাদে আমরা ব্যতীত।

Friday, 12 November 2021

কারাগার থেকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত

কারাগার থেকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত


নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা মামলার আসামি বাহারুল আলম সুমন কারাগার থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোটে বিএনপি নেতা বাহারুল কারগারে থেকে বেগমগঞ্জের আমানউল্যাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২১৫ ভোটের ব্যবধানে জয়ী হন। বাহারুল ওই ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহাত তানভীর চৌধুরী রাতে বেসরকারিভাবে বাহারুলকে চেয়ারম্যান ঘোষণা করেন।

তিনি জানান, আমানউল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বাহারুল ৩ হাজার ১০৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৯১ ভোট। নৌকার প্রার্থী আরিফুর রহমান মাহমুদ ১ হাজার ৭০৫ ভোট পেয়ে চতুর্থ হন।
এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা


সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী রোববার (১৪ নভেম্বর) শুরু হতে যাওয়া এই পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

শুক্রবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট নির্দেশনা সম্বলিত পরিপত্র প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সকল পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কেউ নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে আসলে রেজিস্ট্রারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রসচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবেন।

পরিপত্র বলা হয়, কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রসচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট/কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োগ দিতে হবে। ট্রেজারি/থানা/নিরাপত্তা হেফাজত থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার মনোনীত উপযুক্ত প্রতিনিধি ট্যাগ অফিসারসহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ প্রহরায় কেন্দ্রে নিয়ে যাবেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট/কর্মকর্তা (ট্যাগ অফিসার)-এর উপস্থিতি ব্যতীত প্রশ্ন বের করা যাবে না কিংবা বহন করা যাবে না।

ট্রেজারি/থানা/নিরাপত্তা হেফাজত থেকে পরীক্ষার কেন্দ্রে বহুমুখী নির্বাচনি প্রশ্নসহ রচনামূলক/সৃজনশীলের সকল প্রশ্ন সেটই নিতে হবে। সেট কোড পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে জানানো হবে। সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা গ্রহণ করতে হবে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার), কেন্দ্র সচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও সই বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।

পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠানের আগে বা পরে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিরা ব্যতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অনিবার্য কারণবশত কোনো পরীক্ষা বিলম্বে শুরু করতে হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে, পরীক্ষার্থীদের সে সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লিখিত নির্ধারিত সময় দিতে হবে।

পরীক্ষাকেন্দ্রে ও প্রশ্ন পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা একাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার করবে।

কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। এজন্য পরীক্ষার্থীর সঙ্গে একজনের বেশি অভিভাবক আসতে পারবেন না। তাছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে গত ৫ সেপ্টেম্বর জারি করা গাইড লাইনের নির্দেশনা প্রতিপালন করতে হবে।

পরিপত্রের আদেশ বাস্তবায়নে সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার অনুমোদন দিল সৌদি

বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার অনুমোদন দিল সৌদি



সৌদি আরবে অবশেষে বিদেশিদের নাগরিকত্ব লাভের দুয়ার খুলছে। দক্ষ বিদেশি পেশাজীবীদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের এ দেশটি। এ সম্পর্কিত একটি আইনের অনুমোদন দিয়েছে সেখানকার সরকার। আইনে বলা হয়েছে, কয়েকটি পেশায় বিশেষভাবে দক্ষদের সৌদির নাগরিকত্ব দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

এসংক্রান্ত রাজকীয় আদেশে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী এবং আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও প্রযুক্তিবিদ্যায় চৌকস ও দক্ষ পেশাজীবীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সৌদির নাগরিকত্ব পাবেন।

সৌদি সরকারের লক্ষ্যমাত্রা বা ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নে বিভিন্ন পেশায় দক্ষ ও চৌকসদের আকৃষ্ট করতে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজপ্রাসাদ। সংশ্লিষ্টরা মনে করছেন, নাগরিকত্ব লাভকারী দক্ষ পেশাজীবীরা সৌদি আরবের বিভিন্ন খাতের উন্নয়নে অবদান রাখবেন।

সূত্র: আরব নিউজ।
ইউপি নির্বাচনঃ বিয়ানীবাজারের ১০ ইউপির দায়িত্বে পাঁচজন রিটার্নিং অফিসার

ইউপি নির্বাচনঃ বিয়ানীবাজারের ১০ ইউপির দায়িত্বে পাঁচজন রিটার্নিং অফিসার


বিয়ানীবাজার সংবাদদাতাঃ বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ২৩শে ডিসেম্বর নির্বাচন অনুষ্টিত হবে। সুষ্টু নির্বাচন আয়োজনের লক্ষে এখানকার ইউনিয়নগুলোতে ৫জন রিটার্নিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
 
উপজেলার মাথিউরা ও মুল্লাপুর ইউনিয়নে স্থানীয় নির্বাচন অফিসার সৈয়দ মো. কামাল হোসেন, দুবাগ ও শেওলা ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার তহমিনা খাতুন, কুড়ারবাজার ও মুড়িয়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা অফিসার অনুজ চক্রবর্তী, আলীনগর ও চারখাই ইউনিয়নে উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া এবং তিলপাড়া ও লাউতা ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমানকে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লেখিত ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীতা করতে ইচ্ছুক প্রার্থীগণ স্ব স্ব ইউনিয়নের নির্ধারিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আগামী ১১ থেকে ২৫ নভেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে প্রার্থীতার মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন।
 
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করা হবে এবং ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হবে। আপিল দায়েরের জন্য ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে। আর ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্টিত হবে।