Tuesday, 4 March 2025
Monday, 3 March 2025
হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি নেতানিয়াহুর
Sunday, 2 March 2025
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৬ সিদ্ধান্ত
Thursday, 27 February 2025
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় চন্দরপুর আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের আইসিটি বিভাগের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আইসিটি অফিসার প্রনব সিংহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ২য় মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, মছলম উদ্দিন খান একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক, শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, আল-এমদাদ ডিগ্রি কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য জায়েদুল ইসলাম শিপু, বুধবারীবাজার ইউপির ২নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন খান, সমাজসেবী ফয়সল আহমদ, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সালমান কাদের দিপু।
অনুষ্ঠানে ২২জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও উন্নতমানের শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
Thursday, 20 February 2025
গোলাপগঞ্জে নানা আয়োজনে শাটী’র দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
Tuesday, 9 July 2024
ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা সিলেটে গ্রেপ্তার
হবিগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সিলেট থেকে সোহাগ মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। সংস্থাটির প্রধান আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
হত্যার হুমকি পেয়ে গত ২৯ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক।
এতে তিনি উল্লেখ করেন, ‘গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাঁর সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’
জিডিতে আরও বলা হয়, ‘তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পর থেকে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি।’
জিডির কপিটি তাঁর ভেরিফাইড ফেসবুকের প্রকাশ করে সুমন লেখেন, ‘ভয়টা মৃত্যুর নয়, ভয়টা আমার এলাকার মানুষের জন্য! কি হবে যদি বেঁচে না থাকি।’
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন