Wednesday, 19 April 2023

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু



ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগরীর এয়ারপোর্ট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনসুর আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় কারখানার মোটর রু‌মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। নিহত মনসুর এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকার মোজা‌ম্মেল হো‌সেনের ছেলে।

বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানার মোটর রু‌মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনসুর আলম (৩৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ সুরতহাল সংগ্রহ করে। লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানান তিনি।

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী



ডেস্ক রিপোর্ট : বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের ৯ কোটি টাকা ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে এই টাকা ব্যবসায়ীদের মোবাইলে পৌঁছে গেছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) এ তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে দেশের অন্যতম প্রধান কাপড়ের মার্কেট বঙ্গবাজারে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি মার্কেটে। সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সুনামগঞ্জ দেখার হাওরে ধান কাটলেন তিন মন্ত্রী

সুনামগঞ্জ দেখার হাওরে ধান কাটলেন তিন মন্ত্রী



স্টাফ রিপোর্ট : হাওড়ে ধানকাটা উৎসবে যোগ দিয়ে কাস্তে হাতে ধান কাটলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম।

বুধবার সকালে শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওড়ে বোরো ধান কর্তন উৎসবে যোগ দেন তারা।

এ সময় কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, দেশ কৃষিক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ। খাদ্যের ঘাটতি নেই। ২০০৪ সালে বিএনপি-জামায়াত শাসনামলে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কিন্তু গত ১৪ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফসলহানি রক্ষায় সরকার বাঁধ নির্মাণে পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছে। আগামজাত ফসল আবিষ্কারে কৃষি গবেষণা চলছে। আশা করি আগামী ১-২ বছরের মধ্যে এসব ফসল হাওড়ে ফলানো হবে। এতে পানি আসার আগেই ধান কর্তন শেষ হবে।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকরা অনেক পরিশ্রম করে হাওড়ে ধানের চাষাবাদ করে। কিন্তু আগাম বন্যার কারণে কৃষকদের ধান ঘরে তোলার আগেই তলিয়ে যায়। এ বছর হাওড়ে এসে খুব ভালো লাগছে বোরো ধানের ফলন দেখে। এরই মধ্যে হাওড়ের ৩০ শতাংশ ধান কাটা হয়েছে। এবার বন্যার আগেই হাওড়ের ধান ঘরে উঠে যাবে। এরই মধ্যে ১ হাজার ধান কাটার মেশিন হাওড়ের ধান কাটছে। এ বছর ধানের যে দাম নির্ধারণ হয়েছে তা থেকে কৃষকরা অনেক লাভবান হবেন।

ধানকাটা উৎসবে যোগ দিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, প্রকৃতির সঙ্গে লড়াই করে হাওড়ে ধান ঘরে তোলা সম্ভব নয়। প্রকৃতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। তবে হাওড়ে আর মাটির বাঁধ নির্মাণ হবে না।

বৈজ্ঞানিকভাবে গবেষণা করে ফসলের সময়টা ১২০ দিনের জায়গায় ১০০ দিন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এতে আমরা সফল হব। এমনকি আগাম বন্যা আসার আগেই হাওড়ের ধান ঘরে তুলতে পারবেন কৃষকরা।

তিনি বলেন, জলাভূমি হাওড়ে আর কোনো সড়ক নির্মাণ হবে না। তবে উড়ালসড়ক হবে, যেটির কাজ এরই মধ্যে শুরু হয়েছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমন্ত্রী এনামুল হক শামীম, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

এ সময় অন্যদের মাঝে আরও বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষক লীগের সহসভাপতি শাখাওয়াত হোসেন চৌধুরী, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পুলিশ সুপার এহসান শাহ, সুনামগঞ্জ কৃষি অধিদপ্তরের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ।

Monday, 17 April 2023

প্রবাস গমন উপলক্ষে সাহিদুল ইসলাম লাল-কে বিদায়ী সংবর্ধনা প্রদান

প্রবাস গমন উপলক্ষে সাহিদুল ইসলাম লাল-কে বিদায়ী সংবর্ধনা প্রদান


প্রবাস গমন উপলক্ষে গোলাপগঞ্জের চন্দরপুরের সমাজকর্মী সাহিদুল ইসলাম লাল-কে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে চন্দরপুর যুবসমাজ।

রবিবার (১৬ এপ্রিল) বাদ সন্ধ্যায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী সাইফুল ইসলাম, জিল্লুর রহমান, ফয়সল মাহমুদ, রাদিস আহমদ, সালমান কাদের দিপু, পাপ্পু, হোসাইন সারোয়ার, আরিফ, এমরান ও সাব্বির প্রমুখ।

একইসময় ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান বৃহত্তর চন্দরপুরের সমাজকর্মী আব্দুল কালাম, সুলতান মাহমুদ ও শিপু ইসলাম প্রমুখ।



Saturday, 15 April 2023

বৃহত্তর চন্দরপুর যুবসমাজের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন

বৃহত্তর চন্দরপুর যুবসমাজের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন




বৃহত্তর চন্দরপুর যুবসমাজের আয়োজনে এবং গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হক ফজলু-এর সৌজন্যে ০৫নং বুধবারীবাজার ইউনিয়নের সর্বসাধারণকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) চন্দরপুর মোস্তফা কমিউনিটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়নের সর্বস্তরের প্রায় সাড়ে ৭'শ মানুষের উপস্থিতিতে এ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সমাজসেবী নজরুল ইসলাম দুদু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, বুধবারীবাজার ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, বৃহত্তর চন্দরপুর যুবসমাজের সদস্যগণ, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট মুরুব্বিয়ানগণ-সহ বুধবারীবাজার ইউনিয়নের সর্বস্তরের জনতা।
সিলেট সিটিতে নৌকার মাঝি আনোয়ারুজ্জামান

সিলেট সিটিতে নৌকার মাঝি আনোয়ারুজ্জামান

 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

শনিবার (১৫এপ্রিল) বেলা ১১ টায় গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রায় অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। চুলচেরা বিশ্লষণ শেষে এ প্রার্থী চূড়ান্ত করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন। এসব ভোট হবে ইভিএমে।

Thursday, 13 April 2023

সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক প্রকল্পে উন্নয়নের ছোঁয়া লাগবে চার উপজেলায়

সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক প্রকল্পে উন্নয়নের ছোঁয়া লাগবে চার উপজেলায়



ডেস্ক রিপোর্ট : ‘সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প’ হাতে নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। মঙ্গলবার (১১ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

সিলেট থেকে শেওলা স্থলবন্দর পর্যন্ত যাত্রী ও পণ্যবাহী পরিবহনের যাতায়াত সহজ করতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সিলেটের চার উপজেলায় লাগবে উন্নয়নের ছোঁয়া। এসব উপজেলায় বাড়বে ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম।

জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ৪ হাজার ২৫৭ কোটি ৭ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে ২ হাজার ৮৮৬ কোটি ৮২ লাখ টাকা ঋণ হিসেবে দেবে বিশ্বব্যাংক। বাকি ১ হাজার ৩৭০ কোটি ২৫ লাখ টাকা দেবে সরকার।

সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন হবে। চলতি বছরে শুরু হয়ে প্রকল্পটি ২০২৭ সালের ডিসেম্বরে শেষ হবে।
 
প্রকল্পের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, সিলেট থেকে শেওলা স্থলবন্দর পর্যন্ত যাত্রী ও পণ্যবাহী পরিবহনের যাতায়াত দ্রুত ও সহজতর করা, মহাসড়কের উভয় পাশে পৃথক সার্ভিস লেন তৈরির মাধ্যমে স্থানীয় যানবাহন এবং ধীর গতির যানবাহন চলাচলের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করা, বয়স্ক, মহিলা, শিশু এবং অন্য অক্ষম ব্যক্তিদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা কমানো।

এ ছাড়া বিবিআইএন করিডোর, সাসেক করিডোর, এশিয়ান হাইওয়ে, বিমসটেক করিডোর, বিসিআইএম করিডোর, সার্ক করিডোরের সঙ্গে আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম বাড়ানো। একই সঙ্গে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা।
 
প্রকল্পের আওতায় ২৪৭ দশমিক ১৩ একর ভূমি অধিগ্রহণ, ৪২ দশমিক ৮০ লাখ ঘনফুট মাটির কাজ, ৪২ দশমিক ৯৮৫ কিলোমিটার পেভমেন্ট নির্মাণ, ১৫৭৫ জন-মাস পরামর্শক সেবা, ৩১টি কালভার্ট, ৩টি সেতু একটি ফ্লাইওভার, ৬টি ওভারপাস, ২টি আন্ডারপাস, ৪টি ফুটওভার ব্রিজ, ৭টি পথচারী পারাপার, ১টি টোল প্লাজা নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সংযুক্ত বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে।
 
পরিকল্পনা কমিশন বলছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে সিলেট থেকে শেওলা স্থলবন্দর পর্যন্ত যাত্রী ও পণ্যবাহী পরিবহনের যাতায়াত দ্রুত ও সহজ হবে। এ ছাড়া, বিবিআইএন করিডোর, সাসেক করিডোর, এশিয়ান হাইওয়ে, বিমসটেক করিডোর, বিসিআইএম করিডোর, সার্ক করিডোরের সঙ্গে আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম বাড়বে, ভূমিকা রাখবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে।