Tuesday, 15 June 2021

পরীমনিকে ধর্ষণচেষ্টার আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন

পরীমনিকে ধর্ষণচেষ্টার আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন


পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচ আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।  এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।  ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালতে এ রিমান্ড শুনানি হবে।

মামলার আসামিরা হলেন- নাসির উদ্দিন মাহমুদ (৬৫), তুহিন সিদ্দিকী অমি (৩৩), লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।

মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থানায় মামলার বাদী গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সোমবার দিবাগত রাত ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।  আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।’

এর আগে পরীমণির দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে উত্তরায় অমি'র বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তাদের ৩ রক্ষিতাকে গ্রেফতার করে ডিবি।  অভিযানে অমি'র বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।

জকিগঞ্জে গ্যাস কূপের সন্ধান

জকিগঞ্জে গ্যাস কূপের সন্ধান


নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জে গ্যাস কূপের আলামত পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। উপজেলার আনন্দপুর গ্রামে এ কূপের সন্ধান পায় বাপেক্স। সবকিছু ঠিক থাকলে এটি বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৫ জুন) সকাল সোয়া ১০ টায় ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) সৌভাগ্য শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এ কোম্পানিটি।

কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের অধিক। প্রথমত একটি স্তরের টেস্ট চলমান। কূপটিতে মোট ৪টি স্তুরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স। নতুন এই ফিল্ডটি থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার ও ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেছেন, এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা ভালো কিছু আশা করছি, অনেক সময় পকেট থাকতে পারে। তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে, ঘণ্টা দু’য়েক পর্যবেক্ষণের পর বলতে পারবো। তার আগে বললে সেটি সঠিক নাও হতে পারে।

সম্প্রতি একটি সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান ওই ফিল্ডটি সম্পর্কে বলেছিলেন, আমরা নতুন একটি ফিল্ডে সফল হতে চলেছি। সেখানে কুপের প্রেসার ৬০ হাজারের অধিক রয়েছে। পরীক্ষা চলছে এটি আমাদের জন্য দারুণ সুখবর হতে পারে। আশা করছি খুব শিগগিরই ভালো খবর দিতে পারবো।

বাংলাদেশে এখন পর্যন্ত ২৭টি গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছে। এসব গ্যাসক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ ২১ দশমিক ৪ টিসিএফ, আরও ৬ টিসিএফ রয়েছে সম্ভাব্য মজুদ। এরমধ্যে প্রায় সাড়ে ১৮ টিসিএফ উত্তোলন করা হয়েছে। সে হিসেবে প্রমাণিত মজুদ অবশিষ্ট রয়েছে মাত্র ৩ টিসিএফ, আর সম্ভাব্য মজুদ রয়েছে আরও ৭ টিএসএফ’র মতো।

১১৩টি কূপ দিয়ে প্রতি বছরে উত্তোলিত হচ্ছে প্রায় ১ টিসিএফ’র মতো। এরমধ্যে দেশীয় কম্পানির ৭০টি কূপের(দৈনিক) ১ হাজার ১৪৫ এমএমসিএফডি, আইওসির ৪৫টি কূপের উৎপাদন সক্ষমতা রয়েছে্ ১ হাজার ৬১৫ এমএমসিএফ(মিলিয়ন ঘনফুট)। দৈনিক কমবেশি ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলিত হচ্ছে। গ্যাসের ঘাটতি মোকাবেলায় এলএনজি আমদানি করতে হচ্ছে। 

Monday, 14 June 2021

একজন সাদামনের মানুষ ছিলেন এমপি সামাদ চৌধুরীঃ আতিকুর রহমান আতিক

একজন সাদামনের মানুষ ছিলেন এমপি সামাদ চৌধুরীঃ আতিকুর রহমান আতিক


সিলেট-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি’র কবর জিয়ারত করেছেন উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক-সহ জাপা নেতৃবৃন্দ। 

১৪ জুন সোমবার বাদ জোহর ফেঞ্চুগঞ্জের নূরপুরস্থ এমপির কবরস্থানে তিনি নেতাকর্মীদের নিয়ে জিয়ারত করেন। 

জিয়ারত পরবর্তী এক সংক্ষিপ্ত বক্তব্যে আতিকুর রহমান আতিক বলেন, সিলেট-৩ আসনের সাবেক এমপি সামাদ চৌধুরী একজন সাদামনের মানুষ ছিলেন। তিনি সর্বদা এই আসনের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে গেছেন। আগামী উপনির্বাচনে আমি বিজয়ী হলে সামাদ চৌধুরীর অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পূর্ণ করবো। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মঈন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাশির আহমদ, জাতীয়পার্টির প্রবীণ নেতা সোনা মিয়া, ফেঞ্চুগঞ্জ  উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামাল রাজা সায়েল, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাপার সাবেক কোষাধ্যক্ষ সম্পাদক গোলাম রাসুল জিতু, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির আহবায়ক আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মতিউর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব সংহতির সাধারন সম্পাদক আরিফুজ্জামান মিছবা, যুব সংহতির সহ- সভাপতি শাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন মিন্টু, যুবসংহতি নেতা শাহিদ আলী সহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

হাবিবের পক্ষে গণসংযোগ করতে দেশে আসছেন জুয়েল আহমদ

হাবিবের পক্ষে গণসংযোগ করতে দেশে আসছেন জুয়েল আহমদ


সিলেট -৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত হাবিবুর রহমান হাবিবের পক্ষে গণসংযোগ করতে দেশে আসছেন যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ। চলতি সপ্তাহে তিনি দেশে আসছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

১২ জুন শনিবার সকাল ১১টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সিলেটে -৩ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব। 

আওয়ামীলীগের প্রার্থী নৌকার মাঝি হাবিবুর রহমান হাবিবের বিজয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ পুরো নির্বাচনকালিন সময় দেশে অবস্থান করে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগে অংশ নিবেন। 

জুয়েল আহমদ জাতীয় শ্রমিকলীগসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।

Sunday, 13 June 2021

এসএসসি-এইচএসসি পরীক্ষার বিকল্প ভাবছে সরকার

এসএসসি-এইচএসসি পরীক্ষার বিকল্প ভাবছে সরকার



শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন করোনা পরিস্থিতিতে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের বিষয়ে ‘বিকল্প’ ভাবা হচ্ছে। রোববার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে তিনি জানান করোনা পরিস্থিতির উন্নতি না হলে সহসাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না।

তিনি বলেন, ‘আমরা চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার চেষ্টা করছি। পরিস্থিতির কারণে এটাও সম্ভব না হলে, বিকল্প চিন্তা-ভাবনা করা হচ্ছে। আমরা বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ভাবছি।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতিও ছিল, কিন্তু সীমান্ত এলাকায় করোনা বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়িয়েছি। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। অনলাইনে শিক্ষা দেওয়ার বিষয়টি চলমান রয়েছে। নতুন পদ্ধতিতে বের করার চেষ্টা করছি।’

ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কবে নাগাদ পরীক্ষা হবে বা কীভাবে হবে তা নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা কেবলই বাড়ছে।

এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের উদ্বেগের কোনো কারণ নেই বলে উল্লেখ করে দীপু মনি।

শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ক্ষতিটা সামগ্রিক শিক্ষাব্যবস্থার ক্ষতি এবং এই ক্ষতিটা সারা বিশ্বেই হচ্ছে। এই ক্ষতিটা কী করে পুষিয়ে নেওয়া যায়, সেই ব্যাপারেও আমাদের পরিকল্পনা রয়েছে।’

পরীক্ষা এক বছর না দিলে জীবনে এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদেরও দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপারে আরও কী করা যায়- সে ব্যাপারেও চিন্তাভাবনা করছি আমরা।’

দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করলে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এর ঠিক আগেই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা আটকে যান। পরে অবশ্য তাদের ‘অটোপাস’ করিয়ে দেওয়া হয়।

এরপর দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। দীর্ঘ ছুটির কারণে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছে।

ছুটির সময় কোনো পাবলিক পরীক্ষা হয়নি। আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল প্রকাশ করা হয় তাদের এসএসসি ও জেএসসির ফলের গড় করে।

চলতি বছরে কয়েক দফায় স্কুল ও কলেজ খোলার দিনক্ষণ নির্ধারণ এবং প্রস্তুতি নেওয়ার কথা বলা হলেও মহামারী পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি। সর্বশেষ ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তা পিছিয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

সিলেটে ভূমিকম্পঃ পরিদর্শন শেষে যা জানালো ঢাকার অনুসন্ধান কমিটি

সিলেটে ভূমিকম্পঃ পরিদর্শন শেষে যা জানালো ঢাকার অনুসন্ধান কমিটি


সাম্প্রতিক সময়ে সিলেটে দফায় দফায় আঘাত হানা ভূমিকম্প মানবসৃষ্ট নয় বলে অভিমত ব্যক্ত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। তিনি জানান দফায় দফায় আঘাত হানা ভূ-কম্পনগুলো 
সম্পূর্ণ প্রাকৃতিক।

ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দলের দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিমত দেন তিনি।

আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ঘন ঘন ভূমিকম্পের কারণ অনুসন্ধানে আসা জাতীয় কমিটির সদস্যরা সিলেট ও আশপাশ এলাকা পরিদর্শন করে রোববার (১৩ জুন) এ ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন।

তবে এ সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিবেন জাতীয় কমিটির সদস্যরা।

শনিবার (১২ জুন) সিলেটে আসা পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল রোববার (১৩ জুন) সকালে গোলাপগঞ্জের কৈলাসটিলা গ্যাস ফিল্ড পরিদর্শন করেন। এরপর তারা সিলেট আবহাওয়া অফিসে এসে ভূমিকম্পকালীন সময়ের তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

পরে তারা সবশেষ ৭ জুন হওয়া ভূমিকম্পে ফাটল ধরা বন্দরবাজারের রাজা জিসি হাইস্কুলের কামরান ভবনটিও পরিদর্শন করেন। এরপর ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় জাতীয় কমিটির এই বিশেষজ্ঞ দল।

ঘন ঘন ভূমিকম্পের কারণ অনুসন্ধানে সিলেটে আসা দলটির নেতৃত্বে ছিলেন পেট্রোবাংলার পরিচালক (প্রোডাক্ট শেয়ারিং কন্ট্রাক্ট) প্রকৌশলী মো. শাহীনুর ইসলাম।

এছাড়াও তদন্ত কমিটিতে ছিলেন বাপেক্সের একজন জিএম পর্যায়ের কর্মকর্তা, পেট্রোবাংলার একজন জিএম পর্যায়ের কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক।

অপরদিকে, অধিকতর তদন্ত ও ভূমিকম্পের আগে পরে মানুষের নিরাপত্তা নিশ্চিতে দুর্যোগ মন্ত্রণালয়ের একটি দল শিগগিরই সিলেটে আসছে বলে জানা গেছে।

গত ২৯ ও ৩০ মে সিলেটে আট বার ভূমিকম্প হয়। এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ডাউকি ফল্টের কাছাকাছি থাকা জৈন্তাপুর উপজেলায়।

পরে গত ৭ জুন সন্ধ্যায় মাত্র এক মিনিটের ব্যবধানে সিলেটে আবারও দুই দফায় যে ভূমিকম্প হয়েছে, সেগুলোর উৎপত্তিস্থল ছিল মহানগরীর দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে।

বিশেষজ্ঞরা বলছেন, সিলেটে ভূমিকম্প হলে উৎপত্তিস্থল সাধারণত ডাউকি ফল্টের আশপাশই হয়। কিন্তু এবার নতুন এক উৎপত্তিস্থল নতুন বিপদের শঙ্কায় ফেলছে।

তাদের মতে, সিলেটে দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় থাকা কোনো ফল্ট লাইন এখন সক্রিয় হয়ে ওঠার শঙ্কা রয়েছে। সেরকম কিছু হলে ভূমিকম্প সিলেটের জন্য আরও ভয়াবহ হয়ে দেখা দিতে পারে। তবে নতুন ফল্ট লাইনের সক্রিয় হওয়ার বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

থানায় গিয়ে পুলিশ মেরেও পালানোর চেষ্টা করেন সেই ছাত্রলীগ কর্মী "সৌরভ"

থানায় গিয়ে পুলিশ মেরেও পালানোর চেষ্টা করেন সেই ছাত্রলীগ কর্মী "সৌরভ"


সিলেটে ছাত্রলীগ পরিচয়ে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে মারধর করার ঘটনায় সৌরভ চৌধুরী নামের এক যুবককে
 থানায় নিয়ে যায় পুলিশ। সেখানেও এক পুলিশ সদস্যের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে পালানোর চেষ্টা করেন কথিত সেই ছাত্রলীগ কর্মী।

বিষয়টি সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌরভ ও বাদলকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়ার পর থানা প্রাঙ্গনে হাতকড়া পরা অবস্থায়ই থানায় কর্তব্যরত পুলিশ সদস্য সাইফুর রহমান মিন্টুর উপর হামলা করেন ‘ছাত্রলীগ কর্মী’ সৌরভ। এসময় সাইফুরকে এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে তার পরনের সরকারি পোষাক টেনে-হিঁচড়ে ছিঁড়ে পুলিশ হেফাজত হতে পালানোর চেষ্টা করে সে।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চারদিকের সড়কেই গাড়ির দীর্ঘ লাইন লেগে যায়। এসময় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন দুদিকের গাড়ি বন্ধ করে অপর দুদিকের গাড়ি ছাড়েন। কিন্তু ছাত্রলীগ কর্মী সৌরভ সার্জেন্টের সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে চাইলে জসিম উদ্দিন বাধা দেন।

এসময় সৌরভ উত্তেজিত হয়ে বলেন, ‘আমি ছাত্রলীগ করি। ফোন দিলে তর অবস্থা বেহাল হবে’ একথা বলে ট্রাফিক সার্জেন্টের দিকে তেড়ে গিয়ে মারধর শুরু করে। এতে ট্রাফিক সার্জেন্ট জসিম বেশ আহত হন।

এ ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ দ্রুত চৌহাট্টা পয়েন্টে গিয়ে সৌরভ ও তার সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায় এবং ট্রাফিক সার্জেন্ট জসিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গ্রেপ্তার সৌরভ সিলেটের টুকেরবাজার এলাকার পীরপুর গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। তিনি নিজেকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেন।

এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।

এ বিষয়ে তিনি বলেন, ছাত্রলীগকর্মী পরিচয়দানকারী সৌরভ নামে এক যুবক ট্রাফিক সার্জেন্ট জসিমকে বেধড়ক মারধর করেছে। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে জসিম উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রোববার তাদের আদালতে প্রেরণ করা হবে।