Monday, 26 July 2021

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য- এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য- এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত



সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য- এর  বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত ২৫ জুলাই রবিবার পূর্ব লন্ডনের ১৩৫ নম্বর  কর্মাশিয়াল স্ট্রিটের একটি হলে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। দুটি পর্বে অনুষ্ঠিত সভায় প্রথম পর্বে সংগঠনের এ জি এম অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। 


নির্বাচনে কবি ময়নুর রহমান বাবুলকে সভাপতি, কবি এ কে এম আব্দু্ল্লাহকে সাধারণ সম্পাদক ও লেখক আনোয়ার শাহজাহানকে কোষাধক্ষ করে ২৬ সদস্যবিশিষ্ট নিম্ন লিখিত নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


সভাপতি- কবি ময়নুর রহমান বাবুল, সহ-সভাপতি কবি কাজল রশিদ, সাংস্কৃতিক কর্মী নুরুল ইসলাম এবং লেখক আবুল কালাম আজাদ ছোটন, সাধারণ সম্পাদক- কবি এ কে এম আব্দুল্লাহ, সহ- সাধারণ সম্পাদক- কবি এম মোসাইদ খান ও সংস্কৃত কর্মী স্মৃতি আজাদ, কোষাধ্যক্ষ- লেখক আনোয়ার শাহজাহান, সহকোষাধ্যক্ষ- কবি মো: মুহিদ, সাংগঠনিক সম্পাদক- প্রেজেন্টার মোস্তফা জামান চৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক- মো: ইকবাল,মিডিয়া ও পাবলিকেশন সেক্রেটারী কবি সাংবাদিক জুয়েল রাজ,ফান্ডরাইজ সেক্রেটারী- কবি শরিফুজ্জামান,ইভেন্ট সেক্রেটারী- টিভি প্রেজেন্টার হেনা বেগম,ইসি সদস্য- লেখক ফারুক আহমেদ, কবি ইকবাল হোসেন বুলবুল,কবি আতাউর রহমান মিলাদ,কবি আবু মকসুদ,ছড়াকার আবু তাহের,ছড়াকার সাহাদত করিম,ছড়াকার সৈয়দ হিলাল সাইফ,কবি শামিম আহমদ,কবি ফারাহ নাজ,গল্পকার সাগর রহমান, কবি সাইম উদ্দিন খন্দকার, সাংবাদিক রহমত আলী। 



নির্বাচন পরিচালনা করেন নাট্যভাস্কর ও লেখক ড. মুকিদ চৌধুরী, নাট্যকার ও সাংস্কৃতিক কর্মী নুরুল ইসলাম এবং কমিউনিটি ব্যক্তিত্ব  লেখক আবুল কালাম আজাদ ছোটন। 


উল্লেখ্য - সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য (SSSPJ)মূলত বিলাতের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত রূপ। বিলাতের বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যে ঐক্য ও সেতুবন্ধন রচনা করে এই বহুজাতিক সমাজে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রচার ও প্রসারকে আরো বেগবান করতে ২০০৯ সালে এই সংগঠনের জন্ম। এটি গঠনের পর পরই ২০১০ সালের ১১, ১২ ও ১৩ জুলাই পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে আয়োজন করা হয় ‘বাংলা একাডেমি বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’। 


‘সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের আয়োজনে এবং লন্ডনসহ গোটা বিলাতের সাহিত্য ও সাংস্কৃতিককর্মিদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বইমেলা ও সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে আসেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর শামসুজ্জামান খান। উদ্বোধন করেন সাহিত্যিক-সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। মেলায় বাংলা একাডেমির পাশাপাশি অংশগ্রহণ করে খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান ইত্যাদি। সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের আয়োজনে প্রতি বছর লন্ডনে ‘বাংলা একাডেমি বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’ অনুষ্ঠিত হচ্ছে।


২০১১ সালে ‘বাংলা একাডেমি বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’কে কেন্দ্র করে বাংলা একাডেমির একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল, ‘বাংলা একাডেমির প্রবাসী লেখক পুরস্কার’-এর প্রবর্তন। তখন থেকে প্রতি বছর বাংলা একাডেমি এই পুরস্কার প্রদান করে আসছে। বিলাতবাসী লেখকদের মধ্যে এই পুরস্কারটি পেয়েছেন- কাদের মাহমুদ, ডা: মাসুদ আহমদ, সালেহা চৌধুরী, ইসহাক কাজল, ফারুক আহমদ। ২০১৫ সালে পুরস্কারটির নামকরণ করা হয়, সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার । তখন থেকে এ পুরস্কার প্রদান করা হয় মঞ্জু ইসলাম, শামীম আজাদ, সাগুফতা শারমীন তানিয়া ও মুজিব ইরম ।


২০১৫ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বহির্বিশ্বে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে তোলে ধরতে ‘বাংলা একাডেমি বইমেলা’র নামকরণ করা হয়, ‘বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব’। সে বছর বাংলা একাডেমির সাথে মেলায় অংশগ্রহণ করে ‘জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতি’। 


২০১৮ সালের ২৩ এবং ২৪ শে সেপ্টেম্বর বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।প্রায় ১৯টি প্রকাশনী বাংলাদেশ থেকে এস যোগ দিয়েছিল। বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশ থেকেও শিল্পী সাহিত্যিকেরা এসেছিলেন। সে বছর বিশিষ্ট সাংবাদিক, সমাজকর্মী, সংগঠক ও রাজনীতিবিদ তাসাদ্দুক আহমদের নামে ‘তাসাদ্দুক আহমদ পুরস্কার’, এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লেখক-সাংবাদিক,স্বাধীনতাযুদ্ধে বিলাতবাসীদের ভূমিকা নিয়ে লিখিত প্রথম গ্রন্থসহ প্রায় অর্ধশতাধিক গ্রন্থের লেখক আব্দুল মতিনের নামে ‘আব্দুল মতিন সাহিত্য পুরস্কার’ প্রদান করা হয়। বাংলাদেশ থেকে প্রধান অতিথি হয়ে এসেছিলেন কবি আসাদ মান্নান।


এরপর,২০১৯ সালের ৮ এবং ৯ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ব্রাডিআর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে ‘বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯ অনুষ্ঠিত হয়।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ পুস্তকপ্রকাশনা ওবিক্রেতা সমিতি, ঢাকা; বাংলাদেশ হাইকমিশন, লন্ডন এবং বিলাতের সকল লেখক-পাঠক-সাংবাদিক-কবি- সাহিতি ̈ক ও সংস্কৃতিকর্মী তথা কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতায় আয়োজিত মেলায় সে বছরও বাংলাদেশ থেকে ১৭টি প্রকাশনা সংস্থাএবং বিলাতভিত্তিক পাঁচটি, বইমেলায় অংশগ্রহণ করে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজীাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন-যুক্তরাজ্য ̄’ বাংলাদেশের মান্যবর হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, টাওয়ার হেমমলেট্স কাউন্সিলের নির্বাহী মেয়র মি. জন বিগ্স, মহান একুশের অমর গানের রচয়িতা বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ভীষ্মদেব চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক ড. শাহাদুজ্জামান; ড. শেখ মুসলিমা মুন প্রমুখ।

নীল সাপেরা ফেসবুকে যেন ফেলিছে নিশ্বাস : সামিল হোসেন

নীল সাপেরা ফেসবুকে যেন ফেলিছে নিশ্বাস : সামিল হোসেন

বাংলাদেশের 'প্রধান কবি' হিসেবে মর্যাদালাভ করা কবি শামসুর রহমানের ‘পণ্ডশ্রম’ কবিতার একটি লাইনে বলেছিলে ''এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে'' কবির এই লাইনের সাথে সাদৃশ্য আজ এবং এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম। বিশেষ করে ফেসবুকে যা যা ঘটে বা ঘটে চলেছে, তার সঙ্গে বেশ প্রাসঙ্গিক চিলের পেছনে খামোখা ছুটা জনগণ। 

উড়ো খবরের পেছনে ছুটে আজ ব্যক্তি, গোষ্ঠী বা সমাজের কোনো অংশের চরম ক্ষতি হয়ে যায়। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে সামাজিকতার সীমানা ছাড়িয়ে যায়। 

একুশ শতকে এসে ভার্চ্যুয়াল জগৎকে অস্বীকার করা বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বর্তমানে ফেসবুকের ব্যবহারকারীই ২৩০ কোটির বেশি। তাই এর প্রভাব এতটাই যে গণমাধ্যম বলি আর সামাজিকতা। ফেসবুক এসবকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। 

এই তো বিগত মার্কিন নির্বাচনে ফেসবুকের মাধ্যমে ভুয়া খবর প্রচারিত হয়েছে, সেই প্রভাব পড়েছে নির্বাচনে। সে জন্য মার্ক জাকারবার্গকে হাজিরা দিতে হয়েছে মার্কিন কংগ্রেসে—এ তো পুরোনো খবর। তার পর থেকে ভুয়া খবর ঠেকাতে ফেসবুকের নানা চেষ্টাও শুরু হয়েছে । 

বাংলাদেশেও ফেসবুক কিংবা অনলাইন ভুয়া খবর ছড়ানোর বড় অস্ত্র। এইতো গতকাল আগুন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচারের অভিযোগে সিলেটের বিভিন্ন স্থান থেকে ৪ ভূয়া সাংবাদিকসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। 

গত ২২ জুলাই মধ্যরাতে সিলেটের আকাশে আগুনে শিখা দেখা যায়। যা দেখে ফেসবুকে অনেকেই প্রচার করেন, সিলেট সেনানিবাসের বহুতল ভবনে আগুন লেগেছে। ভয়াবহ এই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিথ্যে এই প্রচারণায় এতে নগরী ও আশপাশের এলাকায় আতংক দেখা দেয়। 

কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, এটি কোনো অগ্নিকান্ড নয়, সিলেটের লাক্কাতুরা এলাকায় শেভরনের নিয়ন্ত্রণাধীন গ্যাসক্ষেত্রে সংস্কার কাজ করা হচ্ছে। তাই গ্যাসকূপের অতিরিক্ত ফায়ার ফ্লো হচ্ছে।

এ ঘটনার তো কাল হলো, তবে প্রতিদিনই এরকম হাজারো গুজব না জেনে না দেখে আমরা অনেকেই ছড়িয়ে দেই। কেননা ভুয়া খবরের নীল সাপেরা ফেসবুকে যেন ফেলেছে নিশ্বাস।

তাই কোনো খবরই যাচাই না করে শেয়ার করা উচিত না, বিশেষ করে অনলাইনে তো নয়ই। প্রযুক্তির এই যুগে প্রযুক্তিগত সুবিধা নিয়ে এর অপব্যবহার করা যায় সহজেই। এখন মূলধারার গণমাধ্যমের লেখাও এদিক–ওদিক করে সেই মাধ্যমের লোগো বসিয়ে ছড়িয়ে দেওয়াই সহজ। এমনকি প্রযুক্তি যে পর্যায়ে তাতে ছবি বা ভিডিও বিকৃত করা, চাঁদের মধ্যে কারও মুখাবয়ব জুড়ে দেওয়া কোনো ব্যাপার না। পরে হয়তো প্রমাণিত হবে, সেটি ভুয়া ছিল। সাইবার আইনে মামলাও হয়তো হবে। তাতে কী, ক্ষতি যা হওয়ার তা হবেই। 

তবে কি এখানে ব্যবহারকারীদের কোন দায়িত্ব নেই? হ্যাঁ নিশ্চয়ই ব্যবহারকারীর দায়িত্ব তো আছেই। কোটি কোটি ব্যবহারকারীর সবাই তো আর প্রযুক্তিতে দক্ষ না, কোনটা ভুয়া কোনটা আসল, তা–ও অনেকে বোঝেন না। ভুয়া খবর, ছবি বা ভিডিওকে বিশ্বাস করেন, শেয়ার করে দেন নিজের ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে। কিন্তু অনেক দায়িত্বশীল ব্যক্তিকেও দেখা যায় মাঝে মাঝে এমন কিছু পোস্ট দিতে বা শেয়ার করতে, যার কোনো সত্যতা নেই। তাই স্হানীয় কিংবা সারাদেশের যে কোন সংবাদ ফেইসবুক পোস্টে বিশ্বাসী না হয়ে খোঁজ নেই মূলধারার স্হানীয় ও জাতীয় সংবাদপত্র। 

চলুন এবার ফিরে যাই কবি শামসুর রহমানের ‘পণ্ডশ্রম’ কবিতায়, কবির এই কবিতার মূল সারাংশ হল : চিলের পেছনে না ছুটে আগে নিজের কানে হাত দিয়ে দেখতে হবে, সেটা জায়গামতো আছে কি না, তা দেখে তার পর ছুটি।

Sunday, 25 July 2021

ফেসবুকে আগুনের গুজব, গোলাপগঞ্জের ৪ জনসহ গ্রেফতার ৭

ফেসবুকে আগুনের গুজব, গোলাপগঞ্জের ৪ জনসহ গ্রেফতার ৭


সিলেটের মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন লেগেছে বলে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে সিলেট জেলার বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

রোববার সন্ধ্যায় নিজেদের কার্যালয়ে সংবা্দ সম্মেলন করে এই ৭ জনকে গ্রেপ্তারের তথ্য জানান র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম। 

গ্রেপ্তারকৃতরা হলেন- গোলাপগঞ্জরের আশফাকুর রহমান (২২), রেজা হোসাইন (২০), সোহেল আহমদ (২৩), আবুল কাশেম (৩৫), শাহপরান এলাকার আলাউদ্দিন আলাল (৪৭), মোগলাবাজারের রাজন আহমদ (২৮), ও বিমানবন্দর এলাকার মোক্তার হোসেন মান্না (২৮)।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যের উপর গুজব ছড়ানোয় সংশ্লিষ্টতার কথা স্বীকার করে, যা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫, ২৬, ২৯, ৩১, ৩৩, ৩৫ ধারার শাস্তিযোগ্য অপরাধ।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গত ২২ জুলাই মধ্যরাতে সিলেটের আকাশে আগুনের শিখা দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, এটি কোনো অগ্নিকান্ড নয়, সিলেটের লাক্কাতুরা এলাকায় শেভরনের নিয়ন্ত্রাধীন গ্যাসক্ষেত্রে সংস্কার কাজ করা হচ্ছে। তাই গ্যাসকূপের অতিরিক্ত ফায়ার ফ্লো হচ্ছে।

তবে ওইরাতে ফেসবুকে অনেকেই প্রচার করেন, সিলেট সেনানিবাসের বহুতল ভবনে আগুন লেগেছে। ভয়াবহ এই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিথ্যে এই প্রচারণায় এতে নগরী ও আশপাশের এলাকায় আতংক দেখা দেয়।


সিলেট-৩ উপনির্বাচনঃ শেষ মুহুর্তে কে রয়েছেন এগিয়ে?

সিলেট-৩ উপনির্বাচনঃ শেষ মুহুর্তে কে রয়েছেন এগিয়ে?


নিজস্ব প্রতিবেদকঃ আগামী সোমবার সিলেট-৩ আসনের উপনির্বাচনের প্রচারনার শেষ হচ্ছে। তাই নির্বাচনের  সময় যত ঘনিয়ে আসছে ততই জমে ওঠেছে নির্বাচনী মাঠ। সিলেট-৩ আসনের উপ নির্বাচনকে ঘিরে গোটা নির্বাচনি এলাকায় দেখা দিয়েছে শেষ মুহুর্তের উত্তেজনা। 



সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান এর চেয়ে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক এমপি শফি আহমদ চৌধুরী অনেটাই এগিয়ে রয়েছেন। আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে যেমনটা সরব ভোটের হিসাবে কিন্তু তারা খুবই পিছিয়ে। তাছাড়া দলীয় বিভিন্ন কোন্দল এবং মনোনয়ন বঞ্চিতদের নিরব ভূমিকা আসন্ন নির্বাচনে বিরুপ প্রভাব ফেলতে পারে বলে ধারনা করা হচ্ছে। 


সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি শফি আহমদ চৌধুরী। তিনি সিলেটের পরিচিত রাজনীতিবিদ। ১৯৮৬ সাল থেকে নির্বাচনের মাঠে রয়েছেন তিনি। ২০০১ সালে বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। আসন্ন নির্বাচনে শফি আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ করে ইতি মধ্যে ভোটারদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটযুদ্ধে নামার কারণে ইতিমধ্যে শফি আহমদ চৌধুরীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তাই এ  নির্বাচনে শফি আহমদ চৌধুরীর সঙ্গে সরাসরি কোন বিএনপি নেতাকর্মীরা না থাকলেও পরোক্ষভাবে দলের সাবেক এই নেতাকে সহযোগিতা করে যাচ্ছেন। 



শফি আহমদ চৌধুরী জানান- নির্বাচনী এলাকার জনগন যেহেতু তাকে নির্বাচনে অংশগ্রহন করার ব্যাপারে উৎসাহ জাগিয়েছে, তেমনি ভোটের দিনপর্যন্ত তার পাশে থাকবে। পাশাপাশি তার বিগত দিনের উন্নয়ন কার্যক্রম আগামী নির্বাচনে কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে। বিএনপির তৃণমূলের কর্মীরা তার সঙ্গে রয়েছে। যেদিকে যাচ্ছেন বিএনপি তণমূল নেতাসহ সাধারণ মানুষের সহযোগিতা পাচ্ছেন। তিনি সিলেট-৩ আসনের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেয়া ও একটি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ভোটের মাঠে নামছেন।   



দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নির্বাচনী এলাকার সুধিজন মনে করছেন, ১৯৮৬সাল থেকে ২০২১ সাল দীর্ঘ সময়ের পরিক্রমায় একমাত্র শফি চৌধুরী ব্যতিক্রম। প্রায় তিনযুগেরও অধিক সময় নির্বাচনী এলাকার জনসাধারনের কল্যাণে ব্যয় করে নিজেকে একজন নিখাদ জনকল্যাণমূখী জননেতা হিসেবে পরিচিতি লাভ করছেন শফি চৌধুরী। একটি অভিজাত পরিবারের সন্তান হিসেবে তার ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছুই নেই। তার সবচিন্তা ভাবনা এলাকার জনসাধারনকে ঘিরে। 

জাপা প্রার্থী আতিকের বিশাল আকারের নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে নির্বাচন পরিচালনা করা হচ্ছে। শেষ সময়ে আতিকের নির্বাচনী কার্যক্রমে এলাকার বিশেষ করে মোগলাবাজারের মানুষ দলমতের উর্ধ্বে উঠে নিজের লোক হিসাবে আতিকের লাঙ্গল মার্কায় একত্রিত হয়ে পড়েছেন। আওয়ামীলীগের একাংশ,বিএনপির একাংশ এবং জাপার নিজস্ব ভোট ব্যাংক সব মিলিয়ে আতিকের লাঙ্গল এখন আগামীর মঙ্গলের পথে এগিয়ে যাচ্ছে, এমনটাই পুরো আসন জুড়ে বিরাজ করছে।



উল্লেখ্য,  সিলেট-৩ আসনের ২৪ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ জুলাই হবে ভোটগ্রহণ। গত ১১ মার্চ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট-৩ আসনটি শূন্য হয়।

Friday, 23 July 2021

সিলেটে ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি ঘোষণা

সিলেটে ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি ঘোষণা



সিলেটে ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির ২০২১-২৩ সালের ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সোসাইটির প্রধান উপদেষ্টা শাহ জাহান খসরু নগরীর শামীবাদস্থ নিজ বাসায় এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে ৪র্থ বারের মতো কার্তিক পালকে সভাপতি ও মোঃ নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি কবির হোসাইন, শাহিনুর রহমান শাহিন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সানোয়ার হোসাইন খান আনিক, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, সহ-দপ্তর সম্পাদক প্রভাত পাল, অর্থ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, প্রচার সম্পাদক মজনু মিয়া, সহ-প্রচার সম্পাদক রেদওয়ান করিম রাহী, সাংস্কৃতিক সম্পাদক অনন্ত মজুমদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক সুমন দাস, ধর্ম সম্পাদক মোঃ রিয়াজ আলী দুলাল, সহ-ধর্ম সম্পাদক সাগর চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক আল আমিন, সমাজকল্যাণ সম্পাদক স্বপন কুমার চৌধুরী।

কার্যকরি সদস্যরা হলেন- শামীম আহমদ, ফয়ছল আহমদ, রাজু কর, হৃদয় আহমদ, বাদল মিয়া এরশাদ, ফুল মিয়া, সুহেল আহমদ, আনোয়ার আহমদ সাবু, শাহিন আহমদ, নুর আহমদ, বাবুল আহমদ, মিন্টু মিয়া, কাবুল আহমদ, সাজু আহমদ, রোপন দাস।

এদিকে, করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত পরিসরে সভা করে এ কমিটি ঘোষণা করেন সোসাইটির প্রধান উপদেষ্টা শাহ জাহান খসরু। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান কমিটির সভাপতি কার্তিক পাল।

Thursday, 22 July 2021

অভিনয় ছেড়ে ইসলামের পথে চলার ঘোষণা দিলেন সানাই মাহবুব

অভিনয় ছেড়ে ইসলামের পথে চলার ঘোষণা দিলেন সানাই মাহবুব



সামাজিক মাধ্যমে নিজের আপত্তিকর ছবি-ভিডিও প্রকাশ করা সমালোচিত অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা এবার ঘোষণা দিলেন অভিনয় ছেড়ে ইসলামের পথে জীবন অতিবাহিত করার।

এক ভিডিওবার্তায় তিনি এ ঘোষণা দেন। যেখানে তাকে হিজাব পরে উপস্থিত হতে দেখা গেছে।

সানাই বলেন, ‘ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এ জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে। ’

একই সঙ্গে ইসলামের পথে যাতে তিনি চলতে পারেন, সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন। কারো কাছে তার ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলারও অনুরোধ এই অভিনেত্রীর।

সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢালিউডে পা রেখেছিলেন সানাই। কিন্তু সেই পথচলা ছন্দ মিলিয়ে ধারাবাহিক করতে পারেননি। অল্প সময়ের ফাঁকে কিছু সিনেমায় তিনি শুটিং করেছিলেন। তার একটি ‘ময়নার শেষকথা’। এটি মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই।

বেশ কয়েক বছর মডেলিং ও  সিনেমায় অভিনয় করেছেন সমালোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। তবে ক্যারিয়ারে উন্নতি করতে পারেননি। বরংচ সামাজিক মাধ্যমে নিজের আপত্তিকর ছবি-ভিডিও প্রকাশ করে মুখোমুখি হয়েছেন সমালোচনার।


করোনা সন্দেহে লাশ নেয় নি পরিবার, দাফন করলো ছাত্রলীগ

করোনা সন্দেহে লাশ নেয় নি পরিবার, দাফন করলো ছাত্রলীগ


করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় পঞ্চান্ন বছর বয়সী বৃদ্ধ আনছার উদ্দিন হাওলাদারের লাশ নিতে অনীহা প্রকাশ করে তার পরিবার ও এলাকাবাসী। শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে এ মৃত ব্যক্তির দাফন কাফন সম্পন্ন করেন উপজেলা ছাত্রলীগের নেতারা।

ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরানের নেতৃত্বে মৃত ওই ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করা হয়।

বুধবার পবিত্র ঈদুল আযহার দিন উপজেলার কনেশ্বর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলতাকুরি গ্রামের মৃত জালাল উদ্দিন হাওলাদারের ছেলে আনছার উদ্দিন হাওলাদার করোনার উপসর্গ নিয়ে মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে মৃত আনসার উদ্দিন হাওলাদারের এক আত্মীয় জানান, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বুধবার দুপুরে তিনি মারা যান। করোনায় মৃত্যু হয়েছে এমন খবর শুনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্য তার লাশ দাফন করতে অনীহা প্রকাশ করেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়ে এসে তাকে গোসল করিয়ে এবং জানাজা পড়িয়ে পারিবারিক কবরস্থানে দাফন করে যান।

উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান বলেন, মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এমন সন্দেহে, লাশ গোসল করাতে কেউ রাজি হয়নি, দাফন করাতেও কেউ আসেনি। আমি এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় চেয়ারম্যান আনিসুর রহমানকে বিষয়টি অবগত করি। পরে আমি ছাত্রলীগের অন্যান্য সদস্যদের নিয়ে মৃত আনসার উদ্দিন হাওলাদারের লাশ তার পারিবারিক অবস্থানে দাফন করে আসি।

তিনি আরও বলেন, মৃত ওই ব্যক্তির গোসলের কাজ সম্পন্ন করেন ডামুড্যা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. লোকমান হোসেন এবং জানাজা পড়ান ধানহাটা জামে মসজিদের (সাবেক) পেশ ইমাম মাওলানা মো. সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা, সবুজ, মিঠু, জীবন, সাইফুল ইসলাম, সুলাইমান, সোহেল, মান্নান ও শিপন।

ইমরান জানান, ডামুড্যা উপজেলায় আমাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে নাম ‘জয়ন্তী’। এই সংগঠনের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সরবরাহ, অন্যান্য মানবিক সহায়তা দিয়ে যাচ্ছি।

তথ্যসূত্রঃ যুগান্তর