Tuesday, 3 August 2021

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়



স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ টাইগার দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এ জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এই প্রথম অসিদের বিপক্ষে জয়ের স্বাদ পেল বাংলাদেশ দল।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে বাংলাদেশ। 

সহজ টার্গেট তাড়া করতে নেমে নাসুম আহমেদের স্পিনে বিভ্রান্ত হয়ে ১০৮ রানে অলআউট হয় অসিরা।

বাংলাদেশের বিপক্ষে ১৩২ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলে উইকেট হারায় অস্ট্রেলিয়া। মেহেদী হাসানের স্পিনে বোল্ড হয়ে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যালেক্স কেরি।

দলীয় ১০ রানে নাসুম আহমেদের বলে স্টাম্পিং হয়ে ফেরেন অন্য ওপেনার জশ পিলিপি। মেহেদির মতো সাকিব আল হাসানও প্রথম বলে সাফল্য পান। এ বাঁ-হাতি স্পিনারের বলে বোল্ড হয়ে ফেরেন ময়েস হেনরিক্স।

২.১ ওভার তথা ১৩ বলে দলীয় ১১ রানে ৩ উইকেট পতনের পর অধিনায়ক ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন মিসেল মার্শ। 

চতুর্থ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে নাসুম আহমেদের দ্বিতীয় শিকার হন অস্ট্রেলিয়ান অধিনায়ক ওয়েড। তিনি ২৩ বলে মাত্র ১৩ রান করে ফেরেন।

অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ের দিনে দায়িত্বশীলতার পরিচয় দেন মিসেল মার্শ। ১৫.৩ ওভারে দলীয় ৮৪ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মার্শ আউট হলে লেজের ব্যাটসম্যানরা আর প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১০৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ।

৩.৩ ওভারে দলীয় ১৫ রানে জশ হ্যাজলউডের গতির বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য। ৯ বলে মাত্র ২ রান করে ফেরেন এ ওপেনার।

দলকে খেলায় ফেরানোর আগেই বিপদে পড়েন অন্য ওপেনার নাঈমও। দলীয় ৩৭ রানে ২৯ বলে দুই চার ও দুই ছক্কায় ৩০ রান করে অ্যাডাম জাম্পার স্পিনে বিভ্রান্ত হয়ে ফেরেন টাইগার এ ওপেনার।

জশ হ্যাজলউডের করা আগের বলেটি ডিপ ব্যাকওয়ার্ স্কয়ারের ওপর দিয়ে ছক্কা হাঁকান বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ঠিক পরের বলে লং অপের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে হেনরিকসের হাতে ক্যাচ তুলে দেন রিয়াদ। ১২.২ ওভারে দলীয় ৭৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন অধিনায়ক (২০)।

ব্যাটিংয়ে নেমে ৩ বলে ৩ রান করা নুরুল হাসান সোহান ফেরেন ৪ বলে ৩ রান করে। 

১৬.৬ ওভারে দলীয় ১০৪ রানে হ্যাজলউডের তৃতীয় শিকারে পরিনত হয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। তার আগে ৩৩ বলে তিন চারে ৩৬ রান করেন সাবেক এ অধিনায়ক। 

সাকিব আউট হওয়ার পর ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি শামিম হোসেন। ৩ বলে ৪ রান করে মিসেল স্টার্কের বলে বোল্ড হন তিনি। 

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ইনিংসের শেষ বলে আউট হন আফিফ হোসেন। তার আগে ১৭ বলে তিন বাউন্ডারিতে করেন ২৩ রান। বাংলাদেশ থামে ৭ উইকেটে ১৩১ রানে। 

Monday, 2 August 2021

এবার হিজড়া চরিত্রে হিরো আলম

এবার হিজড়া চরিত্রে হিরো আলম



বিনোদন ডেস্কঃ হিরো আলম মানেই যেন চমক। একের পর এক চমক দেখিয়ে যিনি হয়েছেন আলোচিত-সমালোচিত। তবে আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনেই কাজ করে যাচ্ছেন হিরো আলম। বিভিন্ন সময় পর্দায় তাকে ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে। কখনো টারজান, কখনোবা দৈত্য, কখনো মডেল, কখনো শিল্পী।

এবার প্রথমবারের মতো নারীর বেশে হাজির হচ্ছেন তিনি। 'ভাইরাল বউ' শিরোনামের নতুন এই ভিডিওটি খুব শীঘ্রই সরদার প্রোডাকশনের ব্যনারে প্রকাশিত হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, 'আপনারা দেখছেন হিরো আলমের নতুন রূপ। আপনারা সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায় অবস্থায় থাকে। তাদের সেই জীবনের গল্প নিয়ে এই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। সবাই পাশে থাকবেন।

প্রসঙ্গত, অভিনয়ের পর গানের জগতে প্রবেশ করে ধামাকা দেখিয়েছেন হিরো আলম। ক'দিন পর পরই বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা ও অ্যারাবিক ভাষায় নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কিনা ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হচ্ছে।
যেভাবে ভয়ঙ্কর ব্ল্যাকমেইল করতেন ‘রাতের রাণী’ খ্যাত পিয়াসা ও মৌ

যেভাবে ভয়ঙ্কর ব্ল্যাকমেইল করতেন ‘রাতের রাণী’ খ্যাত পিয়াসা ও মৌ



ডেস্কঃ রাতের রাণী পিয়াসা ও মৌকে আটকের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আলোচিত এ দুই মডেল ব্লাকমেইল করা সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা সারাদিন ঘুমিয়ে কাটাতেন। রাতে বিভিন্ন পার্টিতে গিয়ে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের টার্গেট করে বাসায় ডেকে আনতেন। এরপর বাসায় গোপনে তাদের আপত্তিকর ছবি তুলতেন। সেই ছবি বাবা-মা বা পরিবারের সদস্যদের দেখানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন। হাতিয়ে নিতেন মোটা অংকের অর্থ কিংবা আদায় করে নিতেন নামি-দামিসব পণ্য।

গতকাল রোববার (১ আগস্ট) রাতে রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুরের পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটকের পর এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ।

হারুন অর রশিদ জানান, রোববার রাতে প্রথমে বারিধারার পিয়াসার বাসায় অভিযান চালানো হয়। তার বাসা থেকে মাদকদ্রব্যসহ পিয়াসাকে আটকের পর অভিযান চালানো হয় মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসায়। সেখান থেকে অন্তত ১ ডজন বিদেশি মদ, ৫ প্যাকেট ইয়াবাসহ মৌকে আটক করা হয়।

তিনি আরোও বলেন, আমরা পিয়াসা ও মৌয়ের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অনেকগুলো অভিযোগ তদন্ত করছিলাম। সেই তদন্তের অংশ হিসেবে ফারিয়া ও মৌয়ের বাসায় অভিযান চালানো হয়। তাদের ব্ল্যাকমেইলিং করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া যেহেতু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, এজন্য গুলশান ও মোহাম্মদপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হবে।


Sunday, 1 August 2021

লন্ডনে ব্যারিস্টার হলেন গোলাপগঞ্জের আমিনা করিম

লন্ডনে ব্যারিস্টার হলেন গোলাপগঞ্জের আমিনা করিম



যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করেছেন সিলেটের গোলাপগঞ্জের মেয়ে আমিনা করিম। এর আগে তিনি একই ইউনিভার্সিটি থেকে এলএলবিও পাশ করেন। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমিনা করিমের প্রচুর আগ্রহ থাকায় একই ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরও পিএইচডি করছেন তিনি। 

আমিনা করিমের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রামে। তার পিতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুর করিম শাবলু এবং মাতা পাপিয়া করিম। স্বপরিবারে তারা যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। মেয়ে আমিনা করিমের জন্য তার মা-বাবা সকলের নিকট দোয়া কামনা করেছেন।

এদিকে আমিনা করিম ইতোমধ্যে তার পেশাগত জীবনও শুরু করেছেন। তিনি পিএইচডি পড়ার পাশাপাশি হার্টফর্ডশির ইউনিভার্সিটির ভিজিটিং লেকচারার এবং সিটি ল' স্কুলের জিটিএ হিসেবেও দায়িত্বপালন করছেন। 
বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতির মৃত্যুতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির শোক

বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতির মৃত্যুতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির শোক




প্রেস বিজ্ঞপ্তি: বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পঞ্চখন্ড হরগোবিন্দ (পিএইচজি) সরকারি উচ্চ বিদ্যালয় ও বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রহিম সাহেব মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 রোববার বিকাল পৌনে ৩টার দিকে তিনি বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (২ আগস্ট) সকাল ১১টায় পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ সমাহিত করা হবে।

এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

তারা এক শোক বার্তায় শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Saturday, 31 July 2021

৮ আগস্ট থেকে ১৮ বছর বয়সীদের টিকার নিবন্ধন

৮ আগস্ট থেকে ১৮ বছর বয়সীদের টিকার নিবন্ধন



মহামারী করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে আগামী ৮ আগস্ট থেকে ১৮ বছর বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তারাও করোনার টিকা পাবেন।

এর আগে শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এনআইডি না থাকলেও বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হবে বলে জানান।

তিনি বলেন, আগামী ৭ আগস্ট থেকে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এতে বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে।

মন্ত্রী বলেন, বয়স্করা যদি শুধুমাত্র এনআইডি নিয়েও টিকাদান কেন্দ্রে আসেন, তাদের টিকা দেওয়া হবে। কারণ করোনাভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। তারাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই। তাই এ কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
গোলাপগঞ্জে আরও ৩১ জনের দেহে করোনা শনাক্ত

গোলাপগঞ্জে আরও ৩১ জনের দেহে করোনা শনাক্ত




গোলাপগঞ্জে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৬ ও ২৭ তারিখের রিপোর্টে এ উপজেলায় নতুন করে আরও ৩১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (৩১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন।