Wednesday, 4 August 2021

পেনসিলভেনিয়ায় ছিনতাইকারীর গুলিতে বিয়ানীবাজারের যুবক নিহত

পেনসিলভেনিয়ায় ছিনতাইকারীর গুলিতে বিয়ানীবাজারের যুবক নিহত

ফাইল ছবি


প্রবাস ডেস্কঃ পেনসিলভেনিয়ায় ছিনতাইকারীর গুলিতে বিয়ানীবাজারের এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার পেনসিলভেনিয়ার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ ফিলাডেলফিয়া এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত যুবকের নাম মোয়াজ্জেম হোসেন সাজু (২৮)। সে উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামের সামস উদ্দিনের পুত্র।

জানা যায়, মঙ্গলবার রাতে দক্ষিণ ফিলাডেলফিয়ার রাস্তায় বন্ধুদের সঙ্গে ছিলেন মোয়াজ্জেম হোসেন সাজু। এসময় একজন মুখোশাধারী ছিনতাইকারী তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই পক্ষের মধ্য ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীর গুলিতে মোয়াজ্জেম হোসেন সাজু গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত জেফারসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মোয়াজ্জেম হোসেন সাজুর মরদেহ হাসপাতালে রয়েছে। তার জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার যোহরের নামাজের পর পেনসিলভেনিয়ার নর্থইষ্ট ফিলেডেলপিয়া ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।

এদিকে, কমিউনিটির পরিচিত মুখ সামস উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন সাজুর এমন অকাল মৃত্যুতে স্থানীয় বাঙালি কমিনিউটিজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

এঘটনায় ফিলাডেলপিয়া পুলিশ এখনো হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘাতক ওই বন্দুকধারী কালো পোষাক ও মুখোশধারী ছিলো বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
আবারও বাঘের থাবায় ক্ষতবিক্ষত অস্ট্রেলিয়া

আবারও বাঘের থাবায় ক্ষতবিক্ষত অস্ট্রেলিয়া



স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ২য় দিনের খেলায়ও অসিদের গুঁড়িয়ে দিয়ে দাপুটে জয় পেয়েছে টাইগাররা। এনিয়ে টানা দুই জয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। 

এবার অস্ট্রেলিয়াকে ৫ উইকেট আর ৮ বল হাতে রেখে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১২১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। 

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১২১ রান করে সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১২১/৭ ( মিচেল মার্শ ৪৫, ময়েজেস হেনরিকস ৩০; মোস্তাফিজ ৩/২৩, শরিফুল ২/২৭)।

বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১২৩/৫ (আফিফ ৩৭*, সাকিব ২৬, মেহেদি ২৩, নুরুল হাসান ২২*)।

ফলাফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
স্ত্রীর স্বীকৃতির দাবি টাকায় মীমাংসা, সালিশেই তরুণীর বিষপান

স্ত্রীর স্বীকৃতির দাবি টাকায় মীমাংসা, সালিশেই তরুণীর বিষপান



ডেস্কঃ স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনরত এক তরুণীর বিষয়টি সালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসার এক পর্যায়ে মুখে বিষ ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী।

বুধবার (৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সখীপুরে উপজেলা দাড়িয়াপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ফাইলা পাগলার মাজার এলাকার মৃত মোজাফ্ফর মিয়ার ছেলে আবদুর রহিম মিয়ার সঙ্গে গাজীপুর চৌরাস্তায় একটি এনজিওতে চাকরির সুবাদে পরিচয় হয় তরুণীর। তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

২০১৭ সালের ৩ আগস্ট ৭ লাখ টাকা দেনমোহরে তারা নিজেরা বিয়ে করেন। সেই থেকে তারা স্বামী-স্ত্রী হিসেবে গাজীপুর চৌরাস্তার ভাওয়াল কলেজ সংলগ্ন আক্কাছ আলীর বাসায় ভাড়া থাকতেন। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রহিম বাসা থেকে গ্রামের বাড়ি দাড়িয়াপুরে চলে আসেন। তিনি রহিমের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করলে তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন।

৩১ জুলাই স্ত্রীর অধিকার আদায়ে কাবিননামা এবং বিষের বোতল হাতে নিয়ে স্বামীর বাড়ি দরজার সামনে অনশন শুরু করেন তরুণী। তার আসার খবর শুনে রহিম ও তার পরিবারের লোকজন বাড়িঘরে তালা ঝুলিয়ে অন্য জায়গায় চলে যান।

অনশনের পাঁচ দিনের মাথায় বুধবার (৪ আগস্ট) দুপুরে বিষয়টি মীমাংসার জন্য উপজেলার দাড়িয়াপুর আবাদি বাজার এলাকায় দুপক্ষের লোকজন নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। এ সময় মেয়ে পক্ষকে ৩ লাখ ১০ হাজার দেয়ার বিষয়ে উপস্থিত উভয়পক্ষের সম্মতিতে তাদের ছাড়াছাড়ির সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত মেনে নেয় উভয়পক্ষই।

তবে অভিযুক্ত আবদুর রহিম ১ লাখ টাকা নগদ পরিশোধ করে বাকি টাকা দিতে ১০ দিনের সময় চান। এ সময় ওই তরুণী হঠাৎ বিষের বোতল বের করে নিজের মুখে ঢেলে দেন। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হয়।

বৈঠকে ওই তরুণীর বিষপানের সত্যতা নিশ্চিত করেছেন দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ। ওই তরুণী সুস্থ হলে এ বিষয়ে পরবর্তীতে বসা হবে বলেও জানান তিনি।

ভুক্তভোগী নারীর বড় ভাই জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া বলেন, ‘সালিশ বৈঠকে অনশনরত নারী বিষপান করেছেন এমন তথ্য আমরা পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পরীমনির বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি, ইয়াবা-সহ বিপুল মদ উদ্ধার

পরীমনির বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি, ইয়াবা-সহ বিপুল মদ উদ্ধার



ডেস্কঃ চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

বুধবার বিকাল ৪টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাবের তরফ থেকে জানানো হয়েছে ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছিল।

অভিযানে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এ নায়িকার বাসা থেকে বিদেশি বহু ব্র্যান্ডের মদ, ইয়াবার পাশাপাশি ভয়ঙ্কর মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড) এবং আইসও (ক্রিস্টাল মেথ) পাওয়া গেছে। এ মাদক উচ্চবিত্ত ঘরের সন্তানদের সেবনের প্রবণতা বেশি।

আইনশৃঙ্খলার বাহিনীর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, অভিযানে প্রথম দিকে পরীমনি র‍্যাবকে সহযোগিতা করেননি। পরে তার ঘর তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, এলএসডি ও আইস উদ্ধার করা হয়েছে।

পরে তার ড্রয়িং রুমের কাভার্ড, শো-কেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল এবং টয়লেট থেকে বিপুল সংখ্যক মদের বোতল উদ্ধার করা হয়। 

সূত্রটি আরও জানায়, পরীমনির আলিশান বাসায় এমন কোনো জায়গা নেই যেখানে মদ নেই। তার কাছে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মদ ছিল, যা বাংলাদেশে খুব কমই আমদানি হয়।
পরীমনির বিরুদ্ধে মামলা করবেন নাসির

পরীমনির বিরুদ্ধে মামলা করবেন নাসির



ডেস্কঃ চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী নাসির মাহমুদ। 

গণমাধ্যমকে নাসির জানান, সম্মানহানি করা, মিথ্যা অপবাদ, পারিবারিকভাবে অপদস্থ করাসহ বেশ কিছু বিষয়ে যে কোনো সময় তিনি রাজধানীর বিমানবন্দর থানায় পরীমনির বিরুদ্ধে মামলা দায়ের করবেন। 

বুধবার নাসির মাহমুদ বলেন, আমি মামলা করার জন্য প্রস্তুত।আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে মামলা দায়ের করব। আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করা হয়েছে তার সবই মিথ্যা। আমাকে পারিবারিকভাবে হয়রানি করা হয়েছে, সমাজে অপদস্থ করা হয়েছে।মিথ্যা ও বানোয়াট অভিযোগের কারণে আমার দীর্ঘদিনের অর্জিত মান-সম্মান সবকিছুই শেষ হয়ে গেছে।

প্রসঙ্গত, গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার চার দিন পর ১৩ জুন রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমনি।

পর দিন ১৪ জুন সকালে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।ওই দিন বিকালে উত্তরা থেকে নাসির ও অমিসহ পাঁচজনকে আটক করা হয়। এর পর ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 

ওই মামলায় গত ১৫ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নাসির ও অমির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ওই মামলায় রিমান্ড শেষে পরীমনির মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের।

২৯ জুন পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি জামিন পান।পরে ৩০ জুন দিবাগত রাত ৮টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নাসির মুক্তি পান।

কারামুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির উদ্দিন। সত্যিকারে অন্যায় করলে আফসোস ছিল না- এমন আক্ষেপ করে এই ব্যবসায়ী বলেন, বড় রকমের ভিকটিম হলাম। কোনো দিন হাজত দেখিনি। রিমান্ডে ১২ দিনসহ ১৮ দিন জেলহাজতে কাটিয়েছি। আমাকে আটক করার পরও কেউ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। একজন সেলিব্রিটির (পরীমনি) অভিনয়ে আমি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম।

এদিকে আজ (বুধবার) বিকেলে পরীমনির বাসায় অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
র‍্যাবের অভিযানে পরীমনি ‘আটক’

র‍্যাবের অভিযানে পরীমনি ‘আটক’

ফাইল ছবি


ডেস্কঃ চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

বুধবার বিকাল ৪টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাবের তরফ থেকে জানানো হয়েছে ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানের আগে যখন আইনশৃঙ্খলা বাহিনী তার বাসা ঘিরে রাখে, তখনই তিনি ফেসবুকে লাইভে আসেন। নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে বাঁচার জন্য পরিচিতজনদের কাছে আকুতি জানান। যদিও সেই সময় তিনি দাবি করেন, পুলিশ পরিচয়ে তার বাসায় অন্য কেউ হামলা চালাচ্ছেন। 

লাইভে থেকেই তিনি পরিচিত কয়েকজন গণমাধ্যম কর্মী ও পুলিশ কর্মকর্তাদের ফোন দেন। পাশাপাশি তিনি বনানী থানায়ও ফোন দেন।এ সময় নিজেকে বাঁচাতে কান্নাকাটি করেন।    

লাইভে তিনি বলেন, আমি মরব আর কেউ কিছু বলবে না? মরতে তো একদিন হবেই। আমি এই লাইভ কাটব না। যতক্ষণ না থানা থেকে পুলিশ আসবে, মিডিয়া আসবে ততক্ষণ লাইভ চলবে। ভাই আপনারা কেউ বুঝতে পারছেন আমার অবস্থা? এইখানে কাছেই থানা। অথচ তারা আসছে না। আমার তো তাদের হেল্প লাগবে।  তিনদিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমার পরিচিতরা কই। একটু আসবেন দেখবেন? এরা কারা? ভাঙচুর করছে। এসব আল্লাহ সহ্য করবে না। আপনারা কত মানুষ এই লাইভ দেখছেন। কেউ কিছু বলছেন না। আমার বাসায় আমার বুড়ো নানা এসেছেন। আপানারা মিডিয়ার কেউ আসবেন? আমি তো মরে যাচ্ছি। 

লাইভে দেখা যায়, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চত হওয়ার পর দরজা খুলেছেন। ততক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী বাসার সবার মোবাইল ফোন জব্দ করেছে। পাশাপাশি পরীমনির লাইভ বন্ধ করার জন্য বলেন। পরে তিনি লাইভ বন্ধ করেন। 

গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরীমনিকে হেনস্তা করার অভিযোগ ওঠে নাসির ইউ আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে। সে অভিযোগও তিনি ফেসবুক লাইভে এসে জানান। এরপর তা আমলে নেয় প্রশাসন। পরবর্তী সময়ে পরীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেফতারের কয়েক দিন পরই জামিনে মুক্তি পেয়ে যান।
গোলাপগঞ্জ উপজেলাজুড়ে টিকাদানের স্থান নিয়ে বিভ্রান্তঃ জানুন সঠিক তথ্য

গোলাপগঞ্জ উপজেলাজুড়ে টিকাদানের স্থান নিয়ে বিভ্রান্তঃ জানুন সঠিক তথ্য



করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হচ্ছে ইউনিয়নভিত্তিক টিকাদান কার্যক্রম। এ লক্ষ্যে গোলাপগঞ্জের সবক'টি ইউনিয়নের টিকাদানের স্থান ও সময়সূচী প্রকাশ করা হয়েছে। প্রকাশিত স্থান ও সময়সূচী অনুযায়ী আগামী ০৭ আগস্ট থেকে ১২ আগস্ট সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার সবক'টি ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডে (সাবেক ১নং ওয়ার্ড) একযোগে ভ্যাকসিন প্রদান করা হবে।


তবে প্রকাশিত স্থান ও সময়সূচী নিয়ে বিভ্রান্ত দেখা দিয়েছে উপজেলাজুড়ে। প্রকাশিত তালিকায় সাবেক ১নং ওয়ার্ড অর্থাৎ বর্তমান ১,২,৩নং ওয়ার্ডে টিকাকেন্দ্র স্থাপনের কথা উল্লেখ থাকায় তা নিয়ে বিভ্রান্ত হচ্ছেন ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডবাসী। অনেকেই মনে করছেন পুরো ইউনিয়নবাসী ১,২,৩নং ওয়ার্ডে স্থাপিত টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে হবে। যা আদৌ সঠিক নয়।

গোলাপগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহীনুর ইসলাম শাহীন কুশিয়ারা নিউজকে জানিয়েছেন ০৭ আগস্ট থেকে ১২ আগস্ট তারিখে নির্ধারিত ওয়ার্ডবাসীকেই ভ্যাকসিন দেয়া হবে। অর্থাৎ ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ড তথা বর্তমান ১,২,৩নং ওয়ার্ডে স্থাপিত বুথে শুধুমাত্র ১,২,৩নং ওয়ার্ডের বাসিন্দারাই ভ্যাকসিন গ্রহণ করবেন। ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডবাসীর জন্য পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন তিনি।


এছাড়াও তিনি বলেন, যারা ইতোমধ্যে সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন করেছেন তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নিতে হবে। আর যারা এখনও নিবন্ধন করেননি তারা নিজ ওয়ার্ডের বুথে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে টিকা নিতে পারবেন।


গোলাপগঞ্জ উপজেলার ইউনিয়নভিত্তিক টিকাদানের স্থান ও সময়সূচীঃ