ক্রীড়া প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরের আল-এমদাদ উচ্চ বিদ্যালয় কাবাডি খেলায় দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। উপজেলা পর্যায়ে বিজয়ের ধারাবাহিকতা ধরে রেখে এবার তারা জেলা পর্যায়েও ছিনিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন ট্রফি।
গত ২২শে সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে দক্ষিণভাগ এ.সি. বিদ্যালয়কে হারিয়ে আল-এমদাদ উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এরপর ১২ অক্টোবর অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনালে তারা মুখোমুখি হয় জাগরণ উচ্চ বিদ্যালয়ের। টানটান উত্তেজনাপূর্ণ সেই খেলায় আল-এমদাদ উচ্চ বিদ্যালয় ৬ পয়েন্টের ব্যবধানে জাগরণ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে এই অর্জনকে ঘিরে চলছে আনন্দের জোয়ার। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে আরো বড় অর্জনের অনুপ্রেরণা যোগাবে।
আগামীকাল ১৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতা, যেখানে জেলার প্রতিনিধি হিসেবে অংশ নেবে আল-এমদাদ উচ্চ বিদ্যালয় চন্দরপুর টিম। বিদ্যালয় কর্তৃপক্ষ দলের সফলতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
খবর বিভাগঃ
কুশিয়ারা নিউজ
গোলাপগঞ্জ