Tuesday, 14 October 2025

গোলাপগঞ্জে বিএমএসএফ’র নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত




গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির প্রথম সভা গত ১৩ অক্টোবর (সোমবার) রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। জিবি টেলিভিশনের হল রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএমএসএফ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ বদরুল আলম।

সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ আলম। কোরআন তিলাওয়াত করেন বিএমএসএফ গোলাপগঞ্জের সহ-সভাপতি ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আহমদ।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক সাকেল উদ্দিন। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সালমান কাদের দিপু, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, দপ্তর সম্পাদক তামিম আহমদ প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “আমরা সবসময় সাংবাদিকদের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবসেবার কাজে নিবেদিত থাকবো।”

সভায় উপস্থিত ছিলেন সহ-দপ্তর সম্পাদক ইমন আহমদ, সদস্য আফসার আহমদ, সদস্য তানিম আহমদ, সদস্য লিমন আহমদ প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে মোঃ বদরুল আলম নবগঠিত কমিটির কার্যক্রমকে গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “বিএমএসএফ গোলাপগঞ্জ সর্বদা সংগঠনের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থাকবে এবং কেন্দ্রীয় কমিটির নীতি ও দিকনির্দেশনা অনুযায়ী অগ্রসর হবে।”

সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা প্রশাসন ও গোলাপগঞ্জ মডেল থানার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং নবগঠিত কমিটির পরিচিতি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন