Saturday, 7 August 2021
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা
সকালে সাদা ড্রেসে ঢুকে গভীর রাতে কালো পোশাকে বেরিয়ে যান পরীমনি (ভিডিও)
জানা গেছে, বিপুল মাদকসহ পরীমনিকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েনের সঙ্গে তার প্রেমের সম্পর্কটি ফাঁস হয়।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে দ্রুত রাজারবাগের মধুমতির বাসভবনের কেয়ারটেকার শামীমকে সিসিটিভি ফুটেজের ডিভিআরসহ পুলিশ সদর দপ্তরে ডেকে পাঠান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ দেখে পরীমনির বক্তব্যের সত্যতা পান।
ভিডিওতে দেখা গেছে, রাজাবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে ১ আগস্ট সকাল ৮ টা ১৫ মিনিটে একটি সাদা গাড়ি এসে থামে। লাল রংয়ের টি-শার্ট পরিহিত একজন প্রথমে নামেন। এরপর কোলে একটি কুকুরসহ সাদা রংয়ের জামা পরে নামেন নায়িকা পরীমনি।
রিসিপশনে থাকা সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে দুজন লিফটে প্রবেশ করেন। পরে গাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ। প্রায় ১৮ ঘণ্টা পর রাত দেড়টার দিকে ওই ভবনের সামনে আবার আসে পরীমনির গাড়ি। কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরীমনির পরনে ছিল কালো রংয়ের পোশাক।
সূত্রে জানা গেছে, বহুল আলোচিত বোট ক্লাব মামলার তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে পরিচয় ডিবি কর্মকর্তা সাকলায়েনের। সেই সূত্র ধরে গড়ে উঠেছিল ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর পরীমনির বাসায় যাতায়াত শুরু করেন তিনি। মাঝে মাঝে গাড়ি নিয়ে বের হতেন দুজনে। সর্বশেষ নায়িকা সাকলায়েনের বাসায় গিয়ে প্রায় ১৮ ঘণ্টা সময় কাটান।
হাতিরঝিল এলাকায় একই গাড়িতে তারা দুজন সময় কাটিয়েছেন, ঘোরাঘুরি করেছেন। একসঙ্গে মদপানও করেছেন।
গোলাম সাকলায়েন পরীমনির সঙ্গে সম্পর্ক এবং সরকারি বাসায় প্রবেশের বিষয়টি সরাসরি অস্বীকার না করে বলেন, মামলাটির চার্জশিট জমা দেয়ার পর, পরীমনি কেনো যেকোনো কারো সঙ্গে সম্পর্ক চলাফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। তবে কোনো কোনো মহল তার বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি।
Friday, 6 August 2021
গণটিকাঃ ৩টি নয়, আগামীকাল ১টি ওয়ার্ডেই দেয়া হবে ভ্যাকসিন, পাবেন ৬০০জন
অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়
আগামীকাল গণটিকাঃ ক্যাম্পেইনে আবারও পরিবর্তন
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হচ্ছে গণহারে টিকাদান কর্মসূচী। এ কর্মসূচির আওতায় আগামীকাল (৭ আগস্ট) সারাদেশের একযোগে চলবে টিকাদান ক্যাম্পেইন। এদিন প্রত্যেক পৌরসভা ও ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডে মোট ৬০০ জনকে করোনার টিকা দেয়ার কথা থাকলেও ক্যাম্পেইনের আগের দিনে বড় পরিবর্তন করা হয়েছে।
নতুন পরিবর্তনে আগামীকাল শুধুমাত্র ১টি ওয়ার্ডে করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিন প্রত্যেক পৌরসভা ও ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৬০০জনকে করোনার টিকা দেয়া হবে। এছাড়া ১৮বছরের পরিবর্তে ২৫ বছরের নাগরিকগণকে করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
শুক্রবার রাতে এ তথ্য কুশিয়ারা নিউজকে জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহীনুর ইসলাম শাহীন।
তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে শুধুমাত্র ১নং ওয়ার্ডে ৬০০জনকে করোনার টিকা দেয়া হবে।
তিনি আরোও জানান, টিকা গ্রহণের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিবর্গ, মহিলা ও পঞ্চাশোর্ধ বয়স্ক পুরুষ, প্রতিবন্ধী নারী-পুরুষকে অগ্রাধিকার দেয়া হবে। যাদের জাতীয় পরিচয়পত্র আছে, শুধু তারাই এই কেন্দ্রগুলোতে টিকা নিতে সক্ষম হবেন। জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনভাবেই টিকা প্রদান সম্ভব হবেনা। গর্ভবতী ও প্রসূতি মায়েদেরকে এই মুহূর্তে টিকা দেয়া যাবেনা।
এরআগে দফায় দফায় গণটিকা ক্যাম্পেইনের বিভিন্ন পরিবর্তন করেছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে এবার চূড়ান্ত পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে গণটিকাদান ক্যাম্পেইনের আওতায় আপাতত শুধু ০৭ আগস্ট (এক দিন) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাত দিন বন্ধ থাকার পর ১৪ আগস্ট থেকে এ ক্যাম্পেইন আবার চালু হবে। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন ও পৌরসভার অন্যান্য ওয়ার্ডগুলোতেও এ ক্যাম্পেইন চলমান থাকবে।
আগামীকাল গণটিকাঃ বাদেপাশা ইউনিয়নের যারা, যেখানে পাবেন ভ্যাকসিন
এদিন গণটিকাদানের লক্ষে গোলাপপগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১নং ওয়ার্ডে টিকাকেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৬০০জনকে করোনার টিকা দেয়া হবে। এ লক্ষে আমকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টিকাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ঐ টিকাকেন্দ্রে ১নং ওয়ার্ডবাসী করোনার টিকা গ্রহণ করবেন।