Monday, 9 August 2021

মহিয়সী নারী সানোয়ারা খানম চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মহিয়সী নারী সানোয়ারা খানম চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল



লালাবাজার ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সভাপতি ও  হযরত আবুদৌলত  শাহজাকারিয়া র. মডেল মাদরাসার  প্রতিষ্ঠাতা পীর ফয়জুল হক এর  মমতাময়ী মা বিশিষ্ট শিক্ষানুরাগী  সানোয়ারা খানম চৌধুরীর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে হযরত আবুদৌলত শাহজাকারিয়া (র.) মডেল মাদরাসা মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সিদ্দিকীর পরিচালনায় দোয়া মাহফিলে বিদূষী মহিলা সানোয়ারা খানম চৌধুরীর মাগফিরাত কামনাসহ তাহাকে যেন  মহান রাব্বুল আলামীন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন এই কামনা করে বিশেষ দোয়া করা হয়।
গর্ভবতী নারীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত

গর্ভবতী নারীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত



করোনার সংক্রমণরোধে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের শর্তসাপেক্ষে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার (৮ আগস্ট) অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় গর্ভবতী নারীদের টিকা দেওয়ার শর্তাবলীতে বলা হয়েছে, গর্ভবতী নারী টিকা গ্রহণের দিন অসুস্থ থাকলে তাকে কোডিড-১৯ টিকা প্রদান করা যাবে না। অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত গর্ভবতী নারীকে কোডিড-১৯ টিকা প্রদান করা যাবে না। কোনো গর্ভবতী নারীর ভ্যাকসিন অ্যালার্জির পূর্ব ইতিহাস থাকলে তাকে কোডিড-১৯ টিকা প্রদান করা যাবে না। কোনো গর্ভবতী নারী যদি কোডিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণের পর এইএফআই কেস হিসাবে শনাক্ত হন তবে তাকে দ্বিতীয় ডোজ প্রদান করা যাবে না।

একইসঙ্গে নির্দেশনায় বলা হয় সম্মতিপত্রে টিকাগ্রহীতা/আইনানুগ অভিভাবক ও কাউন্সেলিং চিকিৎসকের স্বাক্ষর ব্যতীত টিকা প্রদান করা যাবে না।

নির্দেশনায় তিন নাম্বারে কাউন্সেলিং উল্লেখ করে বলা হয়েছে, কোডিড-১৯ টিকা গ্রহণে ইচ্ছুক গর্ভবতী নারীকে টিকা প্রদানের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক পুঙ্খানুপুঙ্খরূপে অবহিত করতে হবে।

এর আগে গত ২ আগস্ট অন্তঃসত্ত্বা এবং যেসব মা সন্তানকে বুকের দুধ পান করাচ্ছেন তাদের করোনাভাইরাসের টিকা দেওয়ার সুপারিশ করে জাতীয় টিকা পরামর্শক কমিটি (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ) নাইট্যাগ।

নাইট্যাগের সদস্য ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বেনজির আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর এটা করতে চায়। তাই আমরা সবকিছু বিবেচনা করে সম্মতি দিয়েছি টিকা দেওয়ার জন্য। এর আগে গত পরশু এ বিষয়ে আমাদের মিটিং হয়েছে, সেখানেই সম্মতি দিয়েছি যে এটা করা যাবে।
পৌরসভার প্রতি কঠোর বার্তা সরকারের

পৌরসভার প্রতি কঠোর বার্তা সরকারের



ডেস্কঃ দেশের পৌরসভাগুলোর প্রতি কঠোর বার্তা দিয়েছে সরকার। পৌরসভাগুলোকে সাংগঠনিক কাঠামোভুক্ত পদ ব্যতিত কোনো জনবল নিয়োগ প্রদান না করতে নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। একইসঙ্গে ইতোমধ্যে নিয়োগকৃতদের বাতিল করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

এসব নির্দেশনা প্রতিপালন না করলে ওইসব পৌরসভাগুলোর সব ধরনের বরাদ্দ বাতিল, প্রকল্পের কার্যক্রম স্থগিত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি করা হয়েছে। গত ৬ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, পৌরসভাগুলোতে সাংগঠনিক কাঠামো ও বিধিনিষেধ অনুসরণ না করেই চুক্তিভিত্তিক, আউটসোর্সিং, মাস্টাররোল কর্মচারী নিয়োগ করছে। যেটা কোনোভাবে কাম্য নয়। ইতোপূর্বে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হলেও অনেক পৌরসভা সেগুলো মানছে না। এজন্য এ ব্যাপারে পুনরায় সতর্ক করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, পৌরসভার সাংগঠনিক কাঠামো অনুসারে ৬টি পদে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের সুযোগ রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- সুইপার, সুপারভাইজার, কেয়ারটেকার, মৌলভী, পুরোহিত ও ডোম। কিন্তু বিভিন্ন পৌরসভায় নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সম্পূর্ণ বিধিবহির্ভূতভাবে প্রচুর কর্মী নিয়োগ করছে। আর আউট সোর্সিংয়ের মাধ্যমেও প্রচুর কর্মচারী নিয়োগ করা হচ্ছে। এতে করে বেতন-ভাতা প্রদানে পৌরসভাগুলোতে জটিলতা সৃষ্টি হচ্ছে। এমন কর্মকাণ্ড উন্নয়ন কার্যক্রমে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিধিবহির্ভূতভাবে মাস্টাররোল কর্মচারী নিয়োগ না করা এবং পৌরসভার সাংগঠনিক কাঠামোর অতিরিক্ত জনবল ছাঁটাই করার বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে তিনটি পত্র জারি করা হলেও সব জায়গায় সেটার বাস্তবায়ন লক্ষ্য করা যাচ্ছে না।

Sunday, 8 August 2021

৬০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক

৬০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক



ডেস্ক নিউজঃ কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং থেকে তাজউদ্দিন (৩৫) নামে এক যুবদল নেতাকে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রোববার বিকালে কুতুপালং কচুবনিয়া রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তাজউদ্দিন উখিয়ার মরিচ্যাপালং এলাকার মৃত চেহের আলীর ছেলে এবং উত্তর হলদিয়াপালং ইউনিয়ন শাখা যুবদলের সভাপতি।

উখিয়া থানার ওসি সঞ্জুর মোর্শেদ তার আটকের বিষয়টি তথ্য  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে উখিয়ার কুতুপালংয়ের কচুবনিয়া রাস্তার মাথা এলাকা থেকে ৬০ হাজার ইয়াবাসহ তাজউদ্দিনকে আটক করা হয়। ইয়াবাগুলো এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর কাছ থেকে গ্রহণ করে তিনি কক্সবাজার নিয়ে যাচ্ছিলেন বলে জানা যায়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

জানতে চাইল উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, তাজউদ্দিন হলদিয়া পালং উত্তর শাখা যুবদলের আহবায়ক ছিল। মাদকসহ আটকের খবর জানার পর তাকে সংগঠনের সাধারণ সদস্য পদ থেকেও অব্যহতি দেয়া হয়েছে বলে জেলা যুবদল নেতারা আমাকে জানিয়েছেন।
সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি গোলাপগঞ্জ থানার হারুনুর রশীদ চৌধুরী

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি গোলাপগঞ্জ থানার হারুনুর রশীদ চৌধুরী



আবারও সিলেটে জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী। গত ফেব্রুয়ারি মাসেও সিলেট জেলা এবং সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহন করেছিলেন তিনি।


এবারে তাকে গত জুলাই মাসের (জুলাই) মাদক উদ্ধার, মামলার মূল রহস্য উদঘাটন, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি-সহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ওসিতে ভূষিত করে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। 


একই অবদানের জন্য গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  সুশংকর পালকেও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে পুরষ্কৃত করা হয়। 


রোববার (০৮ আগস্ট) সকালে জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে পুলিশ মাসিক কল্যাণ সভায় তাদেরকে এ পুরস্কারে ভূষিত করা হয়। 


এছাড়াও মামলার মূল রহস্য উদঘাটন গ্রেফতারী পরোয়ানা তামিলে বিশেষ ভূমিকা রাখার জন্য গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিঃ)  একলাছ মিয়া ও এএসআই(নিঃ) মোঃ মনিরুল ইসলামকেও পুরস্কৃত করে উৎসাহিত করা হয়।


কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান-সহ সিলেট জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।


গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয় আমার থানার সকল অফিসার ও ফোর্সের পরিশ্রমের ফসল । তাদের দায়িত্বশীলতায় আমি এ পুরস্কার পেয়েছি।


উল্লেখ্য, মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এর আগেও সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসি থাকাকালীন সুনামগঞ্জ জেলায় ৭বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসিতে ভূষিত বিয়ানীবাজারের সন্তান শেখ নাজিম

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসিতে ভূষিত বিয়ানীবাজারের সন্তান শেখ নাজিম



সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন। 

শেখ নাজিম উদ্দিনের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামে।


শনিবার (৭ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় পুলিশের এ কর্মকর্তার সম্মাননা ক্রেস্ট তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।
 
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, শেখ নাজিম উদ্দিন ২০১৯ সালে ছাতক থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তথ্যসূত্রঃ বিয়ানীবাজার নিউজ২৪
বিধিনিষেধ শিথিল করে নতুন প্রজ্ঞাপন জারি

বিধিনিষেধ শিথিল করে নতুন প্রজ্ঞাপন জারি



আগামী বুধবার (১১ আগস্ট) থেকে চলমান লকডাউন শিথিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (৮ আগস্ট) বিকালে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

যা আছে নতুন প্রজ্ঞাপনে-

১. সব সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা থাকবে।


২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৩. সড়ক রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইন-শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দফতর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

৪. শপিংমল/মার্কেট/দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা রাখা যাবে।

৫. সব ধরনের শিল্প-কারখানা চালু থাকবে।

৬. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।


৭. সবক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদফতর প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

৮. গণপরিবহন, বিভিন্ন দপ্তর, মার্কেট ও বাজারসহ যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।