Monday, 16 August 2021

দেশে পাবজি, ফ্রি-ফায়ারসহ ক্ষতিকর গেমস বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

দেশে পাবজি, ফ্রি-ফায়ারসহ ক্ষতিকর গেমস বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট



বাংলাদেশে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি-ফায়ারসহ ক্ষতিকর সব অনলাইন গেমস আগামী তিন মাস বন্ধ থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।


রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব বিবিসি বাংলাকে বলেন, হাইকোর্টের নির্দেশনায় অনলাইন গেমসগুলোকে রেগুলার মনিটরিং বা পর্যবেক্ষণ করার জন্য একটি কারিগরি কমিটি গঠন কেন করা হবে না এবং একই সাথে এ সম্পর্কিত একটি গাইডলাইন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এছাড়া টিকটক, লাইকি, বিগো লাইভসহ অনলাইন লাইভ স্ট্রিমিং অ্যাপসগুলো কেন বন্ধের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এর জন্য ১০ দিনের রুল জারি করা হয়েছে।


২০২১ সালের ২৪শে জুন দেশীয় সব অনলাইন প্ল্যাটফর্মে টিকটক, বিগোলাইভ, লাইকি, পাবজি এবং ফ্রি ফায়ারের মতো গেমসগুলো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব এবং মোহাম্মদ কাউছার এই রিট আবেদনটি করেন।

ওই রিট আবেদনের শুনানিতেই সোমবার এই নির্দেশ দেয়া হল।

আগামী ১০ দিন পর এ সম্পর্কিত নোটিশের উত্তর পাওয়ার পর আরেকটি শুনানি অনুষ্ঠিত হবে। এর পর সে অনুযায়ী, এসব গেমস ও অ্যাপসগুলো বাংলাদেশে স্থায়ীভাবে বন্ধ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

মি. কবির বলেন, পাবজির মতো গেমসগুলোতে তরুণ সমাজ আসক্ত হয়ে পড়ছে। এছাড়া এসব গেমসের মাধ্যমে কিশোরদেরকে সহিংসতার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তারা অভ্যস্ত হয়ে পড়ছে। যার কারণে তারা অর্থ ব্যয় করে এসব গেমস খেলছে। আর এ কারণেই অনলাইনে এসব গেমসকে ক্ষতিকর হিসেবে মনে করা হচ্ছে।


শোক দিবসে সিলেট জেলা পরিষদের খতমে কুরআন ও দোয়া মাহফিল

শোক দিবসে সিলেট জেলা পরিষদের খতমে কুরআন ও দোয়া মাহফিল



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদের উদ্দ্যোগে রবিবার জেলা পরিষদ হলরুমে  খতমে কোরান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে পরিষদ প্রাঙ্গনে স্হাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় ।

 এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ লুৎফুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, প্যাণেল চেয়ারম্যান আলহাজ শামীম আহমদ, আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা, সদস্য মোহাম্মদ শাহানুর, সায়্যিদ আহমদ সুহেদ, মোঃ লোকন মিয়া,সাজনা সুলতানা হক চৌধূরী, তামান্না আক্তার হেনা, সিনিয়র সহকারী প্রকৌশলী, আব্দুল কাদের মোজাহিদ, উপ সহকারী প্রকৌশলী হাসিব আহামেদ, সূর্য সেন রায়, চেয়ারম্যান মহোদয়ের সিএ একেএম কামারুজ্জামান মাসুম, প্রধান সহকারী দেলওয়ার হোসেন জোয়ারদার, হিসার রক্ষক মোঃ নাজিম উদ্দীন, উচ্চমান সহকারী ধীরেন্দ্র কুমার সিংহ, বর্ণালী দাশ, নিম্নমান সহকারী নীলরতন দাস, সার্ভেয়ার মোঃ মফিজুর রহমান প্রমূখ।
শরীফগঞ্জ ইউনিয়নে শুরু হল কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবা

শরীফগঞ্জ ইউনিয়নে শুরু হল কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবা



গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবা কর্মসূচীর।

অনুষ্ঠানে কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের উপদেষ্টা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আতিকুর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন গ্রুপের আইন উপদেষ্টা সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট একমাল হোসেন সুমন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন, মহামারির ক্রান্তিলগ্নে কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপ মানবতার সেবায় এগিয়ে এসেছে। এ অঞ্চলে মানুষের দুর্ভোগের সময় গ্রুপটি ফ্রিতে সেবা প্রদান করার যে প্রত্যয় ব্যক্ত করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। এসময় তিনি মহতি কাজে এগিয়ে আসায় হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ জেড রহমান জুনু'র প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে আলোকিত খাটকাই সামাজিক সংগঠনের জাবেদুর রহমান রিপন এর পরিচালনায় উপস্থিত ছিলেন  কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ জেড রহমান জুনু, গ্রুপের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। 

এছাড়া উপস্থিত ছিলেন গ্রুপ সদস্য জিলাল আহমদ, রুহেল আহমদ,জবরুল, ফরহাদ হোসেইন নাইম-সহ খাটকাই গ্রামের মুরব্বিয়ান ও স্বেচ্ছাসেবকবৃন্দ। 


উল্লেখ্য, গ্রুপটিতে পরামর্শক হিসাবে রয়েছেন ডাক্তার বেলায়ত চৌধুরী, ডাক্তার আব্দুর রউফ এবং ডাক্তার সুহেল আহমদ। 

অনুষ্ঠানে হোয়াটসঅ্যাপ গ্রুপের এ মহতি কাজে অংশ নিতে ৩টি অক্সিজেন সিলিন্ডার দান করেন কানাডা প্রবাসী জয়নাল আবেদীন জামিল, ১টি অক্সিজেন সিলিন্ডার দান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আতিকুর রহমান আতিক, ৩টি অক্স মিটার দান করেন লন্ডন প্রবাসী হাঃ মৌঃ নুরুল ইসলাম দুলু মিয়া। এছাড়া আরেকটি অক্সিজেন সিলিন্ডার দান করার ঘোষনা দেন লন্ডন প্রবাসী আব্দুল মুমিন এবং ৫ হাজার টাকা অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দেন সোদি আরব প্রবাসী মোঃ ফজলু মিয়া।

ফ্রি অক্সিজেন সেবাটি পরিচালনায় থাকবে খাটকাই রাইজিং স্টার, আলোকিত খাটকাই এবং বিশ্ব প্রবাসী শরিফগঞ্জ উন্নয়ন পরিষদ।


জকিগঞ্জে জামায়াত নেতা নুরুল হক গ্রেফতার

জকিগঞ্জে জামায়াত নেতা নুরুল হক গ্রেফতার



প্রতিবেশীর মামলায় জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের জামায়াত নেতা নুরুল হককে (৭২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল হক কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত সাতির আলী ছেলে। তিনি কাজলসার ইউনিয়ন জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।


পুলিশ জানায়, গত ১১ আগস্ট নুরুল হকসহ তার ৪ ছেলের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেন একই গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল জব্বার (৫২)। 

অভিযোগে উল্লেখ করা হয়, নুরুল হকসহ তার ৪ ছেলে পাশের বাড়ির বাসিন্দা আব্দুল জব্বারের বাড়ির দেয়াল নির্মাণকে কেন্দ্র করে নির্মাণ কাজে বাধা দিয়ে একপর্যায়ে আব্দুল জব্বারসহ তাদেরকে মারধর করে ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নেন। পরে পুলিশ ঘটনার তদন্ত করে ১৪ আগস্ট ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোডে মামলা রেকর্ড করে। এ মামলায় রবিবার রাতে নুরুল হককে গ্রেফতার করে পুলিশ।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, পাশের বাড়ির দেয়াল নির্মাণকে কেন্দ্র করে নির্মাণ কাজে বাধা, মারধর, টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগে দায়েরকৃত মামলায় নুরুল হককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আদালতে পাঠানো হবে। এ মামলার অন্য আসামীদেরকেও গ্রেফতারে অভিযান চলছে।
গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শোক দিবস উদযাপন

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শোক দিবস উদযাপন



জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। 


রবিবার সকাল সাড়ে ১০টায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এড. ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া পরিচালনা করেনে উপজেলা জামে মসজিদের ইমাম ও মওলানা আব্দুল মতিন। 


এসময় আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, রফিক আহমদ মাখন, মাহমুদ আহমদ চৌধুরী, যুগ্ম সধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর রিংকু, আকবর আলী ফখর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, আইন সম্পাদক এড নিমার আলী, কৃষি ও সমবায় সম্পাদক বুরহান উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদ আহমদ, দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, ধর্ম সম্পাদক আবুল লেইছ, যুব ও ক্রিড়া সম্পাদক আব্দুল হানিফ খান, কোষাধক্ষ্য শরিফ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, উপজেলা আওয়ামী লীগ এর সহ দফতর সম্পাদক হোসেন আহমদ, সহ প্রচার সম্পাদক মনছুর চৌধুরী, সদস্য আব্দুল মালিক জানু, এম জেড আলম, আবুল কাশেম সেবুল, জাফরান জামিল, ফরিদ উদ্দিন ইরান, অরুণ দে, আজমল হোসেন মনি, কামাল আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা আরিফ চৌধুরী কফি, উপজেলা যুবলীগের  আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম ফয়ছল, তাহের উদ্দিন তাজ্জুব, পৌর আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন দিপন, ইসতিয়াক আহমদ সুমন, সুমন আলী, ইউপি আওয়ামী লীগ নেতা শাহরিয়ার লস্কর, জুয়েল আহমদ, ছাত্রলীগ নেতা ফারহান মাসুদ আফছর প্রমুখ। 

শোক দিবসে সিলেটে জনতা ব্যাংকের উপহার সামগ্রী বিতরন

শোক দিবসে সিলেটে জনতা ব্যাংকের উপহার সামগ্রী বিতরন



জাতির জনক  বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগের উদ্যোগে কোভিড পীড়িত  অসহায় দরিদ্রদের মধ্যে  উপহার (খাদ্য) সামগ্রী বিতরন করা হয়েছে।


১৫ আগস্ট রবিবার দুপুরে বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে সিলেট নগরীর সাগরদিঘীর পাড়স্হ  ব্যাংকের অফিসার্স কোয়ার্টার প্রাঙনে আয়োজিত উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া অফিস, সিলেট এর উপমহাব্যবস্থাপক সন্দীপ  কুমার রায়।

 অন্যান্যদের মধো উপস্থিত ছিলেন সিলেট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাহাদত হোসেন সরকার,  ফরেন এক্সেঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুল আলম,   জালালাবাদ  শাখার ব্যবস্থাপক মাধব রাম পাল,বিভাগীয় কার্যালয়ের এসপিও শুভাশীষ চক্রবর্তী, শেখঘাট শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ শাকিল,স্টেশন    রোড শাখার ব্যবস্থাপক আব্দুল মতিন,তাজপুর শাখার ব্যবস্থাপক দিপংকর দেব,বিভাগীয় কার্যালয়ের এসপিও মো আব্দুর রহমান,পিও রাজিব কুমার মিত্র,এরিয়া অফিসের পিও রাজিব কান্তি পাল,এসও মোঃ মঞ্জুর আল হাসান,বিভাগীয় কার্যালয়ের এসও মোঃ জিয়াউর রহমান,   বঙ্গবন্ধু পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক ও সিলেট কর্পোরেট শাখার এসও রুহুল আলম,ফরেন এক্সচেঞ্জ শাখার সিনিয়র অফিসার ফজলুর রহমান,স্বাধীনতা অফিসার্স পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন,  জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা শামীম রশীদ চৌধূরী ,জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল ও  ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগন। 

এ সময় সিলেট ও পার্শ্ববর্তী এলাকার অসহায়,দরিদ্রদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
লালাবাজার ইউনিয়ন পরিষদের জাতীয় শোক দিবস পালন

লালাবাজার ইউনিয়ন পরিষদের জাতীয় শোক দিবস পালন




বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট রবিবার দুপুরে পরিষদ কার্য্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল এর সভাপতিত্বে ও সচিব মোঃ খায়রুল হোসেন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রৌশন আহমদ, দি নিউ ন্যাশন ও দৈনিক আজকালের খবর এর সিলেট ব্যুরো প্রধান এস এ শফি,  ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্দোক্তা তোফায়েল আহমদ, বিবিদইল আবুদৌলত - শাহ জাকারিয়া মডেল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাদির, সমাজসেবী আব্দুল হক, আল আমিন, চুনু মিয়া, সাজিদ আহমদ প্রমুখ।

এসময় সকলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রত্যেকের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির।