Tuesday, 17 August 2021

নারীদেরকে সরকারে অংশগ্রহণের আহ্বান জানাল তালেবান!

নারীদেরকে সরকারে অংশগ্রহণের আহ্বান জানাল তালেবান!



তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে নারীরা ঘরের বাইরে যেতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু সে শঙ্কা উড়িয়ে দিয়ে নারীদের সরকারে নেওয়ারও আভাস দিয়েছে তালেবান। 

আলজাজিরার খবরে বলা হয়, তালেবান জানিয়েছে, তারা চায় তাদের সরকারে নারীরাও অংশগ্রহণ করুন।


সরকারে অংশগ্রহণের জন্য তালেবান নারীদের আহ্বান জানাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগানি। 

তিনি বলেন, ইসলামিক আমিরাত চায় না যে, নারীরা ক্ষতিগ্রস্ত হোক। শরিয়া আইন অনুযায়ী, সরকারি কাঠামোতে তাদের অংশগ্রহণ থাকা উচিত।

কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান আব্দুস সালাম হানাফি সোমবার বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যসহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবী কোনো ধরনের শঙ্কা ছাড়াই নিজ নিজ কর্মস্থলে ফিরে যান।

এমনকি তিনি নারী চাকরিজীবীদেরও কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানান।  হানাফি বলেন, কারও প্রতি অবিচার করা হবে না এবং নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থলসহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন।


তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, সাবেক আফগান সরকারের হয়ে কাজ করতেন বলে কাউকে হেনস্তা করা যাবে না।

আফগানিস্তানের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বানও জানিয়েছে তালেবান। আফগানিস্তনের শীর্ষস্থানীয় গণমাধ্যম টোলো নিউজ আবারও নারীদের সংবাদ উপস্থাপনায় ফিরিয়ে এনেছে।

টোলো নিউজ প্রধানের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবিতে দেখা যায়, এক নারী উপস্থাপিকা তালেবানের মিডিয়া বিভাগের এক সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন। 

এ ছাড়া অপর এক পোস্টে নিউজরুমের সকালের মিটিংয়ের ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় হিজাব পরা এক নারীও অংশ নিয়েছেন। 
মাত্র একজন করোনাক্রান্ত হওয়ায় দেশজুড়ে লকডাউন!

মাত্র একজন করোনাক্রান্ত হওয়ায় দেশজুড়ে লকডাউন!



ছয় মাসের মধ্যে নিউজিল্যান্ডের এক নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশজুড়ে তিন দিন লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি অকল্যান্ড শহরের বাসিন্দা। সেখানে থাকবে সাতদিন লকডাউন। 

মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।


আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৫৮ বছর। ধারণা করা হচ্ছে তিনি বৃহস্পতিবার এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তি করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, লকডাউন চলাকালে স্কুল, অফিস এবং সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময়ের মধ্যে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।

আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার তথ্যমতে, নিউজিল্যান্ডে এ পর্যন্ত ২০ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। আরও ৩৩ শতাংশ মানুষ পেয়েছেন এক ডোজ টিকা।


যেসব দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু কম হয়েছে নিউজিল্যান্ড সেসব দেশের মধ্যে অন্যতম। এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯২৬ জন।
বিয়ানীবাজারের কিশোরীকে প্রেমিকের হাত থেকে কেড়ে নিয়ে গণধর্ষণ

বিয়ানীবাজারের কিশোরীকে প্রেমিকের হাত থেকে কেড়ে নিয়ে গণধর্ষণ

প্রতীকী ছবি


নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় প্রেমিকের সঙ্গে ঘুরতে যাওয়া বিয়ানীবাজারের এক কিশোরীকে (১৫) জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

রোববার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অহিদাবাদ চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর ভাই বাদি হয়ে পরদিন সোমবার (১৬ আগস্ট) প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা করেছেন।


মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত রাজু বৈদ্য (২৭) নামে এক যুবককে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। রাজু উত্তর শাহবাজপুর ইউনিয়নের বাসিন্দা দিলিপ বৈদ্যের ছেলে। মঙ্গলবার (১৭ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে সিলেট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী কিশোরীর পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউপির গড়েরবন্দ এলাকার কমর উদ্দিনের ছেলে জামিল আহমদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল খশির চাতল এলাকার এক কিশোরীর (১৫)। 


গত রোববার (১৫ আগস্ট) বিকেলে জামিল আহমদ কিশোরী প্রেমিকাকে নিয়ে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অহিদাবাদ চা বাগানে ঘুরতে যায়। এসময় সিএনজিঅটোরিকশা চালক সেলিম আহমদ তাদেরকে দেখতে পেয়ে ধাওয়া করেন। একপর্যায়ে কিশোরীকে ফেলে প্রেমিক জামিল পালিয়ে যায়। পরে সিএনজিঅটোরিকশা চালক কিশোরীকে জোরপূর্বক ধরে নিয়ে (গ্রেপ্তার আসামী) রাজু বৈদ্যের কাছে যায়। পরে তারা অহিদাবাদ চা বাগান এলাকার নির্জনস্থানে পালাক্রমে কিশোরীকে ধর্ষণ করে। পরে ওই কিশোরী পরিচিত এক ব্যক্তিকে ফোনে ঘটনাটি জানালে তিনি তাকে উদ্ধার করে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যান।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার মঙ্গলবার বিকেলে মুঠোফোনে বলেন, ভিকটিম কিশোরীর ভাই বিয়ানীবাজার থানায় তিনজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। এর পরিপ্রেক্ষিতে বিয়ানীবাজার থানা পুলিশ এক আসামীকে উত্তর শাহবাজপুর থেকে গ্রেফতার করেছে। এতে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের সহায়তা করেছে।


বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান মঙ্গলবার বিকেলে মুঠোফোনে বলেন, কিশোরীর ভাই প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেছেন। পুলিশ রাজু বৈদ্য নামক এক আসামীকে বড়লেখা থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।
বিয়ানীবাজারে শিক্ষককে পুড়িয়ে হত্যার অন্যতম আসামী রিপন লাল গ্রেফতার

বিয়ানীবাজারে শিক্ষককে পুড়িয়ে হত্যার অন্যতম আসামী রিপন লাল গ্রেফতার



নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারের জলঢুপ গ্রামের বাসিন্দা অবসর প্রাপ্ত শিক্ষক বিনয়েন্দু ভুষন চক্রবর্তীকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী রিপন লাল নাথকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে বিয়ানীবাজার থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার সুনামপুর এলাকা থেকে তাকে আটক করে।


বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান আটককৃত আসামীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ নভেম্বর রাতে শিক্ষক বিনয়েন্দু ভুষন চক্রবর্তীকে ঘর থেকে ডেকে এনে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
পাসপোর্ট নবায়নে গন্ডগোল, স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী

পাসপোর্ট নবায়নে গন্ডগোল, স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী



পাসপোর্ট নবায়ন জটিলতা নিয়ে বেশকিছু দিন ধরেই ভোগান্তিতে রয়েছেন বাংলাদেশি প্রবাসীরা। পাসপোর্ট মেশিনের প্রিন্টিংয়ে ত্রুটির কারণে বিদেশে বাংলাদেশের নাগরিকেরা পাসপোর্ট নবায়ন করতে পারছেন না। তবে এই জটিলতার বিষয়টি স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে পাসপোর্ট সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট সরবরাহ করে পাসপোর্ট অধিদপ্তর। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক পাসপোর্ট নবায়নের জন্য আটকে আছে। তবে প্রিন্টিংয়ের সমস্যাটি দূরীকরণে কাজ চলছে।


ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, পাসপোর্ট নবায়নে যে সমস্যা সৃষ্টি হয়েছে, সেটি সমাধানে বেশকিছু দিন ধরেই বকবক করছি। কারণ, অনেক বাঙালির পাসপোর্ট নবায়ন হচ্ছে না। তারা পাসপোর্ট পাচ্ছেন না। এর মূল কারণ হচ্ছে পাসপোর্টের প্রিন্টিং আটকে গেছে। এমনকি এখানেও আমরা অনেক পাসপোর্টের জন্য বসে আছি। প্রিন্টিং মেশিনের গন্ডগোল। পাসপোর্ট তো আমরা ইস্যু করি না, এটা পাসপোর্ট অফিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু।
ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলাঃ মাশরাফির বাসার সামনে গ্রাহকদের ভিড়

ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলাঃ মাশরাফির বাসার সামনে গ্রাহকদের ভিড়



ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন একজন গ্রাহক।পণ্যের নগদ টাকা নিয়ে মাসের পর মাস পণ্য না দেওয়ায় মামলাটি করা হয়।

মঙ্গলবার সকালে গুলশান থানায় এ মামলা করা হয়।


গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, ই-অরেঞ্জের বিরুদ্ধে একজন গ্রাহক বাদী হয়ে একটি প্রতারণা মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এর আগে সোমবার বিকালে ই-অরেঞ্জের গুলশান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির গ্রাহকরা বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। এরপর তারা প্রতিষ্ঠানটির সাবেক ব্রান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বাসার সামনে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন মাশরাফি।
বিএনপি-পুলিশের সংঘর্ষঃ পুলিশের গুলিতে কনস্টেবল-সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত

বিএনপি-পুলিশের সংঘর্ষঃ পুলিশের গুলিতে কনস্টেবল-সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত



রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে শহিদুল ইসলাম (২২) নামের এক কনস্টেবল-সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।


মঙ্গলবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান বিএনপির নেতাকর্মীর। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে সাবেক ফুটবল খেলোয়াড় বিএনপি নেতা আমিনুল হকসহ দলটির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। 

সংঘর্ষের সময় অসাবধানতাবশত পুলিশের ছোড়া রাবার বুলেট কনস্টেবল শহিদুলের নিতম্বে লাগে। পরে তাকে আহত অবস্থায় সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 


নাম প্রকাশে অনিচ্ছুক শহিদুলের এক সহকর্মী বলেন, সংঘর্ষের সময় অসাবধানতাবশত রাবার বুলেট তার শরীরে লেগেছে। 

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া যুগান্তরকে বলেন, আহত পুলিশ সদস্য জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তার নিতম্বে একাধিক গুলির চিহ্ন রয়েছে।


সূত্রঃ যুগান্তর