Tuesday 17 August 2021

মাত্র একজন করোনাক্রান্ত হওয়ায় দেশজুড়ে লকডাউন!



ছয় মাসের মধ্যে নিউজিল্যান্ডের এক নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশজুড়ে তিন দিন লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি অকল্যান্ড শহরের বাসিন্দা। সেখানে থাকবে সাতদিন লকডাউন। 

মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।


আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৫৮ বছর। ধারণা করা হচ্ছে তিনি বৃহস্পতিবার এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, ওই ব্যক্তি করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, লকডাউন চলাকালে স্কুল, অফিস এবং সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময়ের মধ্যে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে।

আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার তথ্যমতে, নিউজিল্যান্ডে এ পর্যন্ত ২০ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। আরও ৩৩ শতাংশ মানুষ পেয়েছেন এক ডোজ টিকা।


যেসব দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু কম হয়েছে নিউজিল্যান্ড সেসব দেশের মধ্যে অন্যতম। এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯২৬ জন।

শেয়ার করুন