Monday, 23 August 2021

লালাবাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ আউটলেটের উদ্বোধন

লালাবাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ আউটলেটের উদ্বোধন



সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারস্থ ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২২ আগস্ট রবিবার বেলা ১১টায় ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড জিন্দাবাজার শাখার এভিপি ও ব্যবস্থাপক সৈয়দ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান একেএম আমজাদ হোসেন।


আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড লালাবাজার আউটলেট শাখা ইনচার্জ মাওলানা নজরুল ইসলাম এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ল্যান্ডমার্ক সিলেট প্রাইভেট লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ, ম্যানেজিং ডিরেক্টর ও লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, ছালেহা নূর চৌধুরী একাডেমীর প্রতিষ্টাতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ইসলামী ব্যাংক লিঃ লালাবাজার আউটলেট শাখার পরিচালক সৈয়দ আব্দুল হামিদ রিপন, ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদ, আমিনুর রহমান চৌধুরী সিফতা, লায়েক আহমদ জিকু প্রমুখ।


শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল ইসলাম। দোয়া পরিচালনা করেন লালাবাজার আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ।

Sunday, 22 August 2021

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর সভা অনুষ্ঠিত

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর সভা অনুষ্ঠিত



সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।


গত ১৮ আগস্ট ২০২১ বুধবার সন্ধ্যা ৭টায় পূর্বলন্ডনের ৩৭সি প্রিন্সলেট স্ট্রিটে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভার শুরুতে বঙ্গবন্ধু-সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। 



সভায় আগামী একবছরের পরিকল্পনা, বইমেলা ও সেপ্টেম্বরে একটি বিশেষ সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, উপদেষ্ঠা পরিষদ গঠন-সহ অনেকগুলো গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 


ময়নুর রহমান বাবুলের সভাপতিত্বে ও এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী সভার আলোচনায় অংশ নেন- আবুল কালাম আজাদ ছোটন, নুরুল ইসলাম, আতাউর রহমান মিলাদ, ফারুক আহমদ, আনোয়ার শাহজাহান, মোসাইদ খান, জুয়েল রাজ, মোস্তফা জামান চৌ: নিপুণ, মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ, সাগর রহমান,সাইম উদ্দিন খন্দকার,সৈয়দ হিলাল সাইফ,শাহাদাত করিম, রহমত আলী,মুহাম্মদ মুহিদ প্রমুখ।

ওয়েব সিরিজে টিকটকার অপু ভাই, নতুন লুকে চমক

ওয়েব সিরিজে টিকটকার অপু ভাই, নতুন লুকে চমক



সোশ্যাল মিডিয়ায় সমালোচনার তুঙ্গে ছিলেন অপু ভাই। টিকটক ও লাইকিতে ভিডিও বানিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। রাতারাতি হয়ে ওঠেন আলোচিত একজন। রঙ করা চুল আর বিভিন্ন সংলাপ বলে নেটিজেনদের হাসির খোরাক জুগিয়েছেন অপু।



টিকটক ভিডিও বানানোকে ঘিরে একটি মারামারির ঘটনায় তিনি জেলও খেটেছেন। তারপরই আমূল পরিবর্তন ঘটে তার। এবার তিনি কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় 'সিনিয়র ভার্সেস জুনিয়র' নামে একটি ওয়েব সিরিজে। এতে অপু ভাইয়ের চরিত্রের নাম আলিয়ান। এই চরিত্রের জন্য অপুকে তৈরি করা হচ্ছে। তার লুকে পরিবর্তন আনা হয়েছে। নতুন এই অপুকে দেখে অবাক না হয়ে উপায় নেই। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় অপুর লুক প্রশংসিত হচ্ছে।


নতুন লুকে অপুর ছবি ফেসবুক ওয়ালে শেয়ার করে পরিচালক অনন্য মামুন লিখেছেন, 'কে কিভাবে নিবেন আমি জানি না, তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। সিনিয়র ভার্সেস জুনিয়র ওয়েব সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে আলিয়ান হয়ে। এক মাস অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবে অপু।'



অপুর এই লুকের পেছনে কাজ করেছেন মডেলিং গ্রুমার ও ফ্যাশন কোরিওগ্রাফার তানজিল জনি। তিনি এক ভিডিও বার্তায় বলেন, 'আমি হাত দিয়ে যা ছুঁই সেটাই ভাইরাল হয়ে যায়। ব্যাপার টা আসলে তা না। অপু ভাই এর কাজটা, ওয়েব সিরিজ নিয়ে এক্সপেরিমেন্ট একটা লুক ছিলো। সামনে কিছু কাজের জন্য পেইড একটা কাজ ছিল এটা| এর আগে আমি হিরো আলমের আউট লুক চেঞ্জ করেছিলাম সিনেমার জন্য, সেটা সবাই জানেন। তাই আমি ছুলেই ভাইরাল হয়ে যায় এটা না। আমি সবসময় একটু আলাদা কাজ করতে পছন্দ করি। ব্রান্ড বিলবোর্ড এর কাজ অনেক করেছি। আমার এক্সপেরিমেন্ট অ্যালবাম দেখলে দেখবেন সবগুলো কাজ একটু আলাদা ধাঁচের। অপু চেষ্টা করছে কিছু করে দেখাতে। এটি আমাদের ছোট একটা প্রচেষ্টা আর কিছু না।'

ওয়েব সিরিজে ‘অপু ভাই’, তুমুল সমালোচনায় পরিচালক

ওয়েব সিরিজে ‘অপু ভাই’, তুমুল সমালোচনায় পরিচালক




টিকটক ও লাইকিতে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার তুঙ্গে ছিলেন অপু ভাই। টিকটক ভিডিও বানানোকে ঘিরে একটি মারামারির ঘটনায় তিনি জেলও খেটেছেন। তারপরই আমূল পরিবর্তন ঘটে তার।



এবার তিনি কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় 'সিনিয়র ভার্সেস জুনিয়র' নামের একটি ওয়েব সিরিজে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় অপুর লুক প্রশংসিত হচ্ছে। তবে সমালোচনার মুখে পড়েছেন পরিচালক অনন্য মামুন।

নতুন লুকে অপুর ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে পরিচালক অনন্য মামুন লিখেছেন, 'কে কিভাবে নিবেন আমি জানি না, তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। সিনিয়র ভার্সেস জুনিয়র ওয়েব সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে আলিয়ান হয়ে। এক মাস অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবে অপু।'



তার সেই পোস্টে মন্তব্য করতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটাগরিকরা। কেউ কেউ তার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন আবার কেউ কেউ তার কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের ধারণা, সস্তা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লাখ লাখ ভিউ পেতেই এমন উদ্যোগ নিয়েছেন নির্মাতা। পাঠকদের জন্য বেশ কিছু নেটাগরিকের মন্তব্য তুলে ধরা হলো-

'কতটুকু রুচিসম্মত হবে তা আগেই আন্দাজ করতে পারছি! আপনিও সস্তা জনপ্রিয়তা কুড়াতে মাঠে নামলেন! বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম দুর্গন্ধময় করার জন্য আপনারাই যথেষ্ট।'


'একজন অশিক্ষিত, বিকারগ্রস্থ, থার্ডক্লাস টিকটকার এনে সেলিব্রেটি বানাতে চাচ্ছেন? একটাবার চিন্তা করলেন না, সমাজে ওর মূল্যায়নটা কোথায়? আচ্ছা বাদই দিলাম সমাজে ওর মূল্যায়ন, এত বড় বড় আর্টিস্টদের সাথে ওকে কিভাবে দাঁড় করাবেন?'


'আপনাদের মতো ডিরেক্টরের জন্য শিল্প সমাজ ধ্বংসের দিকে। আজাইরা লোকজন ধরে ইন্ডাস্ট্রিতে ঢুকিয়ে দেন, যা দ্বারা কোনো ভাল কাজ হয় না। অপু ফিল্ম সম্পর্কে কিছু জানে? ও (অপু) জানে টিকটক সম্পর্কে, টিকটক বানান।'

'আপনাদের এই বিবেকহীনতার কারণেই সভ্য সমাজের ও শিক্ষিত পরিবারের ছেলে-মেয়েরা মিডিয়ায় যেতে চায় না।'

'টিকটকারদের নিয়ে মাতামাতি না করে, অভিনয় শিল্পীদের নিয়ে কাজ করুন। বর্তমান সময়ে তারাই তো খুব অসহায়।'

'এমন অনেক আর্টিস্ট আছে, যাদের বছরের পর বছর থিয়েটার করতে করতে জুতা ক্ষয় হয়ে যায়। তাদেরকে সুযোগ দেয়া হয় না, অপরদিকে টিকটক করে কয়েকদিনের গ্রুমিং করিয়ে অভিনয়ে নিয়ে আসতেছেন?'


'অপু ভাই এক মাসে তৈরী হলেও ওটিটি প্ল্যাটফর্মে অপু ভাইকে দেখার মতো রুচিশীল দর্শক এখনো তৈরী হয়নি।'


'আমি জানতাম আপনি একজন ভালো ডিরেক্টর। কিন্তু এখন দেখছি আপনি টিকটক ডিরেক্টর।'

'আপনাদের মত মানুষদের জন্যই এদের তৈরী হয়। অপকর্ম করে সিনেমায় চান্স পেলে, সবাই ওটাই করবে। বাকিদের আরও উৎসাহ জোগালেন মামুন সাহেব। ধর্ষণ করে ভাইরাল হলেও আপনাদের ব্যবসার জন্য তাকেও কাস্টিং দিবেন আপনারা।'

'অখাদ্যকে আমরা মানুষের কাছে খাদ্য হিসেবে সাজিয়ে দেই। মানুষ যখন না খায় তখন মানুষের দোষ দেই। ঠিক এই কারনেই দিন দিন নাটক-সিনেমার দর্শক হারিয়ে যাচ্ছে।'


'আপনাকে দিয়েই সম্ভব ইন্ডাস্ট্রির পশ্চাৎদেশে বাঁশ ঢুকানো। আপনার এবং আপনার অপুর জন্য শুভকামনা। এগিয়ে যান নেটওয়ার্কের বাইরে।'

'আপনারাই বলেন, ভিউ দিয়ে কাজের বিচার হয়না। আবার আপনারাই ভিউয়ের জন্য অপুদের সুযোগ দিয়ে প্রসংশায় ভাসাতে থাকেন।'

'তামশা করছেন? দেশে অনেক প্রতিভাবান শিল্পী আছে, সুযোগ আর টাইমিং এর অভাবে ভাল কিছু করতে পারছে না। আর সঠিক মূল্যায়ন হচ্ছেনা বলেই আমরা মোশাররফ করিমদের মত অভিনেতা পাচ্ছি না। আপনি আসছেন এসব ভন্ডদের নিয়ে। না কথা বলতে পারে, না বাচনভঙ্গি, না আছে অভিনয়। খালি টিকটকে বিভিন্ন শিল্পীদের গান আর ইন্ডিয়ান ফানি কন্টেন্টগুলো কপি করে দুই-তিনটা মাইয়া নিয়ে ঘুরেই চেষ্টা হয়ে গেল? পাবলিক এসব খায় না। সস্তা জনপ্রিয় এসব পরগাছা দিয়ে টাকা কামানোর জন্য আমাদের থিয়েটার আর নাটক পাড়ার মানসম্মান খাইয়েন না।'


'আপনাকে অনেক ভালো রুচিসম্পন্ন ডিরেক্টর ভাবতাম। কিন্ত না, আপনি গোবরে নয় মানুষের মূলমন্ত্রে পদ্মফুল ফোটানোর চেষ্টায় আছেন। এজন্যই ইন্ডাস্ট্রির এই হাল।'


'আপনার মতন এত বিজ্ঞ আমি না। তবে এতটুকু বোঝার মতন জ্ঞান আছে যে ভিউয়ের তারকা আর অভিনয়ের তারকা দুটো ভিন্ন জিনিস।'
গোলাপগঞ্জে ৮দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন তরুণী, সন্ধান কামনা

গোলাপগঞ্জে ৮দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন তরুণী, সন্ধান কামনা


গোলাপগঞ্জে ফরিদা বেগম (২২) নামের মানসিক ভারসাম্যহীন এক তরুণী ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ করলেও তার সন্ধান পায়নি পরিবার। কোথাও খোঁজ না পেয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (ডায়েরী নং-৮৭৮, তাং-১৭.০৮.২১)।

নিখোঁজ ফরিদা বেগম পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কৃষক আব্দুল মানিকের কন্যা।

 
সাধারণ ডায়েরী ও পরিবার সূত্রে জানা যায়, ফরিদা বেগম দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভোগছেন। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসাও চলছে। গত ১১ আগস্ট শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সকলের অগোচরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ঐদিনই পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করলেও তার কোন সন্ধান পাননি। এরপর পরিবার পক্ষ থেকে গোলাপগঞ্জ মডেল থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়। ফরিদা বেগম সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে থাকেন। তার গায়ের রং ফর্সা, হালকা গড়ন ও গোলাকার মুখ।

নিখোঁজ ফরিদা বেগমের বাবা সমাজের সকলের কাছে তার মেয়ের সন্ধানের জন্য আকুতি জানিয়েছেন। যদি কেউ ফরিদা বেগমের সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৪০৪-২১৬৪৭৭/০১৭৮০-৬৩১৪৮৮ এই নাম্বারগুলোতে অথবা গোলাপগঞ্জ মডেল থানায় যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তিনি।
কাবুল থেকে পালানোর সময় হুড়োহুড়ি, নিহত ৭

কাবুল থেকে পালানোর সময় হুড়োহুড়ি, নিহত ৭



আন্তর্জাতিকঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরের কাছে হুড়োহুড়িতে সাতজন নিহত হয়েছেন। 

ব্রিটিশ সেনাবাহিনী বলছে, বিমানবন্দরের কাছে হুড়োহুড়িতে সাতজন নিহত হয়েছেন, যেখানে হাজার হাজার আফগান পালানোর চেষ্টা করছে। খবর আলজাজিরা।


তবে তারা কখন মারা গেছে সে বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানায়নি।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, দেশ ছাড়তে আফগানরা বিমানবন্দরে জড়ো হওয়ার পর সৃষ্ট বিশৃঙ্খলার কারণে সাতজন নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।

আফগান নাগরিকরা জড়ো হওয়ার পর তাদেরকে সরাতে ফাঁকা গুলিবর্ষণ করে তালেবান যোদ্ধারা। এতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদদলিত হয়ে সাতজন নিহত হয়।


এর আগে গত সোমবার দেশ থেকে পালানোর সময় মার্কিন বিমানে উঠার সময় হুড়োহুড়িতে ছয় আফগান নিহত হন। এছাড়া ওই বিমানের চাকা থেকে পড়ে ‍দুজন নিহত এবং চাকা থেকে একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।
কাবুলে মার্কিন নারীকে বেত্রাঘাত তালেবানের!

কাবুলে মার্কিন নারীকে বেত্রাঘাত তালেবানের!



আন্তর্জাতিকঃ আফগানিস্তানের কাবুলে অবস্থানরত এক মার্কিন নারী দাবি করেছেন, তালেবানরা তাকে বেত্রাঘাত করেছে। এমনকি তার সামনে আরও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। 


কাবুলে আটকে থাকা মার্কিন নাগরিকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আবেদন জানিয়েছেন ওই নারী।

ওই নারীর দাবি, যখন তালেবানরা বুঝতে পারে আমি পালানোর চেষ্টা করছি, তখনই আমাকে বেত্রাঘাত শুরু হয়। আমার মতোই আরও এক ব্যক্তি পরিবার নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। তার স্ত্রী এবং মেয়ের সামনেই তাকে গুলি করে হত্যা করে তারা। 


তিনি আরও বলেন, যে কোনো সময় তালেবান যোদ্ধাদের হাতে মারা পড়তে পারি। বাড়িতে ছোট ছোট ছেলেমেয়ে, তাদের দেখতে পাব কিনা কে জানে। 

তার কথায়, কাবুল বিমানবন্দরে যাওয়ার কোনো উপায় নেই। বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার ২০ জায়গায় চোকপোস্ট বসিয়ে পাহারা দিচ্ছে তালেবান। সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার।