Tuesday, 31 August 2021

‘পদ্মা সেতুতে ফের আঘাত গভীর ষড়যন্ত্রের আলামত’

‘পদ্মা সেতুতে ফের আঘাত গভীর ষড়যন্ত্রের আলামত’



পদ্মা সেতুর স্প্যানে ফেরির পুনরায় ধাক্কার ঘটনায় ‘গভীর ষড়যন্ত্র’ দেখছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।


মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের ঘটনায় মধ্যে গভীর ষড়যন্ত্র খুঁজে পাচ্ছি। এটার পেছনে কোনও...আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে আমি বলেছি, সিনিয়র মন্ত্রী ওবায়দুল কাদেরও আজকে নির্দেশনা দিয়েছেন। এটা গভীরভাবে তদন্ত করে এর পেছনের রহস্য অবশ্যই উদঘাটন করতে হবে।’

তিনি বলেন, ‘এত সকালবেলা এ ঘটনা আমরা দেখলাম, জাহাজ গেলো, আবার ওখানে গিয়ে কোনও চিহ্ন পাওয়া যাচ্ছে না। ভিডিওতে দেখছি (মাস্তুল) বাড়ি খেয়ে পড়ে গেলো। বলা হচ্ছে ওটা লোহার, লোহার হলে তো পড়ে যাবে না বেঁকে যাবে এবং ঘষা খাবে। কিন্তু ঘষার কোনও চিহ্ন নেই। এ খবরগুলো কেন আসছে, এটাও একটা তদন্ত হওয়া দরকার। আমার কথা ভুল হলে আমি খুশি হবো যে এটার মধ্যে কোনও ষড়যন্ত্র নেই।’


পদ্মা সেতুর উচ্চতা অনুযায়ী স্প্যানে কোনও নৌযানের ধাক্কা লাগার কথা নয়- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটা তো আমাদেরও প্রশ্ন। পদ্মা সেতুর যে নকশা করা হয়েছে, সে নকশা অনুযায়ী যে উচ্চতা থাকার কথা, সেখানে কোনোভাবেই উপরের স্প্যানে আঘাত লাগার কথা নয়। আজ এটা হয়েছে, কেন হয়েছে? আমরা বলেছি, এটার নিবিড় তদন্ত করতে হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত...এ ঘটনার পেছনে অন্য কিছু উদ্দেশ্য আছে কি না সেটা আমাদের ভাবিয়ে তুলছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা আমাদের অপরাধী ভাবছি। এখন তো মনে হচ্ছে এটা পদ্মা সেতুর আঘাত নয়, আঘাত আমাদেরই করা হচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি তদন্ত করার নির্দেশনা দিয়েছেন।


‘যদিও পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে স্প্যানের মধ্যে তারা কোনও ধরনের আঘাতের চিহ্ন পাননি। আমরা ভিডিওতে দেখলাম সেখানে ধাক্কা লেগেছে। তারা স্থান পরিদর্শন করে দেখেছেন, কোনও আঘাতের চিহ্ন নেই। এগুলো তদন্ত করলে সব বেরিয়ে আসবে।’

সশরীরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হচ্ছে

সশরীরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হচ্ছে



করোনার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত থাকা পরীক্ষা আগামী সেপ্টেম্বর থেকে সশরীরে শুরু হচ্ছে। পরীক্ষাসংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার রাতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির অবনতি হলে চলমান বিভিন্ন পরীক্ষা গত মার্চ মাসে স্থগিত ঘোষণা করা হয়।  বিধিনিষেধ উঠে যাওয়া এবং টিকা কার্যক্রম সম্প্রসারণের পর সোমবার (৩০ আগস্ট) রাতে পরীক্ষার নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে দুই জন পরীক্ষার্থীর মাঝে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রেখে (আসন বিন্যাসের নমুনা-১ অথবা আসন বিন্যাসের নমুনা-২ এর অনুরূপভাবে) আসন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে। সব শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। মাস্ক সঠিক নিয়মে পরতে হবে এবং মাস্ক ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার জন্য সাময়িক মাস্ক খোলা যাবে।


বিজ্ঞপ্তিতে আরও নির্দেশনা দিয়ে বলা হয়, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সাবান এবং পানির ব্যবস্থা রাখতে হবে।  প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ বছর ও তার বেশি বয়সী সবাইকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এখনো টিকা গ্রহণ করেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। 

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা সব স্বাস্থ্যবিধি অনুসরণ করার জোরাল নির্দেশনা দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট’র জাতীয় শোক দিবস উদযাপন

বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট’র জাতীয় শোক দিবস উদযাপন



সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং কাঙ্গালিভোজের আয়োজন করা হয়।


গত ৩০ আগস্ট সিলেট সদর উপজেলার খাদিম সুরমাগেইটে অবস্থিত সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট এর সভাপতি, গোয়াইনঘাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক, বিশিষ্ট লেখক, গবেষক অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর। 

বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট এর সাধারণ সম্পাদক লেখক কলামিস্ট মো: আব্দুল মালিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, মহিলা কলেজ সিলেট এর সাবেক অধ্যক্ষ, অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীম আহমদ, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট এর সভাপতি ও সংগঠক সাইয়িদ আহমদ বহলুল, বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শামসুল ইসলাম, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট এর সহ-সভাপতি আমিরুল হোসেন চৌধুরী, উক্ত কেন্দ্রের ব্যবস্থাপক লুৎফুর রহমান প্রমুখ।


সাইয়িদ আহমদ বহলুল এর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন, বঙ্গবন্ধু আজীবন নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট, জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের কোন বিলাসবহুল হলে বড়লোকদের নিয়ে সভা না করে শহর থেকে দূরে অনেকটা নিবৃত পরিবেশে অবস্থিত সমাজের সুবিধাবঞ্চিত মেয়েদের পাশে এসে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করলো তা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন বলে আমি মনে করি। তিনি আরো বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমস্যা জর্জরিত সামাজিক প্রতিবন্ধী এসব মেয়েরা সমাজের মূল স্রুতে ফিরে গেলে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে। প্রধান অতিথি তাঁর ব্যাক্তিগত পক্ষ থেকে কেন্দ্রের মেয়েদের কল্যাণে সহযোগিতার আশ্বাস দিয়ে বিত্তবান ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক শামীম আহমদ নিবাসী মেয়েদেরকে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। আমিরুল হোসেন চৌধুরী নিবাসী মেয়েদের কল্যাণে দশ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।

সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শামসুল ইসলাম শোক দিবসের উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন। কেন্দ্রের ব্যবস্থাপক লুৎফুর রহমান তার বক্তব্যে কর্মকর্তা-কর্মচারীর স্বল্পতা, চিকিৎসার সু-ব্যবস্থা না থাকা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বঙ্গবন্ধু গবেষণা সংসদ সহ অন্যান্যদের সাহায্যে এগিয়ে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর নিবাসী অসহায়, সুবিধাবঞ্চিত মেয়েদের জীবনমান উন্নয়নে বঙ্গবন্ধু গবেষণা সংসদ সব সময় পাশে থাকবে বলে ঘোষণা দেন।


পরে ১৫ আগস্ট, ২১ আগস্ট, ৩রা নভেম্বর, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযোদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শাহাদাৎ বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত এবং যারা জীবিত আছেন তাদের নেক হায়াত ও সু-স্বাস্থ্য কামনা করে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন সাইয়িদ আহমদ বহলুল। মোনাজাত শেষে বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেটের পক্ষ থেকে নিবাসী মেয়েদেরকে উন্নত খাবারে আপ্যায়িত করা হয়।
অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি


মাদক মামলায় অবশেষে জামিন পেলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। 


গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। পর দিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।

ওই দিনই পরীমনিকে প্রথম দফায় চার দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

সবশেষ গত ১৯ আগস্ট পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তৃতীয় দফা রিমান্ড শেষে ২১ আগস্ট আদালতে হাজির করা হলে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  

গত ২২ আগস্ট পরীমনির জামিন চেয়ে আবেদন করা হয়। ওই দিন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। 


পর দিন আরেক দফা আবেদনে ‘দ্রুত শুনানির’ আবেদন করেন পরীমনির আইনজীবী। এতে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। সেখানে রুল চাওয়ার পাশাপাশি পরীমনির জামিন আবেদনও করা হয়। হাইকোর্ট বেঞ্চ ২৬ আগস্ট সরাসরি জামিন আদেশ না দিয়ে রুল জারি করেন। 

আদেশের অনুলিপি পাওয়ার দুদিনের মধ্যে পরীমনির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে ২২ আগস্ট পরীমনি জামিন অবেদন করার পর শুনানির জন্য ২১ দিন পরের তারিখ রেখে ঢাকার মহানগর দায়রা জজ আদালত যে আদেশ দিয়েছে, সেটি কেন বাতিল করা হবে না, তাও জানতে চান হাইকোর্ট।


১ সেপ্টেম্বর রুল শুনানির তারিখ রেখে এই সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আদালতকে রুলের জবাব দিতে বলা হয়। আর হাইকোর্টের এ আদেশ বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে বিবাদীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে সরকারের আইন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় সেদিন।

Monday, 30 August 2021

গোলাপগঞ্জে সঙ্গীকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

গোলাপগঞ্জে সঙ্গীকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু



গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) রাতে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের নজরুল মিয়ার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।



জানা গেছে, ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামের সুবহান মিয়ার ছেলে তানিম আহমদ (২১) সোমবার বাদ সন্ধ্যায় অন্য একজন সাতার না জানা যুবককে বাঁচাতে গিয়ে ঐ পুকুরের পানিতে তলিয়ে যান। 

স্থানীয় সূত্রে জান যায়, মাঠে খেলাধূলা শেষে বাদ সন্ধ্যায় কয়েকজন যুবক ওই পুকুরে গোসল করতে নামেন। এসময় সাঁতার না জানা একজন যুবক পানিতে ডুবে যাচ্ছে দেখে নিহত তানিম আহমদ ওই যুবককে উদ্ধার করতে এগিয়ে যান। 


এসময় ওই যুবককে বাঁচাতে পারলেও তানিম নিজেই তলিয়ে যান পুকুরের পানিতে। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তানিমের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তানিমের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে।

গোলাপগঞ্জে ব্রাজিল যুবলীগ শাখার পক্ষে দোয়া মাহফিল

গোলাপগঞ্জে ব্রাজিল যুবলীগ শাখার পক্ষে দোয়া মাহফিল



গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় আবু সুফিয়ান উজ্জ্বলের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


গতকাল সোমবার (৩০ আগস্ট) বাংলাদেশ আওয়ামী যুবলীগ ব্রাজিল শাখার পক্ষ থেকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের  ভাদেশ্বরে জামেয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার এতিমখানায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খবার বিতরণ করা হয়।
গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত

গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত



গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার(৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী । 


মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সমাজসেবী ও শিক্ষানুরাগী সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ হাসিবুল হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: পারভেজ তালুকদার, পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যংকের সমন্নয়নকারী সফিকুল ইসলাম,  উপ সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আছদ্দর আলী জালালী।