Wednesday, 1 September 2021

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত



বিয়ানীবাজারের জলঢুপ এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। আজ (বুধবার) রাত ১০টার দিকে রাস্তার পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।



লাশের কাছাকাছি একটি লাল রঙের রেজিস্ট্রেশন (সিলেট-ল ১১-৪৮৭০) পালসার মোটর সাইকেল রয়েছে। স্থানীয়দের ধারণা, বিপরীত দিক থেকে আসা কোন ঘাতক যানবাহন ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই ব্যক্তি মারা যান। তার মাথা থেতলে রাস্তায় রক্ত ও মস্তিকের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। একই সাথে ঘাতক অজ্ঞাত যানবাহনেরও কোন খোঁজ পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থালে যাচ্ছে বিয়ানীবাজার থানা পুলিশ।


নিহতের পরনে ছিল সাদা রঙের পায়জামা ও টিশার্ট। স্থানীয়দের ধারণা তিনি বিয়ানীবাজারের দিক থেকে থানাবাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতি কোন যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। লাশে কাছাকাছি থাকা লাল রঙের মোটর সাইকেলটির এক পাশ ধুমড়ে-মুচড়ে গেছে।
দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন



দক্ষিণ সুরমার আর্ত সামাজিক ও শিক্ষার উন্নয়নমূলক সংগঠন দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল উপজেলার লালাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। 


সভায় সংগঠনের ধারা মোতাবেক ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবালকে প্রধান উপদেষ্টা, ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ গিয়াস উদ্দিনকে সভাপতি ও শফিক আহমদ শফিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 


কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি জহিরুল হক শিকদার, সেলিম আহমদ, মনসুর আলম, ডাঃ আজাদ আহমদ, মফিজ খান, আফতাবুল ইসলাম জবর, সহ সাধারন সম্পাদক নোমানুল ইসলাম সাজু, জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আনহার,  সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছির হামিদ,জুবায়ের আহমদ, কোষাধ্যক্ষ নাজমুল হুদা তারেক, প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান শাহনুর, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম সুমেল, সমাজ কল্যাণ সম্পাদক নাছিম হোসাইন হিমু, সাংস্কৃতিক সম্পাদক ইয়াছিন আরাফাত আনছার, তথ্য প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার শরিফ আহমদ মুমিন, ক্রীড়া আহমদ মিফতা আহমদ. স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান, ধর্ম সম্পাদক রেজাউল ইসলাম খান।

বিজ্ঞপ্তি
সিলেট-৩ আসনে উপনির্বাচন: ৫ দিনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ

সিলেট-৩ আসনে উপনির্বাচন: ৫ দিনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ



নিজস্ব প্রতিবেদকঃ আর মাত্র দু’দিন পরেই সিলেট-৩ আসনের উপনির্বাচন। আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ উপলক্ষে ১ সেপ্টেম্বর সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সুযোগ। সে হিসেবে ২ সেপ্টেম্বর সকাল ৮টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা।


এদিকে নির্বাচন উপলক্ষে এ আসনের ৩ উপজেলায় (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁরা নির্বাচনের আগে দুইদিন, পরে দুইদিন ও নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমশিনের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ, অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করতে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রজমান ভূঁঞাকে দক্ষিণ সুরমা উপজেলায়, অঞ্জন কান্তি দাসকে বালাগঞ্জ উপজেলায় এবং সিলেটের মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট মো. সুমন ভূঁইয়াকে ফেঞ্জুগঞ্জ উপজেলায় দায়িত্ব দেওয়া হয়েছে।

বিচারকাজ সম্পন্ন করার জন্য তারা ২ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট পাঁচদিন নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন। বিচার কাজের জন্য তারা একজন বেঞ্চ সহকারী/স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ অফিস প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরাকে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।


এছাড়া সিলেট মেট্রোপলিটন (এসএমপি) কমিশনার এবং সিলেট জেলা পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে- দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদেরকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আদালত পরিচালনার নিমিত্তে প্রয়োজনীয় সংখ্যক সশস্ত্র পুলিশ নিয়োগ করার জন্য।

উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসন। যার সংসদীয় নং ২৩১। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র ১৪৯টি।

চলতি বছরের ১১ মার্চ করোনায় সংক্রমিত অবস্থায় সিলেটের গুরুত্বপূর্ণ এ আসনটির সাংসদ আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান।

সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী, উক্ত শূন্য আসনে ৮ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও করোনার কারণে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব হয়নি। এ অবস্থায় শূন্য আসনটিতে ৮ জুন পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করে ইসি। সেই তফসিল অনুযায়ী গত ২৮ জুলাই এই আসনের উপনির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এর দুদিন আগে ভোটগ্রহণ স্থগিত করেন আদালত। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন ধার্য্য করে ইলেকশন কমিশন।

তফশিল ঘোষণার পর থেকেই উত্তাপ ছড়াচ্ছিলো সিলেট-৩ আসনের উপনির্বাচন। প্রার্থীদের কথার লড়াই একসময় প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে গড়ায় মাঠে। আসনজুড়ে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দেয় বিপুল উৎসাহ-উদ্দীপনা। চলে মিছিল-মিটিং-শোডাউন। সাধারণ ভোটারদের মধ্যেও শুরু হয় নির্বাচনকেন্দ্রীক আলোচনা-সমালোচনা। কিন্তু আগস্টের শুরুতে করোনার ঢেউ থামিয়ে দেয় সবকিছু।

এর আগে গত ১৫ জুন মনোনয়ন জমা দেন মোট ৬ জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী ফাহমিদা হোসেন লুমা ও শেখ জাহেদুর রহমান মাসুম।


এর মধ্যে ফাহমিদা ও মাসুম ছাড়া সবার মনোনয়নপত্র ১৭ জুন বৈধ ঘোষণা করে নির্বাচন অফিস। দাখিলকৃত মনোনয়নে ভোটারদের তথ্য যথাযথ না পাওয়ায় ফাহমিদা ও মাসুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরে তারা আপিল করলেও আগের রায় বহাল রাখে নির্বাচন কমিশন। ফলে তারা দুজন ঝরে পড়েন নির্বাচন থেকে।

বহাল থাকা ৪ প্রার্থীর প্রার্থীর মধ্যে ২৫ জুন প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব নৌকা, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা শফি আহমদ চৌধুরী মোটরগাড়ি (কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক পান। এর মধ্যে শফি আহমদ চৌধুরী ছাড়া বাকি ৩ জন পান দলীয় প্রতীক।
পিসিআর মেশিনে আটকে গেল প্রবাসীদের ভাগ্য

পিসিআর মেশিনে আটকে গেল প্রবাসীদের ভাগ্য



ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা নমুনা পরীক্ষায় র‌্যাপিড পিসিআর মেশিন ও ল্যাব না থাকায় প্রায় ২০ হাজার আমিরাত প্রবাসী বাংলাদেশে আটকা পড়েছেন।

বুধবার (০১ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিন বিমানবন্দরে পিসিআর মেশিন বসানোর দাবি জানান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী পরিষদ চট্টগ্রাম বিভাগ।


সংবাদ সম্মেলনে পরিষদের চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক ইয়াছিন চৌধুরী বলেন, আরব আমিরাত কর্তৃপক্ষ ঘোষণা করেছে বাংলাদেশসহ অন্যান্য দেশে আটকে পড়া প্রবাসীরা নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারবে। কিন্তু পিসিআর পরীক্ষার শর্তের জন্য বাংলাদেশি প্রবাসীদের যাওয়া কঠিন হয়ে পড়েছে। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে কবে পিসিআর মেশিন বসবে সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা দিতে পারছে না সরকার।

তিনি বলেন, আরব আমিরাত সরকারের নিয়মানুযায়ী যেখান থেকে যাত্রীরা বিমানে ফ্লাই করবেন, তার ৬ ঘণ্টা আগে অবশ্যই র্যা পিড পিসিআর টেস্ট করিয়ে নেগেটিভ সনদ নিয়ে সেখানে যেতে হবে। কিন্তু আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি। ১৭ দিন ধরে চট্টগ্রাম, ঢাকা, সিলেটে আমরা কর্মসূচি পালন করেছি।


ইয়াছিন বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চিঠি দিলেও উদ্বৃত্ত পিসিআর মেশিন না থাকার বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আবার বেবিচক বলছে, পিসিআর মেশিন বসানোর জন্য বিমানবন্দরে পর্যাপ্ত জায়গা নেই। এভাবে মন্ত্রণালয়গুলো একে অপরের উপর দোষ চাপালে দেশে আটকে পড়া অসহায় প্রবাসীরা যাবে কোথায়?

তিনি আরও বলেন, আমাদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা। দিনরাত পরিশ্রম করে দেশে টাকা পাঠাই। আমাদের প্রশ্ন, আমরা কখন কর্মস্থলে ফিরে যাব?

এই অনিশ্চয়তার অবসানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন প্রবাসীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মুছা, রেজাউল করিম, মোজাম্মেল হক, মো. হেলাল ও শাহীদা হামজা প্রমুখ।
স্রোতের টানে ভেঙে পড়ল কালভার্ট

স্রোতের টানে ভেঙে পড়ল কালভার্ট



টাঙ্গাইলের বাসাইলে বর্ষার পানির প্রবল স্রোতে একটি কালভার্ট ভেঙে পড়েছে। এতে প্রায় ১০টি এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার ভোরে উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার-কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 


জানা গেছে, উপজেলার কাঞ্চনপুরের হালুয়াপাড়া গ্রোথ সেন্টার-কাজিরাপাড়া সড়কের কর্মকারপাড়া এলাকায় প্রায় ৩০ বছর আগে এলজিইডির অধীনে নির্মিত হয় একটি কালভার্ট। কালভার্টটি প্রায় এক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ঝুঁকিতে থাকায় এলজিইডি কর্তৃপক্ষ সম্প্রতি কালভার্টটি পরিত্যক্ত ঘোষণা করে। পরে বুধবার ভোরে কালভার্টটি পানির প্রবল স্রোতে ভেঙে যায়। এতে প্রায় ১০টি গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে এসব এলাকার মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

স্থানীয় আমিনুল ইসলাম বলেন, আমার সামনেই কালভার্টটি ভেঙে পড়ে। কালভার্টটি ভেঙে ১০-১৫টি গ্রামের মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে মানুষ চরম দুর্ভোগে নৌকায় পারাপার হচ্ছেন।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, কালভার্টটি প্রায় ৩০ বছর আগে নির্মাণ করা হয়। কালভার্টটি ঝুঁকিতে থাকায় কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করে। পরে সকালে কালভার্টটি ভেঙে পড়েছে।


উপজেলা এলজিইডি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সাজেদুল আলম বলেন, কালভার্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। পরে সেটি ভেঙে পড়েছে। সেখানে ২০ মিটারের একটি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো আছে।
বনগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যকরী সভা অনুষ্ঠিত

বনগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যকরী সভা অনুষ্ঠিত




গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রাম যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন 'বনগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় ইস্টলন্ডনের কেননস্ট্রিটের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ কে এম আব্দুল্লাহর সভাপতিত্বে এবং গুলজার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০ তারিখ গ্রামের সকল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে একটি বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন এবং গ্রামে সোলার- সিস্টেমে স্ট্রিটলাইট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 


সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- আবু বাক্কর, এখলাসুর রহমান (কমর উদ্দীন), লুদু মিয়া, আব্দুল মালিক, জয়নুল ইসলাম, সাইদুল আলম, আকছার আহমদ, তরিক আহমদ, আহমাদ হুসাইন, সাদিক আহমদ, রাসেল আহমদ-সহ আরোও অনেকে।
কিউইদের হতাশ করে এগিয়ে গেল টাইগাররা

কিউইদের হতাশ করে এগিয়ে গেল টাইগাররা




অস্ট্রেলিয়া সিরিজ যেখানে শেষ করেছিল বাংলাদেশ, যেন সেখান থেকেই শুরু করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। অজিদের কাছে টাইগাররা চতুর্থ ম্যাচে হারলেও ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।

এবার কিউইদের বিপক্ষেও শুরুটা সেরকম। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে তারুণ্য নির্ভর একটা দল। তার খেসারতও দিতে হলো প্রথম ম্যাচেই।


টাইগার বোলারদের তোপের মুখে মাত্র ৬০ রানে অল-আউট হয়ে যায় কিউইরা। যা নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন রান। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ সালে চট্টগ্রামে ৬০ রানে অল-আউট হয়ে যায়।

৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। যদিও শুরুতে দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস ফিরে যান সমান ১ রান করে। নাঈমকে ফেরান ম্যাককনিক আর লিটনকে ফেরান প্যাটেল।

এরপর সাকিব আল হাসানের সঙ্গে ৩০ রানের জুটি বাঁধেন মুশফিকুর রহিম। সাকিব ২৫ রান করে রবীন্দ্রর বলে ক্যাচ দিয়ে দলীয় ৩৭ রানের মাথায়।

এরপর অবশ্য আর উইকেট দিতে হয়নি কিউই বোলারদের। মুশফিক আর মাহমুদউল্লাহ’র ২৫ রানের জুটিতে ভর করে ১৬ ওভারেই জয় তুলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

এর আগে বিকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।

ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শেখ মেহেদী হাসানের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অভিষিক্ত রাচীন রবিন্দ্র। তৃতীয় ওভারের সাকিবের শিকার হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার উইল ইয়ং (৫)।


দলীয় ৯ রানেই কিউইরা হারায় ৪ উইকেট। তবে পঞ্চম উইকেট জুটিতে টম ল্যাথাম ও হ্যানরি নিকলস ৩৪ রানের জুটি গড়লেও সাকিব-মোস্তাফিজদের সামনে অসহায় আত্নসমর্পন করা ছাড়া উপায় খুঁজে পায়নি কিউই ব্যাটিং লাইন আপ।

ল্যাথাম ও নিকলস খেলেন সমান ১৮ রানের ইনিংস। বাকিদের কেউই পার হতে পারেননি দশ রানের কোঠা। তাতে ১৬ ওভার ৫ বলে অল-আউট হয়ে যায় ৬০ রানে।

মোস্তাফিজুর রহমান নেন ২.৫ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট। ২টি করে উইকেট নেন সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও সাইফউদ্দিন। ১ উইকেট নেন মেহেদী হাসান।