Sunday, 5 September 2021

৭ সেপ্টেম্বর আবারও গণটিকা

৭ সেপ্টেম্বর আবারও গণটিকা


করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের গণটিকাদান কর্মসূচি আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

রোববার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৭ থেকে ১২ আগস্ট যে ক্যাম্পেইন হয়েছিল, সেই ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি আগামী ৭ সেপ্টেম্বর শুরু হবে।

এই কর্মকর্তা জানান, একই কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। যারা ক্যাম্পেইনের সময় যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্রে এসে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করবেন।


এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অনেকখানি কমেছে। গতকাল ১০ শতাংশের নিচে এসে দাঁড়িয়েছে, সেটি আমাদের জন্য স্বস্তির সংবাদ।

তিনি বলেন, যেভাবে সংক্রমণের রাশ টেনে ধরা হয়েছে— সেটি যদি অব্যাহত থাকে, তা হলে আশা করতে পারি সেপ্টেম্বরের রোগীর সংখ্যা কমে আসবে।
প্রয়াত লুৎফুর রহমানের মাগফেরাত কামনায় জেলা আ'লীগের মিলাদ-দোয়া মাহফিল

প্রয়াত লুৎফুর রহমানের মাগফেরাত কামনায় জেলা আ'লীগের মিলাদ-দোয়া মাহফিল



সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত এডভোকেট লুৎফুর রহমানের মাগফেরাত কামনায় সিলেট জেলা আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) বাদ যোহর জেলা পরিষদ মিলনায়তনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমেদ, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট শাহ মোশাহিদ আলী, সিলেট -৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সহ জেলা, মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার বর্ষিয়ান রাজনীতিবিদ সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান মাউন্ড এডোরা হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন শুক্রবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
কোপার প্রতিশোধ নিতে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের শক্তিশালী একাদশ

কোপার প্রতিশোধ নিতে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের শক্তিশালী একাদশ




কোপার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার কাছে ০-১ গোলে হেরে শিরোপা খুইয়েছিল ব্রাজিল। তবে এবার প্রতিশোধের সময় এসেছে তিতের দলের। বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। আর সে ম্যাচে মেসিদের হারাতে বদ্ধপরিকর ব্রাজিল।


আজ রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় আরেকটি সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অষ্টম ম্যাচে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। তাদের ঘরের মাঠ করিন্থিয়াস এরেনায় হবে দুই দলের এ জমজমাট ম্যাচটি।

কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি খেলতে পারবেন না তারকা ডিফেন্ডার মার্কুইনহোস। এর আগে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে খেলা ১১ ফুটবলার অ্যালিসন বেকার, এডারসন মোরায়েস, থিয়াগো সিলভা, ফাবিনহো, ফ্রেড, রাফিনহা, ফিরমিনো, হেসুস, রিচার্লিসন, ম্যালকম ও ক্লাউদিনহোকে হারিয়েছে ব্রাজিল।

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশঃ ওয়েভারটন, দানিলো, এডের মিলিতাও, মিরান্ডা, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস/গারসন, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র/এভারটন রিবেইরো, নেইমার ও গ্যাব্রিয়েল বারবোসা।


যার মানে দাঁড়ায় গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে যেই একাদশ নিয়ে খেলেছিল ব্রাজিল, সেই দলের মাত্র চারজনকে ফিরতি ম্যাচে পাচ্ছে সেলেসাওরা। তারা হলেন দানিলো, ক্যাসেমিরো, পাকুয়েতা এবং নেইমার।

ম্যাচটিতে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশঃ এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা/গনজালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা/নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস/গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।

বিশ্বকাপ বাছাইয়ে রীতিমতো উড়ছে ব্রাজিল। এখনও পর্যন্ত খেলা সাত ম্যাচের সবকয়টিই জিতেছে তারা। যার সুবাদে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে সেলেসাওরা। এই সাত ম্যাচে ১৭ গোলের বিপরীতে তারা হজম করেছে মাত্র দুইটি।

 
ব্রাজিলের মতো সব ম্যাচ জেতেনি আর্জেন্টিনা। তবে তারা কোনো ম্যাচ আবার পরাজিতও হয়নি। এখনও পর্যন্ত সাত ম্যাচে ৪ জয় ও ৩ ড্র করেছে তারা, ১৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের দুই নম্বরে। এই সাত ম্যাচে ১২ গোল করলেও, বিপরীতে ৬টি হজম করতে হয়েছে আলবিসেলেস্তেদের।
ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ দেখবেন যেভাবে

ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ দেখবেন যেভাবে


কোপা আমেরিকার ফাইনালের দুঃস্বপ্ন হয়ত এখনও ভুলেনি ব্রাজিল। আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহোল ডি মারিয়ার দারুণ এক গোলে ঘরের মাঠেই কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া হয় সেলেকাওদের।

সেই তেতো স্বাদকে এবার মিঠায় পরিণত করার সুযোগ এসেছে নেইমারদের।  বাংলাদেশ সময় রোববার রাত ১টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের করিন্থিয়াস এরেনায় আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।


ঘরের মাঠে কোপার মুকুট হাতছাড়া হওয়ার বদলা নিতে মুখিয়ে আছে নেইমারের ব্রাজিল।

এক কথায় আর্জেন্টিনার বিপক্ষে তেতে আছে তিতের শিষ্যরা।   

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই এবার অপ্রতিরোধ্য। কোনো দলই এখনো হারেনি। তবে এক্ষেত্রে কিছুটা এগিয়ে আছে ব্রাজিল। নেইমাররা হার তো দূরের কথা, ড্র-ই করেনি এখন পর্যন্ত। 

আর আর্জেন্টিনা তিন ম্যাচে ড্র করে পয়েন্ট খুইয়েছে। সাতে সাত ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। আর্জেন্টিনার অবস্থান দুইয়ে।


ইতোমধ্যে আর্জেন্টিনাকে একপ্রকার হুমকি দিয়ে রেখেছেন চিলির বিপক্ষে ব্রাজিলের জয়ের নায়ক এভেরটন রিবেইরা। সে ম্যাচ জয়ের পর তিনি বলেছেন, ‘টানা সাত জয় ঐতিহাসিক। এবার আমরা আটে আট করব।’

যাইহোক আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ মানেই সুপার এল ক্লাসিকো। যাকে বলে অগ্নিগর্ভ ম্যাচ। প্রীতি ম্যাচ, কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ বাছাইপর্ব, যে মোড়কেই হোক না কেন, লাতিন সুপার ক্লাসিকোর আবেদনে কখনো ভাটা পড়ে না।

ম্যাচটি উপভোগ করতে নির্ঘুম রাত কাটাবেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। কোন চ্যানেলে, কীভাবে খেলাটি দেখাবে তা জানতে আগ্রহী সবাই।

ব্রাজিল-আর্জেন্টিনার এই লড়াই কখন, কোথায় হবে, ও যেভাবে দেখবেন-

তারিখ- ৬ সেপ্টেম্বর, সোমবার। সময়- রাত ১টা (বাংলাদেশ সময়)

ভেন্যু- নিও কিমিকা অ্যারেনা, সাও পাওলো, ব্রাজিল।


টিভিতে দেখবেন যে চ্যানেলে- ভারত উপমহাদেশীয় অঞ্চলে কোনো টিভিতে সম্প্রচারিত হচ্ছে না এই ম্যাচ। ফলে অনলাইনই এই ম্যাচ দেখার একমাত্র ভরসা।

অনলাইনে দেখবেন যেভাবে- টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে এই লড়াই।  
বিশ্বকাপ বাছাই: রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

বিশ্বকাপ বাছাই: রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ




কাতার বিশ্বকাপের বাছাইপর্বে রাতে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। কোপা আমেরিকার ফাইনালের পর ফের সুপার ক্লাসিকোয় মুখোমুখি এই দুই লাতিন পরাশক্তি।


শেষবারের দেখায় অবশ্য হেসেছিল আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে আনহেল দি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে তাদেরই মাঠ মারাকানায় ১-০ ব্যবধানে হারায় লস ব্লাঙ্কোসরা। ২৮ বছর পর লাতিন শ্রেষ্ঠত্বের শিরোপা উঠে লিওনেল মেসিদের হাতে।
 
এবারও আর্জেন্টিনাকে যেতে হচ্ছে ব্রাজিলে। তবে ভেন্যু মারাকানা নয়, সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারেনা। কোপা বিসর্জনের প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে নামবে কোচ তিতের দল।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে অজেয় আর্জেন্টিনাও। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ অপরাজিত লিওনেল স্কালোনির শিষ্যরা। বাছাইপর্বে তিন ম্যাচে ড্র করায় ব্রাজিলের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা।

ব্রাজিলের বিপক্ষে হারলে এবং ইকুয়েডর নিজেদের পরের ম্যাচ জয় পেলে, পয়েন্ট তালিকার দুই থেকে তিনে নেমে যাবে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ বাছাই পর্বে টানা ৭ ম্যাচই জিতেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সংখ্যাটা ৮ নম্বরে নেই লক্ষ্য তিতের।

লিওনার্দো বাচ্চি তিতে বলেন, আমাদের সেরা ফুটবলাররা নেই। তবে যারা আছে তাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ। উত্তেজনা আর চাপ বেশি থাকবে। আমি আশা রাখি আামাদের শতভাগ জয়ের ধারা ধরে রাখতে পারব।

ব্রাজিলের কোপা আমেরিকার প্রতিশোধ নাকি প্রতিপক্ষের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখবে আর্জেন্টিনা। তা অবশ্য জানা যাবে ম্যাচের পরেই। সে পর্যন্ত ভক্তদের অপেক্ষায় থাকতেই হচ্ছে।
কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৩

কুলাউড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৩



মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনের সাথে একটি মাইক্রোবাসের (নোহা) সংঘর্ষে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ জনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


এ ঘটনায় নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও শিশু রয়েছে। তবে তাৎক্ষনিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় কিছু সময় রেল যোগাযোগ বন্ধ থাকলেও ফের সচল হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসছিলো পারাবত এক্সপ্রেস। কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর বাস্ট্যান্ডের কাছে রেলটি পৌঁছালে বেখেয়ালে রেল ক্রসিংয়ে উঠে যায় নোহা গাড়িটি। তখন দ্রুত গতির পারাবত নোহা গাড়িটিকে ধাক্কা দিয়ে টেনে অন্তত অর্ধেক কিলোমিটার নিয়ে যায়। এ ঘটনায় কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও দেড়টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে।


রেল ক্রসিংয়ে সিগনাল ছিলো কি না জানতে চাইলে কুলাউড়া থানার ওসি বলেন, এটি অরক্ষিত রেল ক্রসিং। এলাকাবাসী নিজেদের সুবিধায় নিজে নিজে তৈরি করেছেন।
দেশের সর্বোচ্চ পর্যায় বিপিএল ফুটবলে নাম লেখালেন গোলাপগঞ্জের ইকবাল

দেশের সর্বোচ্চ পর্যায় বিপিএল ফুটবলে নাম লেখালেন গোলাপগঞ্জের ইকবাল



দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায় বিপিএলে নাম লেখালেন গোলাপগঞ্জের সন্তান ইকবাল হুসাইন ইয়ার। বিপিএলের ফুটবল দল স্বাধীনতা ক্রীড়া সংঘ ইকবাল হুসাইন ইয়ারকে তাদের দলে ভাগিয়ে নিয়েছে।


ইকবাল হুসাইন ইয়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে মধ্য মাঠে ফুটবলের নৈপুণ্যতা দেখিয়ে সব বড় দলের নজরে চলে আসেন। এর পর থেকেই তাকে নিজ দলে ভিড়াতে চেষ্টা করে বিপিএলের অনেক বড় বড় দল। শেষ পর্যন্ত ইকবালকে দলে ভাগিয়ে নেয় স্বাধীনতা ক্রীড়া সংঘ। ইতিমধ্যে তাদের সাথে এক বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন ইকবাল হুসাইন।

ইকবাল হুসাইনের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিন সুনামপুর গ্রামে। সে ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের একজন খেলোয়াড়। এখান থেকেই তার ফুটবল খেলার যাত্রা শুরু।


ইকবাল হুসাইন ইয়ার জানান, আমি যে দেশের সর্বোচ্চ পর্যায় বিপিএলে খেলার সুযোগ পেয়েছি এটা আমার জন্য অনেক খুশীর। ইনশাআল্লাহ আমার খেলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন বিলিএলে ভালো কিছু করে জাতীয় দলে খেলার সুযোগ পাই।