Monday, 6 September 2021

গোলাপগঞ্জে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা

গোলাপগঞ্জে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা



গোলাপগঞ্জ প্রতিনিধি: উচ্চশিক্ষায় দেশের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দক্ষ শিক্ষকের অভাব। দক্ষতা ও পেশাগত প্রশিক্ষণ ভালো শিক্ষক হওয়ার অন্যতম হাতিয়ার। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) এর উদ্যোগে ৪৫তম স্যাটেলাইট ট্রেনিং কোর্স অন টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ দক্ষ শিক্ষক সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির। 


সোমবার বিকেল ৩টায় ৬দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় দ্বিতীয় দিনে পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেছেন। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিজিৎ পাল, এমসি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দাস, টিচার ট্রেইনার মিজানুর রহমান, কামরুল আহসান, নুরুল ইসলাম প্রমুখ।

এদিকে গত শনিবার সকাল ১০ টায় গোলাপগঞ্জ সরকারি এম.সি একাডেমি এন্ড স্কুলের একটি হলরুমে এম.সি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার তালুকদারের সভাপতিত্বে টিচার ট্রেইনার মিজানুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর ড. শাহ মোঃ আমির আলী বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল। এছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মাস্টার আব্দুল হামিদ, নাছিমা বেগম, জিন্নুর আহমদ চৌধুরী, নাজমুল হক, আজিজ খান, খলিলুর রহমান, হাবিবুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।
গোলাপগঞ্জে স্টুডেন্টস ক্লাব'র সাধারণ সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে স্টুডেন্টস ক্লাব'র সাধারণ সভা অনুষ্ঠিত



গোলাপগঞ্জে স্টুডেন্টস ক্লাব'র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৮টায় গোলাপগঞ্জের একটি অভিজাত পার্টি সেন্টারে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে গোলাপগঞ্জ স্টুডেন্টস ক্লাব গঠনের লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন। 

প্রধান অতিথি শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ, আগামীতে জাতি পরিচালনা তারাই করবে। শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ  সুবিধা আদায়ের লক্ষে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিতে সর্ব সম্মতিক্রমে গোলাপগঞ্জ স্টুডেন্টস ক্লাবের একটি কমিটি গঠন করা হয়।

বিজ্ঞপ্তি
লালাবাজারে প্রস্তাবিত  ব্রীজ নির্মানের স্হান পরিদর্শনে জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা

লালাবাজারে প্রস্তাবিত ব্রীজ নির্মানের স্হান পরিদর্শনে জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা


গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাঘরখলা থেকে কৈকুড়ী বলদা খালের উপর বাঘরখলা থেকে জাফরাবাদ ভুরীবরাখ খালের উপর পৃথক অনুমোদন প্রাপ্ত ২টি ব্রীজ নির্মানের টেন্ডার প্রক্রিয়ার জন্য ব্রীজ নির্মান এর স্হান পরিদর্শন করেছেন সিলেট জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা  মোঃ নূরুল ইসলাম, (সহকারী প্রকৌশলী সিলেট জেলা ত্রাণ ও পূর্ণবাসন) এবং দক্ষিণ সুরমা উপজেলা পিআইও বাধণ কান্তি সরকার।


৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে ব্রীজ নির্মান স্হান পরিদর্শনে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন  লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশন বাঘরখলা পীরবাড়ী এর সভাপতি শাহ ওবায়দুল হক ও হযরত শাহ জাকারিয়া ইসলামী যুব সংঘের সভাপতি শাহ বাবর আহমদ উজ্জ্বল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এসময় পীর ইকবাল লালাবাজার ইউনিয়ন বাসীর পক্ষ থেকে বাঘরখলা গ্রামের কৃতি সন্তান গ্রামের গর্ব বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের সম্মানিত সচিব  মোঃ জয়নুল বারী ও বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
অবশেষে সিলেট-সহ দেশের ৩ বিমানবন্দরে বসছে পিসিআর টেস্ট

অবশেষে সিলেট-সহ দেশের ৩ বিমানবন্দরে বসছে পিসিআর টেস্ট



দুই থেকে তিনদিনের মধ্যে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্টের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্ট নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

আমাদের বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট যাচ্ছে তিন জায়গা।  


প্রাথমিকভাবে পিসিআর টেস্ট ঢাকা বিমানবন্দরে হবে। কিন্তু আলোচনার মধ্যে তিনটি (ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দর) বিমানবন্দরই রয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় দুটি বিষয় এসেছে। এর মধ্যে একটি হচ্ছে বিভিন্ন দেশ থেকে নতুন করে কন্ডিশন দেওয়া হচ্ছে, ফ্লাইয়ের চার থেকে আট ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে। বেশ কয়েকটি দেশ থেকে এমন শর্ত দিয়েছে। সেজন্য গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে- ‘ভেরি কুইকলি দুই বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টেই একটা টেস্টিং ফ্যাসিলিটিজ করা। অন্যান্য দেশেও যেরকম রয়েছে। যাতে ফ্লাই করার চার ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে পারেন।


তিনি বলেন, এখন পৃথিবীর বড় বড় এয়ারপোর্টে কুইক, ইনস্ট্যান্টলি (করোনা পরীক্ষা) করতে পারবেন। আমরা বলি ৪৮ ঘণ্টা আগে টেস্ট লাগবে। আমাদের লোকরা যে দেশে আছে, তারা সেখান থেকে পরীক্ষা করে আসবে। অনেক দেশ আছে ৪ থেকে ৮ ঘণ্টা সময় দেয়। যে যে দেশে যাবে তার যে রকম রিকয়ারমেন্ট লাগবে, যাতে এয়ারপোর্ট থেকেই সে টেস্ট করে নিতে পারে।

বিমানবন্দরে কবে থেকে পিসিআর টেস্ট চালু হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকেই ইন্সট্রাকশন দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব টেস্টের ব্যবস্থা করতে হবে। ’


কত সময়ের মধ্যে রিপোর্ট দিতে পারবে এ বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমরা কথা বলে দেখেছি চার ঘণ্টার মধ্যেই রিপোর্ট দিতে পারবে।
গ্রেফতার এড়াতে তড়িঘড়ি করে ব্রাজিল ছাড়ল আর্জেন্টিনা দল

গ্রেফতার এড়াতে তড়িঘড়ি করে ব্রাজিল ছাড়ল আর্জেন্টিনা দল


অনাকাঙ্খিত এক ঘটনার সাক্ষী হলো সুপার ক্লাসিকোর ম্যাচ। ব্রাজিল-আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত লড়াইটি খেলা শুরুর ৭ মিনিটের মাথায় স্থগিত করা হয়।


ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার ৪ খেলোয়ার কোয়ারেন্টিনবিধি ভেঙেছেন অভিযোগ আনে ব্রাজিলের স্বাস্থ্যকর্মকর্তারা। 

সেই অভিযোগের ভিত্তিতে ম্যাচটি স্থগিতের ঘোষণা দেয় কনমেবল। 

রয়টার্স জানায়, কোয়ারেন্টিনের নিয়ম ভেঙে আর্জেন্টিনা দলে থাকা চার খেলোয়াড়ের মধ্যে তিনজনই একাদশের। তারা হলেন- গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো। 

এদিকে ম্যাচ স্থগিতের পর পরই স্টেডিয়াম ছাড়ে আর্জেন্টিনা দল। আর স্টেডিয়াম ছাড়ার পাঁচ ঘণ্টা পরই ভাড়া করা বিমানে করে ব্রাজিল ছেড়েছেন তারা। বিমানে রয়েছেন বিতর্কিত চার খেলোয়াড়ও।

আর্জেন্টিনা দলের এতো দ্রুত দেশ ছাড়ার কি কারণ - সে প্রশ্ন উঠেছে।

After more than 5️⃣ hours of waiting, and 4️⃣ players under the threat of arrest, the Argentina national team has boarded its plane to leave Brazil 🛫

📸: @Argentina pic.twitter.com/WHsiPxS9T8

— Goal (@goal) September 6, 2021

ব্রাজিলিয়ান গণমাধ্যমের প্রতিবেদন, দেশের কঠোর কোয়ারেন্টাইনবিধি ভাঙার কারণে আর্জেন্টাইন ওই চার ফুটবলার গ্রেফতার হতে পারতেন। অভিযোগ উঠেছে, ইমিগ্রেশনের কাছে তথ্য গোপন করেছে আর্জেন্টিনা দল। নয়তো বিমানবন্দরেই বাধা পেতেন তারা। বিষয়টি খতিয়ে দেখতে ব্রাজিল পুলিশ আর্জেন্টিনা টিম হোটেলেও গিয়েছিল।

কিন্তু তার আগেই দল নিয়ে বিমানে চড়ে বসলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

তবে ম্যাচের আগেই সেই চার খেলোয়াড়ের তথ্য জানতে টিম হোটেলে পুলিশ পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন ব্রাজিলের হেল্থ রেগুলেটরি এজেন্সির প্রধান অ্যান্তোনিও ব্যাররা টরেস।


তিনি বলেন, আমাদের স্বাস্থ্য প্রোটোকল সুরক্ষিত রাখা খুবই জরুরি। বিষয়টি জানার পর আমরা ফেডারেল পুলিশকে ডেকেছি। তার হোটেলে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে আর্জেন্টিনা দলের কাউকে খুঁজে পায়নি তারা। তারা ততক্ষণে স্টেডিয়ামের পথে রওনা দিয়ে দেন। এর পরের ঘটনাগুলো তো আপনারা টিভিতে দেখেছেন।  

বলা হচ্ছে, পুলিশ ওই চার খেলোয়াড়কে আগে থেকেই খুঁজছিল। তার মানে ম্যাচ স্থগিত হওয়ার পর আরও কিছুক্ষণ থাকলে পুলিশি জেরায় পড়তে হতো তাদের। এমনকি বাড়তি জিজ্ঞাসাবাদের জন্য আটকও হতে পারতেন তারা।

তথ্যসূত্র: গোল ডট কম
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী



সিলেট জেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন কমিটির সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী। সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক পত্রে এ দায়িত্ব দেয়া হয়। 


শফিকুর রহমান চৌধুরীকে প্রেরিত পত্রে ওবায়দুল কাদের উল্লেখ করেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমানের মৃত্যুজনিত কারণে সভাপতির পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ শফিকুর রহমান চৌধুরীকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব প্রদান করেছে।


বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির নির্দেশক্রমে কেন্দ্রীয কার্যনির্বাহী সংসদের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।’



শুরু হতে না হতেই বন্ধ ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

শুরু হতে না হতেই বন্ধ ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ




মাত্র শুরু হয়েছে, খেলা গড়িয়েছে ৫ মিনিট। এর মধ্যেই হঠাৎ বন্ধ করে দেয়া হলো ব্রাজিল-আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ম্যাচটি। আর্জেন্টাইন কয়েকজন খেলোয়াড়ের স্বাস্থ্য ছাড়পত্র ছাড়াই মাঠে নেমে পড়া নিয়ে ঝামেলা।


অতঃপর ম্যাচের মাঝপথেই স্বাস্থ্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ। এমতাবস্থায় দুই দলের খেলোয়াড়-কর্তাদের মধ্যে উত্তেজনা ছড়িওেয় পড়ে। বিশ্বকাপ বাছাইয়ের লাতিন অঞ্চলের ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

এই ম্যাচে স্বাগতিক ব্রাজিল। খেলার ভেন্যু সাও পাওলোর করিন্থিয়াস এরেনা। মূলত কোয়ারেন্টাইন বিধি নিয়েই সমস্যার উৎপত্তি। ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির নির্দেশনা অনুযায়ী- যুক্তরাজ্য, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ। যাদের ছাড় দেওয়া হয়েছে, তাদেরও ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে।


কিন্তু এই নিয়ম না মেনেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চার খেলোয়াড়কে মাঠে নামিয়ে দিয়েছে আর্জেন্টিনা। তারা হলেন- এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরো।

ম্যাচ শুরু হতেই মাঠে হানা দেয় ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাত্র তিনদিন আগেই ইংল্যান্ড ব্রাজিলে পা রাখা চার আর্জেন্টাইন খেলোয়াড় কী করে মূল একাদশে জায়গা করে নিলেন, এ নিয়ে শুরু হয় আর্জেন্টিনার ফুটবলার কর্তাদের সঙ্গে বাদানুবাদ।

এমতাবস্থায় রেফারি দ্রুত আর্জেন্টিনা দলকে ড্রেসিংরুমে পাঠিয়ে দেন। মাঠে তবু আলোচনা চলতে থাকে। ব্রাজিলের খেলোয়াড়রা তখনও মাঠ ত্যাগ করেননি। সম্ভবত তারা ম্যাচটি খেলতে চাইছিলেন। কিন্তু স্বাস্থ্য কর্তৃপক্ষ সে অনুমোদন দেয়নি।


পরে এক পর্যায়ে লিওনেল মেসিকে নিয়ে মাঠে ঢুকতে দেখা যায় ব্রাজিলের দানি আলভেজকে। মেসি মাঠে ঢুকে 'বন্ধু' নেইমারের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। কিন্তু ম্যাচ আর শুরু হওয়ার লক্ষণ দেখা যায়নি। শেষ পর্যন্ত স্থগিতই করা হয়েছে বহুল প্রতীক্ষিত লড়াইটি।

ব্রাজিলিয়ান এক রেডিও জানিয়েছে, কোয়ারেন্টাইন ঝামেলা নিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা ম্যাচের দিন সকালেই সতর্ক করেছিলেন আর্জেন্টাইন কর্তৃপক্ষকে। কিন্তু তারা তা কানে নেয়নি। ম্যাচ শুরু হলে দেখা যায় ইংল্যান্ড থেকে আসা চার ফুটবলারকে নিয়েই একাদশ সাজিয়েছে আলবিসেলেস্তেরা।