Tuesday, 14 September 2021

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ডাকাতির ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ডাকাতির ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত


গোলাপগঞ্জ প্রতিনিধি: গত সোমবার রাতে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ডাকাতির ঘটনার প্রতিবাদে এলাকাবাসির উদ্যোগে দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

এসময় বিশিষ্ট মুরব্বি আব্দুস সহিদ খান জিলা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ -দফতর সম্পাদক হোসেন আহমদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্য আলা উদ্দিন, রেদওয়ান হোসেন রাজু , স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রাজু, সমাজসেবক শাহজাহান আহমদ প্রমুখ।

ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন, এজাজ আহমদ, ভুক্তভোগী দুলাল সেন, সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব গোলাম মস্তফা খান, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মনোজ কুমার দে সম্বু, সমাজ সেবক নজরুল ইসলাম খান স্বাফি,আবুল কালাম খান।

সভায় এলাকাবাসির পক্ষ থেকে ডাকাতের গুলিতে আহত ছয়জনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং সবার সাথে সমন্বয় করে তাদের আর্থিক সহযোগিতা করতে স্থানীয় সমাজ সেবক সামসুল আলম গোলাপ কে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, নজরুল ইসলাম, আব্দুল আজাদ, ইউপি সদস্য হোসাইন আহমদ, বিদ্যুত দেব, আবুল কালাম খান, শরিফ আহমদ।
ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ভয়ে ক্যাপিটলের চারদিকে দেয়াল নির্মাণ

ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ভয়ে ক্যাপিটলের চারদিকে দেয়াল নির্মাণ



যুক্তরাষ্ট্রের সংসদ ভবনের বাইরে আবারও জড়ো হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা।

ওয়াশিংটন ডিসিতে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ সমাবেশের নাম দেওয়া হয়েছে ‘জাস্টিস ফর জানুয়ারি ৬’।


ট্রাম্পের উগ্র সমর্থক গোষ্ঠী যাতে আবারও মার্কিন সংসদ ভবনে তাণ্ডব চালাতে না পারে এ জন্য ক্যাপিটল হিলের চারপাশে উঁচু ধাতব প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।
 
সমাবেশ ঘিরে আবারও সহিংস ঘটনার আশঙ্কা থেকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্পের উগ্র সমর্থকরা। খবর আনাদোলুর।

ক্যাপিটল হিলে হামলার এ ঘটনায় এখন পর্যন্ত ছয় শতাধিক দাঙ্গাবাজকে গ্রেফতার করে তদন্ত করা হয়েছে। তাদের অনেকের নামে অপরাধ আইনে আদালতে অভিযোগ দেওয়া হয়েছে। মূলত এসব অভিযুক্ত ব্যক্তিকে সমর্থন জানানোর জন্যই ট্রাম্পের সমর্থকরা সমাবেশের ডাক দিয়েছেন।


ইতোমধ্যে ট্রাম্প-সমর্থক ‘প্রাউড বয়েজ’ নামের শ্বেতাঙ্গ উগ্রবাদী সংগঠনসহ অন্যরা এ সমাবেশ নিয়ে অনলাইনে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে।

ক্যাপিটল হিল ছাড়াও প্রত্যাক রাজ্যে ট্রাম্প সমর্থকরা বিক্ষোভের ডাক দিয়েছেন। এদিন সাত শতাধিক ট্রাম্প সমর্থক ক্যাপিটল হিলের বাইরে বিক্ষোভ মিছিল করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে।


অন্যদিকে ট্রাম্পবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’সহ আরও কিছু উদারনৈতিক সংগঠন একই দিনে ওয়াশিংটন ডিসিতে সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে। পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে।

এ কারণে সংসদ ভবনের নিরাপত্তার জন্য উঁচু এ দেয়াল নির্মাণ করা হচ্ছে।
১৬ কোটি বছর আগে পৃথিবীতে দাপিয়ে বেড়াত ‘উড়ন্ত ড্রাগন’

১৬ কোটি বছর আগে পৃথিবীতে দাপিয়ে বেড়াত ‘উড়ন্ত ড্রাগন’


পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবাশ্ম আবিষ্কারে আমরা বিশ্ববাসী প্রতিনিয়তই নতুন নতুন চমকের সাক্ষী হচ্ছি। কোটি কোটি বছর আগেকার অক্ষত জীবাশ্ম আমাদের যে শুধু হতবাক করছে তাই নয়, একইসঙ্গে ভাবাচ্ছে ভবিষ্যতের পৃথিবীকে নিয়েও। সম্প্রতি এমনই এক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা চিলির আতাকামা মরুভূমিতে। সেখানে পাওয়া গেছে ‘উড়ন্ত ড্রাগন’ তথা উড়ন্ত ডাইনোসরের জীবাশ্ম। পাখির মতো উড়ে বেড়াত এই অতিকায় ডাইনোসর। তাই একে বলা হতো ‘উড়ন্ত ড্রাগন’।

চিলির আতাকামা মরুভূমিতে বিজ্ঞানীরা সেই উড়ন্ত ড্রাগনের জীবাশ্ম আবিষ্কার করেছেন। এত দিন ধারণা করা হত, জুরাসিক যুগের এই ডাইনোসর কেবল উত্তর গোলার্ধেই বিচরণ করত। উড়ন্ত এ সরীসৃপ আদিম টেরোসরাসের অন্তর্গত ছিল, যারা ১৬ কোটি বছর আগে পৃথিবীতে বিচরণ করত। এদের দীর্ঘ লেজ, ডানা এবং বাইরের দিকে বেরিয়ে থাকা তীক্ষ্ণ দাঁত ছিল।

এই ডাইনোসরের জীবাশ্ম প্রথম আবিষ্কার করেছিলেন আতাকামা ডেজার্ট মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টরি অ্যান্ড কালচারের কর্মকর্তা ওসালদো রোজাস। এরপর চিলি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ নিয়ে গবেষণা চালান। দক্ষিণ গোলার্ধে উড়ন্ত ড্রাগনের অস্তিত্বের বিষয়টি প্রকাশিত হয়েছে জীবাশ্মবিজ্ঞান নিয়ে কাজ করা এক পত্রিকায়।

এই গবেষণার নেতৃত্ব দেওয়া চিলি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জোনাথন অ্যালার্কন বলেন, এত দিন পর্যন্ত উড়ন্ত ড্রাগনের বিচরণ নিয়ে যা জানা ছিল, প্রকৃতপক্ষে তাদের বিস্তৃতি ছিল তার চেয়েও বেশি। শুধু তাই নয়, এই আবিষ্কার থেকে উত্তর ও দক্ষিণ গোলার্ধের প্রাণীদের সম্ভাব্য স্থানান্তর ও তাদের আন্তঃসম্পর্কের সূত্রেরও ইঙ্গিত মেলে। আর এটি এমন একটি সময়ের ইঙ্গিত দেয়, যখন পৃথিবীর অধিকাংশ দক্ষিণাঞ্চলীয় ভূমি গন্ডোয়ানা নামক এক মহা-মহাদেশে সংযুক্ত ছিল।

বিজ্ঞানী অ্যালার্কন বলেন, এসব টেরোসরাসের একটি প্রজাতির খোঁজ কিউবাতেও পাওয়া যায়। এগুলো উপকূলীয় প্রাণী ছিল। তাই তারা সম্ভবত উত্তর ও দক্ষিণে জায়গা বদল করত। অথবা তারা এ অঞ্চলে একবার এসে আর ফেরত যায়নি।

শাহজালালে বাক্স থেকে মিলল ১২ কোটি টাকার বিদেশি মুদ্রা

শাহজালালে বাক্স থেকে মিলল ১২ কোটি টাকার বিদেশি মুদ্রা



রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে সোমবার রাতে ১২ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে হাসান আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

এপিবিএন কর্মকর্তা জিয়াউল হক জানান, বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি বাক্স থেকে সোমবার রাতে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার জব্দ করেন সিভিল এভিয়েশন সিকিউরিটির সদস্যরা, যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকা সমমূল্যের।


বিপুল এই বৈদেশিক মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা করে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র।
গোলাপগঞ্জে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


গোলাপগঞ্জে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আতিক আহমদকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানাধীন মানিককোনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত এ আসামি গোলাপগঞ্জ থানার খালপার গ্রামের মোবারক আলীর পুত্র।

 
বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আতিক গোলাপগঞ্জ থানার ২০০৬ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন থেকেই পলাতক ছিল। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে, এবং অপরাপর সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভুক্ত সকল আসামিকে গ্রেপ্তারে সিলেট জেলা পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
কানাইঘাটে প্রবাসীর মাকে যৌন হেনস্তা করে দুর্বৃত্তরা ভিডিও ছড়িয়ে দিল ফেসবুকে

কানাইঘাটে প্রবাসীর মাকে যৌন হেনস্তা করে দুর্বৃত্তরা ভিডিও ছড়িয়ে দিল ফেসবুকে


প্রবাসে থাকা দুই সন্তানের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য তাদের মাকে যৌন হেনস্তা করে সেই ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এমন ঘটনা ঘটেছে সিলেটের কানাইঘাট উপজেলায়।


হেনস্তার সাথে জড়িত চার ব্যক্তিকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, তাদের আটকে অভিযান চলছে।

সোমবার বিকেলের দিকে ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বেনামি একাধিক আইডি থেকে সাড়ে ৪ মিনিটের ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

এতে দেখা যায়, চারজন যুবক একজন মধ্যবয়স্কা নারীকে টানাহেঁচড়া করছেন। কখনো তার শাড়ির আঁল ধরে টানাটানি করছেন। এসময় নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ওই নারীকে কাকুতি মিনতি করতে দেখা যায়।

ওই নারীর আত্মীয়দের দাবি, এমন ভিডিও করে ওই নারীর প্রবাসী ছেলেদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।


ওই নারীর এক আত্মীয় জানান, গত ২৮ আগস্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। নারীর বয়স পঞ্চাশোর্ধ্ব। তার স্বামী নেই। চার মেয়ে ও দুই ছেলে। মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। দুই ছেলে দুবাইপ্রবাসী। বাড়িতে তিনি একাই থাকতেন। ২৯ আগস্ট বাড়িটি তালাবদ্ধ করে তিনি হঠাৎ প্রতিবেশী কাউকে না জানিয়ে পাশের গ্রামে তার বাবার বাড়িতে চলে যান। হঠাৎ বাবার বাড়িতে চলে যাওয়ার কারণ জানতে গিয়ে আত্মীয়রা ওই নারীর মুখে ঘটনাটি শোনেন। এরপর প্রবাস থেকে তার দুই ছেলে তাঁদের জানিয়েছেন, ভিডিওটি তাঁদের দুই ভাইয়ের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা চেয়েছেন এক ব্যক্তি।

নারীর এক আত্মীয় বলেন, প্রবাসে থাকা দুই ছেলে উদ্বিগ্ন হয়ে জানিয়েছেন, ভিডিও ধারণকারীদের সঙ্গে যোগাযোগ করে কিছু টাকাপয়সা দিয়ে সম্পূর্ণ ভিডিও উদ্ধার করার জন্য। এরপর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও তারা জানিয়েছেন। এ বিষয়ে গত বুধবার রাতে একটি সালিস বৈঠক হয়। ওই বৈঠকে ভিডিও ধারণকারীদের চার লাখ টাকা দেওয়ার ফয়সালা করে অগ্রিম এক লাখ টাকা দেওয়া হয়। গত শনিবার এ টাকা দেওয়ার কথা ছিল। টাকা না দেওয়ার এক দিন পর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার খবর পান তারা।


এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এ রকম ভিডিও পেয়ে আমরা সংগ্রহ করে দেখেছি। যে চার ব্যক্তি ওই নারীকে হেনস্তা করেছেন, তাদেরও শনাক্ত করা হয়েছে। তাদের আটক করতে অভিযান চলছে।


সূত্র: প্রথম আলো
দক্ষিন সুরমার শ্রমিকনেতা শাহ শফিক আহমদ আর নেই

দক্ষিন সুরমার শ্রমিকনেতা শাহ শফিক আহমদ আর নেই



দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের হাজিপুর (মাঝের গাও)নিবাসী নরওয়ে প্রবাসী সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাবেক সদস্য, মৌলভীবাজার -জালালপুর - গহরপুর স্ট্যান্ড এর সাবেক সম্পাদক, সিলাম ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি বিশিষ্ট শ্রমিকনেতা শাহ শফিক আহমদ আর নেই। 


১৩ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। 

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনী আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের জানাযার নামাজ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন মরহুমের ভাতিজা শাহ মুজিবুর রহমান মিন্টু। 


উল্লেখ্য, শাহ শফিক আহমদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে চেয়ারম্যান পদে  প্রতিদ্বন্দ্বিতাকারী  বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী নরওয়ে প্রবাসী শাহ রফিক আহমদের মেজোভাই।