Sunday, 19 September 2021

চন্দরপুরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ আউটলেটের উদ্বোধন

চন্দরপুরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ আউটলেটের উদ্বোধন


গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় চন্দরপুরের আনিসা এন্ড আদিল মার্কেটের ২য় তলায় দেশের ৫৩৮তম আউটলেট হিসেবে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।



এলাকার তরুণ সমাজসেবী শিপু ইসলামের সঞ্চালনায় এবং চন্দরপুর আউটলেট শাখার ব্যবস্থাপক হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে উদ্বোধনী এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের এজেন্ট ব্যাংকিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সাখাওয়াত হোসেন।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের এজেন্ট ব্যাংকিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সোলেমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের বিয়ানীবাজার শাখা ব্যবস্থাপক খালেদ মুহাম্মদ ছয়ফুল আলম, চন্দরপুর বাজার বণিক সমিতির সভাপতি ডাঃ আব্দুল মতলিব, যুক্তরাজ্য প্রবাসী শামছুল হক, সিলেট জেলা জমিয়তে ওলামায়ের সহ-সভাপতি শামছ উদ্দিন, আমকোনা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা খলিলুর রহমান, রায়গড় দাখিল মাদ্রাসার শিক্ষক আসাদ উদ্দিন, বিশিষ্ট মুরব্বী আব্দুল করিম, সিটি ব্যাংক চন্দরপুর বাজার আউটলেট শাখার ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, সমাজসেবী আমান উদ্দিন ও ইমাম উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুছ নূরী প্রমুখ।



শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আমান উদ্দিন।



অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের বড়লেখা বাজার আউটলেটের ইনচার্জ শাহেদ আহমদ, দক্ষিণভাগ বাজার আউটলেটের ইনচার্জ দেলোয়ার হোসেন, আব্দুন নুর, এখলাছ উদ্দিন, বাহার উদ্দিন, সাইফুল হক ছুটু, জেবলু মিয়া, এনটিভি ইউরোপের বিয়ানীবাজার প্রতিনিধি জামান বাবলু, কুশিয়ারা নিউজ ডটকমের সম্পাদক সালমান কাদের দিপু, হোসাইন সারোয়ার প্রমুখ।


অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আমকোনা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা খলিলুর রহমান।

গোলাপগঞ্জে গৃহবধুর মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টায় স্বামী-শাশুড়ি কারাগারে

গোলাপগঞ্জে গৃহবধুর মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টায় স্বামী-শাশুড়ি কারাগারে



সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধুর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী স্বামী ছয়ফুল ইসলাম ছফু (৪৫) ও শাশুড়ি নেওয়া বেগম (৫৮) কে গ্রেফতার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উপজেলার দক্ষিণ ঘোষগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।


এদিকে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর অবস্থা এখনো আশংকাজন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

থানায় অভিযোগ থেকে জানা যায়, উপজেলার দক্ষিণ ঘোষগাঁও গ্রামের মধু মিয়ার ছেলে ছয়ফুল ইসলাম ছফুর সাথে উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের সাজ্জাদ আলীর মেয়ের বিয়ের পর থেকেই যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন করতেন স্বামীসহ শশুর বাড়ির লোকজন। গত বৃহস্পতিবার মধ্যরাতে স্বামী ছয়ফুল ইসলাম ছফু স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করেন। মারধরের প্রতিবাদ করায় স্বামী ও শাশুড়িসহ পরিবারের লোকজন গৃহবধূকে ধরে মুখে বিষ ঢেলে দেয়। পরে অসুস্থ বলে গৃহবধুর ভাইকে খবর দেন ছয়ফুল। খবর পেয়ে ভাই সেখানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


এঘটনায় স্বামী, শাশুড়ী ও দেবর এই তিন জনকে আসামি করে গৃহবধুর ভাই আব্দুস সামাদ গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন, নং-১৯ /১৭.০৯.২০২১। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী গৃহবধুর স্বামী ছয়ফুল ইসলাম ছফু ও শাশুড়ি নেওয়া বেগমকে গ্রেফতার করেছে । মামাল অপর আসামী দেবর সমছু মিয়া (৩২) পলাতক রয়েছে।

এদিকে গৃহবধূর ভাই আব্দুস সামাদ বলেন, আমার বোনের অবস্থা খুবই গুরুতর। সে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা ভালো না।


এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান,
এঘটানায় মামলা হওয়ার পর ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Saturday, 18 September 2021

মুসলিম নারীর হিজাব জোর করে খোলায় মার্কিন পুলিশের উপর হচ্ছে মামলা

মুসলিম নারীর হিজাব জোর করে খোলায় মার্কিন পুলিশের উপর হচ্ছে মামলা



যুক্তরাষ্ট্রে পুলিশ এক মুসলিম নারীর হিজাব জোর করে খুলে ফেলার ঘটনায় মামলা করছেন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের (সিএআইআর) নেতারা।

 
মিশিগানের ডেট্রয়েটে পুলিশ এক মুসলিম নারীকে সম্প্রতি গ্রেফতারের পর জোর করে তার হিজাব খুলে ফেলেন।  খবর আরব নিউজের।

সিএআইআরের আইনজীবী অ্যামি দৌকুরে জানান, মুসলিম নারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য পুলিশের বিরুদ্ধে মামলা করছি।


হেলেনা বোয়ে নামে ওই নারী বাদী হয়ে মামলাটি করবেন বলেও আইজীবী জানিয়েছেন।

তিনি জানান, হেলেনা তার গাড়ি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে লাইসেন্সের মেয়াদ পরীক্ষা করার সময় পুলিশ তার সঙ্গে ওই বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী আচরণ করে।

সূত্রঃ যুগান্তর
স্কটল্যান্ডে সহকর্মীর হাতে বিয়ানীবাজারের সেলিম খুন

স্কটল্যান্ডে সহকর্মীর হাতে বিয়ানীবাজারের সেলিম খুন



স্কটল্যান্ডের একটি রেস্টুরেন্টে সহকর্মীর ছুরিকাঘাতে বিয়ানীবাজারের যুবক সেলিম উদ্দিন খুন হয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত সেলিম উদ্দিন বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের মরহুম সাদই মিয়ার ছেলে।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আহমদ।


সেলিম উদ্দিনের চাচাতো ভাই ইমরান হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছিলেন সেলিম উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে কয়েকদিন আগে তিনি সেখানে বৈধভাবে বসবাসের সুযোগ পান। স্কটল্যান্ডের একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করতেন সেলিম। সেখানে কথাকাটাকাটির জেরে এক সহকর্মী তাকে ছুরিকাঘাত করেন। পরে সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ ঘন্টা পর মারা যান তিনি।

এদিকে, অভিযুক্তকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
গোলাপগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনাঃ দাদা-নাতি নিহত, আহত ৪

গোলাপগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনাঃ দাদা-নাতি নিহত, আহত ৪



গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং এলাকায় সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি প্রোভক্স প্রাইভেটকার ও মালবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এতে নিহত হয়েছেন ২ জন। নিহতরা সম্পর্কে দাদা ও নাতি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

আজ শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের শফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)। আরিয়ানের বাবার নাম আবুল হাসনাত।

আহতদের মধ্যে শফিক উদ্দিনের স্ত্রী হোসনা বেগম (৫৫) ছাড়াও রয়েছেন তামান্না বেগম (২৫), ফাতিমা আক্তার (২৩) ও প্রাইভেটকার চালক নাসির উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বিয়ানীবাজার থেকে প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ-১৪-৯৫৯৫) পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহরে যাচ্ছিলেন শফিক উদ্দিন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণাপিং নামক স্থানে একটি মালবাহী পিকআপভ্যানের (ঢাকা মেট্রো-ন-২০-৮২৪৭) সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।


দুর্ঘটনার পরপরই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার শফিক উদ্দিন ও আরিয়ানকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত চারজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনা ও দুইজন নিহত হওয়ার বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ।


তবে পিকআপভ্যানের চালক পলাতক রয়েছেন। তাকে ধরতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
‘আমি হচ্ছি কানাডা সরকারে প্রথম বাংলাদেশি মন্ত্রী’

‘আমি হচ্ছি কানাডা সরকারে প্রথম বাংলাদেশি মন্ত্রী’



নিজেকে কানাডায় ‘প্রথম বাংলাদেশি মন্ত্রী’ হিসেবে দাবি করেছেন ফেডারেল জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার। তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন আমাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, আমি তাঁকে বলেছি- আমি হচ্ছি কানাডা সরকারে প্রথম বাংলাদেশি মন্ত্রী। কারণ আমি সবচেয়ে বেশিসংখ্যক বাংলাদেশি কানাডিয়ানের প্রতিনিধিত্ব করি, তাদের সেবা করি।


কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভের’ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, আগামী ২০ সেপ্টেম্বরের নির্বাচনে তিনি লিবারেল পার্টির মনোনয়নে স্কারবোরো সাউথওয়েস্ট নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্কারবোরো সাউথওয়েস্ট এলাকায় সর্বাধিক সংখ্যক বাংলাদেশি কানাডিয়ান ভোটার বসবাস করেন।


এ নির্বাচনী এলাকা থেকেই প্রভিন্সিয়াল সংসদে এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম।

আলোচনায় বিল ব্লেয়ার বলেন, কানাডার তিনটি নির্বাচনী আসনে বাংলাদেশি ভোটারের প্রাধান্যগুলো হচ্ছে- তার নিজের স্কারবোরো সাউথওয়েস্ট, বিচেস ইস্ট ইয়র্ক এবং কুইবেকের পাপিন্যু। তিনি বলেন, স্কারবোরো সাউথওয়েস্টে আমি, বিচেস ইস্ট ইয়র্কে নাথানিয়াল আরস্কিন স্মিথ এবং পাপিন্যূতে জাস্টিন ট্রুডো এমপি হিসেবে প্রতিনিধিত্ব করছেন।


বিল ব্লেয়ার বলেন, আমরা তিনজন প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং বাংলাদেশি কমিউনিটির নানা বিষয় নিয়ে আমাদের মধ্যে আলাপ হয়। আমি জাস্টিন ট্রুডোকে বলেছি- আমি হচ্ছি কানাডা সরকারে প্রথম বাংলাদেশি মন্ত্রী, কারণ আমি সবচেয়ে বেশি বাংলাদেশি কানাডিয়ানদের প্রতিনিধিত্ব করি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনিও সর্বাধিক সংখ্যক বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব করেন এবং সেজন্য তিনি গর্বিত। কানাডায় বাংলাদেশি কমিউনিটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা গতিশীল- সেটা জাস্টিন ট্রুডো এবং আমি হৃদয় দিয়ে উপলব্ধি করি।
বিয়ানীবাজারে মাইকে ঘোষণা দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

বিয়ানীবাজারে মাইকে ঘোষণা দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ


সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।


জানা যায়, আজ (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামদা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক সংঘর্ষের কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ঘন্টাব্যাপী সময় ধরে দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষকারী উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের বেশ কয়েজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘন্টাব্যাপী সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটক পড়ায় তীব্র যানজট সৃষ্টি হয়ে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা ও চারখাই ফাড়ির পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌছায়।


এদিকে, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর। স্থানীয়রা জানিয়েছেন  জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা সংঘর্ষ থামাতে দুই গ্রামবাসীকে শান্ত করার চেষ্টা চালিয়েছেন।