Wednesday, 22 September 2021

অক্সফোর্ড থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন গোলাপগঞ্জের তাহমিদুর রহমান

অক্সফোর্ড থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রী অর্জন করলেন গোলাপগঞ্জের তাহমিদুর রহমান



যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন গোলাপগঞ্জের কুশিয়ারা পাড়ের কৃতি সন্তান তাহমিদুর রহমান।



অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশুনা শেষে কৃতিত্বের সহিত এ ডিগ্রী অর্জন করেন তিনি।

তাহমিদুর রহমানে পৈতৃক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাণীগ্রামে। তার পিতা ছিদ্দিকুর রহমান, মাতা আমিনা বেগম। পরিবারের ৫ ভাই ১ বোনের মধ্যে তাহমিদুর রহমান তৃতীয়।

তাহমিদুর রহমানের পিতা ছিদ্দিকুর রহমান যুক্তরাজ্যের বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে রয়েছেন সম্পৃক্ত। এছাড়াও দেশে স্কুল, কলেজ-সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে অবদান রেখে আসছেন।


ছিদ্দিকুর রহমান তার পুত্র তাহমিদুর রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের দোয়া কামনা করেছেন।


পানির মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু

পানির মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু



পানির মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে একই সঙ্গে স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু হয়েছে। 

আজ (২২ সেপ্তেম্বর) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- কাজম আলী (৬৫) ও তার স্ত্রী জমেলা (৫৫)। কাজম আলী একই এলাকার মৃত. কালাই মিয়ার ছেলে।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, ভোরে নতুন ঘরের দেয়ালে পানি দেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই একসঙ্গেই ওই দম্পতি মারা যান। 


পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ অফ করে তাদের উদ্ধার করে। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

Tuesday, 21 September 2021

যুক্তরাজ্যে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ‘আলোর আকাশ’ অনুষ্ঠিত

যুক্তরাজ্যে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ‘আলোর আকাশ’ অনুষ্ঠিত



সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর উদ্যোগে সাহিত্য ও সংগীতানুষ্ঠান ‘আলোর আকাশ’ অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমক অনুষ্ঠানটি রোববার (১৯ সেপ্টেম্বর) পূর্বলন্ডনের কমার্শিয়াল রোডস্থ একটি হলরুমে অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট  আবদুল গাফফার চৌধুরী। তিনি সংগঠনের উদ্যোগে বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসবকে অব্যাহত রাখতে এবং সংগঠনের কার্যক্রমে সন্তুষ প্রকাশ করে নতুন কমিটিকে অভিনন্দন জানান। 

উল্লেখ্য ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি বাংলা একাডেমি  ও সংস্কৃত মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় বিলেতে বইমেলা করে আসছে। 

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলর আয়েশা চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক, সুদীপ চক্রবর্তী, টাওয়ার হেমলেট কাউন্সিলের কাউন্সিলর শাহ সোহেল আমিন, সাবেক সভাপতি লেখক ফারুক আহমদ।


সংগঠনের সভাপতি  ময়নূর রহমান বাবুলের সভাপতিত্বে ও  সাধারণ  সম্পাদক এ কে এম আব্দুল্লাহ'র পরিচালনায় সভার শুরুতে বঙ্গবন্ধু-সহ সকল শহীদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামছুজ্জামান খান, হাবিবুল্লাহ সিরাজি-সহ বিলেতের সদ্যপ্রয়াত লেখক সাংবাদিক ইসহাক কাজল, কবি গীতিকার কুতুব আফতাব, লেখক রাজনিতিবীদ ডা: ফয়জুল ইসলাম, সাংবাদিক অশোক গুপ্ত ,কবি নজরুল ইসলাম সহ প্রয়াতদের সম্মানে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর সভাপতির স্বাগত বক্তব্য ও আগামী দুই বছরের নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে সভা শুরু হয়।
 
সভায়  স্পিকার আহবাব হোসেন তাঁর বক্তব্যে বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের পাশে আছি, পাশে থাকব। আপনাদের সহযোগিতার জন্য ব্যাক্তিগত এবং কাউন্সিলের পক্ষে থেকে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। বিলেতে আপনারা আমাদের সাহিত্য সাংস্কৃতিকে চর্চার মাধ্যমে বিকশিত করছেন। আপনাদের ধন্যবাদ জানাই।


কাউন্সিলর আয়েশা চৌধুরী ও কাউন্সিলর শাহ সোহেল আমিন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক  পরিষদের কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করে বলেন, প্রবাসে বাংলাদেশ বইমেলা-সহ বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসার ও লালন করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।

ফারুক আহমদ তাঁর বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে নাট্যকলায় কমনওয়েলথ স্কলারশীপে  পিএইচডি  ডিগ্রী অর্জনে ড. সুদীপ চক্রবর্তীকে সংগঠনের পক্ষ থেকে- ময়নুর রহমান বাবুল ও আনোয়ার শাহজাহান উত্তরীয় পরিয়ে দেন। সম্মাননা ক্রেস্ট তোলে দেন স্পিকার ও অতিথিবৃন্দ।

সুদীপ চক্রবর্তী  তাঁর স্বাগত বক্তব্যে বলেন, আমি সত্যিই অভিভূত। আমাকে যেভাবে আপনারা সম্মানিত করলেন, যুক্তরাজ্যের বাঙালিদের  কাছে আমার ঋণের বোঝা ভারী হয়ে রইল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অর্থনৈতিক  স্বনির্ভরতায় আপনারা যেভাবে ভূমিকা রেখেছেন, শিল্পে সাহিত্যেও একইভাবে ভূমিকা রাখছেন। মাসব্যাপী বাংলা নাট্যউৎসবের সাথে আমি বিগত অনেক বছর ধরেই জড়িত আছি।  বাংলাদেশ থেকে শিল্পী সাহিত্যিকরা যুক্তরাজ্যে আসেন, কিন্তু যুক্তরাজ্যের কাউকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয় না। এখন সময় এসেছে সেই সেতু বন্ধনের।  যুক্তরাজ্যের চতুর্থ  প্রজন্মদেরকে বিশেষ করে, আপনাদের এই চর্চার আওতায় নিয়ে আসা জরুরী৷ অন্যথায়  আপনাদের এই শ্রম, প্রচেষ্ঠা ব্যার্থ হয়ে যাবে।


সুদীপ চক্রবর্তী আরোও বলেন, আমার সাধ্যের যে কোন প্রয়োজনে আপনাদের পাশে থাকব।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইকবাল হোসেন বুলবুল ও আবুল কালাম আজাদ ছোটন।

সম্মাননা পর্বে মুল প্রবন্ধ পাঠ করেন মোস্তফা জামান চৌধুরী। 

সংগঠনের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান- মুহাম্মদ মুহিদ,জুয়েল রাজ, শামীম আহমদ, সৈয়দ হিলাল সাইফ ও মোহাম্মদ ইকবাল। 

মোস্তফা জামান চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে  আবৃত্তি করেন, সালাহ উদ্দীন শাহীন, বর্ণালী চক্রবর্তী ও শতরুপা  চৌধুরী৷ 

যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বাংলা ভাষা-ভাষী কবি সাহিত্যিকগণের উপস্হিতিতে অনুষ্ঠানটি একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। তাঁদের আবেগ আর রস মিশ্রিত স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, আকর্ষণীয় করে তোলে অনুষ্ঠানটিকে।

স্বরচিত কবিতা ও ছড়া পাঠে অন্যান্যদের মধ্যে অংশ নেন- কবি আতাউর রহমান মিলাদ, মজিবুল হক মণি, শাহাদাত করিম, ইকবাল হোসেন বুলবুল, মাজেদ বিশ্বাস,মোসাইদ খান, সৈয়দ হলাল সাইফ, মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ,সাইফ উদ্দিন আহমদ বাবর,জুয়েল রাজ,ফাহমিদা ইয়াসমিন,আজিজুল আম্বিয়া,উদয় শংকর দূর্জয়, শাহারা খান, মরিয়ম চৌধুরী,নূরজাহান রহমান, রহমত আলী,শেখ সমছুল ইসলাম, হাজেরা কোরেশী, মুহাম্মদ মুহিদ,আব্দুছ ছালাম চৌধুরী।


শেষ পর্বে সহ-সভাপতি নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান। সংগীত পরিবেশন করেন- মোস্তফা  মিলন ও ইভা রহমান।
সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুর রউফ-এর ২য় মৃত্যুবাষির্কী বৃহস্পতিবার

সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুর রউফ-এর ২য় মৃত্যুবাষির্কী বৃহস্পতিবার



দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আলীনগর সাবসেন জামে মসজিদের মোতাওয়াল্লী, ইক্বরা শাহী ইদগাহের সভাপতি ও ইক্বরা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারার ভাইস প্রেসিডেন্ট, জিন্দাবাজারস্থ এশিয়া ইন্টারন্যাশনাল মার্কেটের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুর রউফ-এর ২য় মৃত্যুবাষির্কী আগামী ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার।


এ উপলক্ষ্যে মরহুমের পরিবারবর্গের পক্ষ থেকে ২২ সেপ্টেম্বর বুধবার  রাতে তার আলীনগরস্থ নিজবাড়ীতে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে  দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের উদ্যোগে ২২ সেপ্টেম্বর বাদ জোহর খাজাকালু জামেয়া ইসলামিয়া মাদ্রাসা  প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি।


উল্লেখ্য, আব্দুর রউফ গত ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর সোমবার ইন্তেকাল করেন।
লটারিতে ১২ কোটি টাকা জিতলেন অটোচালক

লটারিতে ১২ কোটি টাকা জিতলেন অটোচালক



লটারি জিতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন ভারতের কেরালার এক অটোচালক। এক লটারিতেই তিনি ১২ কোটি টাকা পেয়েছেন। ১০ দিন আগে ওই টিকিট কেনেন দরিদ্র অটোচালক।

ওই অটোচালকের নাম জয়পালান পি আর। তিনি কেরালার মারাডুর বাসিন্দা। রাতারাতি বড়লোক হওয়া জয়পালানের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী করে নম্বর বেছে নিয়েছিলেন বা নম্বর বেছে নেওয়ার ক্ষেত্রে কারও পরামর্শ নিয়েছিলেন কিনা।

জবাবে সংবাদ সংস্থা পিটিআইকে কোটিপতি অটোচালক বলেন, ‘লটারির নম্বর ছিল টিই৬৪৫৪৬৫। সংখ্যাটি দেখে আমার ভালো লেগেছিল বলেই ওই টিকিটটি কেটেছিলাম। এ ব্যাপারে কারও পরামর্শ নেইনি।

ত্রিপুনীথুরা থেকে গত ১০ সেপ্টেম্বর ওনাম বাম্পার লটারির টিকিটটি কেটেছিলেন জয়পালান। রোববার তিরুঅনন্তপুরমের গোর্কি ভবনে লটারি খেলা হয়। কেরালার অর্থমন্ত্রী কে এন বালগোপাল অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
 
কেরালা জুড়ে বিক্রি হওয়া ৫৪ লাখ টিকিটের মধ্যে বেছে নেওয়া হয় প্রথম পুরস্কার বিজেতাকে। জয়ী জয়পালন অবশ্য ১২ কোটি টাকা জিতলেও হাতে পাবেন ৭ কোটি টাকা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
টানা তৃতীয়বার জয়লাভ করে যা বললেন জাস্টিন ট্রুডো

টানা তৃতীয়বার জয়লাভ করে যা বললেন জাস্টিন ট্রুডো


কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। এর ফলে টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো। অবশ্য লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। 

ফল ঘোষণার পর কানাডার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন জাস্টিন ট্রুডো।


টুইটারে ট্রুডো  লিখেছেন, ধন্যবাদ, কানাডা। আপনাদের ভোট ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য লিবারেল টিমের প্রতি আস্থা রাখায়। আমরা করোনার বিরুদ্ধে লড়াইয়ের ইতি টানব। আমরা কানাডাকে এগিয়ে নিয়ে যাব। সবার জন্য।

বিজয়ী ভাষণে ট্রুডো বলেন, আপনারা আমাকে আরেকবার দায়িত্বে পাঠাচ্ছেন। এর মধ্য দিয়ে মহামারির সময় পার করে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার স্পষ্ট সমর্থন জানালেন। যা করার জন্য আমরা প্রস্তুত।

মঞ্চে ট্রুডোর সঙ্গে তার স্ত্রী সোফি গ্রেগরি ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

কানাডার পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে মোট আসন সংখ্যা ৩৩৮টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে নির্বাচনে কোনো দল বা জোটকে ১৭০টি আসনে জয়লাভ করতে হয়। তবে ট্রুডোর দল এবারও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার চালাতে আগের মতোই অন্যদের সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হবে।


তবে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, ১৫৬টি আসনে জয় পেতে যাচ্ছে লিবারেল পার্টি। প্রধান বিরোধী দল হিসেবে কনজারভেটিভ পার্টিই থাকছে। তারা ১২২টি আসনে জয় পেতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স ও এনবিসি
সিলেটে দুই বোনের আত্মহত্যা: নেপথ্যে ধুম্রজাল

সিলেটে দুই বোনের আত্মহত্যা: নেপথ্যে ধুম্রজাল




সিলেট সিলেট নগরীর ৪নং ওয়ার্ডের আম্বরখানা মজুমদাররি এলাকায় ৩১নং বাসার ছাদ থেকে আপন দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের স্বজনরা বলছেন, দুই বোন ‘আত্মহত্যা’ করেছেন। পুলিশ বলছে, এ নিয়ে তদন্ত চলছে।

নিহত দুই বোন হলেন- মজুমদারির ওই বাসার মৃত কলিমউল্লাহর মেয়ে রাণী বেগম (৩৮) ও ফাতেমা বেগম (২৭)।


এ দুই বোন ঠিক কী কারণে ‘আত্মহত্যা’ করলেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। এটি ‘হত্যা’ কিনা, সে আলোচনাও আছে। তবে তাদের ভাই শেখ রাজন বলছেন, বিয়ের আলাপ সংক্রান্ত বিষয় নিয়ে ‘রাগ ও ক্ষোভ’ থেকে এই চূড়ান্ত পথ বেছে নিতে পারেন তারা। এর মধ্যে রাণীর প্ররোচনায় ফাতেমা আত্মহত্যা করেছেন বলে মনে করছেন তিনি। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর ঘটনাটিকে ‘সন্দেহজনক’ বলে মনে করছেন।

আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ভবনের ছাদের উপর থাকা পিলারের রডের সাথে ঝুলন্ত ছিল তাদের মরদেহ।

মফিজুল ইসলাম বলেন, ‘এই পরিবারের সদস্যদের কিছুটা অ্যাবনরমাল (অপ্রকৃতস্থ, অস্বাভাবিক) মনে হচ্ছে। তারা চাপা স্বভাবের। আত্মীয়স্বজনদের সাথেও তাদের তেমন যোগাযোগ নেই।’

দুই বোনের ‘আত্মহত্যার’ বিষয়ে কথা বলেছেন তাদের ভাই শেখ রাজন।


তিনি বলেন, ‘যে কারণে সমস্যা হয়েছে, একটা বিয়ের প্রস্তাব এসেছিল গত রোববারে। বরের বয়স একটু বেশি, পঞ্চাশ। লন্ডনী, দুই বাচ্চার বাবা। সে (রাণী) বিয়েতে রাজি নয়, ঘরে ঝগড়া করছিল। আমরা তাকে বলি, বিয়ের প্রস্তাব মাত্র এসেছে, বিয়ে তো আর হয়ে যায়নি। আস্তে আস্তে কনে দেখাবো; হলে হলো, না হলে নাই।’

রাজন বলেন, ‘এ নিয়ে সে ঝগড়া করে মায়ের সাথে। বোনের সাথেও ঝগড়া করে। কাল সোমবার ঝগড়া করে সে চাচার বাসায় (একই এলাকায়) চলে যায়। প্রায়ই ঝগড়া হলে এভাবে চাচার বাসায় চলে যায়, সেখানে থেকে আসে। আমরা ভেবেছি, চাচার বাসা থেকে  সে সকালে আসবে। এইপর্যন্ত আমাদের শেষ।’

তিনি আরও বলেন, ‘আজ ভোর ৫টায় পাশের বাসা থেকে ডাকাডাকি করে বলে, আমাদের ছাদে মানুষ লটকে আছে। তখন আমরা দৌড়ে ছাদে যাই। গিয়ে দেখি দুজনের ঝুলন্ত মরদেহ। আমি মরদেহ নিচে নামাতে চেয়েছিলাম। কিন্তু সবাই বলেন, পুলিশ আসুক।’

এক প্রশ্নের জবাবে রাজন বলেন, ‘তারা রাগ করে এমন কাজ করেছে। আমার যে বড় বোন রাণী, তার খুব বেশি রাগ। তার মাথায় সমস্যা আছে। সে ভালো মানুষ এলেও ঝগড়া করে, আত্মীয়স্বজন এলে ঝগড়া করে। ডাক্তার বলেছে, তার মাথায় সমস্যা, তাকে নিয়ে কেউ কোথাও যেও না।’


‘সে (রাণী) আমার আরেক বোনকে (ফাতেমা) নিয়ে মরার কথা বলেছিল। সে বলেছিল, মরবো যখন গা-ঘর জ্বালিয়ে মরবো। বিয়ের আলাপ আসায় তার হিংসে ঢুকেছে যে, আমি বিয়ে করবো কেন। তার মাথা গরম হয়ে যায়। সে নিজে নিজে ফাঁসি লাগিয়ে আমার বোনকে নিয়ে মরেছে।’

দুই বোনের ‘আত্মহত্যার’ বিষয়ে সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “তাদের চাচাতো ভাই আমাকে যেটা বললেন যে, কাল রাতে নাকি দুই বোন দা নিয়ে বাসা থেকে বেরিয়ে চাচার বাসায় যান। তখন তিনি জিজ্ঞেস করেন, তাদের সমস্যা কী হয়েছে? চলো, আমিও তোমাদের বাসায় যাবো। তখন ওই দুই বোন নাকি বলেছে, তুমি যেও না; গেলে তোমাকেও তারা মারবে। এই ‘তারা’ আসলে কারা? কে তাদেরকে মারতে চেয়েছিল?”

লোদী বলেন, ‘এই বাসায় কাল রাতে আসলে কী হয়েছিল, কেনইবা তারা আশ্রয়ের জন্য বেরিয়ে গিয়েছিল, তাদের হাতে দা কেন ছিল, এরপর আশপাশের লোকজন ভোরে তাদেরকে ঝুলন্ত অবস্থায় ছাদে দেখতে পায়.....এ বিষয়টি আসলে আমি বলতে পারবো না, বলাটা সমীচীনও হবে না। ময়নাতদন্তের পরই জানা যাবে, আসলে কী হয়েছিল। তদন্তসাপেক্ষে আসলে বেরিয়ে আসবে, এই ঘটনার সাথে কারা জড়িত, কী কারণে ঘটনাটি ঘটেছে, কারাইবা তাদেরকে কাল রাতে বাসা থেকে বের হওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল, কেনইবা তাদের হাতে দা ছিল, তা পরিষ্কার হবে।’


কাউন্সিলর লোদী বলেন, ‘পরিবারের সদস্যদের বক্তব্য পরস্পরবিরোধী মনে হয়েছে। তারা তাদের বক্তব্যে একই জায়গায় থাকছেন না। তারা এই এলাকার আদি বাসিন্দা, কিন্তু এলাকায় তাদের সেরকম কোনো সামাজিক সম্পর্ক নেই। একধরনের আইসোলেটেড জীবনযাপন করে তারা। ঘটনাটি শুনে আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে।’

রাণী বেগম নবম শ্রেণি অবধি এবং ফাতেমা বেগম মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছেন বলে জানা গেছে। তাদের পরিবারে পারিবারিক কলহ ‘লেগেই থাকতো’ বলে জানিয়েছেন স্থানীয়রা।

জানতে চাইলে নগরীর বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি আত্মহত্যা কিনা, তা নিশ্চিত হওয়া যাবে।


সূত্রঃ সিলেট ভিউ২৪