Wednesday, 20 October 2021

কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তির পরিচয় জানাল পুলিশ (ভিডিও)

কুমিল্লার মণ্ডপে কোরআন রাখা ব্যক্তির পরিচয় জানাল পুলিশ (ভিডিও)


সিসি টিভি ফুটেজে কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।


বুধবার (২০ অক্টোবর) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেন, সিসি টিভির ফুটেজ দেখেছি। এতে এক যুবক মসজিদ থেকে কোরআন শরিফ নিয়ে রাস্তার দিকে আসে। কিছুক্ষণ পর দেখলাম তার হাতে কোরআন শরিফ নেই। হনুমান ঠাকুরের গদা হাতে নিয়ে তিনি ঘোরাঘুরি করছেন।

মন্ত্রী আরও বলেন, ওই ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই যুবক মোবাইল ব্যবহার না করার কারণে তাকে ট্র্যাক করা যাচ্ছিল না। এখন পর্যন্ত তিনি ঘন ঘন স্থান পরিবর্তন করছেন। আমরা তাকে নজরদারিতে রেখেছি। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে।

এদিকে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। ইকবাল হোসেন নামে এক ব্যক্তি কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন রেখেছে।


উল্লেখ, গত ১৩ অক্টাবর সকালে কুমিল্লা নগরীর নানুয়া দীঘির উত্তরপাড় পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগে রঘুরামপুর গ্রামের মো. ফয়জ (৪১) ফেসবুক লাইভে এসে ঘটনাটি প্রচার করেন। দৃশ্যটি লাইভ প্রচার ও মোবাইল ফোনে ধারণ করে বিভিন্ন সামাজিক যোগাযাগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সেদিন রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে ডিজিটাল নিরাপত্তা আইনে একমাত্র আসামি কর মামলা করে।

কুমিল্লার ঘটনায় এ পর্যন্ত জেলার তিনটি থানায় মোট আটটি মামলা হয়েছে। এই আট মামলায় অজ্ঞাত অন্তত ৮০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বাদী হয়েছেন ছয় মামলার।


ভিডিওঃ

৪ দিনের সফরে আগামীকাল নির্বাচনী এলাকায় আসছেন সাবেক শিক্ষামন্ত্রী

৪ দিনের সফরে আগামীকাল নির্বাচনী এলাকায় আসছেন সাবেক শিক্ষামন্ত্রী


আগামীকাল বৃহস্পতিবার ৪ দিনের সফরে নির্বাচনী এলাকায় আসছেন সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সিলেট -৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। 

সফরকালে তিনি গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলায় আওয়মীলীগের বর্ধিত সভায় যোগদানের পাশাপাশি দুই উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করবেন।

Friday, 15 October 2021

বাংলাদেশিদের সুখবর দিলো রোমানিয়া

বাংলাদেশিদের সুখবর দিলো রোমানিয়া


বিভিন্ন খাতে ৪০ হাজার শ্রমিক নিতে আগ্রহ দেখিয়েছে ইউরোপের দেশ রোমানিয়া। তবে কোন কোন সেক্টরে লোক লাগবে, আর কোন কোন সেক্টরে বাংলাদেশ লোক দিতে পারবে, তা বিবেচনা করা হবে। এ পর্যন্ত রোমানিয়ায় এক হাজার শ্রমিক পাঠানো হয়েছে।

সার্বিয়া ও রোমানিয়া সফর শেষে ঢাকায় ফিরে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নিজ বাসভবনে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রোমানিয়ায় জনশক্তি রপ্তানির ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমস্যা হলো বাংলাদেশে রোমানিয়ার মিশন নেই। তারা ভারতে থাকা মিশন ব্যবহার করতে চাচ্ছে। আমরা আমাদের এখানে মিশন খুলতে অনুরোধ করেছি। কারণ, এর মধ্যে যারা আবেদন করেছেন, তাদের ওয়ার্ক পারমিট আসেনি। তাই কনস্যুলার সেবা ঢাকায় পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছি।

মোমেন বলেন, শ্রমিক পাঠানোর বিষয়টি দেখবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এটি হবে সরকার টু সরকার পর্যায়ে।

রোমানিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করা হবে না বলেও জানান তিনি।
১১ ঘণ্টা পর সচল হলো থ্রিজি ও ফোরজি ইন্টারনেট

১১ ঘণ্টা পর সচল হলো থ্রিজি ও ফোরজি ইন্টারনেট


প্রায় ১১ ঘণ্টা পর ফের সচল হতে শুরু করেছে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট। শুক্রবার বিকাল ৪টার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার অনেক ব্যবহারকারী তাদের মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সচল হওয়ার কথা জানিয়েছেন।

শুক্রবার ভোর থেকে  সারা দেশে মুঠোফোনে থ্রি–জি ও ফোর–জি ইন্টারনেট সেবা বন্ধ ছিল।

এরআগে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে দুদিন আগে কুমিল্লাসহ কয়েকটি জেলায় পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-ভাংচুরের ঘটনায় বুধবার থেকেই ছয় জেলায় মোবাইল ফোনে উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল।

শুক্রবার বিজয়া দশমীর দিন সকাল থেকে সারা দেশেই একই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোবাইল ফোন অপারেটদের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। 

তারা বলছেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনা পেয়েই শুক্রবার ভোর ৫টা থেকে তারা থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রেখেছেন।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সেবা বন্ধ রাখতে বলেছে বিটিআরসি।

তবে বিটিআরসির কর্মকর্তারা এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। 

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’
ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহবুবুর রহমান আর নেই

ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাহবুবুর রহমান আর নেই


গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান আর নেই।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

এদিকে মরহুমের জানাযার নামাজ শুক্রবার বাদ জুমআ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দুর্গাপুর গ্রামে জানাযা শেষে সেখানকার স্থানীয় কবরস্থানে লাশ সমাহিত করা হবে।

মৃত্যুকালে তিনি ২মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
লালাবাজারে বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব রইছ আলীর ইন্তেকাল

লালাবাজারে বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব রইছ আলীর ইন্তেকাল


দক্ষিণ সুরমা উপজেলার  ৬ নং লালাবাজার ইউনিয়নের শাহসিকন্দর( রংগী) নিবাসী যুক্তরাজ্য  প্রবাসী  সিরাজুল ইসলাম ও লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, তাজুল ইসলাম ক্রিকেট একাডেমি’র প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম এর পিতা বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব রইছ আলী আর নেই। তিনি  আজ  বৃহস্পতিবার বিকেল ৪টা৪৫ মিনিটে   ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি......রাজিউন।

মরহুম রইছ আলীর যানাজার নামাজ  আগামীকাল শু্ক্রবার সকাল ১১টায় লালাবাজার আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। 

বিশিষ্ট মুরব্বী রইছ আলীর মৃত্যুতে লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, ল্যান্ডমার্ক সিলেট প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আাহাদ, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ গিয়াস উদ্দীন, সাধারণ সম্পাদক শফিক আহমদ শফিসহ লালাবাজার  এডুকেশন ট্রাস্ট, ইউকের নেতৃবৃন্দ  গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন। 

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সিলেটে অর্থনীতি ও সামাজিক উন্নয়নে রোটারিয়ানদের করণীয় বিষয়ে সেমিনার

সিলেটে অর্থনীতি ও সামাজিক উন্নয়নে রোটারিয়ানদের করণীয় বিষয়ে সেমিনার


পিডিজি লে. কর্নেল (অব:) এম আতাউর রহমান পীর এমপিএইচএফ বলেছেন, আমাদের অর্থনৈতিক উন্নয়ন হলেও সামাজিক উন্নয়ন যথার্ত হচ্ছেনা হচ্ছে না। রোটারিয়ানরা ঐক্যবদ্ধভাবে অর্থনীতির পাশাপাশি সামাজিক উন্নয়নের জন্য কাজ করতে হবে। ক্ষুদ্র ঋণ প্রদান, আত্মকর্মসংস্থান মূলক প্রকল্প বাস্তবায়ন, স্যানিটেশন, বিদ্যুৎ ইত্যাদি কাজের মাধ্যমে টার্গেট করে বিভিন্ন গ্রামের মানুষের আর্থিক এবং সামাজিক উন্নয়ন সম্ভব। এতে করে সমাজে রোটারিয়ানদের মর্যাদাও বৃদ্ধি পাবে ও সাধারন মানুষও উপকৃত হবে।

রোটারি ক্লাব অব সিলেট সুরমা আয়োজিত অর্থনীতি ও সামাজিক উন্নয়নে রোটারিয়ানদের করণীয় বিষয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

১৩ অক্টোবর রাতে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে রোটারি ক্লাব অব সিলেট সুরমা'র প্রেসিডেন্ট রোটারিয়ান আহমেদ হোসেন কায়েসের সভাপতিত্বে মূল বক্তব্য রাখেন পিপি এ.এইচ.এম ফয়সাল আহমেদ এমপিএইচএফ।

রোটারিয়ান পিপি খাইরুল জাফর চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন  এ্যাসিসটেন্ট গভর্ণর রোটারিয়ান আব্দুল কাইয়ুম, রোটারি ক্লাব অব সানসাইনের পিপি রোটারিয়ান সায়েম আহমদ, চাটার্ড প্রেসিডেন্ট অব আপ-টাউন রোটারিয়ান পিপি সৈয়দ শামীম, রোটারী ক্লাব অব সিলেট সুরমার সেক্রেটারি রোটারিয়ান রেজাউল হক রাসেল, রোটারিয়ান পিপি তোফায়েল আহমদ, রোটারিয়ান পিপি ফয়সল করিম মুন্না, রোটারিয়ান পিপি বদরুল হক চৌধুরী ও রোটারিয়ান পিপি মাসুদ আহমদ চৌধুরী।