Saturday, 23 October 2021

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত হওয়ায় চুরি হাতে বাংলাদেশি যুবকের কাণ্ড

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত হওয়ায় চুরি হাতে বাংলাদেশি যুবকের কাণ্ড


রাজনৈতিক আশ্রয় আবেদন করে প্রত্যাখ্যাত হওয়ার ক্ষোভে ফ্রান্সের ইমিগ্রেশন অফিসের সামনে ছুরি হাতে অবস্থান নেন এক বাংলাদেশি যুবক। খবরে পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি চালিয়ে তাকে গ্রেফতার করে। ঘটনাটি গত বুধবার প্যারিসের অদূরে মন্তরোজে ঘটলেও পুলিশ শুক্রবার ঘটনাটি প্রকাশ পায়

পুলিশ যুবকের জাতীয়তা উল্লেখ করলেও তার নাম-পরিচয় প্রকাশ করেনি। এ ঘটনার পর ফ্রান্সে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় আবেদনের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।
 
পুলিশ ও ফরাসী গণমাধ্যম সূত্রে জানা যায়, ২৬ বছর বয়সী ওই যুবক ফ্রান্সে এসে রাজনৈতিক আশ্রয় আবেদন করেন। কিছুদিন আগে ফ্রান্সের অভিবাসন বিষয়ক আদালত থেকে তা প্রত্যাখ্যান হয়। বুধবার সকালে কোনো কারণ ছাড়াই ওই যুবক ফ্রান্সের অভিবাসন বিষয়ক অফিস OFII-এর মন্তরোজ শাখায় প্রবেশ করতে চান। সেখানে দায়িত্বরত সিকিউরিটি তাকে প্রবেশ করতে না দেয়ায় তিনি একটু পরই তার সঙ্গে থাকা ব্যাগ থেকে দুটি লম্বা ছুরি বের করে অফিসের সামনের রাস্তায় অবস্থান নেন। আশপাশের কাউকে আক্রমণ না করলেও কেউ যেন কাছে না ভিড়ে সেই হুমকি দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

ফরাসি পুলিশ যুবকটিকে নিভৃত করতে ইলেকট্রিক পিস্তল বুলেট ব্যবহার করে তাকে অজ্ঞান করে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে শুক্রবার তাকে Nanterre আদালতে তোলা হয়। আদালত এই বাংলাদেশি যুবককে ছুরি হাতে বিপজ্জনক ঘোরাঘুরি করার অপরাধে ৩ মাসের জেল দেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানিয়েন, যুবকটি সুস্থ এবং স্বাভাবিক। তার ভেতরে কোনো অস্বাভাবিকতা নেই।
সিলেটে বঙ্গবন্ধু লেখক পরিষদ ও বঙ্গবন্ধু গবেষণা সংসদ'র সেলাই মেশিন বিতরণ

সিলেটে বঙ্গবন্ধু লেখক পরিষদ ও বঙ্গবন্ধু গবেষণা সংসদ'র সেলাই মেশিন বিতরণ



বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা ও বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট জেলা শাখার সহযোগিতায় সামাজিক প্রতিবন্ধী-অসহায় মেয়েদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

‘পুঁজি দান করি, বেকারত্ব দূর করি’-
এই শ্লোগানকে ধারণ করে বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা ও বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট জেলা শাখার সহযোগিতায়, স্কাই লাইন প্রপারটি ও ট্রাভেল এজেন্টস ইউকের পক্ষে লন্ডন প্রবাসী মোহাম্মেদ নাজিমুদ্দিন, আসুক আহমদ ও কামাল হোসেনের অর্থায়নে ‘সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র’ খাদিম নগর, সদর, সিলেট থেকে প্রশিক্ষিত কলি বেগম, সুলতানা আক্তার লিজা ও পারভীন আক্তারকে সেলাই মেশিন প্রদান করা হয়।

হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার সহ সভাপতি ও বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক লেখক, কলামিস্ট আব্দুল মালিক। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের মাননীয় এম.পি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিসিক কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিসিক কাউন্সিলার এডভোকেট ছালে আহমদ সেলিম, বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম নুনু মিয়া, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট আফছর আহমদ, স্বাচিপ নেতা ডা. আশরাফুল আলম, বাসস সিলেট প্রতিনিধি মকসুদ আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবী আব্দুস শহীদ প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে অসহায় মানুষের পাশে পুঁজি নিয়ে এসে দাড়ানোর জন্য সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, একজন মানুষকে পুঁজি বা প্রশিক্ষণ দিয়ে সাহায্য করাই হচ্ছে সবচেয়ে বড় সাহায্য। এক্ষেত্রে বিত্তবানদের আরো বেশী করে এগিয়ে আসার আহ্বান জানান এবং তিনিও তাদের সাহায্যার্থে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
রোববার সিলেট আসছেন মির্জা ফখরুল

রোববার সিলেট আসছেন মির্জা ফখরুল



আগামীকাল রোববার (২৪ অক্টোবর) সিলেটে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন সকাল আটটায় তিনি সিলেট এসে পৌঁছাবেন বলে জানা গেছে । সিলেট পৌঁছে তিনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন ।

মির্জা ফখরুল ইসলামের সিলেট সফরের বিষয়টি শনিবার রাতে নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দীকি। তিনি বলেন মহাসচিব মাজার জিয়ারত করবেন। তবে মহাসচিব দলীয় সভা এবং কোন কর্মসূচিতে অংশ নেবেন কি না-এ বিষয়ে তিনি জানেন না বলেও জানান।
লালাবাজার ইউনিয়নে সচেতন নাগরিক সমাজের প্রার্থী আব্দুল মুহিত

লালাবাজার ইউনিয়নে সচেতন নাগরিক সমাজের প্রার্থী আব্দুল মুহিত


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং লালাবাজার ইউনিয়নে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আব্দুল মুহিতকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। 

এ উপলক্ষে  ২২ অক্টোবর শুক্রবার  লালাবাজার ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় লালাবাজার ইউনিয়ন এর উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে লালাবাজার ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, করসনা জামে মসজিদের মোতাওয়াল্লী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আবদুল মুহিতকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

সভায় দক্ষিন সুরমা উপজেলার একটি আদর্শ ও ঐতিহ্যবাহী জনপদ লালাবাজার ইউনিয়ন এর সুদীর্ঘ ১৮ বছরের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে এবং ন্যায় বিচার ইনসাফ ও সম অধিকার  প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে আবদুল মুহিত কে মূল্যবান ভোট দিয়ে লালাবাজার ইউনিয়ন এর উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার লক্ষ্যে ইউনিয়নবাসীর  ভোট ও দোয়া  প্রার্থনা করা হয়।

Friday, 22 October 2021

নৌকার প্রার্থী হয়েছেন বাবা-মা-মেয়ে!

নৌকার প্রার্থী হয়েছেন বাবা-মা-মেয়ে!


মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় ৩য় ধাপের নির্বাচনে ২টি ইউনিয়নে একই পরিবারের পিতা, মাতা ও মেয়ে তিন সদস্য আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রার্থী হয়েছেন। 

২টি ইউনিয়ন থেকে প্রেরিত তালিকায় তাদের নাম ১ নম্বরে রয়েছে বলে জানা গেছে। প্রার্থীরা হলেন- উপজেলার সোনারং গ্রামের বাসিন্দা পিতা শেখ মোহাম্মদ হোসেন লিটন, মাতা এমিলি পারভিন ও মেয়ে মোসা. ফারজানা হোসেন লিজা। 

উপজেলা সদর সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন ও বাবা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ মোহাম্মদ হোসেন লিটন প্রার্থী হয়েছেন। ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তরে প্রেরিত প্রার্থী তালিকায় ১১ জনের মধ্যে ১ নম্বরে রয়েছেন মা এমিলি পারভিন। 

অপরদিকে উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন মেয়ে মোসা. ফারজানা হোসেন লিজা। তিনিও ধীপুর ইউনিয়ন ও টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ কর্তৃক কেন্দ্রে প্রেরিত তালিকায় ১০ জনের মধ্যে রয়েছেন ১ নম্বর তালিকায়। লিজা ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্যঘোষিত তালিকায় সহ-সভাপতি। 

একই পরিবারের তিন সদস্য তাদের নাম আবার দুটি ইউনিয়নের ১ নম্বর তালিকায় থাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা এখন আলোচিত প্রার্থী। ৩ প্রার্থীর মধ্যে মা এমিলি পারভিন উপজেলার নারী নেত্রী। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। মাঠের রাজনীতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত। 
পূজামণ্ডপে কোরআন রাখার কথা ‘স্বীকার করেছেন’ ইকবাল

পূজামণ্ডপে কোরআন রাখার কথা ‘স্বীকার করেছেন’ ইকবাল


প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুমিল্লার নানুয়াদিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার কথা স্বীকার করেছেন ইকবাল হোসেন। শুক্রবার (২২ অক্টোবর) বিকালে কুমিল্লা পুলিশ লাইন্সে জিজ্ঞাসাবাদের সময় এ কথা স্বীকার করেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা।

তিনি বলেন, ‘মণ্ডপে কোরআন শরিফ রাখার পর হনুমানের মূর্তি থেকে গদা সরিয়ে নেওয়ার কথাও পুলিশকে জানিয়েছেন ইকবাল। তবে কার নির্দেশে এই কাজ করেছেন, তা এখনও জানাননি।’

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারের পর থেকেই ইকবাল অসংলগ্ন আচরণ করছেন।

জানা গেছে, কক্সবাজার থেকে গ্রেফতার করে কুমিল্লা পুলিশ লাইন্সে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট।

এর আগে, শুক্রবার দুপুর ১২টার দিকে ইকবালকে বহন করা পুলিশের গাড়ি কুমিল্লা পুলিশ লাইন্সে পৌঁছায়। ভোর সাড়ে ৬টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয় থেকে তাকে নিয়ে আসা হয় কুমিল্লায়। এরপর সাড়ে ১২টা তাকে পুলিশ লাইন্সে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরা অবস্থায় সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় ঘোরাফেরা করার সময় ইকবাল হোসেনকে কক্সবাজার জেলা পুলিশের একটি দল আটক করে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর হোসেন বলেন, ‘কালো গ্লাসের একটি গাড়িতে করে কঠোর নিরাপত্তায় ইকবালকে কুমিল্লায় আনা হয়। ঘটনার রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।’
গোলাপগঞ্জে নিউ স্পাইসি স্ন্যাকবার'র উদ্বোধন

গোলাপগঞ্জে নিউ স্পাইসি স্ন্যাকবার'র উদ্বোধন


গোলাপগঞ্জে রুচিশীল খাবারের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে নিউ স্পাইসি স্ন্যাকবার।

উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্র চৌমূহনীতে মিলাদ ও দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয় এ প্রতিষ্ঠানটির।

রুচিশীল ও মানসম্পন্ন খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে যাত্রা করা প্রতিষ্ঠানটিতে রুচিশীল, সমসা, আলু চপ, বেগুণী, পোলাও, বিরিয়ানী, সুস্বাধু পিয়াজু, মগলাই, চাইনিজ নাস্তাসহ রয়েছে রকমারী আইটেম। এছাড়া রং চা, দুধ চা ও সবুজ চায়ের রয়েছে বিশাল আয়োজন।

অতিশীঘ্রই বিশালাকারে রেষ্টুরেন্ট করারও পরিকল্পনা রয়েছে।

স্ন্যাকবারের স্বত্বাধিকারী খন্দকার ইকবাল আহমদ ও খন্দকার আলীম উদ্দিন জানান, আমাদের প্রতিশ্রুতি হচ্ছে শতভাগ গ্রাহকসেবা নিশ্চিত করা এবং রুচিশীল খাবার পরিবেশন করা।