Wednesday, 27 October 2021

গোলাপগঞ্জে উপায় ক্যাম্পিং এর পুরষ্কার বিতরণ

গোলাপগঞ্জে উপায় ক্যাম্পিং এর পুরষ্কার বিতরণ



আউটার এর গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বিয়ানিবাজার, কানাইগাট নিয়ে মোবাইল ভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান “উপায়” ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এর জুলাই এবং আগস্ট মাসের উপায় ক্যাম্পিং এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপায় অথরাইজড ডিষ্ট্রিবিউটর আইকন কম্পিউটার এর হাউজে বিজয়ীদের মাঝে এই পুরষ্কার বিতরন করা হয়। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, “উপায়” ইউসিবি ফিনটেক কোম্পানীর রিজিওনাল ম্যানেজার মোঃ মশিউর রহামন ও এরিয়া ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার ও দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ এর এরিয়া ম্যানেজার কাজল চৌঃ এবং আইকন কম্পিউটার এর স্বত্তাধিকারি সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন। 

এছাড়াও অনুষ্ঠানে এজেন্ট , সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

জুলাই ও আগস্ট মাসের ক্যাম্পিং এর ডিস্ট্রিবিউটর, এজেন্টরা নির্ধারিত টার্গেট পুরণ করে তারা পুরষ্কার লাভ করেন।পুরষ্কারের মধ্যে ছিল , ল্যাপটপ- বিজয়ী সুজন আহমেদ (সুজন ষ্টোর), রেফ্রিজারেটর- বিজয়ী সেলিম উদ্দিন (আদিল টেলিকম) মাইক্রোভেন- বিজয়ী অনিক আহমেদ, মোবাইল ফোন- বিজয়ী আব্দুল কুদ্দুস (বাংলা টেলিকম) ইত্যাদি। 

অনুষ্ঠানে অতিথিরা পুরস্কার প্রাপ্তদের কাজের অগ্রগতি দেখে তাদের অভিনন্দন জানান।

Tuesday, 26 October 2021

শূন্য বয়স থেকে চালু হচ্ছে এনআইডি

শূন্য বয়স থেকে চালু হচ্ছে এনআইডি


দেশে এতোদিন ১৮ বছরের পর থেকে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে আসছিল নির্বাচন কমিশন। তবে এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এলে শূন্য বয়স থেকেই এনআইডি দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সচিবালয়ে ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আগে যারা ভোটার তাদেরই কেবল এনআইডি দেওয়া হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য বয়স থেকে এনআইডি চালুর পরিকল্পনা গ্রহণ করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কিছু আইনি জটিলতা দেখা দেওয়ায় ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা বিভাগ এবং অপরটি সুরক্ষা ও সেবা বিভাগ। দুই বিভাগে ছোট-বড় মিলিয়ে বেশ কয়েকটি অনুবিভাগ করা হয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আরেকটি বিভাগ যুক্ত হয়েছে। সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম। পরিকল্পিতিভাবে সামনের দিকে এগোনো হচ্ছে। এতে আরও কিছুদিন সময় লাগবে।

সচিবালয়ে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য আয়োজনে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র নতুন কমিটির অভিষেক

বর্ণাঢ্য আয়োজনে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র নতুন কমিটির অভিষেক


বর্ণাঢ্য আয়োজনে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর, রবিবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি বেঙ্কুয়েটিং হলে জমজমাট এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন কমিটির কাছে চ্যারিটি সংগঠনটির পরিচালনার দায়িত্ব অর্পন করা হয়।

প্রাণঘাতী করোনা মহামারীর কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় যুক্তরাজ্যে বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনগুলো স্থবির ছিলো। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সেই স্থবিরতার যেন অবসান ঘটে। করোনার আতঙ্ক ভুলে অনুষ্ঠানটি হয়ে উঠেছিলো যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজারবাসী এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের এক জমজমাট মিলন মেলা। অনেকে পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন।
 
তবে তাঁরা করোনায় হারানো প্রিয়জনদের কথা ভুলে যাননি। অনুষ্ঠানে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় করোনায় হারানো বিয়ানীবাজারবাসী এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের কথা। এই অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে আলী বেবুল ও সোহেল আহমদের সম্পাদনায় প্রকাশিত স্মারক ম্যাগাজিনেও তুলে ধরা হয়েছে করোনায় প্রাণ হারানো সংগঠনের সদস্যদের নামের তালিকা।

প্রায় ৫ শতাধিক অতিথির উপস্হিতিতে এই আয়োজনে প্রধান অতিধি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি স্টিফেন টিমস। বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউজ অব লর্ডসের সদস্য লর্ড বারন মোহাম্মদ ইলতাফ শেখ, টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। তারা যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজ জীবনে বাংলাদেশিদের নানা অবদানের কথা তুলে ধরে বলেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের জনদরদি কাজ সম্পর্কে তারা দীর্ঘদিন থেকে অবগত। এমন চ্যারিটি সংগঠন অসহায় মানুষের ঘুরে দাড়ানোর ক্ষেত্রে শক্তিশালী অবলম্বন হিসেবে কাজ করে।

অনুষ্ঠানের শুরুতে ট্রাস্টের বিদায়ী সভাপতি মো: দেলওয়ার হোসেন বলেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সূচনা থেকেই আত্মমানবতার সেবায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। ঐতিহ্যবাহী এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করাটা তাঁর জন্য অত্যন্ত সম্মানের। তিনি এবং তাঁর কমিটি আন্তরিকতার সঙ্গে সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখতে এবং সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করে গেছেন। ভবিষ্যৎ নেতৃত্বও সংগঠনের এই অগ্রগতির ধারা অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু তাদের কমিটির নানা উন্নয়নমূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। তিনি বলেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট মানবসেবার কাজে যেন সবসময় সেরা থাকে সেই লক্ষ্য নিয়েই তারা কাজ করে গেছেন। তিনি নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের জন্য শুভকামনা জ্ঞাপন করেন।

এরপর বিদায়ী সভাপতি মো: দেলওয়ার হোসেনের আহবানে মঞ্চে আসেন সংগঠনের সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে দায়িত্ব পালন করা তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অন্যতম সদস্য কাউন্সিলার সামসুল ইসলাম সেলিম। তিনি ২০২১-২০২৩ সালের জন্য নির্বাচিত কমিটির সদস্যদের একে একে পরিচয় করিয়ে দেন। তুমুল করতালির মাধ্যমে নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানান উপস্থিত সকলে।

নবনির্বাচিত কমিটির সভাপতি রহিম উদ্দিন বলেন, ঐতিহ্যবাহী বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি হিসেবে নির্বাচিত করায় তিনি সকলে প্রতি কৃতজ্ঞ। বিশাল এই সংগঠনের দায়িত্ব যেন তিনি সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য বিদায়ী কমিটি সহ সংগঠনের সকল পর্যায়ের ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
 
নতুন কমিটির সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন সংগঠনের সকল বিদায়ী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। বলেন, সংগঠনের সুনাম ও অগ্রগতির ধারা বজায় রাখতে তাঁরা হৃদয় দিয়ে কাজ করে যাবেন।

নবনির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য পদে আছেন- কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল সফিক। সহসভাপতি সাহেদ আহমদ, ছওয়াফ উদ্দিন, জাহিদুর রহমান ও জাকির হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক আলী বেবুল, আতাউর রহমান আতা। যুগ্ম কোষাধ্যক্ষ আবু আহমদ সরওয়ার। সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন রবিন। প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আহমদ। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আল মামুনুর রশীদ হিলারি। সমাজকল্যাণ সম্পাদক জুবের আহমদ। দপ্তর সম্পাদক আমিনুর রহমান সেলিম। যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন। এবং পরিচালক আতিক হোসেন, বদরুল ইসলাম সাহিদ, বদরুল হক, কবির হোসেন ও শামীম আহমেদ। গত ১২ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে এই কমিটি নির্বাচিত হয়।

নতুন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের উপস্হাপনায় অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেটস বারার স্পিকার আহবাব হোসেন, বাংলাদেশ হাই কমিশন লন্ডনের ফার্স্ট সেক্রেটারি এ জেড এম শরিফ হোসেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, কাউন্সিলার আয়েশা চৌধুরী, বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান শাহানুর খান, ইউকে বিবিসিএ’র সাধারণ সম্পাদক তফজ্জুল মিয়া, লন্ডন ইস্ট কনজারভেটিভের চেয়ার আহমেদুর রহমান আতিক,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আসুক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ,নতুন কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল সফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন রবিন, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ট্রাস্টি আব্দুস সামাদ, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সভাপতি সুহেল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি দেলোয়ার হোসেন ও বিদায়ী সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজুকে বর্তমান কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রদান কালে মঞ্চে উপস্হিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস, স্পিকার আহবাব হোসেন, ইউকে বিসিসিআইয়ের ডিরেক্টর এম এ গণি,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আসুক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ
ও কোষাধ্যক্ষ মামুন রশীদ।
 
এছাড়া অনুষ্ঠানে বৃটিশ বিয়ানীবাজারী সন্তান টাওয়ার হ্যামলেটস বারার সদ্য নির্বাচিত ইয়ং মেয়র তাহমিদ হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের প্রকাশিত স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। আলী বেবুলের সঞ্চালনায় বিশেষ এ প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন শাহজালাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হারুন মিয়া, সাপ্তাহিক জনমতের ব্যবস্হাপনা পরিচালক আমিরুল চৌধুরী,পরিচালক জুনাইদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল জিলু. ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি করিম মিয়া শামীম, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আলতাফ হোসেন বাইস,বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না,উপদেষ্টা নুরুল ইসলাম, বাংলাদেশ সেন্টারের প্রধান নির্বাহী সৈয়দ মুস্তাফিজুর রহমান, ফেইথ প্রিন্টিংয়ের ব্যবস্হাপনা পরিচালক সাংবাদিক মোসলেহ উদ্দিন আহমদ,এডিটর ২৪ ডট কমের সম্পাদক আহাদ চৌধুরী বাবু,বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সাধারণ কামরুল হোসেন মুন্না, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সহসভাপতি জাহিদুর রহমান,জাকির হোসেন,পরিচালক কবির হোসেন,স্পন্সরদের মধ্যে মো: নুরুজ্জামান, খায়রুল ইসলাম আলীম ও কদরুল ইসলাম।

এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস বারার সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস,লন্ডন টাইগারসের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবা আহমদ, বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউকে’র সাধারণ সম্পাদক আকবর হোসেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু কাওসার। মঞ্চে শুরুতে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত। ছিলো সাংস্কৃতিক আয়োজন। এতে সঙ্গীত পরিবেশন করেন বিলেতের স্বনামধন্য বাংলা সঙ্গীত শিল্পী কুইন, হাসি রাণী এবং শিল্পী সয়ফুল আলম। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টের সহসভাপতি শাহেদ আহমদ।
মিসবাহ সিরাজের কাজ প্রশংসনীয়: জেলা দায়রা জজ

মিসবাহ সিরাজের কাজ প্রশংসনীয়: জেলা দায়রা জজ


সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান বলেছেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ যেভাবে কাজ করে গেছেন তা প্রশংসার দাবিদার। তিনি সব সময় সামাজিক ও রাজনৈতিকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে তার অনেক সুখ্যাতি রয়েছে। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তাকে অনুসরণ করে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে বেলা ২টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য ও সাবেক পাবলিক প্রসিকিউটর এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজকে গান্ধী আশ্রম (বোর্ড অব ট্রাস্টিজ) এর ‘ট্রাস্টি’ তে পুণঃনিয়োগ প্রাপ্ত করায় সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। 

এসময় তিনি বলেন, আমাকে পূণরায় গান্ধী আশ্রম (বোর্ড অব ট্রাস্টিজ) এর ‘ট্রাস্টি’ নিয়োগ করায় সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যে দায়িত্ব আমার উপর অর্পন করা হয়েছে, তা আমি সুষ্ঠুভাবে পালনে যথাযথ সচেষ্ট থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

সমিতির কার্যনির্বাহী কমিটির প্রথম যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু)  ও ২য় যুগ্ম সম্পাদক এডভোকেট মুমিনুর রহমান (টিটু) এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম।

অতিথির বক্তব্য রাখেন সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মো. আমিরুল ইসলাম, সিলেটের  সরকারি কৌসুলী এডভোকেট মো. রাজ উদ্দিন, সিলেটের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. নিজাম উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির কার্যনির্বাহী কমিটির সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মকসুদ আহমদ ও সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান।

বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল খালিক, সিলেট জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি এডভোকেট এ.কে.এম. শমিউল আলম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুল হক সেলিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. সামছুল ইসলাম।

উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রথম সহ সভাপতি এ.কে.এম. ফখরুল ইসলাম এডভোকেট, ২য় সহ সভাপতি পান্না লাল দাস এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোঃ আজিম উদ্দীন এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোঃ মকসুদ আহমদ এডভোকেট, লাইব্রেরী সম্পাদক মোহাম্মদ আব্দুল মুকিত (অপি) এডভোকেট, সহ-সম্পাদক কবির আহমদ এডভোকেট, মো. কাওছার আহমদ এডভোকেট ও মোবারক হোসাইন এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ওবায়দুর রহমান এডভোকেট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) এডভোকেট, কল্যাণ চৌধুরী এডভোকেট, লুৎফা বেগম চৌধুরী এডভোকেট।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী কমিটির সমাজ বিষয়ক সম্পাদক মো. আজিম উদ্দীন এডভোকেট এবং গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য বিপ্লব কান্তি দে মাধব এডভোকেট।
ইউপি নির্বাচনে সিলেট বিভাগে নৌকার মাঝি হলেন যারা

ইউপি নির্বাচনে সিলেট বিভাগে নৌকার মাঝি হলেন যারা



দেশের তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সিলেট বিভাগের নৌকার প্রার্থী বাছাই শেষ হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

দেশের তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে সিলেট বিভাগের নৌকার চড়ান্ত প্রার্থীরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার ৫টি ইউনিয়নে নৌকার মাঝিরা হলেন, লালাবাজারে তোয়াজিদুল হক তুহিন, মোগলাবাজারে ছদরুল ইসলাম, সিলামে শাহ অলিদুর রহমান, দাউদপুরে আতিকুর রহমান ও জালালপুরে ওয়েছ আহমদ।

জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুরে আব্দুর রাজ্জাক, চারিকাটায় সিরাজুল ইসলাম, দরবস্তে মো. কুতুব উদ্দিন, ফতেপুরে মো. রফিক আহমদ ও চিকনাগুলে মো. কামরুজ্জামান চৌধুরী।

গোয়াইনঘাট উপজেলার ডুবারিতে সুবাস দাস, তোয়াকুলে মো. লুকমান, নন্দিরগাঁওয়ে এস. কামরুল হাসান আমিরুল, ফতেপুরে মো. নাজিম উদ্দিন, লেংগুড়ায় মো. মুজিবুর রহমান ও রুস্তমপুরে মো. হেলাল উদ্দিন।

সুনামগঞ্জ জেলার সদর উপজেলার রঙ্গারচরে আব্দুল মজিদ, সুরমায় মো. আব্দুস সাত্তার, জাহাঙ্গীরনগরে মো. মোকসুদ আলী, মুল্লাপাড়ায় মো. মনির উদ্দিন, কাঠইরে মো. বুরহান উদ্দিন, মোহনপুরে সিতেশ রঞ্চন দাস তালুকদার, গৌরাংয়ে সালমা আক্তার চৌধুরী, লক্ষণশ্রীতে মো. মিজানুর রহমান ও কুরবাননগর ইউনিয়নে মো. শামসুদ্দিন।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলসে মো. মাছুম মিয়া, শিমুলবাগে মিজানুর রহমান জিতু, পাথারিয়ায় সামসুল ইসলাম রাজা, দরগাহপাশায় মো. মনির উদ্দিন, পূর্বপাগলায় মো. রাসিকুল ইসলাম, পশ্চিম পাগলায় মো. জগলুল হায়দার, পূর্ব বীরগাঁওয়ে রিয়াজুল ইসলাম এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়নে দেবাংশু শেখর দাস।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণিতে মো. জুবায়ের হোসেন, দাশেরবাজারে মো. জিয়াউর রহমান, নিজবাহাদুরপুরে মো. ময়নুল হক, উত্তর শাহবাজপুরে রফিক উদ্দিন আহমদ, দক্ষিণ শাহবাজপুরে নাহিদ আহমদ।

বড়লেখায় সালেহ আহমদ, তালিমপুরে বিদ্যুৎ কান্ত দাস, দক্ষিণভাগ উত্তরে এনাম উদ্দিন, সুজানগরে মো. সাহেদুল মজিদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে সুব্রত কুমার দাস।

কুলাউড়া উপজেলার বরমচালে আবুল হোসেন খসরু, ভুগশিমইলে মো. মইনুল ইসলাম, ভাটেরায় জুবায়ের সিদ্দিকী, জয়চন্ডিতে আব্দুর রব মাহাবুব, ব্রাক্ষ্মণবাজারে মো. মমদুদ হোসেন, কাদিপুরে ছালিক আহমদ, কুলাউড়ায় মুছাদ্দিক আহমদ নুমান, রাউতগাঁওয়ে মো. আকবর আলী, টিলাগাঁওয়ে মো. আব্দুল মালিক, হাজিপুরে ওয়াদুদ বক্স, শরিফপুরে মো. চিনু মিয়া, পৃথিমপাশায় মো. আব্দুল মনাফ ও কর্মধা ইউনিয়নে মো. আতিকুর রহমান।

হবিগঞ্জ সদর উপজেলার লুকরায় আহাম্মদ আলী, রিচিতে আব্দুর রহিম, তেঘরিয়ায় আলহাজ এম এ মুতালিব, পৈলে সাহেব আলী, গোপায়ায় নুরুজ্জামান চৌধুরী, রাজিউড়ায় বদরুল করিম দুলাল, নিজামপুরে মো. আব্দুল আউয়াল তালুকদার ও লস্করপুরে মো. মাহবুবুর রহমান হিরো।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর পশ্চিমে সমর চন্দ্র দাস, বড়ভাকৈর পূর্বে মো. আক্তার মিয়া, ইনাতগঞ্জে মো. আসাবুর রহমান, দিঘলবাঘে মো. আবু সাইদ, আউশকান্দিতে মো. দিলোয়ার হোসেন, কুর্শি ইউপিতে আলী আহমদ, করগাঁওয়ে মজলুর রহমান, নবীগঞ্জ সদরে মো. হাবিবুর রহমান, বাউশায় মো. আবু সিদ্দিক, দেবপাড়ায় মো. আব্দুল মুহিত চৌধুরী, গজনাইপুরে মো. সাবের আহমদ চৌধুরী, কালিয়ারভাঙায় ফরহাদ আহমেদ ও পানিউনদা ইউনিয়নে মো. ইজাজুর রহমান।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর, বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর।
কোটিপতি স্বামী রেখে অটোচালকের সঙ্গে পালাল গৃহবধূ!

কোটিপতি স্বামী রেখে অটোচালকের সঙ্গে পালাল গৃহবধূ!


কোটিপতি স্বামী রেখে গৃহবধূ পালিয়েছেন অটোচালকের সঙ্গে। শুনতে অবাক লাগলেও এমন এক ঘটনা ঘটেছে ভারতের ইন্দোরের খাজরানায়। অভিযোগ উঠেছে কোটিপতি ব্যবসায়ী বরের ৪৭ লাখ টাকা নিয়ে পালিয়েছেন ওই গৃহবধূ।

গত ১৩ অক্টোবর থেকে ওই ব্যবসায়ীর স্ত্রী নিখোঁজ হন। এর প্রেক্ষিতে থানায় একটি অভিযোগ করেন তিনি। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্তদের খুঁজে না পেলেও ৩৩ লাখ টাকা পেয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী বাড়ি না ফেরায় গত ১৩ অক্টোবর রাতে থানায় অভিযোগ করেন ওই ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন, তার স্ত্রী বাসায় ফেরেনি। তার বাড়ি থেকে ৪৭ লাখ টাকা উধাও হয়ে গেছে। ওই টাকা নিয়ে অটোচালকের সঙ্গে তার স্ত্রী পালিয়েছেন গেছেন।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত অটোচালকের নাম ইমরান। ওই নারীর থেকে তিনি প্রায় ১৩ বছরের ছোট। তিনি প্রায়ই তার অটোতে করে ওই মহিলাকে বাড়িতে নামিয়ে দিতেন। মহিলার স্বামীর অভিযোগ তদন্তে নামে পুলিশ। এরপর অভিযান চালিয়ে অটোচালক ইমরানের এক বন্ধুর বাড়ি থেকে ৩৩ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

বন্ধুর বাসা থেকে টাকা উদ্ধার করতে পারলেও এখনও ইমরান এবং ওই নারীর কোনো খোঁজ পায়নি পুলিশ। অভিযুক্তদের খোঁজে বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তথ্যপ্রযুক্তির ব্যবহার করে তাদের খোঁজ চালিয়ে যাচ্ছে পুলিশ।
পূজামণ্ডপে হামলার ঘটনায় খুব পরিচিত নামও আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পূজামণ্ডপে হামলার ঘটনায় খুব পরিচিত নামও আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা কিছু নাম বলেছেন। আরও নিশ্চিত হয়ে শিগগিরই তা জানানো হবে।

নোয়াখালীর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এমন নামও শুনবেন, যারা আপনাদের খুবই পরিচিত ব্যক্তি। তবে অপরাধী অপরাধীই। তাদের কোনো ছাড় নেই।
 
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আধিপত্য বিস্তার, মাদকসহ কিছু বিষয় নিয়ে রোহিঙ্গাদের মধ্যে অশান্তি বিরাজ করছে বলে মন্তব্য করেন আসাদুজ্জামান খাঁন।

সংলাপে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।