Wednesday, 27 October 2021

গায়িকা সালমা এখন ব্যারিস্টারের বউ

গায়িকা সালমা এখন ব্যারিস্টারের বউ



ক্লোজআপ ওয়ান বিজয়ী গায়িকা সালমা এখন ব্যারিস্টারের বউ। স্বামী সানাউল্লাহ নূরে সাগর লন্ডনের লিংকনস-ইনে ব্যারিস্টারি সম্পন্ন করেছেন। 

আনন্দের এই সংবাদটি ফেসবুকে তার বক্তদের সঙ্গেও শেয়ার করেছেন এই গায়িকা। ফেসবুক পোস্টে সাগরকে ব্যারিস্টার সম্বোধন করে তিনি লিখেছেন, ‘আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব’।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সাগরকে বিয়ে করেছিলেন সালমা। কিন্তু সাগর সে সময় জজ কোর্টের আইনজীবী ছিলেন। পাশাপাশি লন্ডনে ব্যারিস্টারি পড়ছিলেন। 

স্বামীকে নিয়ে সালমা আরও লিখেন, ‘এটা আমার জন্য পরম পাওয়া। স্বামীর এই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত! ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর মানুষ হিসেবেও অত্যন্ত নম্র, ভদ্র এবং মার্জিত! আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব।’

২০০৬ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার দ্বিতীয় সিরিজে বিজয়ী হন সালমা। তিনি নিজেও এখন আইনের ছাত্রী। সময় দিচ্ছেন শ্বশুরবাড়ি ময়মনসিংহ হালুয়াঘাটের মানুষদের। মেয়ের নামে প্রতিষ্ঠা করেছেন সাফিয়া ফাউন্ডেশন।
পাটুরিয়ায় যানবাহনসহ ফেরি ডুবার

পাটুরিয়ায় যানবাহনসহ ফেরি ডুবার



মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে রো রো আমানত শাহ নামের একটি ফেরি ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কি কারণে ফেরিটি ডুবে যায়, তা জানা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
টি-টোয়েন্টিতে সেরা সাকিব

টি-টোয়েন্টিতে সেরা সাকিব


চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট ও বলে সমান দাপট দেখাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এর পুরস্কার হিসেবে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে সরিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আবার শীর্ষে উঠে এসেছেন টাইগার অলরাউন্ডার।

বুধবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাকিবের শীর্ষস্থান পুনরুদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এদিকে, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। কোমরের চোটে বিশ্বকাপ শেষ সাইফ উদ্দিনের। তার জায়গায় মূল স্কোয়াডে সুযোগ হয়েছে রুবেল হোসেনের। তবে একাদশে জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী পেসার শরিফুল ইসলাম।

এই ম্যাচের নামার আগে ২০১১ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংলিশদের হারানোর সুখস্মৃতি সামনে আসছে টাইগারদের। অন্যদিকে প্রথমবারের মতো দল দুটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে।

বাংলাদেশে থেকে ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে।

বাংলাদেশ একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ও নাসুম আহমেদ।
ডিসেম্বরেই ভিকিকে বিয়ে করছেন ক্যাটরিনা!

ডিসেম্বরেই ভিকিকে বিয়ে করছেন ক্যাটরিনা!


বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রেমের গুঞ্জন বলিউডে বহুল চর্চিত বিষয়। শোনা যাচ্ছে দীর্ঘ প্রেমের পর বিয়ে করতে যাচ্ছেন তারা। ডিসেম্বরেই নাকি রাজস্থানে হবে তাদের বিয়ের অনুষ্ঠান! 

বলিউড বাবলের খবরে বলা হয়েছে— ১৮ আগস্ট ক্যাট ও ভিকির বাগদান হয়ে গেছে বলে তাদের নিকটজনরা দাবি করেছেন।  কিন্তু ভিকি এসব তথ্যকে উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন শিগগিরই বিয়ে করবেন তিনি। ভিকি কাকে বিয়ে করবেন সেটি উল্লেখ না করায় ভিকি-ক্যাটের ভক্তরা ধরে নিয়েছেন এ দুজন গাঁটছড়া বাঁধতে চলেছেন। 

এদিকে বিশেষ প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, গেল ১৮ আগস্ট গোপনে ভিকির সঙ্গে রোকা অনুষ্ঠান সেরেছেন ক্যাটরিনা। এবার ভারতের অন্যতম এ শীর্ষ সংবাদমাধ্যম জানাল, সম্পর্কের পরবর্তী ধাপে যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা। শিগগিরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন!

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে— বিয়ের প্রস্তুতিও নেওয়া শুরু করেছেন ক্যাট-ভিকি। তাদের বিয়ের পোশাক ডিজাইন করছেন সব্যসাচী। তারা এখন কাপড় নির্বাচন করছেন। ক্যাটরিনার পছন্দ সিল্কের কাপড়, যা দিয়ে লেহেঙ্গা বানানো হবে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিয়ে হবে।

তবে বুধবার বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, ক্যাটরিনা কাইফের ডিসেম্বরের বিয়ের খবরটি সত্য নয়। পোর্টালটিকে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, ওই খবর মিথ্যা এবং তিনি বিয়ে করছেন না। তা হলে এ নিয়ে এত মাতামাতি কেন— এমন প্রশ্নে ক্যাটরিনা বলেছেন, ১৫ বছর ধরে তিনি এ পরিস্থিতি মোকাবিলা করে আসছেন। 
কিশোরীর গলাকাটা লাশের পাশে কাতরাচ্ছিল রক্তাক্ত কিশোর

কিশোরীর গলাকাটা লাশের পাশে কাতরাচ্ছিল রক্তাক্ত কিশোর


টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া একই স্থান থেকে গলাকাটা অপর এক কিশোরকে আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

বুধবার সকাল ৮টার দিকে এলেঙ্গা শামসুল হক কলেজের সামনে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহত ওই কিশোরীর নাম সুমাইয়া আক্তার (১৬)। সে কালিহাতী উপজেলার পালিমা গ্রামের ফেরদৌসুর রহমানের মেয়ে। পরিবারসহ এলেঙ্গা পৌরসভার রিসোর্ট এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। সে এলেঙ্গা রানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। 

আহত ওই কিশোরের নাম মনির হোসেন (১৭)। সে এলেঙ্গা পৌর এলাকার মশাজান গ্রামের মেহের আলীর ছেলে। সে বাসচালকের সহকারী।

নিহত কিশোরীর বাবা ফেরদৌসুর রহমান জানান, সকাল ৬টায় তার মেয়ে প্রাইম একাডেমিতে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল ৮টায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাই যে, তার মেয়েকে (সুমাইয়া) কে বা কারা গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখেছে। তবে ঘটনাস্থলে পড়ে থাকা ছেলেটিকে তিনি চিনেন না বলে জানান।

আহত মনিরের খালা রোজিনা বেগম জানান, মঙ্গলবার রাতে বাড়ি থেকে মনির বের হয়ে যায়। এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয় লোকজনদের কাছে খবর পেয়ে মনিরকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে তার সঙ্গে যে মেয়েটিকে গলা কেটে হত্যা করা হয়েছে তাকে সে চেনে না।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গলাকাটা এক কিশোরী ও এক কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই কিশোর জীবিত ছিল।

পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ওই কিশোরের ঘাড়সহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। 

তবে প্রেমঘটিত কোনো কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারাণা করা হচ্ছে।
এবার মাধ্যমিকে অংশ নেবে ২২ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার মাধ্যমিকে অংশ নেবে ২২ লাখ ২৭ হাজার শিক্ষার্থী


করোনাভাইরাস মহামারির কারণে ৯ মাস পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগের ঘোষণা অনুযায়ী ১৪ নভেম্বর থেকে মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের মাধ্যমিক পরীক্ষা হবে। ১৮ লাখ ৯৯৮ জন আট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং ১ লাখ ২৪ হাজার ২২৮ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীয় বসবে।

মহামারি পরিস্থিতির কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে কেবল তিনটি নৈর্বচনিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। 

শিক্ষামন্ত্রী দীপু মনি আগেই জানিয়েছিলেন, বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
গোলাপগঞ্জে উপায় ক্যাম্পিং এর পুরষ্কার বিতরণ

গোলাপগঞ্জে উপায় ক্যাম্পিং এর পুরষ্কার বিতরণ



আউটার এর গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বিয়ানিবাজার, কানাইগাট নিয়ে মোবাইল ভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান “উপায়” ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড এর জুলাই এবং আগস্ট মাসের উপায় ক্যাম্পিং এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপায় অথরাইজড ডিষ্ট্রিবিউটর আইকন কম্পিউটার এর হাউজে বিজয়ীদের মাঝে এই পুরষ্কার বিতরন করা হয়। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, “উপায়” ইউসিবি ফিনটেক কোম্পানীর রিজিওনাল ম্যানেজার মোঃ মশিউর রহামন ও এরিয়া ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার ও দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ এর এরিয়া ম্যানেজার কাজল চৌঃ এবং আইকন কম্পিউটার এর স্বত্তাধিকারি সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন। 

এছাড়াও অনুষ্ঠানে এজেন্ট , সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

জুলাই ও আগস্ট মাসের ক্যাম্পিং এর ডিস্ট্রিবিউটর, এজেন্টরা নির্ধারিত টার্গেট পুরণ করে তারা পুরষ্কার লাভ করেন।পুরষ্কারের মধ্যে ছিল , ল্যাপটপ- বিজয়ী সুজন আহমেদ (সুজন ষ্টোর), রেফ্রিজারেটর- বিজয়ী সেলিম উদ্দিন (আদিল টেলিকম) মাইক্রোভেন- বিজয়ী অনিক আহমেদ, মোবাইল ফোন- বিজয়ী আব্দুল কুদ্দুস (বাংলা টেলিকম) ইত্যাদি। 

অনুষ্ঠানে অতিথিরা পুরস্কার প্রাপ্তদের কাজের অগ্রগতি দেখে তাদের অভিনন্দন জানান।