Sunday, 7 November 2021

কমলগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলার দুই আসামী বন্দুকযুদ্ধে নিহত

কমলগঞ্জে যুবলীগ নেতা হত্যা মামলার দুই আসামী বন্দুকযুদ্ধে নিহত



মৌলভীবাজারের মিরতিংগা চা বাগানে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত দুই জন কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও যুবলীগ নেতা নাজমুল হাসান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীমঙ্গল র‍্যাব-৯ এর ব্যাটালিয়ান কমান্ডার বসু দত্ত চাকমা এ তথ্য জানিয়েছেন।

র‌্যাবের দাবি, ৭ নভেম্বর রবিবার ভোরে মৌলভীবাজারের মিরতিংগা চা বাগান এলাকায় নিহত দুই জন র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে দুই জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

তবে নিহতদের একজন মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা। তিনি বলেন, বন্দুকযুদ্ধে নিহত একজন নাজমুল হত্যার ২ নম্বর এজাহারভুক্ত আসামি তোফায়েল মিয়া (৩৫)। তবে নিহত সুধাংশ দত্তের নাম মামলার এজাহারে নেই।

এদিকে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. জামাল জানান, ভোরে শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্প থেকে দুটি লাশ থানায় হস্তান্তর করা হয়।

কমলগঞ্জের চৈত্রঘাটে গত ৩১ অক্টোবর সন্ত্রাসীরা একটি মাইক্রোবাসে এসে প্রকাশ্যে ব্যবসায়ী নেতা নাজমুল হাসানকে কুপিয়ে গুরুতর আহত করেন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যান।

এ ঘটনায় পরদিন নিহত নাজমুল হাসানের বড় ভাই শামসুল হক বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়।

ফুটেজে দেখা যায়, কালো একটি মাইক্রোবাসে আসা ৯ ব্যক্তি নাজমুলকে ধাওয়া করে। এক পর্যায়ে নিজ বাড়ির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়েন নাজমুল। তখন নাজমুলকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় ওই ৯ সন্ত্রাসী। সিসিটিভি ক্যামেরাটি নাজমুলের অফিসে লাগানো ছিল।

নাজমুল ফেসবুক লাইভে জানিয়েছিলেন, হামলাকারীদের মধ্যে চার জনকে চিনতে পেরেছেন। তারা হলেন স্থানীয় তোফায়েল, রাসেল, মাসুদ ও তোফাজ্জল। তার দাবি, ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচন করার ঘোষণায় তার ওপর হামলা হয়েছে। তার মৃত্যু হলে খুনিদের যেন সাজা হয় সেই দাবিও জানিয়েছিলেন নাজমুল।

গোলাপগঞ্জ পৌর বিএনপির নব নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানালেন নাহিদ

গোলাপগঞ্জ পৌর বিএনপির নব নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানালেন নাহিদ

গোলাপগঞ্জ প্রতিনিধি  : গোলাপগঞ্জ পৌর বিএনপির নব নির্বাচিত সভাপতি মশিকুর রহমান মহি'কে অভিনন্দন জানালেন পৌর ছাত্রদল নেতা নাহিদ আহমদ।

উল্লেখ গতকাল শনিবার কাউন্সিলরদের গোপন ভোট ব্যালটের মাধ্যমে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল আহমদ নির্বাচিত হন।

রবিবার পৌর ছাত্রদল নেতা নাহিদ আহমদ এক বিজ্ঞপ্তিতে গোলাপগঞ্জ পৌর বিএনপির নব নির্বাচিত সভাপতি মশিকুর রহমান মহি সহ নির্বাচিত সবাইকে শুভেচ্ছা জানান।


একদিন দেশে ফুটবলের গণজাগরণ হবে- সরওয়ার হোসেন

একদিন দেশে ফুটবলের গণজাগরণ হবে- সরওয়ার হোসেন



গোলাপগঞ্জ প্রতিনিধি:  গোলাপগঞ্জে মীরগঞ্জ ফুটবল একাডেমির আয়োজনে ও ৮নং ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু সুফিয়ান উজ্জলের পৃষ্টপোষকতায় একাডেমি কাপ-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার বিকেল৩টায় মীরগঞ্জ শেখপুর স্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন।


তিনি তাঁর বক্তব্যে বলেন, ফুটবলের প্রতি দেশের মানুষ যে ভালবাসা আজ মীরগঞ্জে এসে প্রমাণিত হলো। ফুটবলকে এভাভে ভালবাসলে একদিন এ দেশে ফুটিবলের গণজাগরণ সৃষ্টি হবে। ব্যারিস্টার সাইদুল হক সুমন যে মিশন শুরু করেছেন তা এ মিশন একদিন সফল হবে। 


তিনি আর বলেন, গ্রামগঞ্জ থেকে উঠে আসা ফুটবল খেলোয়াড়রাই একদিন জাতীয় দলে খেলবে। আমাদের দেশের ফুটবল দলও একদিন বিশ্বকাপে অংশগ্রহণ করবে।



বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেনদ্রীয় যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সাইদুল হক সুমন।


তিনি তার বক্তব্যে বলেন, ফুটবলের প্রতি গোলাপগঞ্জবাসীর ভালবাসায় দেখে আমারঅন ভরে গেছে। দেশে ফুটবলের জাগরণ তৈরীর উদ্দেশ্যে সুমন ফুটবল একাডেমি যে যাত্রা শুরু হয়েছে সকল স্থানে মানুষের ফুটবলের প্রতি ভালবাসা দেখে মনে হচ্ছে এতে আমরা সফল হবো।


গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য এম এ ওয়াদুদ ইমরুল, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মীরগঞ্জ একাডেমির 

সাধারণ সম্পাদক রুনু মিয়া, যুবলীগ নেতা এনামুল হক এনাম প্রমুখ।



খেলায় মীরগঞ্জ ফুটবল একাডেমি ১-০ গোলে সুমন ফুটবল একাডেমিকে পরাজিত করে। মীরগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে গোল করেন সাগর আহমদ।

গোলাপগঞ্জ পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

গোলাপগঞ্জ পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন



গোলাপগঞ্জ প্রতিনিধি  : গোলাপগঞ্জ পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল ভোট গ্রহনের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল পৌরশহরের একটি অভিজাত সেন্টারে এ কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়। 


পৌর বিএনপির আহবায়ক হাসান ইমাদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক  কাউন্সিল হেলালুজ্জামান হেলালের পরিচালনায় আয়োজিত কাউন্সিল সম্মেলনে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা কয়েছ আহমদ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন । 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। 


বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক অনুষ্ঠানের উদ্বোধক কামরুল হুদা জায়গীরদার, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম, জেলা আহবায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, মাহবুবুর রহমান চৌধুরী ফয়ছল, এড. এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামিম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গফুর,পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস,সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদসহ প্রমুখ। 


বক্তারা বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র নেই। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আওয়ামীলীগের দুঃসাশনের অবসান ঘটাতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আবারও দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তিনি বলেন, সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। তা বাস্তবায়ন ও বিএনপির ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় দেশে আবারো গণতন্ত্র কায়েম হবে।


নির্বাচনে কাউন্সিলরদের গোপন ভোট ব্যালটের মাধ্যমে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল আহমদ নির্বাচিত হন।

Thursday, 4 November 2021

তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ গোলাপগঞ্জের জহিরুল

তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ গোলাপগঞ্জের জহিরুল


তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন গোলাপগঞ্জের জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি গত ৪ আগস্ট তুরস্ক থেকে গ্রিসে উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার খোঁজ মিলছে না। এতে দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কা.টাচ্ছেন তার পরিবার ও স্বজনরা।

জানা যায়, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা দীর্ঘ ১৫ বছর ধরে মধ্যপাচ্যের দেশ বাহরাইনে বসবাস করছিলেন। প্রায় এক বছর আগে এক দালাল জহিরুলকে আশ্বাস দেয় ইউরোপের দেশ পোল্যান্ড পাঠানোর। দালালের পাল্লায় পড়ে জহিরুল পাড়ি জমান তুরস্কে। দালাল আশ্বাস দিয়েছিল তুরস্কে এক মাস থাকার পর পোল্যান্ডে যাওয়া যাবে।

কিন্তু দীর্ঘ এক বছরেও পোল্যান্ডে না যেতে পেরে বাধ্য হয়ে অবৈধ পথে গ্রিসে যাওয়ার সিদ্ধান্ত দেন জহিরুল। এরপর গেল গত ৪ আগস্ট আরেক দালালের সঙ্গে আড়াই লাখ টাকা চুক্তি করে রওনা দেন গ্রিসের উদ্দেশ্যে। একসঙ্গে ২৬ জন বাংলাদেশি টানা দুই দিন পায়ে হেঁ.টে গ্রিসে প্রবেশকালে জহিরুল ক্লান্ত অবস্থায় দলচ্যুত হয়ে পড়ে।
বিপুল ভোটে নিউইয়র্ক সিটির কাউন্সিলর হলেন নায়িকা পূর্ণিমার বোন

বিপুল ভোটে নিউইয়র্ক সিটির কাউন্সিলর হলেন নায়িকা পূর্ণিমার বোন


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। শাহানার পৈতৃক নিবাস চট্টগ্রামের ফটিকছড়ি। তিনি সম্পর্কে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমার ফুফাতো বোন। বিষয়টি অভিনেত্রী পূর্ণিমা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে বোনের এই জয়ে আনন্দ প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

মঙ্গলবার (২ নভেম্বর) নিউইয়র্ক সিটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ বুধবার দেয়া হয় ফল। সেখানে জানা যায়, বিপুল ভোটে জিতেছেন শাহানা। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলিম নারী হিসেবে নিউইয়র্কের সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন তিনি।

শাহানা হানিফ ব্রুকলিনের নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট-৩৯ থেকে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৮ হাজার ২৫২ ভোট পেয়ে, যা মোট ভোটের ৮৯.৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ব্রেট ওয়েনকফ পেয়েছেন মাত্র ২ হাজার ৫২২ ভোট, যা মোট ভোটের ৮ শতাংশ।

পূর্ণিমা এ প্রসঙ্গে বলেন, ‘শাহানার জয় আমাদের পরিবারের জন্য অনেক গর্বের একটি বিষয়। অনেক আগে থেকেই সে এর সঙ্গে জড়িত ছিল। এ জন্য অনেক স্ট্রাগলও করেছে। অবশেষে সে এর ফল পেয়েছে। খুব কম বয়সে সে এটা অর্জন করেছে। ওর জন্য দোয়া করবেন সবাই।’

পূর্ণিমা আরও জানান, শাহানা হানিফের জন্ম এবং বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। সর্বশেষ ২০১৬ সালে শাহানা বাংলাদেশে এসেছিলেন। তার এই আসা ছিল মূলত বাংলা শিখতেই। আদর্শলিপি কিনে শিক্ষক রেখে প্রায় ৮-৯ মাস ধরে তিনি বাংলা শেখেন। মূলত যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতেই দেশে এসে এত পরিশ্রম করে বাংলা শিখে যান তিনি। এবার তারই ফল পেলেন। বাঙালিরা তাকে আপন ভেবে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে।
‘প্রেমিকের’ অন্যত্র বিয়ে ঠিক, প্রতিবাদে অনশনে ‘প্রেমিকা’

‘প্রেমিকের’ অন্যত্র বিয়ে ঠিক, প্রতিবাদে অনশনে ‘প্রেমিকা’


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া গ্রামের পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন তার ‘প্রেমিকা’ নাসিমা আক্তার। আব্দুস সালাম উপজেলার আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের তেরাব আলীর ছেলে। তিনি পুলিশ কনস্টেবল পদে চাকরি করেন এবং আগামীকাল শুক্রবার গোপনে বিয়ে করতে যাচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় ও অনশনরত নাসিমা আক্তারের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়িতে অনশন শুরু করেন নাসিমা। তিনি আব্দুস সালামের চাচাতো ভাই শাহ আলমের সাবেক স্ত্রী।

নাসিমার দাবি, চাচাতো ভাইয়ের সাথে বিয়ের পর থেকে সালাম তাকে ভুলিয়ে-ভালিয়ে প্রেমের ফাঁদে ফেলে দেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হয়। স্থানীয়ভাবে বিয়ের সিদ্ধান্তে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা হলেও সালাম ওই নারীকে বিয়ে করতে চাননি। পরে ওই নারী আব্দুস সালামের বিষয়ে তার তৎকালীন কর্মস্থল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পুলিশকে অবগত করে হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন। বর্তমানে অভিযোগটি তদন্তাধীন অবস্থায় রয়েছে। এরই মধ্যে গোপনে শুক্রবার উপজেলার ইসলামপুর এলাকায় সালামের বিয়ে ঠিক করেছে তার পরিবার। এ খবর পেয়ে নিজের অধিকার আদায়ে বিয়ের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়িতে অনশন শুরু করেছেন নাসিমা আক্তার।

বৃহস্পতিবার সরেজমিনে ঘটনাস্থলে গেলে অনশনে থাকা নাসিমা আক্তার বলেন, আব্দুস সালামের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সে বিয়ের আশ্বাস দিয়ে আমাকে নিয়ে বিভিন্ন হোটেলে রাত্রীযাপনও করেছে। আমার পূর্বের স্বামীকেও তার কথায় তালাক দিয়েছি। এখন সে গোপনে অন্য নারীকে বিয়ে করতে দিন-তারিখ ঠিক করেছে। এ খবর জেনে তাকে বিয়ে করার জন্যই এ বাড়িতে এসেছি। বাড়িতে প্রবেশের পর আমাকে সালামসহ তার ভাবিরা মিলে মারধর করেছে।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে সালামের বাবা ও দুই ভাবি জানান, সালাম এই নারীকে (নাসিমা আক্তার) বিয়ে করতে রাজি নন। তাই তারা অন্যত্র তার বিয়ে ঠিক করেছেন। কিন্তু বৃহস্পতিবার সকালে নাসিমা আক্তার হঠাৎ করে এসে গালমন্দ শুরু করে বাড়ির সামনে বসে আছে।

স্থানীয় ইউপি সদস্য তাজ উদ্দিন বলেন, এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে শালিস বৈঠক হয়। কিন্তু সালাম বৈঠকের রায় মানেননি। এখন আর আমাদের কিছু করা নেই।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।